মে দিবসের ছড়া
আমার শ্রমে
মোঃ আক্তারুজ্জামান মোল্লা
আমার শ্রমে আমার ঘামে
তোমার অট্টালিকা
আমায় তুমি নিচু ভাবো
মাছি পিপিলিকা।
আমার রক্তে ঘামে গড়া
তোমার প্রাসাদ বাড়ী
আমার শ্রমের দামে করো
তোমরা কারাকারি।
ন্যায্য দাবী ন্যায্য পাওনা
নেওনা কেন মেনে
আমি যদি থমকে দাড়াই
দেশও যাবে থেমে।