You are currently viewing প্রাইমারি শিক্ষক নিয়োগ- ২০২৩| পরীক্ষায় পাশের ওপেন কৌশল

প্রাইমারি শিক্ষক নিয়োগ- ২০২৩| পরীক্ষায় পাশের ওপেন কৌশল

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশের কৌশল

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ- ২০২৩ প্রকাশিত হয়েছে। ১০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। পরিক্ষা হবে মে মাসে (সাম্ভাব্য)। তাদের চাকরি হবে যারা প্রচুর পড়তে পারেন,যারা ধৈয্যশীল,যারা আত্মবিশ্বাসী। সময়কে সঠিক ভাবে ব্যবহার করুন। ৬ ঘন্টা ঘুম, খাবার ও নামাজের সময় ছাড়া বাকি সময় পড়ার টেবিলে থাকুন। যেহেতু ৭০০০+ শূন্য পদ(বরিশাল, রংপুর ও সিলেট বিভাগ ) সেহেতু প্রশ্ন কিছুটা হার্ড হতে পারে। বিষয় ভিত্তিক বই কিনে পড়তে থাকুন। BCS preliminary এর আপডেট বই বাজারে পাওয়া যায় কিনে নিবেন।

১.বাংলা ভাষা ও সাহিত্য।

২.English language.

৩.গাণিতিক যুক্তি।

এই তিনটি বই ভালো ভাবে রিভিশন দিতে হবে। মোট ৮০ মার্কসে পরিক্ষা। এখান থেকে ২০+২০+২০=৬০ মার্কস থাকবে।

বিগত সালের প্রশ্ন ভালো করে পড়বেন। বাকি ২০ মার্কস থাকবে সাধারণ জ্ঞান অংশ হতে(বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারন বিজ্ঞান)।

মনে রাখবেন শুধু প্রাইমারি নিয়োগ গাইড পড়ে প্রাইমারি চাকরি হয়না। সময় কম বলে এই অংশটুকু প্রাইমারি নিয়োগ গাইড থেকে পড়তে পারেন অথবা অন্য বই থেকে পড়তে পারেন। English literature থেকে দু- একটা প্রশ্ন থাকতে পারে। বিখ্যাত কবি ও সাহিত্যিকের লেখা গ্রন্থগুলোর নাম জেনে নিবেন। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে। বেশি বেশি পরিশ্রম করবেন। মনে রাখবেন, পরিশ্রম পরিশ্রমকারীকে বিনা পারিশ্রমিকে ফিরিয়ে দেয়না।

মোঃ তামিম

সহকারি শিক্ষক

সৈয়দ গাজী সরকারী প্রাথমিক বিদ্যালয়।

আরও পড়তে পারেন—– ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদের অজানা ইতিহাস ও ভ্রমণ গাইড 

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ সার্কুলার

নিয়োগকর্তাঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
চাকরির ধরনঃ সরকারি চাকরি
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৩
মোট পদ সংখ্যাঃ নিচে অফিশিয়াল নোটিশে দেখুন
মোট লোক সংখ্যাঃ অফিশিয়াল নোটিশে দেখুন
শিক্ষাগত যোগ্যতাঃ নিচে দেখুন
প্রকাশ সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন
আবেদন করার মাধ্যমঃ অনলাইনে
আবেদনের শুরুর তারিখঃ ১০ মার্চ ২০২৩ ইং তারিখ সকাল ১০.৩০ মিনিট হতে
আবেদনের শেষ তারিখঃ ২৪ মার্চ ২০২৩ ইং তারিখ ১১.৫৯ মিনিট পর্যন্ত
অফিশিয়াল ওয়েবসাইটঃ http://dpe.gov.bd/
আবেদন করার লিংকঃ নিচে দেখুন

প্রাইমারি-শিক্ষক-নিয়োগ-২০২৩-সার্কুলার

Leave a Reply