You are currently viewing বিশ্বনন্দিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে ১৫০টি গান
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কে নিয়ে গান

বিশ্বনন্দিত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে ১৫০টি গান

হাজার বছরের শ্রেষ্ট ইসলামী চিন্তাবীদ, আল কোরআনের সাহসী তাফসির কারক, মনব দরদী, বাংলাদেশের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী । তার উদারতা, ভালোবাসা, জনসেবা ছিলো দলমত নির্বিশেষে সকলের জন্য । দীর্ঘ ৫০ বছর জাতিকে উপহার দিয়েছেন কোরআনের তাফসির। মানবজাতির কল্যাণে জনগণের ভালোবাসায় তাদের ভোটে দুইবার সংসদ সদস্য হয়েছিলেন। তথাকথিত সাজানো মামলা দিয়ে তাকে ১৩ বছর জেলের অন্ধকার কারাগারে রাখা হয়েছিলো। তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয় সমগ্র বিশ্বে কেঁদেছিল। আওয়ামীলীগ সরকার ঢাকাতে তার জানাজা পড়তে না দিলেও বাংলাদেশর দেড় শতাধিক সহ সমগ্র বিশ্ব মিলিয়ে প্রয় এক কোটি মানুষ তার গায়েবানা জানাজা  নামাজ পড়েছে। তাকে ভালোবেসে তাকে স্বরণে অনেকেই গান লিখেছেন। এখানে শুধু আমার চোখে পড়া ১৫০টি গানের লিংক দিলাম। এর বাইরেও অনেক আছে।

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কে নিয়ে গান

দীপ্ত চেরাগ

এ গান বিশ্বাসীদের অনুভবের। প্রেরণার ও অঙ্গীকারের।

– চৌধুরী গোলাম মাওলা

১) https://www.youtube.com/watch?v=Eu7z68k8KR8

 

কোরআনের পাখিগুলো উড়ে চলে যায়

একা করে আমাদের দূর সীমানায়

কথা: আরিফ হোসেন সবুজ সুর: মাহমুদ ফয়সাল কন্ঠ: গাজী আসিফ মাহমুদ

২) https://www.youtube.com/watch?v=GauQtD-aTEU

 

নাইরে দুনিয়ায় আজি নাইরে দুনিয়ায়

আল্লামা সাঈদী সাহেব নাইরে দুনিয়ায়।

(মরমি নাশিদ)

Song : Allama Saydi Singer : Shakil Ahmed Lyric & Tune : Shakil Ahmed

৩) https://www.youtube.com/watch?v=LFnczOEMgUI

 

এই জমানার প্রিয় রাহবার আল্লামা সাঈদী

ওই যে দেখ বিদায় নিতেছে মোর কোরআনের পাখি।

আল্লামা সাইদি কে নিয়ে শ্রেষ্ঠ মরমী গজল। মাওলানা মাহমুদুল হাসান ফরিদপুরী ।

৪) https://www.youtube.com/watch?v=i4Xy8MzNcXY

 

কোরআনের পাখি দিয়ে গেলে ফাঁকি

রেখে গেলে ব্যাথার শানাই

জালিমের জেলে শেষ হলে তিলে তিলে

কোরাআনের পথে গেলে জীবন সাজাই।

Song – biday quraner pakhi Singer – Oliullah Mesbah, Abu Bakar Siddik, ‍shariful islam Lyric & Tune – Oliullah Mesbah & Abu Bakar Siddik

৫) https://www.youtube.com/watch?v=WJODn2k38x0

 

সত্যের তারা তুমি বিজয়ের তারা তুমি,

তুমি ছিলে চেতনার গান

তোমাকে হারিয়ে আজ ব্যাথাতুর এ হৃদয়

গাইছে বিরহের গান।

৬) https://www.youtube.com/watch?v=ftED11ofmno

 

রক্তক্ষরণ বুক, মুখের নেই ভাষা

নিভে গেলো স্বপ্নপ্রদিপ কোটি প্রাণের আশা।

চলে গেলো আল্লামা সাঈদী Song :

Lyric : YEASIN ROBEL Tune : Imran Hossen Miazi. Singer: Jobaid Hossain & Imran Hossen Miazi.

৭) https://www.youtube.com/watch?v=wJ9HEXUwQnM

 

কোরআনের পাখিটা আজ আর নেই

মানতে পারছি না তা কিছুতেই।

হাহাকার করে কাঁদে পৃথিবী জমিন

ঐ মুখ দেখবো না আর কোন দিন

Song :Quraner Pakhi Singer : Parvez Mahmud Lyric : Rokib Hossin Tune :Parvez Mahmud

৮) https://www.youtube.com/watch?v=AI_Cng_2IoM

 

 

কেঁপে উঠেছে মোর পাঁজরখানি,

নেই নাকি নেই নাকি আল্লামা সাঈদী

Singer: Emon Uddin & Kibria Sunny Liryc & Tune: Kibria sunny

৯) https://www.youtube.com/watch?v=751F6xdJJ2w

 

কোরআনের পাখিটা ডাকবে না আর

যালিমের কারাগারে ছিলো কয়েদী

song : Quraner Pakhi Singer : Jayed Ahmad Lyric & Tune : Jayed Ahmad

১০) https://www.youtube.com/watch?v=8qthqyBA670

 

যার মরনে এ ভুবন কেঁপেছে এই জমিন,

হে কোরআনের পাখি হয়ে গেলো মুক্ত স্বাধীন

Singer: Shahera Mim Lyrics & Tune: Shahera Mim

১১) https://www.youtube.com/watch?v=e_4OnJ5HrUs

 

