You are currently viewing Google Maps এর সাহায্যে কি কি কাজ করা যায়? Google map location
Google Maps এর সাহায্যে কি কি কাজ করা যায়? Google map location

Google Maps এর সাহায্যে কি কি কাজ করা যায়? Google map location

গুগল ম্যাপ

Google Maps আজ সারা পৃথিবতে খুবই পরিচিত একটি নাম। গুগল ম্যাপ হলো গুগল কম্পানির একটি ফ্রী পরিসেবা। এটি ব্যাকহারের মাধ্যমে কোটি কোটি মানুষ বিভিন্ন সুবিধা ভোগ করছেন। আপনি গুগল ম্যাপ ব্যবহার করে আপনার বাড়ি , কোনো শিক্ষাপ্রতিষ্ঠা, রাস্তাঘাট, দোকান মার্কেট বা অন্য যেকোনো জায়গায় খুব সহযেই যুক্ত করতে পারবেন।

দৈনন্দিন জীবনে যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে আপনি গুগল ম্যাপ ব্যাবহার করে রাস্তার যানজট সম্পর্কে জানতে পারবেন।গু গল ম্যাপে সহজেই দেখতে পারবেন কত সময়ে আপনি আপনার সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন। আরো জানতে পারবেন কিভাকে Google Maps: গুগল ম্যাপের মাধ্যমে করতে পারেন? কিভাবে গুগল ম্যাপে প্রিয়জনের অবস্থান জানতে পারবেন? গুগল ম্যাপ এর ব্যবহার, গুগল ম্যাপ লোকেশন ইত্যাদি বিস্তারিত জানতে পারবেন আজকের আর্টিকেলে।

What can be done with the help of Google Maps?

Google Maps এর সাহায্যে কি কি কাজ করা যায়?

গুগল ম্যাপস সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে Google Maps কি ভাবে কাজ করে । গুগল ম্যাপ মূলত স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে। এবং আপনার ফোনে থাকা লোকেশন সার্ভিসের মাধ্যমে তারা আপনার লোকেশন ট্র্যাক করতে পারে। এবং সেই মোতাবেক গুগল ম্যাপ আপনাকে আপনার লোকেশন প্রদর্শন করে। গুগল ম্যাপে কোনো রাস্তা লাল দেখানো মানেই সেই রাস্তায় যানবাহন চলাচলের গতি অত্যন্ত ধীর।আবার রাস্তা হলুদ দেখালে বোঝা যাবে সেই রাস্তায় যানজট নেই। কিন্তু কীভাবে এত হাজার হাজার রাস্তার যানবাহনের গতিবিধিতে সরাসরি নজর রাখে গুগল? আসুন জেনে নেই গুগল কি কি কাজ করে কিভাবে করে।

Google map location

গুগল ম্যাপ লোকেশন

আপনি খুব সহজেই গুগল ম্যাপে আপনার লোকেশন এ্যাড করতে পারবেন। যদি মোবাইল ফোন দিয়ে গুগল ম্যাপে লোকেশন অ্যাড করতে চান তাহলে মোবাইল ফোনে Google maps যে এ্যাপসটি আছে সেটি install করতে হবে। যদিও অ্যান্ড্রয়েড ফোনে অনেক সময় install করা থাকে যদি না থাকে তাহলে Google play store থেকে install করে নিবেন ।

আর পিসি বা ল্যাপটপের ক্ষেত্রে maps. google.com এই ওয়েব সাইট যেকোন ব্রাউজারে ব্রাউজ করলেই গুগল ম্যাপে চলে আসবে। মোবাইলে ও পিসিতে একই ফাংশান। আপনি যেটাই ব্যাবহার কনে ম্যাপে ডুকলে একদম উপরে বাম পাশে (০০০ )Three dot মেনুতে ক্লিক করলে সেটিং অপশন আসবে। সেখান থেকে আপনি Location sharing এ ক্লিক করে আপনি আপনার ফোনের লোকেশন এ্যাড করতে পারবেন। এর মাধ্যমে আপনি যানতে পারবেন আপনি কোথায় আছেন। আপানার লোকেশন ম্যাপে ঠিক এই ভাবে শো করবে । আশে পাশের যায়গাগুলো দেখতে পারবেন। আপনি অপরিচিত কোথাও থাকলে বা কেউ আপনাকে খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপের মধ্যমে আপনার লোকেশন তাকে জানাতে পারবেন।

Google Maps , google maps directions
Google Maps , google maps directions

আরও পড়তে পারেন–চোখ ভালো রাখার উপায়-চোখ ভালো রাখার খাবার- এবং চোখের ব্যায়াম

How to add address to Google Maps?

কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যুক্ত করবেন?

গুগল ম্যাপ ব্যবহার আপনি আপনার বাড়ি , কোনো শিক্ষাপ্রতিষ্ঠা, রাস্তাঘাট, দোকান মার্কেট বা অন্য যেকোনো জায়গার ঠিকানা, সেই যায়গার চিত্র বা ছবি কীভাবে গুগল ম্যাপ যুক্ত করবেন সে সম্পর্কে জানব ।
যেভাবে আমরা আমাদের ফোনের লোকেশন যুক্ত করিছি ঠিক তার কিছুটা নিচের দিকে একটা আপশন আছে

Add a missing place সেখানে ক্লিক করলে

Add a place নামে একটি ফরম আসবে। সেখানে যে যায়গা যুক্ত করতে চাচ্ছেন তার নাম দিবেন।

 

এরপর Category তে ক্লিক করলে ক্যা

Google Maps , google maps directions
Google Maps , google maps directions

টাগরি আসবে অর্থৎ আপনি যে স্থানটি যুক্ত করতে চাচ্ছেন সেটা কোন ক্যাটাগরির সিলেক্ট করে দিবেন।

এর পরে সেই স্থানের Address দিবেন।এরপর লোকেশন উইথ এটা না দিলেও চলবে।

এর পরে আরো কিছু আপশন আছে Add more details ক্লিক করে যদি প্রয়োজন হয় এ্যাড করতে পারবেন।

এর পরে Add a photo বাটনে ক্লিক করে সেই স্থানের ছবি দিবেন। যদি স্থানটি আপনার হোটেল হয় তাহলে হোটেলের বাহির থেকে ছবি হোটেলের ভিতরে বিভিন্ন ছবি দিতে পারেন তাতে ভিজিটর ম্যাপ থেকে হোটেলের ছবি দেখে আপনার হোটেল সম্পর্কে তারা আগ্রহী হতে পারে। এভাবে আপনি যে প্রতিষ্ঠান যুক্ত করতে চান তার একটা পরিচিতি ছবির মাধ্যমে তুলে ধরতে পারেন।

Add hours এবার নিচে দেখবেন সময় উল্লেখ করা যাবে । যেমনঃ আপনার দোকান বা শপিংমল আছে সেখানে একটা নির্ধারিত সময় থাকে কখন দোকান বা শপিংমল খুলবেন কখন বন্ধ করবেন। মোট কত ঘণ্টা প্রতিষ্ঠান খোলা থাকে কি বার প্রতিষ্ঠান বন্ধ থাকে সব কিছু অ্যাড করা যাবে।
Add website যদি আপনার ওয়েব সাইট থাকে তাহলে ওয়েব সাইটের Link টা যুক্ত করে দিতে পারেন।
Add opening date : এই অপশনে যেন একজন মানুষ খুব সহজেই বুঝতে পারে যে আপনার প্রতিষ্ঠানটি কবে থেকে কার্যক্রম শুরু করেছে ।কবে আপনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে তা মানুষ সহজেই জানতে পারবে।
Add a photo তে ক্লিক করে আপনার প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের বাড়ি হলে বাড়ির দোকানের হলে দোকানের সঠিক কয়েকটি ছবি দিবেন যেন মানুষ দেখে সহজেই চিনতে পারে সরাসরি এসে ।
যে অনলাইনে দেখা এবং বর্তমানে যেটা দেখা যাচ্ছে তা সঠিক আছে । সর্বশষ সবকিছু কমপ্লিট হলে নিচে send বাটনে ক্লিক করতে হবে আপনার কাজ এখানে শেষ । গুগল এটা ভেরিফাই করে Location অ্যাড করে দিবে ।

