India Out Campaign : indian product বর্জণের ১৯টি করন জেনে নিন
যেসব কারনে ভাতীয় পণ্য বর্জণ করা উচিত
India Out Campaign : indian product বর্জণের ১৯টি করন জেনে নিন
দিন দিন বাংলাদেশে জোরালো হচ্ছে indian product বর্জণের সামাজিক আন্দোলন। ইতমধ্যে ভারতে এ নিয়ে হইচই শুরু হয়েগেছে। শুধু বাংলাদেশ নয় প্রবাসেও বাংলাদেশীরা ভারতীয় পণ্য বর্জনের এই আন্দোলনে নিজেদের যুক্ত করছে। আজ আমরা জেনে নিবো কেন কোন কারনে বাংলাদেশের সচতেন জনগণ indian product বর্জণের ডাক দিয়েছে ।
indian product বর্জণের ডাক
‘ইন্ডিয়া আউট’ ক্যাম্পেইন হিটস আপ ইন বাংলাদেশ আফটার লুপসাইডেড ইলেকশন- শীর্ষক এক প্রতিবেদনে এসব কথা লিখেছে অনলাইন নিক্কেই এশিয়া। এতে সাংবাদিক সাইফুল ইসলাম লিখেছেন, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধিতা গতি পাচ্ছে। এর মধ্যে রয়েছে ভারতীয় পণ্য বর্জনের ডাক। কেউ কেউ #ইন্ডিয়াআউট হ্যাসট্যাগ ব্যবহার করছেন।
বাংলাদেশের এই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন চিকিৎসক পিনাকী ভট্টাচার্য। সরকারের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর হয়রানির মুখে তিনি ২০১৮ সালে দেশ ছাড়েন। মধ্য জানুয়ারিতে তিনি চালু করেন #বয়কটইন্ডিয়া হ্যাসট্যাগ। ফেসবুকে তার আছে প্রায় ৫ লাখ অনুসারী। তাদেরকে তিনি বলেছেন, আমাদের প্রত্যেকে, যে যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, এই স্বারক উদ্যোগের অবিচ্ছেদ্য অংশ হতে আহ্বান জানাই। আমাদের সম্মিলিত সংকল্প, অটল সিদ্ধান্ত এবং আমাদের মাতৃভূমির প্রতি গভীর ভালবাসা উদ্বীপিত করে। তা আমাদের আবদ্ধ সব শৃঙ্খলকে ভেঙে দেবে।
হাজার হাজার মানুষ তার ডাকে সাড়া দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তাদের কেউ কেউ ভারতীয় পণ্যের ছবির ওপর ‘ক্রস’ (কাটা চিহ্ন) ব্যবহার করছেন।
৩) অবৈধভাবে বাংলাদেশে লক্ষ লক্ষ ভারতীয়রা চাকরী করে অথচ বাংলাদেশী শিক্ষিতরা চাকরী পায়না এজন্য ভারতকে বয়কট করন।
৪) ভারতীয় সাংস্কৃতিক আগ্রসন এদেশে চাপিয়ে দিয়ে আমাদের তরুণ সমাজকে নষ্ট করার বিরুদ্ধে ভারতকে বর্জন করুন।
৫) বাংলাদেশের নদী থেকে অবৈধ ভাবে ইলিশ মাছ ধরার প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কট করুন।
৬) ভাতীয় কৃষিপণ্য বাংলাদেশে অবাধ মার্কেটেরে জন্য আমাদের দেশের কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তারা ফসল উৎপাদনে নিরুৎসাহিত হচ্ছে। অতএব ভারতীয় পণ্য বয়কট করে দেশের কৃষকদের বাঁচিয়ে দেশকে স্বনির্ভর করতে সহযোগিতা করুন।