আল্লাহ তুমি সাঈদী সাহেবের সকল গুনা মাপ করে দাও

আল্লাহ তুমি কুরআনের পাখির সকল গুনা মাপ করে দাও।

Singer: Joynul Abedin Zihadi Lyric: Joynul Abedin Zihadi Tune: Joynul Abedin Zihadi

১২) https://www.youtube.com/watch?v=NE5uZ7bY-74

 

কোরাআনের পাখি বুঝি যায় চলে যায়,

কাঁদিয়ে পৃথিবীকে অঝোর ধারায়

গান _____কুরআনের পাখিটা কথা সুর ও শিল্পী… আবুবরায়হান সানী

১৩) https://www.youtube.com/watch?v=ibHHIEMHL8w

 

যুগ যুগ ধরে আজ বয়ান মোরা শুনে আসছি,

তিনি আর নেই ভবে আমাদের বুক ছিড়ে..

গান _____কুরআনের পাখিটা কথা সুর ও শিল্পী…আব্দুল হামিদ

১৪) https://www.youtube.com/watch?v=_fJBptslLBY

 

আকাশ বাতাশ কাঁদছে দেখো, সাঈদী তোমার চলে যাওয়ায়

তোমার কন্ঠ যেন শুনছি আমি বাতাশের গুনগুনে ধারায়

SONG : VOLBONA TUMAI HE SAYEDI LYRIC & TUNE : ARFAT H.ASHRAF

১৫) https://www.youtube.com/watch?v=MsBeo6u-tzs

 

না ফেরার দেশে গেছে কোরআনের পাখি,

কান্নায় বুক ভাসে ভেজে দুটি আখ।

কথা: দীদার মাহদী সুর ও কন্ঠ : কবির বিন সামাদ

১৬) https://www.youtube.com/watch?v=ZsW7s57uciM

 

চলে গেল তুমি প্রিয় রাহবার

কাঁদিয়ে কত শত প্রাণ এ ধরার।

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কে নিয়ে মহানন্দা শিল্পী গোষ্ঠীর পরিবেশনা

১৭) https://www.youtube.com/watch?v=6P_9-jzcPGE

 

চলে গেলে আমাদের কোরআনের পাখি

বুঝলো না জাতি তার মূল্যটা কি ।

কথা সুর ও মূল শিল্পী :এস এম মঈন কাভার শিল্পী :এস এম জসিম উদ্দিন

১৮) https://www.youtube.com/watch?v=zvex9jXJI60

 

কোরআনের পাখি আজ গেছে হারিয়ে

আসবে না ফিরে আর কোন দিন।

১৯) https://www.youtube.com/watch?v=Q5tyHC6FPcs

 

আল্লামা সাঈদী পৃথিবীতে আর নেই

তবু তার কবরে পুলিশ আছে পাহারায়।

কবি ও শিল্পী এমডি রুহুল আমিন নাত(ভারত)

২০) https://www.youtube.com/watch?v=RC_JXxSMRnY

 

বিদায় বিদায় প্রিয় আল্লামা সাঈদী

বিদায় বিদায় প্রিয় কোরআনের পাখি।

Song : Allama Saydi Artist : Musaddik Husain lyric&Tune: Colected

২১) https://www.youtube.com/watch?v=Cth4QamL0Ls

 

স্বপ্ন ছিলো তুমি আবার আসবে ফিরে,

কোরআনের ওয়াজ শুনবো আমরা তোমারই কন্ঠে

Song : Allama Sayeedi Singer : Riyad Khan Lyric : Riyad Khan

২২) https://www.youtube.com/watch?v=e2F7avlxbcU

 

মোর কোরআনের পাখি কেমনে ভুলি তোমায়

তোমার বিদায় হাসি দাগ কাটে কলিজায়।

singer Basir Ahmed lyrics Musihur Rahman

২৩) https://www.youtube.com/watch?v=tnq_qJm3Ggc

 

কোরাআনের পাখি ঐ চলে গেলো

মায়ার এই পৃথিবী ছেড়ে

Singer: Md Asadul. Lyric : Ajibul Bissas

২৪) https://www.youtube.com/watch?v=XPGT1js2zmE

 

আল্লামা সাঈদীর সাহেবের স্মৃতি শান্তি কামনা করে ও তাকে কারাগারে মানসিক যন্ত্রনা দিয়ে হত্যা করা হয়েছে তার প্রতিবাদী গজল শিল্পী মেহেবুবের কন্ঠে (ভারত)

২৫) https://www.youtube.com/watch?v=2tZUzo919HQ

 

২৬ ) https://www.youtube.com/watch?v=qihY5-E0m3E

 

চোখের পানি আর থামানো যায় না ভাই

মরোনি তুমি শাহীদ হয়ে নিলে বিদায়

গজল সাঈদী হুজুর নেই রে আর । কবি ওসমান মোল্লা

২৭) https://www.youtube.com/watch?v=9vQMu99Hzh8

 

আর কতদিন তোমার বিরহে থাকিবো আমরা

তোমার স্মৃতির এই স্বরনে হাজার চোখে কান্না।

২৮) https://www.youtube.com/watch?v=wuHYtrE9Kp8

 

কাঁদছে হৃদয় কাঁদছে সদায়, কাঁদে হতাশায়।

কেমন করে ভুলি তারে ভোলা কি তার যায়

২৯) https://www.youtube.com/watch?v=PA5tgVZdK08

 

