You are currently viewing হৃদয় ছোঁয়া গান। কবি আবু তাহের বেলাল এর হৃদয় ছোঁয়া তিনটি গান
হৃদয় ছোঁয়া গান। কবি আবু তাহের বেলাল এর হৃদয় ছোঁয়া তিনটি গান

হৃদয় ছোঁয়া গান। কবি আবু তাহের বেলাল এর হৃদয় ছোঁয়া তিনটি গান

ভালো নেই

  • আ বু তা হে র বে লা ল

 

ভালো নেই বলি তবু ভালো আছি বেশ

ভালো থাকা ভালোবাসা হয়ে গেছে শেষ,

ভালোবাসি বলি মুখে-

মনে পুষি দ্বেষ।।

::

ভালো নেই কোন পাখি নদী ঢেউ জল

ভালো নেই কোন ফুল ভালো নেই ফল।

ভালো নেই শ্যামলিমা

সবুজের দেশ।।

::

আনবিক কোলাহল দানবিক সুর

প্রীতি প্রেম ঠেলে দেয় দূর বহুদূর,

পাশবিক আয়োজন

করে সারাক্ষণ-

মানবিক বোধ-জ্ঞান বিপন্ন বিধুর।..

::

ভালো থাকা খুব দায় বহে দুঃখী ঢেউ

ভালো নেই আমি তুমি ভালো নেই কেউ।

হাসি গানে লেগে থাকে

বেদনার রেশ।।

 

১৩ আগস্ট-২০১৮

নরসিংদী।

“ভালো নেই বলি তবু ভালো আছি বেশ
ভালোবাসা ভালো থাকা হয়ে গেছে শেষ”

কথা: Abu Taher Belal
সুর ও কন্ঠ :আবু তাহের শাকিল

 

একে একে খুড়ে দেখ বুকের জমিন

  • আ বু তা হে র বে লা ল

 

“একে একে খুড়ে দেখ বুকের জমিন

কতোটুকু ভালোবাসা প্রেম অমলিন

রেখেছি তোমায় প্রিয় দিতে উপহার-

হয়তো দেখোনি ভুলে তুমি কোনদিন!! :::

না পাওয়ার কোন্ বেদনায় কোন্ অভিমানে

নির্দয় দোলে যাও অমিয় সুরের বাগান,

ঘুটঘুটে আঁধারে স্বপ্নের অভিযানে তুমিহীন

বলো কে দেবে ভোরের আজান!

কাঁধে করে নেবে কে আর ছফেদ কফিন!! ::::

তোমারও বড় প্রয়োজন এই আঙিনায়

মালিহীন পড়ে আছে গোলাপ কামিনী,

কার রঙে এই মন তুমি আমি রাঙি হায়

আলোর বিষটি ছাড়া কাটে কী যামিনী।… ::::

তুমিও এসো প্রিয় হাতে রেখে হাত

পার করি দুজনে ব্যথাতুর ধূসর কাল,

দূর করি শতাব্দীর অয়োময় কালো রাত

হৃদয়ে পারদ ঢেলে মেলে ধরি পাল।

জীবন তাতে আজ যতো হয় হোক না সঙিন।।

একে একে খুলে দেখো বুকের এ জমিন,
কতটুকু ভালোবাসা প্রেম অমলিন….

কথা:Abu Taher Belal
শিল্পী:Nowshad Mahfuz -নওশাদ মাহফুজ

 

বনের পশু চিনলো যারে

  • আ বু তা হে র বে লা ল

 

বনের পশু চিনলো যারে

চিনলো না হায় মানুষ তারে

আল-আহাদের ডাক দিলে তাই

কাফের বেদ্বীন পাথর মারে

চিনলো না হায় মানুষ তারে

 

আবু জেহেল লাহাবেরা

মন্দকাজে ছিল সেরা

নানারকম দেয় অপবাদ

লাঞ্ছনা যায় বারে বারে

চিনলো না হায় মানুষ তারে

 

আল্লার হাবিব দয়াল নবী

আমার প্রিয় ধ্যানের ছবি

রহম হয়ে এলো ধরায়

অধম মানুষ চিনলোনা রে

চিনলো না হায় মানুষ তারে

কথা:আবু তাহের বেলাল

সুর:মশিউর রহমান

শিল্পী:শাহাবুদ্দীন শিহাব

ইসলামী গান , ইসলামী গান , ইসলামীক গান, আবু তাহের বেলাল, আবু তাহের সাকিল, Islamic Song 

হৃদয় ছোঁয় গান। কবি আবু তাহের বেলাল এর হৃদয় ছোঁয়া তিনটি গান

Leave a Reply