৭) যুগের পর যুগ ধরে ফারাক্কা ও টিপাই মুখে বাধ দিয়ে পানি আটকেরেখে সিলেট অঞ্চলকে মরুভুম বানিয়ে রাখে আবার বর্ষা সিজনে পানি ছেড়ে দিয়ে সিলেট বিভাগ সহ চার পাশের এলাকায় কৃত্রিম বন্যা সৃষ্টি করে বাংলাদের মানুষকে প্রতিবছর কষ্ট দেয়ার প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কট করুন।
৮) সীমান্তে বাংলাদেশী বাহিীনীকে হত্যা করে সার্বভৌমত্বের উপর আঘাত করার প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কট করুন।
১০) সীমান্ত ব্যাবহার করে অবৈধ ভারতীয়রা এদেশে মদ, ফেন্সিডিল, ইয়াবা, গাজা পাচার করার প্রতিবাদে ভারতকে বয়কট করুন।
১১) বিভিন্ন সময়ে বাংলাদেশকে নিয়ে অসম্মানজনক কটুক্তি করার প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কট করুন।
১২) এদেরশের স্বাধীনতাকে অস্বিকার করে বাংলাদেশকে নিয়ে অখন্ড ভারত সৃষ্টির ষরযন্ত্রের প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কট করুন।
১৩) নামমাত্র মূল্য দিয়ে বাংলাদেশ দিয়ে ভারতীয় ট্রান্জিটের প্রতিবাদে ভারতের পণ্য বয়কট করুন।
১৪) বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে গিয়ে একটি দলকে সর্বাত্মক সহযোগিতা করে নিজেদের সুবিধার জন্য বাংলাদেশকে পঙ্গু করতে গণতন্ত্রকে হত্যার প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কট করুন।
১৫) এদেশর আঈন বিভাগ বিচার বিভাগ, বিভিন্ন সরকারী বাহিনীতে ভারতীয় সরকারে প্রভাব বিস্তারের প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জন করুন।
১৬) ভারতীয় স্টারজলসা, জি বাংলা, জি সিনেমাসহ অসংখ্য চ্যানেলের মাধ্যমে এদেশে পরিবার সমাজে অশান্তিসহ পারিবারিক কলহ সৃষ্টির প্রতিবাদে ভারতীয় সকল পণ্য বয়কট করুন।
১৭) মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ ভেঙ্গে মন্দির নির্মানের প্রতিবাদে ভারতের প্রডাক্ট বয়কট করুন।
১৮) ভারতের জ্ঞানবাপী মসজিদে পূজার অনুমতি দেয়ার প্রতিবাদে ভারতের পন্য বয়কট নিজে করুন অন্যকে করতে উৎসাহিত করুন।
১৯)বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ভাতীয় প্রডাক্ট বয়কট করুন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম একজন এক্টিভিষ্ট চিকিৎসক পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে একটি জরিপ চলমান রেখেছেন । ২ লক্ষ ৩৫ হাজার মানুষ সেখানে ভোট দিয়েছে দেখা যাচ্ছে বাংলাদেশের ৬৮% মানুষ মনে করছে এই আন্দোলন সফল হচ্ছে। মাত্র ৪% মনে করছেন সফর হচ্ছে না। আপনিও আপনার মতামত জানাতে পারেন এই লিংকে ক্লিক করে।
বাংলাদেশের সব যায়গায় ছড়িয়ে পরতে শুরু করেছে ভারতীয় পণ্য বর্জনের ডাক
বাংলাদেশের অনেক ব্যাবসায়ী যারা ভারতীয় পন্য বিক্রি করতো এখন আর করছেন না । অনেকে দোকানে ভারতীয় পণ্য বর্জনের লিফলেট লাগিয়েয়েছেন। অনেকে ভারত বয়কটের মিছিল শ্লোগান দিচ্ছেন , মাইকিং করছেন ভারতীয় পণ্য না কেনার জন্য।