কোটি মানুষের নয়ন ভিজিয়ে চলে গেছে বুলবুল

মিথ্যে অপবাদের তিনি দিয়ে গেছেন মাশুল।

সুর ও কন্ঠ:  kobi helal

৩০) https://www.youtube.com/watch?v=qGqKs6gw3q0

 

কি হলোরে বাংলাদেশে সইতে পারি না

ঘুমিয়ে গেছেন আজ আমাদের সাঈদী আল্লামা

আলমগীর হোসাইন রেজা।

৩১) https://www.youtube.com/watch?v=RR42COGGWms

 

আঁধার আলো নিরবে ছিলে জেলের গহীনে

কী কারনে এ ভুবনে শহীদ হলো গোপনে।

৩২) https://www.youtube.com/watch?v=e-lCjFPs9t0

 

এমন বিরহ ব্যাথা কেমনে বল মানি

বুকের পাঁজরে ভিরে চোখে আনে পানি

Jakaria Ahmad

৩৩) https://www.youtube.com/watch?v=U6ic34F_00M

 

কোরআনের পাখি আল্লামা সাঈদী

হয়ে গেলো আল্লাহর মেহমান

Singer Saiful

৩৪) https://www.youtube.com/watch?v=oFrlLw8c22c

 

সাঈদী সাহের এর মতো আলেম পাবে না

তাই তো প্রতিবাদের ঝর এখন কভু থাসবে না (ভারত)

৩৫) https://www.youtube.com/watch?v=ywQdmDVLaDM

 

কোরআনের পাখি উড়ে গেল চলে

যেতে যেতে কত কথা গেলো বলে। (ভারত)

৩৬) https://www.youtube.com/watch?v=rFlBCwhcoO0

 

কোর আনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি

ফিরে আর আসবে না যত তারে ডাকি।

৩৭) https://www.youtube.com/watch?v=T5HEygFQKlg

 

ভালো রেখো ওগো প্রভু আল্লামাকে

আর কোন চাওয়া নেই আমার

তোমার স্নেহের ছায়ায় আগলে রেখো

খুলে দিয়ো রহমের দ্বার।

Thikana Tv.press

৩৮) https://www.youtube.com/watch?v=w7I-TdIoixw

মনে বড় স্বাধ ছিলো আশা ছিলো অবিরাম

তাফসির ময়দানে শুনবো তোমার নাম।

গান- ফিরে তুমি আসতে যদি ( আল্লামা সাঈদী (রহঃ)। সূর ও শিল্পী – আল আমীন সাক্বী। কথা- মিজানুর রহমান রুবেল।

৩৯) https://www.youtube.com/watch?v=miHgSJ6b2V0

 

বাংলাদেশের সাঈদী দেলওয়ার এই দুনিয়া ছাইড়া যায়

শেখ হাসিনার জেল খাটিয়া প্রাণ পাখিটা উড়ে যায়। (ভারত)

৪০) https://www.youtube.com/watch?v=i0HewvsVw4k

 

আল্লামা দেলাওয়ার হোসেন নাইরে দুনিয়ায়

জেল হাজতে ছিলেন যিনি নাইরে দুনিয়ায় (ভারত)

৪১) https://www.youtube.com/watch?v=vZsMCzEqjd0

 

আমার দুঃখ লাগেরে শুন শুন মনো দিয়া

সাঈদী সাহেব চলেগেলেন জনমের লাগিয়া

GHAZAL TV 25

৪২) https://www.youtube.com/watch?v=e6vjyfF9pQ8

 

আল কোরআনের পাখি দিলে তুমি ফাকি

আর কোরআনের মাঠে উঠবে না আর ডাকি।

Creative Studio | Shahadat Rakib  

৪৩) https://www.youtube.com/watch?v=kRP36638WJw

 

প্রভুর ডাকে চলেগেলেন মজলুম আল্লামা সাঈদী

জান্নাতুল ফিরদাউস নসীব হোক আমরা সাবাই ফরিয়াদী।

Lyric, Tune & Singer : Mufti Abul Fazal Md Nurullah Bin Wadudi

৪৪) https://www.youtube.com/watch?v=TAtK853-Uj8

 

চলেগেল সাঈদী ওপারেতে, ফিরে আর আসবে না এই ধরাতে

Records Vocal Studio

৪৫) https://www.youtube.com/watch?v=671y2GFraCo

 

দেখা যাবে না আর কোরআনের পাখিকে

মঞ্চে ময়দানে দ্বীনের রাহে ডাকিতে।

Song : Allama saydee Singer : Sowibul Islam Lyrics & Tune : Sowibul Islam

৪৬) https://www.youtube.com/watch?v=BLj7tOkPgi0

 

কোরআনের দাওয়াতে তুমি ছিলে বীর

ওমরের মতো ছিলো তব উচু শীর।

বাতিলের হুংকার ভয় করোনি

সাহসের সেরা কিছু বাকি রাখোনি।

Song : Moha Monishi Singer : Sabbir Ahmad Lyric : Sabbir Ahmad

) ৪৭https://www.youtube.com/watch?v=Y5dGfVIL3Xk

আরও পড়ুন–আল্লামা সাঈদীর কবরকে কেন্দ্র করে শিরক ও বিদআত সম্পর্কে জামায়াতের বার্তা

সবাই তো চলে যায় কাছে থেকে অজানায়

তোমার চলে যাওয়া কেন এতো মায়া লাগে

Song_Sobai to Chole jay Singer_Ahsanul Haque(SIFAT) Lyrics_Abdul Basit Nuyed Tune_Ali mortuza Bin Amin

৪৮) https://www.youtube.com/watch?v=NBFBTBm9x5k

 