এর পরে সেভ বাটনে ক্লিক করে সাবমিট করবেন। এরপর এরকম একটি কনফরমেশন পেইজ আসবে।

Google Maps , google maps directions

ডান ক্লিক করবেন সাথে সাথে আপনার ইমেলে একটি ম্যাসেজ আসবে।

Yes, get started ক্লিক করে আপনি পরের ধাপে যেতে পারেন। আপনার প্রথমিক কাজ মুলত শেষ।

See your change এখানে ক্লিক করে আপনার দেয়া তথ্য পরিবর্তন করতে পারেন।

ডান ক্লিক করবেন সাথে সাথে আপনার ইমেলে একটি ম্যাসেজ আসবে।

এরপর ম্যানেজ নাউ ক্লিক করে আপনার বিজনেস প্রফাইল সেটআপ করতে হবে। এর পরে আপনাকে মোবইল নম্বর দিয়ে ভেরিফাই করতে পবে। সে ক্ষত্রে অবশ্যই আপনাকে আপনার প্রতিষ্ঠানের ভিডিও ছবির সাথে আপলোট করতে হবে। গুগল অপনার প্রতিষ্ঠানের ভিডিও দেখে নিশ্চিত হতে চায়। আর যদি পরে ভেরিফাই করতে চান তালে ভেরিফাই লেটার ক্লিক করে পরর্তি ধাপে যেতে পারেন। এর পরের ধাপগুলো দেখলেই বুঝতে পারবেন চাইলে স্কিপ কর যেতে পারবেন ।

Google map will help to know the location of known people

পরিচিত জনের অবস্থান জানতে সাহায্য করবে গুগল ম্যপ

অনেক সময় আত্মীয়, বন্ধু বা কোন পরিচিত জনের কাছে যতে হয়। অনেক ক্ষত্রে সেই যায়গা অপরিচিত হওয়ায় আমরা তার অবস্থান নিয়ে অনেক ঝামেলায় পরতে হয়, ঠিকানা খুঁজতে হয়। কিন্তু এই খোঁজার কাজটি সহজ করে দিয়েছে গুগল ম্যাপ। খোঁজার দায়িত্ব গুগলের আপনি শুধু কিছু সেটিং ফলো করে তার অবস্থান সম্পর্কে সঠিক থারনা নিতে পারেন।

এর মাধ্যমে আপনার প্রিয়জন সঠিক জায়গায় পৌঁছাতে পারল কি না তা জানতে পারবেন। এ ছাড়া প্রথমবার আপনার বাসায় কোনো আত্মীয় আসতে চাইলে তাকেও ট্র্যাক করে সাহায্য করতে পারেন।
গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে আপনার টার্গেটকৃত অবস্থান, দূরত্ব ও সেখানে পৌঁছাতে কোন পরিবহনে কত সময় লাগবে, এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে, সবই জানতে পারবেন ম্যাপের মাধ্যমে।

See your change এখানে ক্লিক করে আপনার দেয়া তথ্য পরিবর্তন করতে পারেন।

How to share location?

কি ভাবে লোকেশন শেয়ার করনে?

প্রথমে মোবাইল থেকে গুগল ম্যাপ ওপেন করুন। ডানদিকের একদম উপরের কোণে থাকা আপনার গুগল প্রোফাইল ছবিতে ক্লিক করুন। এর পরে নিচের দিকে লোকেশন শেয়ারিং অপশনে ক্লিক করুন। লোকেশন শেয়ারিং টাইম সেট করুন। যে ব্যক্তির সঙ্গে লোকেশন শেয়ার করবেন সেই ব্যক্তিকে যুক্ত করুন। লোকেশন শেয়ারিং টাইম সেট করুন। এবং শেয়ার করুন।

যাকে আপনি শেয়ার করবেন তাকে ম্যাসেজে লিংকটি পাঠানের জন্য গুগল লিংটি অটো ম্যাসেজ অপশনে নিয়ে আসবে আপনি শুধু সেন্ড করে দিবেন । সে সেই লিংকে ক্লিক করলেই দুজনের মাঝে একটা সংযোগ তৈরি হবে এভাবেই লোকেশন শেয়ার করতে পারবেন। সে জনতে পারবে আপনি বর্তমানে কোথায় আছেন, আপনিও জানতে পারবেন সে বর্তমানে কোথায় আছে।

Leave a Reply