You are currently viewing মে দিবসের কবিতা। ১১জন কবির ১১টি নতুন কবিতা
মে দিবসের কবিতা। ১১জন কবির ১১টি নতুন কবিতা

মে দিবসের কবিতা। ১১জন কবির ১১টি নতুন কবিতা

মে দিবসের ছড়া

শাহিন ইসলাম

সাহেবসুবোর পকেট থেকে

হয় না টাকাকড়ি বের,

শ্রমের দায়ে শ্রম দিয়ে যায়

উন্নতি নেই গরিবের।

দিনরাতে কাজ করেও তবু

মন ভরে না মালিকের,

ধন দিয়ে সব পাহাড় গড়ে

ফুরায় না খাদ বা লিকের।

ন্যায্য দাবি বহুত দূরে

নামবেতনই বকেয়া,

ন্যায়নীতি সব বন্দি আজও

ছলচাতুরী ছকে আঃ!

কক্ষনো আর দূর হবে না

অসভ্য চুনকালি কি?

নতুন করে হোক প্রতিবাদ

নিপাত যাক এই মালিকি।

বিদ্রোহী কবিতা , আবৃত্তি, ব্যাখ্যা PDF, ইতিহাস, প্রশ্ন

Leave a Reply