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কে নিয়ে গান লিংক

৪৯) https://www.youtube.com/watch?v=Eex9E6K-hpk

৫০) https://www.youtube.com/watch?v=XZsRl4zPwxs

৫১) https://www.youtube.com/watch?v=AAlQFJOPV0U

৫২) https://www.youtube.com/watch?v=qOvCz73ND00

৫৩) https://www.youtube.com/watch?v=xUOuxtlfu9o

৫৪) https://www.youtube.com/watch?v=QmIHZHuTDro

৫৫) https://www.youtube.com/watch?v=MQW37qVT0vc

৫৬) https://www.youtube.com/watch?v=95qlPJOEmpA

৫৮) https://www.youtube.com/watch?v=aDTsgBhOZ98

৫৯) https://www.youtube.com/watch?v=cGdAVzoQO4g

৬০) https://www.youtube.com/watch?v=If1fL8RIkYY

৬১) https://www.youtube.com/watch?v=RqJdH41UoJ0

৬২) https://www.youtube.com/watch?v=Qa31m05TUTc

৬৩) https://www.youtube.com/watch?v=w9AfIXLrNpo

৬৪) https://www.youtube.com/watch?v=w9AfIXLrNpo

৬৫) https://www.youtube.com/watch?v=pxfYFLsBPG4

৬৬) https://www.youtube.com/watch?v=qrpzXnra06o

৬৭) https://www.youtube.com/watch?v=ub16P-sR_6A

৬৮) https://www.youtube.com/watch?v=Ox8DDUkriDI

৬৯) https://www.youtube.com/watch?v=esEyuRieidw

৭০) https://www.youtube.com/watch?v=-6xZtwbs-SI

৭১) https://www.youtube.com/watch?v=ucO1nioPSj0

৭২) https://www.youtube.com/watch?v=_ix1J6XYz4o

৭৩) https://www.youtube.com/watch?v=qG1yP-66EqM

৭৪) https://www.youtube.com/watch?v=Lu_8OU9_wiM

৭৫) https://www.youtube.com/watch?v=BRQSiJPQ0Zs

৭৬) https://www.youtube.com/watch?v=ZQqKyWlkJbM

৭৭) https://www.youtube.com/watch?v=-j1ewb2d9U0

৭৮) https://www.youtube.com/watch?v=A_hbAFmGkDw

৭৯) https://www.youtube.com/watch?v=kfOhiljxH-0

৮০) https://www.youtube.com/watch?v=nPZmkofrCEA

৮১) https://www.youtube.com/watch?v=AtXpP7LzHtc

৮২) https://www.youtube.com/watch?v=45eJxR_HBjM

৮৩) https://www.youtube.com/watch?v=WLpah3se86Q

৮৪) https://www.youtube.com/watch?v=jqjXoi5XBiM

৮৫) https://www.youtube.com/watch?v=IJ-Sypjkycc

৮৬) https://www.youtube.com/watch?v=FukwzPdymdQ

৮৭) https://www.youtube.com/watch?v=yRPnXQ6LGnc

৮৮)https://www.youtube.com/watch?v=opvmRnz2OZI

৮৯) https://www.youtube.com/watch?v=4-nvxyL5uHc

৯০) https://www.youtube.com/watch?v=0DhAvDkiEGs

৯১) https://www.youtube.com/watch?v=DchvcvkatuM

৯২) https://www.youtube.com/watch?v=qcBw7em_DE8

৯৩) https://www.youtube.com/watch?v=uiGsR05iXzY

৯৪) https://www.youtube.com/watch?v=TzvfVTSzWCc

৯৫) https://www.youtube.com/watch?v=M2sccsMn-XE

৯৬) https://www.youtube.com/watch?v=jb6bHtqYMCg

৯৭) https://www.youtube.com/watch?v=1yhhLZ5NyfM

৯৮) https://www.youtube.com/watch?v=NugNkRKWPJI

৯৯) https://www.youtube.com/watch?v=VMc2yjbgOUU

১০০) https://www.youtube.com/watch?v=LB8D_HKiyO8

১০১) https://www.youtube.com/watch?v=Q2mP8Cv0Ts4

১০২) https://www.youtube.com/watch?v=mKdkfFqQyeY

১০৩) https://www.youtube.com/watch?v=JeKP-8WZs4g

১০৪) https://www.youtube.com/watch?v=hR49tG1q4W0

১০৫) https://www.youtube.com/watch?v=9niZIvMdy9M

১০৬)https://www.youtube.com/watch?v=BNOwYS1rTQk

১০৭) https://www.youtube.com/watch?v=2nrn5iA6vWc

১০৮) https://www.youtube.com/watch?v=zjVkKyvbRIg

১০৯) https://www.youtube.com/watch?v=6iArwPJqin4

১১০) https://www.youtube.com/watch?v=WpknWk5wTwQ

১১২) https://www.youtube.com/watch?v=cfAwg1thXKU

১১৩) https://www.youtube.com/watch?v=o8euShCshS0

১১৪) https://www.youtube.com/watch?v=jL9N39gHxzk

১১৫) https://www.youtube.com/watch?v=w_KN3M9m04E

