You are currently viewing মাহ মুদুল হাসান সুমন এর বিদ্রোহী কবিতা “খড়গ”
বিদ্রোহী কবিতা “খড়গ”

মাহ মুদুল হাসান সুমন এর বিদ্রোহী কবিতা “খড়গ”

খড়গ

মোঃ মাহ মুদুল হাসান সুমন

 

ওমর খড়গ হস্তে করিব টালমাটাল |

আমি পৃথ্বীর ঝাল !

আমি নজরুল !

আমি দূর্বিষহ ভীমরুল |

আমি সর্বনাশা পদ্মা |

আমি বিদ্রোহী যোদ্ধা |

আমি যা পাই সম্মুখ ,

সবি করি দূরীভূত |

আমি হোমাগ্নি,আমি শ্মশান ,

মোর কাছে সবকিছু ম্লান |

আমি হুংকার ,আমি প্রদিপ্ত দিবাকর ,

আমি উতপ্ত বালি |

আমি বিশ্ব দেব জ্বালি !

আমি হাবিয়া ,

বাংলা কবিতা, প্রেমের কবিতা, বিদ্রোহী কবিতা , ভালোবানার কবিতা

আমি অত্যাচারী লয়ে উঠি মাতিয়া |

আমি প্রলয় সমীরণ ,আমি অদম্য ব্যাকরণ |

আমি পিষ্ট করি তমঃ বিবরণ ,

আমি উত্তাল ঢেউ ,আমি তরঙ্গ |

আমি দ্যুলোক ভূলোক করি ভঙ্গ !

আমি উচ্ছাস,আমি সর্বনাশা তটিনী |

আমি এক ভয়ঙ্কর অবনী ¡

আমি রাক ঢাক মানি না,

আমি হারিতে জানিনা |

আমি বগল বাজাই আর পাথার নাচাই ¡

আমি চুপটি করে দেখি আর দর্প ভরে হাঁটি |

আমি অবিনশ্বর ,আমি প্রভাকর ,

আমি কাঁদাই আমি কাঁদিনা |

আমি ভাবাই ,আমি ভাবিনা |

আমি গর্জন ,আমি তর্জন ,

আমি সবি করি বর্জন |

আমি ভয় আমি জয় |

আমি একাত্তরের বিজয় |

আমি তালুতে রাখি বিশ্ব করি শাসন !

আমি দানবের মতন |

আমি দৃষ্টি ,আমি প্রলয় বৃষ্টি |

আমি অগ্নি করি সৃষ্টি !

আমি কল্লোল ,আমি সবি দেই দোল !

আমি ভিসুভিয়াস ,আমি ত্রাস,

আমি আঁধিয়ার করি গ্রাস|

আমি তালুতে রাখি হাত ,

বিশ্ব করি কুপকাত |

আমি বাদল ,আমি বর্ষণ

আমি ব্যঘ্র করি চর্বণ

বাংলা কবিতা, প্রেমের কবিতা, বিদ্রোহী কবিতা , ভালোবানার কবিতা

শুধাও বিশ্ব মোরে ,আমি খড়গ

আমি অত্যাচারীর জোঁক

আমি রক্ত চুষে খাই

আমি রক্তে শান্ত হই

আমি নয় ছয় ,

আমি শয়তান করিনা ভয় |

আমি হিরণ ,আমি মরণ ,

আমি বজ্র ধরণ |

আমি খড়গ ,আমি উত্তম ঘোটক |

আমি ফণাধর ,আমি ভুজঙ্গ ,

আমি ফুত্কারে করি সব ছত্রভঙ্গ |

আমি সমর ,আমি বিগ্রহ ,

আমি মৃত্যুতে আগ্রহ |

আমি মৃগরাজ ,আমি কেশরী ,

আমি ধমকী অত্যাচারী |

আমি নতজানু নই ,

আমি খড়গ ধারে চমকাই !

আমি নষ্ট করি সবি !

আমি প্রজ্বলিত রবি |

আমি ঈশ্বর পাশে ,

আমি নই কোন হ্রাসে |

বাংলা কবিতা, প্রেমের কবিতা, বিদ্রোহী কবিতা , ভালোবানার কবিতা

আমি মৃগেন্দ্র ,আমি মৃগরাজ ,

আমি হিমালয়ে বসে বাদ্য বাজাই রোজ !

এই আমার আমি ,

আমি বিনে সবি ভন্ডামি !

আমি বিধাতৃর নাটাই ,

আমি বিনে সবি করি আমি ছাটাই |

আমি প্রশান্ত আমি সুনামি ,

ধন্য আমি ঈশ্বর ধ্যানি |

আমি তুরগ ,আমি ভোগ করি ক্ষিতির সুখ সব |

আমি অশান্ত ,আমি অধরা সীমান্ত ,

আমি বাহুবলে করি সবই ডুবন্ত |

আমি নিশাচর ,আমি তটিনীর দ্বার ,

আমি শোসক বক্ষে কাঁটি আচড় |

আমি চপলা ,আমি শম্পা ,

আমি বিশ্ব দেই টোকা আচমকা |

আমি ভবি ,আমি ঘৃণি সবি,

আমি তুরগ ,আমি অরি

আমি কালবৈশাখীর তরী |

আমি দিগন্তে ছুটে চলি ,

আর খড়গ হস্তে বীরত্বে বলি ,

আমি খড়গ ,আমি দ্বিখন্ড করি সব !

আমি ভুজঙ্গ প্যাঁচানো দিক ,

আমি ভুজগে নিহিত ঠিক !

আরও পড়ুন–কবি আসাদ বিন হাফিজ এর ঈদ দিয়ে ৩টি ছড়া/ কবিতা

সংজ্ঞা কি? ২৬টি বিষয়ের সংজ্ঞা – নাসীমুল বারী

বিদ্রোহী কবিতা, বিদ্রোহী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর, বিদ্রোহী কবিতার mcq, বিদ্রোহী কবিতা ব্যাখ্যা

[gs-fb-comments]

Leave a Reply