নিরাপত্তা ও গোপনীয়তা

অলকথা ওয়েবসাইটের জন্য খুব গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো ভিজিটর গোপনীয়তা নীতি রক্ষা ও নিরাপদ সংরক্ষণ করা । আমাদের নিরাপত্তা ও গোপনীয়তা নীতিতে আমরা ভিজিটরদের যেসব তথ্য সংগ্রহ ও ব্যাবহার করে থাকি তার সবকিছু এখানে উল্লেখ করছি। তাই আপনাদের অনুরোধ করবো আমাদের ওয়েবসাইট ব্যাবহার করার আগে Privacy & Policy পড়ে নিবেন।

যদি আপনার আরো কোন কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নিরাপত্তা ও গোপনীতা নীতি কখনো সংযোজন বিয়োজন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেয়া হবে।

সম্মতি : অলকথা ওয়েবসাইট ব্যাবহার করার জন্য আপনি আমাদের সকল নিরাপত্তা ও গোপনীয়তা নীতির সকল শর্তাদি মেনে নিতে রাজি আছেন।

যেসব তথ্য অলকথা সংগ্রহ করে : আমাদের ওয়েবসাইটে রিভিউ অথবা পোস্টে মন্তব্য দেয়ার সময় আপনি নাম এবং ইমেইল এড্রেস যুক্ত করে থাকেন। অনেক সময় অধিক জানতে আমাদের সাথে যোগাযোগ করার সময় অতিরিক্ত কিছু তথ্য যেমন: মোবইল নম্বর , পেশা, ঠিকানা ইত্যাদি সংযুক্ত করেন। তখন আপনার সকল ব্যাক্তিগত তথ্য আমাদের কাছে আমানত ও নিরাপদ সংরক্ষণে থাকে। আমার আপনার তথ্য কোথাও প্রকাশ করি না ।

তথ্যগুলো দিয়ে আমরা কি করি :

  • যখন আপনার কোন প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করতে হয় ।
  • আপনার প্রয়োজনীয় সেবাটি পৌঁছানোর জন্য।
  • স্প্যামারদের রুখে দেয়ার জন্য।
  • আপনার মতামত গ্রহণ করার জন্য ।
  • আপনার প্রয়োজনে ওয়েবসাইটকে অধিকতর সুন্দর করার জন্য।
  • আপনার প্রয়োজনীয় চাহিদা এবং কাঙ্খিত মানের ওয়েবসাইট উন্নতিতে আপনার মতামতগুলো আমরা অতি যত্নের সাথে গ্রহণ করি ।

কুকিজ: আমাদের ওয়েবসাইট ব্যবহার করার সময় আমরা আপনাকে এক বা তার চেয়ে বেশি কুকিজ প্রেরণ করবো যাতে আপনি দ্রুত আমাদের পরবর্তি পোস্ট ও আপডেট পেতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো আপনার জন্য খুবই প্রয়োজন।

গুগল সার্ভিস: আমারে ওয়েবসাইট গুগল এনালিটিক্স এর সাথে সংযুক্ত আছে। আমাদের ওয়েবসাইট কখন কত সময় ব্যাবহার করছেন এসব এক্টিভিটিস গুগল পরর্যক্ষেণ করে থাকে।