১১৬) https://www.youtube.com/watch?v=1IebepYdR2o

১১৭) https://www.youtube.com/watch?v=39Kcz3l-yec

১১৮) https://www.youtube.com/watch?v=rViKhjN0tmo

১১৯) https://www.youtube.com/watch?v=ao0rctt4xGo

১২০) https://www.youtube.com/watch?v=zeDeDfSA9FQ

১২১) https://www.youtube.com/watch?v=_CjmsJi0_So

১২২) https://www.youtube.com/watch?v=uDjbRj5dQfU

১২৩) https://www.youtube.com/watch?v=jqpZ5aoYggU

১২৪) https://www.youtube.com/watch?v=384oQRHVoAs

১২৫) https://www.youtube.com/watch?v=ErL0ukFWHd4

১২৬) https://www.youtube.com/watch?v=72ZmxqCemyU

১২৭) https://www.youtube.com/watch?v=PDOloIV5nrk

১২৮) https://www.youtube.com/watch?v=8bY6u7lS3k0

১২৯) https://www.youtube.com/watch?v=tNwuo4-mBII

১৩০) https://www.youtube.com/watch?v=-cHQOi4uo9w

১৩১) https://www.youtube.com/watch?v=mO_Mo7zlgJQ

১৩২) https://www.youtube.com/watch?v=B6EZ46VRPDQ

১৩৩)https://www.youtube.com/watch?v=hMnfALV2Mhk

১৩৪)https://www.youtube.com/watch?v=R79KXeQwonM

১৩৫)https://www.youtube.com/watch?v=PMoZp4kijkQ

১৩৬)https://www.youtube.com/watch?v=Mev12-zhnKc

 

আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কে নিয়ে গান লিরিক্স

১৩৭) শিল্পি: মোহাম্মদ বোরহান উদ্দিন
কথা ও সুর: মোহাম্মদ বোরহান উদ্দিন

মনের যত কষ্ট নিয়ে চলে গেছো কি তাই
তোমার কথা পড়ছে মনে শান্তি যে না পাই (২)

অমীয় সেই মহান রবের, বানী পৌঁছে দিতে
লাখো মানুষের পথ দেখাতে, নানা দেশে গিয়ে(2)
তুমিতো ছিলে বজ্রকন্ঠে,মহীয়ান সে-পাই
তোমার কথা পরছে মনে শান্তি যে না পাই (ঐ)

দ্বীন কায়েমের লক্ষ্যে সদা, জাগ্রত এই মন
বাতিলের তরে হওনি নত,এটাই ছিল পণ(2)
নিন্দিত এই পাষাণ জালিম,দিলনা তোমায় ঠাই
তোমার কথা পরছে মনে শান্তি যে না পাই (ঐ)

খোদার কাছে ফরিয়াদ শুধু, একটাই চাওয়া পাওয়া
সুপিয় ফোয়ারা বয়ে দিও আর জান্নাতী ঐ হাওয়া
খোদার পথে আমরণ তুমি, যে করেছো ল-ড়াই
তোমার কথা পরছে মনে শান্তি যে না পাই (ঐ)

 

১৩৮)গান: আল্লাহ তায়ালার প্রিয়
কথা সুর: তাফাজ্জল হোসাইন খান
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী

✅✅ লিরিক্স✅✅

আল্লাহ তালার প্রিয় যে জন
আমজনতার প্রিয় হয়
যুগে যুগে তাদের কথা
ইতিহাসে লেখা রয়

কোটি প্রাণের প্রতিধ্বনি
আল কুরআনের পাখি
তোমার বিদায় কালে তারা
কেঁদে ভাষায় আঁখি
জালিম শাহীর বর্বরতা
আর না প্রাণে সয়।

অন্ধকারার বন্দিশালায়
একাকী জীবন
মায়ের সাথে বিদায় নিল
কলিজারি ধন – তোমার

পাহাড় সমকষ্ট চেপে
হাসিলে শেষ হাসি
চোখ জুড়ানো সেই হাসিতে
কাঁদলো জগতবাসী
সকল ব্যথা ভুলবো পেলে
দিনেরই বিজয়।
———————————-

১৩৯)

গান: হে প্রিয় রাহবার
কথা ও সুর: আকরাম মুজাহিদ
শিল্পী: মাওঃ তারিক মুনাওয়ার
পরিবেশনা: সাইমুম শিল্পীগোষ্ঠী

✅✅লিরিক্স✅✅

আল্লাহর খুশি ছাড়া চাও নি কিছু আর
তোমারই বিরহে সবাই কেঁদে জার জার
হাসলে তুমি কাঁদিয়ে ধরণী
হেরে গেছি আমরা তুমি তো হারো নি
তোমার প্রয়োজন আজ হে প্রিয় রাহবার
বুকে ক্ষত জমে জমে যাতনার পাহাড়

কুরআনেরই রাজ গড়ার স্বপ্ন ছিলো তোমার
আসবে মুক্তি জনগনের তোমার কন্ঠে আবার
হাসি মুখে সয়ে গেছো জুলুম কারাগারে
প্রতি প্রাণে সেই ব্যাথা গুমরে গুমরে মরে
শহীদি নাজরানা দিয়ে গড়েছো মিনার

দিয়ে গেলে জান্নাতেরই হাসি উপহার
দ্বীনের পথে থাকবো অটল এইতো অঙ্গিকার
আপোষহীন সাহসী তুমি দ্বীন কায়েমের তরে
তোমারই বিরহ ব্যাথায় শুধু অশ্রু ঝরে
ছড়িয়ে দ্বীনের আলো করে গেছো ঋণী
শহীদ হয়ে বেঁচে আছো তুমি তো মরো নি
জানি হবে হবেই ভোর কাটিয়ে আঁধার

 

গান: মুক্ত পাখির ডানায়
কথা: আবু তাহের বেলাল
সুর: রাআদ ইজামা
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী

✅✅ লিরিক্স✅✅
১৪০)
চিরতরে ছাড়া পেল কোরানের পাখি
থাকবে না পাখি আর লৌহকারাগারে
চলে গেল বারাকার দূর পারাবারে-
শহীদের নিরূপম
সুধারঙ মাখি।।