ফেসবুক ইউটিউবসহ দেশী বিদেশী নামী দামি পত্র পত্রিকা বাংলাদেশের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন খুব গুরুত্বের সাথে নিয়েছে। প্রতিটি দেশপ্রেমিক দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই আন্দোলনে শরিক হচ্ছেন।
ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সফল হয়ে ওঠার পিছনে একমাত্র নিয়ামক হচ্ছে জনগনের এজেন্সি ফিরে পাওয়া। এজেন্সি মানে হচ্ছে নিজে নিজের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব নেয়া। রাজনৈতিক সংগ্রামের এইটা সর্বোচ্চ রুপ। গন অভ্যুত্থান হয় তখনি যখন মানুষ এজেন্সি খুজে পায়। এই লড়াইটা তার বলে মনে করে।
আমাদের রাজনৈতিক সংগ্রামের দুর্বলতা ছিলো মানুষ তার এজেন্সি হারিয়ে ফেলেছিলো। হয় বেপরোয়া রাজনৈতিক কর্মীদের সর্বোচ্চ ত্যাগের উপরে ভরসা করতে হচ্ছিলো আর রাজনৈতিক সংগ্রামকে সর্বোচ্চ শক্তি দিয়ে নির্মমভাবে মোকাবেলা করছিলো হাসিনা। ফলে গণ মানুষ আমাদের লড়াইয়ের সহমর্মি হলেও মাঠে নামার মতো প্রস্তুত হওয়ার আগেই আন্দোলন স্তিমিত করে দিতে পারতো হাসিনা। আমাদের ভরসা করে থাকতে হতো কোন পরাশক্তি আমাদের লড়াইয়ের সমর্থনে কী করবে তার উপরে।
এছাড়া প্রবাসীরা সক্রিয় লড়াইয়ে যুক্ত হতে পারতো না।
বয়কট আন্দোলন এই সব সমস্যাকে একসাথে এড্রেস করেছে। মানুষ তার এজেন্সি খুজে পেয়েছে। এই লড়াই হবে অপ্রতিরোধ্য।
যারা বানিজ্যিক কাজের সাথে যুক্ত ছিলেন তারা জানেন, যেকোন একটা বছরে নেগেটিভ গ্রোথ সেটা ১-২% হলেও কোম্পানি জয় বাংলা হয়ে যায়, যদি আগে থেকে এই নেগেটিভ গ্রোথকে ফোরকাস্ট না করা হয়। কারণ অনেক কিছু আগেই একটা প্রতিষ্ঠান করে ফেলে। তার রিক্রুটমেন্ট, তার সাপ্লাই চেইন, তার ফিনান্স সবকিছুই ঠিক করা থাকে একটা গ্রোথ হিসাব করে। আমাদের বয়কট আন্দোলনে সারা দুনিয়ায় ভারতের রপ্তানি ৫-১০% কমিয়ে দিতে পারলে এইটা হবে ওদের জন্য ডিজাস্টার।
আমরা এইটা করবো। আমাদের শহীদ আর নিখোজ গুম হওয়া ভাইদের শপথ। আমাদের মাতৃভূমির শপথ, আমরা ঘাস খেয়ে থাকবো তাও অপবিত্র হারাম ভারতীয় পণ্য ছুবোনা।
ভারতীয় পণ্যের তালিকা
ভারতীয় কিছু পণ্যের তালিকা:
১. রূপচাঁদা সয়াবিন তেল ( Adani গ্রুপের পণ্য এটি)
২. Lucy Olive Oil
৩.Meizan সয়াবিন তেল
৪. Fortune Oil
৫. King Sunflower Oil
বিকল্প:
১. তীর সয়াবিন তেল
২. Ambassador Olive Oil
৩. Imperial Olive Oil
৪.Olitalia Olive Oil
এখানে আরও ২৬ টিরও বেশি ভারতীয় পণ্যের তালিকা এখানে দেওয়া হয়েছে।কারও PDf/Word ফাইল লাগলে বলতে পারেন।