দুই হাতে ছুঁয়ে বলি পাখির কফিন
যতো হোক আমাদের সময় সঙিন,
অবসান করা চাই জালিম জুলুম –
বেদনায় কেউ আর
ঝরাবো না আঁখি।।

ছিলো নাতো এতটুকু তার অপরাধ
দিলো তবু কটূবাণে মিছে অপবাদ,
এসমাজ কোরানের রঙে রাঙানোই-
একটাই ছিলো তার জীবনের সাধ।…

তাই আজ জনতার বাঁধভাঙা ঢল
মুখেমুখে তাকবীর বুকভরা বল,
গড়বেই ঘরেঘরে দৃঢ় প্রতিরোধ-
নিপীড়িত মানুষেরা
হাতে হাত রাখি।।

 

সব পাখিরা উড়িয়ে বেড়ায়,
সব পাখিরা উড়িয়ে বেড়ায়
খাঁচাই বন্দি ময়না
কারন ময়না কথা কয়, অন্যরা তো কয় না (!!)

১৪১)

আমি আমার এ দুটি আঁখি কি করে ধরে রাখি

কথা ও সুর : লিটন হাফিজ চৌধুরী

গানের লিরিক :

আমি আমার এ দুটি আঁখি কি করে ধরে রাখি

অঝোরে কান্না বেরিয়ে আসে।

যখন মাসের পরে মাস পেরিয়ে ,

১৫ এ আগস্ট আসে । ঐ

মাগো তোমার ঘরে সাব্বিরও

নেই হামিদ আইউব জাব্বারও নেই,

ওমা তোমার চোখে ঘুম কেঁড়ে নিয়ে

বুকপাটা এক কান্না দিয়ে ।

ঐ হায়েনারা সোনার ছেলেদের

ফিরতে দিলনা তোমার বুকে । ঐ

যখন মাসের পরে মাস পেরিয়ে ,

১১ এ মার্চ আসে …।। ঐ

ওমা শীষ মোহাম্মদ নেই যে ঘরে ,

শাহাবুদ্দীন গেছে ওপারে ,

মাগো মতীন সেলিম রশিদুলও নেই ,

জীবন দিয়েছে কোরআনের তরে ।

আজো ডাকছে তারা শহিদী ঈদগাহে্‌ শ্রেষ্ঠ ছেলেদের ঐ পথে …। ঐ

যখন মাসের পরে মাস পেরিয়ে , ১১ এ মে আসে …।। ঐ

আরও পড়ুন–রায় ঘোষণার আগে বিচারকদের উদ্দেশ্যে আল্লামা সাঈদী (র) যা বলেছিলেন

১৪২)

Song : Ami Quraner Kormi Lyric,

Tune & Artist : Abdus Salam

আমি কুরআনের কর্মী
আছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে,
আমি কারাগার থেকে গানে গানে
কথা বলছি সবার তরে,
আমি ভালো আছি বেশ ভালো আছি,
নেই দুঃখ বেদনা কোনো,
শুধু দোয়া চাই সবে দোয়া কর,
যারা তোমরা আমাকে চেনো ।

আমি সত্য পথের পথিক বন্ধু
শুধু এই দোষ বলে,
আজ বহু দিন মাস,কারাগারে আছি
বাতিলের রোষানলে ।।
তবু দুঃখ করিনা আল্লাহ সহায়
নেই নেই কোন ভয়,
আমি বিশ্বাস করি মিথ্যাচারের
হবে হবে পরাজয় ।
আ…….

আমি মেঘনায় থাকি,তিন, খাতা এক,
আছি আছি বেশ ভালো,
শুধু বহুদিন ধরে দেখেনা দুচোখ
বাহিরের কোনো আলো ।
আমি রাজপথ ছেড়ে আছি বহুদূরে
সাথীদের নেই খোঁজ,
তাই দেখার স্লিপের আশায় আশায়
কেটে যায় দিন রোজ ।
বুঝি বহুদিন ধরে দেখেনি দু-চোখ
দুঃখীনি মায়ের মুখ,
আর বাবার স্নেহের কথা মনে পড়ে
কেঁদে কেঁদে ওঠে বুক ।

আমি মাঝে মাঝে দেখি গ্রীলের ওপাশে
দাঁড়িয়ে কাঁদছে মা,
তাঁর কাঁদা কাঁদা মুখ দেখে যাই
কিছু বলতে যে পারিনা ।।

আমি পরক্ষণেই নিজেকে চিনিয়া
ভুলে যাই সব ব্যাথা,
আর মাকে বলি মা ভালো থেকো,
এই বলে করি শেষ কথা ।
আ…….

আমি মমতার সব হাতছানি ভুলে
তাঁহাদের কথা বলি,
যারা দ্বীনের তরে নির্যাতন আর
নিপীড়ন সয় সবি ।
যাঁরা দ্বীনের আলোয় আলোকিত
চায় দেখতে এই জমিন,
আর পাজরের রাঙা খুন ঢেলে দিয়ে
পরিশোধ করে ঋন ।

আমি তাহাদের চেয়ে অনেক তুচ্ছ
অনেক স্বার্থপর,
তাই তাঁহাদের মত পারিনি-ক হতে,
পড়ে আছি কারাগার ।।

আমি পারিনি-ক হতে মালেকের মত
সেই সৌভাগ্যবান,
যিনি দ্বীনের তরে নিজের জীবন
করে গেছে কোরবান ।
আ……

১৪৩)

আল্লামা সাঈদী তুমি মরনি  লিরিক্স

আল্লামা সাঈদী তুমি মরনি
শহীদ হয়েছো তুমি এটাই জানি
আল্লামা সাঈদী তুমি মরনি
শহীদ হয়েছো তুমি এটাই জানি
শহীদ হয়েছো তুমি এটাই জানি

কারাগারে কাটালে তেরোটি বছর
বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর
কারাগারে কাটালে তেরোটি বছর
বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর

তুমিযে ছিলে মোদের নয়ন মনি
শহীদ হয়েছো তুমি এটাই জানি
শহীদ হয়েছো তুমি এটাই জানি

দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ
বলেছিলে তুমি সেই প্রভুরি কলাম
দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ
বলেছিলে তুমি সেই প্রভুরি কলাম

তাইতো তোমায় ভাবি প্রতিদিনই
শহীদ হয়েছো তুমি এটাই জানি
শহীদ হয়েছো তুমি এটাই জানি

দেখাতো হবেনা আর এই জীবনে
দেখা হবে জান্নাতে ফুল বাগানে
দেখাতো হবেনা আর এই জীবনে
দেখা হবে জান্নাতে ফুল বাগানে

এ আসা কবুল করো আল্লাহ তুমি
শহীদ হয়েছো তুমি এটাই জানি
শহীদ হয়েছো তুমি এটাই জানি

আল্লামা সাঈদী তুমি মরনি
শহীদ হয়েছো তুমি এটাই জানি
শহীদ হয়েছো তুমি এটাই জানি
শহীদ হয়েছো তুমি এটাই জানি
শহীদ হয়েছো তুমি এটাই জানি

আরও পড়তে পানে–আমার দেখা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ:)

ও প্রিয় সাঈদি তোমায় ভালোবাসি

এই হাসি শেষ হাসি যদি জানতাম

তবে গিয়ে কাছ থেকে দেখে আসতাম

ভেবেছিলাম যে তুমি আসবে ফিরে

কোটি জনতার হৃদয় নিড়ে।

তুমিই ছিলে যে বাতিলের হুংকার

সাঈদী তুমি মোদের অহংকার।

সাঈদী নামটা ছিল ভালোবাসার।।

মৃত্যু নিশ্চিত চির সত্য

এই নীতি নিয়ে মোরা আছি শক্ত।

তোমার স্মৃতি রবে চির অম্লান

তুমিই পেয়েছো লাখো, লাখো সম্মান।

তোমারি প্রেরণায় মোরা গেয়ে যায় গান।।

কথা ও সুর: সৃজন সাকিব

কণ্ঠ: সৃজন সাকিব || সাইয়েদ মাহফুজ

১৪৪) দেলোয়ার হোসেন সাঈদী কে নিয়ে গান

স্বর্গীয় পাখি
কথা ও সুরঃমোঃ মাহবুবুল হক আরিফ
সুর পরিমার্জনঃ
অলি উদ্দিন মানিক
শিল্পীঃ
নাছির উদ্দিন, অলি উদ্দিন মানিক, মাহবুবুল হক আরিফ,জোবায়ের হোসাইন
প্রযোজনাঃ
মোহনা ফাউন্ডেশন, মাইজদী নোয়াখালী।
পরিবেশনাঃ
মোহনা সাংস্কৃতিক সংসদ, নোয়াখালী।
কৃতজ্ঞতাঃ
জনাব,ইসহাক খোন্দকার, নাসিমুল গনি চৌধুরী মহল,মিছবাহ উদ্দিন,মোঃ ইউছুপ
সহযোগিতায়ঃ
মোঃ মায়াজ
সার্বিক ব্যবস্থাপনায়ঃ
নুর হোসাইন মানিক।
১৪৫)

কুরআনের পাখি ছিলে তুমি এই ধরাতে,
স্বর্গীয় পাখি হয়ে ঘুরবে জান্নাতে।
ওরা তোমায় বলছে অপরাধী,
তুমি হলে সকলের আল্লামা সাঈদী।

বিশ্বব্যাপী তোমার ছিল যে খ্যাতি,
ছড়িয়ে দিয়েছ কুরআনের জ্যোতি।
মানুষের তরে তুমি ছিলে যে দরদী।

তেরটি বছর তুমি জুলুম সয়েছ,
জুলুমের মাঝেও মুচকি হেসেছ।

তোমার রেখে যাওয়া দাওয়াতি কাজ,
হেরার আলোকে গড়বো এ সমাজ।
মোরা যেন হতে পারি তব অনুসারী।

Song: Allama Sayeedi Lyric: Rakibul Ahsan Minar & Mahmud Faysal Tune: Mahmud Faysal Singer: Mahmud Faysal Support Vocal: Masud Hujaifee & Hasan Mahmud

লিরিক:
১৪৬)
তুমি শ্রদ্ধার,তুমি সাহসের
তুমি ভালোবাসার রাহবার
তুমি প্রিয়,খুব চেনা
ছিলে দ্বীন কায়েমের হাতিয়ার
তুমি জনতার,তুমি আমাদের
শত সহস্র শোকের নদী
আল্লামা সাঈদী ৩

শেষ হাসিতেও সবার মনে
আবেগের ঝড় তুলেছিলে
সে হাসিতে ফের কাঁদিয়ে হৃদয়
নীরবেই তুমি গেলে চলে
মুহূর্তে হাহাকার ছড়ালো প্রাণে প্রাণে
কি যে হারালাম মোদের হৃদয় জানে
তুমি নেই সত্যটা মানতে পারি না
আজ অবধি

তেরোটি বছর কারাগারে
জালেমের সয়েছো জুলুম
কোরানের কথা বলেই
তুমি হলে মাজলুম

জানি তুমি আর ফিরবে না
অশ্রুতে মুখ যায় ভিজে
এই বিরহ ব্যথা রবে বহুদিন
এ বাঁধন গড়েছো তুমি নিজে
থাকবো যে আমরণ তোমার দেখানো পথে
করবো যে মাহফিল জান্নাতে একসাথে
তুমি রবে বুকে জুড়ে ওগো প্রিয়তম
রবে নিরবধি

কুরআনের পাখি বন্দি ছিলো মুক্ত হয়ে গেলো অশান্ত এ পৃথিবী ছেড়ে শান্ত হয়ে গেলো। কালজয়ী এ গানটির গীতিকার, সুরকার ও শিল্পী : মুহাম্মাদ হাফিজুর রহমান

১৪৭) দেলোয়ার হোসেন সাঈদী স্বরণে গান

আহা… আহা… আহা… আহা…
কুরআনের পাখি বন্দি ছিলো মুক্ত হয়ে গেলো
অশান্ত এই পৃথিবী ছেড়ে শান্ত হয়ে গেলো ।।
কুরআনের রাজ কায়েম করতে জীবন সেযে দিলো
মহান এ ত্যাগে মুমিনের বুকে শক্তি ফিরে এলো ।। ঐ

একটা সাঈদী বন্দি করে লাভ হবে না কোন
লক্ষ সাঈদী তৈরী আছে তুমি কি বন্ধু জানো ।।
বাতিলের কাছে নত করবেনা কোন সাঈদী মাথা….
লাশ হয়ে যাবে গোরস্থানের দিবে না জীবন বৃথা … ।। ঐ

ছেলে হারালো মা হারালো তবু হারালো না কুরআন
ছেলে হারালো মা হারালো তবু হারালোনা ঈমান ।।
জীবন দিয়ে তুমি প্রমাণ করলে কুরআন তোমার জান…
দিগন্তের এই সুর্য্যটাকে খুন করে কি পেলে?
নিরপেক্ষ চিন্তা করে ভেবে দেখো চোখ মেলে ।।
প্রতিহিংসায় জলে পুড়ে তুমি এ কেমন কাজ করলে…
পুরো মানব জাতিকেই তুমি মারলে ।। ঐ

► Lyric: Md Jahidul Islam ► Tune & Singer: Ariful Islam ► Audio & Video: Ideal Studio ► Sound Design: Ariful Islam

১৪৮)

চলে গেল চিরতরে প্রিয় রাহবার
শোক ছেঁয়ে গেল আজ হৃদয়ে সবার
গাল চুইয়ে চুইয়ে পড়ে বেদনার জল
ক্ষতবিক্ষত হলো হৃদয়ের অতল
চলে গেলে একা করে ছেড়ে এ ভূবন—
আল্লামা সাঈদী!
তোমাকে হারিয়ে কাঁদে এই তনুমন।
::
সত্যের বাণী তুমি ছড়িয়ে দিতে
কুরআনী সুর ছিল কন্ঠে তোমার,
তোমারই আহবানে কতশত দিল
পাপের পাহাড় ভেঙে করে চুরমার।
আজ—
মনের উঠোনে বাজে বিষাদের সুর
তোমার বিদায়ে হয় রক্তক্ষরণ —
::
জালিমের কারাগারে ছিলে একযুগ
জুলুম অন্যায় সয়ে কেটেছে সময়,
লাঞ্চনা অপমান গিয়েছ সয়ে সদা
সবুরে আখের হয় বড়ো মধুময়।
তোমার এই ত্যাগ ও দাওয়াতের জন্য
আল্লাহ তোমায় তাঁর বানান আপন—
তোমাকে হারিয়ে কাঁদে এই তনুমন।

দেলোয়ার হোসেন সাঈদী

চলেগেলেন শহীদ হলেন চলে গেলেন আল্লামা সাঈদী

খোদার দিদার লাভ করলেন কোরআনের পাখি।

Singer: Anwar shekh sadi || Lyrics & Tune: Anwar shekh sadi

১৪৯) https://www.youtube.com/watch?v=bkQ9HkeW6as

 

১৫০) দুনিয়া থেকে বিদায় নিয়ে যুগের শ্রেষ্ঠ সন্তান

সেই শোকেতে কাঁদছে দেখো কোটি মুসলমানের প্রাণ।

Singer: Emon Uddin & Kibria Sunny Liryc: Robiyul Islam & S M Foysal

https://www.youtube.com/watch?v=minH0AFZ-Iw

 

১৫১) অভিমানে চলে গেছে আল কুরআনের পাখিরে

কোন কথা বলবে না উঁচু স্বরে ডাকিরে

Lyric & Tune : Ahsan Habib Singer : Rashel Mahmud

https://www.youtube.com/watch?v=90QsAF30-PQ

 

১৫২) পৃথিবী থেকে চলে গেলে কোআনের প্রিয় পাখি

পৃথিবী থেকে চলে গেলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী।

কথা ও সুর ও শিল্পীঃ ইমরান হুসাইন

https://www.youtube.com/watch?v=ahKqPfxFjPo

 

শোকের সাইক্লন তুফান উঠিলো

তফিসিরে কোরআন আজ পর্দা নিলো

গজল শিল্পী মেহেবুবের কন্ঠে(ভারত)

৫৩ https://www.youtube.com/watch?v=5LZ40yoSkFA

দেলোয়ার হোসেন সাঈদী