You are currently viewing free blogger templates-SEO ফ্রেন্ডলী সুন্দর ডিজাইনের সেরা ব্লগার টেমপ্লেট

free blogger templates-SEO ফ্রেন্ডলী সুন্দর ডিজাইনের সেরা ব্লগার টেমপ্লেট

প্রিয় বন্ধুরা আশাকরি আপনারা ভালো আছেন। আপনারা যারা ব্লগস্পট ব্যাবহার করে ব্লগিং শুরু করেছেন বা করতে চান তাদের জন্য ব্লগিং টেমপ্লেট একটি গুরুত্বপূর্ণ বিষয়।

Blogger এ দেয়া  ফ্রী টেমপ্লেটগুলো ততটা সুন্দর নয় এবং রেসপন্সিভ হয় না । তাই সুন্দর একটি টেমপ্লেট ব্যাবহারের মাধ্যমে আপনার ব্লগকে ভিজিটরের কাছে আকর্শণীয় রুপ দিতে পারবেন। আপনার ব্লগকে সুন্দর ভাবে সাজালে ভিজিটরের দেখতে ভালো লাগবে। তারা আপনার আর্টিকেলগুলো পড়তে আগ্রহী হবে।

সুতরাং বুঝতেই পারছেন টেমপ্লেট কতটা  এবং কেন গুরুত্বপূর্ণ। ব্লগের জন্য অসংখ্য ফ্রী থিম বা টেমপ্লেট পাওয়া যায় তবে সবগুলো যে ভালো তা নয়। অনেকে ভুলকরে ক্রেক টেমপ্লেট ব্যাবহার করা শুরু করে ফলে তাদের ব্লগ ডাউন হয়ে, স্লো স্পিড হয়, রিডাইরেক্ট হয় এরকম অনেক সমস্যায় পরতে হয়। তাই আপনাদের সাথে শেয়ার করবো কিছু প্রিমিয়াম লুকিং ব্লগার টেমপ্লেট নিয়ে । যা একদম ফ্রীতে ডাউনলোড করে ইনষ্টল করতে পারবেন।

free blogger templates

প্রথমেই জেনে নেয়া যাক , একটি আদর্শ টেমপ্লেটে কি কি থাকা উচিত?

ক) সুন্দর ডিজাইন,  খ) এসইও (SEO) ফ্রেন্ডলি,  গ) মোবাইল রেসপন্সিভ, ঘ) গুগল এডসেন্স রেডি, ঙ) সোশাল শেয়ার বাটন, চ) ড্রপডাউন মেনু, ছ) পোস্ট থাম্বনেল এবং জ) সম্পর্কিত পোস্ট।

 

১৩ টি সেরা ফ্রী ব্লগার টেমপ্লেট

SORAEDGE Blogger Template

Best SEO Blogger Template

SORAEDGE ব্লগার টেমপ্লেটটি আপনারা তিনটি ভার্শনে পাবেন।

Free Version , Premium Version এবং Extended Version এ পাবেন। বিভিন্ন ক্যাটাগরী ব্লগের জন্য এটা একটি সেরা টেমপ্লেট।

SORAEDGE টেমপ্লেটটির বৈশিষ্ট্য:

  • ১০০% রেসপন্সিভ ডিজাইন
  • ফাস্ট লোডিং
  • ড্রপডাউন মেনু
  • দুটি সাইটবার
  • তিনটি ফুটার
  • হট পোস্ট (লেভেল, রিসেন্ট অথবা রেন্ডম)
  • বক্স মুড
  • এড রেডি
  • ব্লগার, ডিসপোস অথবা ফেসবুক কমেন্ট বক্স
  • হোয়টসআপ শেয়ারিং

এ ছাড়াও আরো কিছু সুবিধা পাওয়া যাবে।

ডেমো দেখদত এখানে ক্লিক করুন Demo

ফ্রী ডাউনলোড করতে এখানে ক্লিক করুন Download

SORASOFT Blogger Template

ফ্রী SORASOFT blogger টেমপ্লেট

নাম দেখেই বুঝতে পারছেন এটি বিশেষ করে আইটি, প্রযুক্তি, সফ্টওয়ার নিয়ে যারো ব্লগিং করবেন তাদের জন্য একটি চমৎকার টেমপ্লেট । এটাও তিনটি ভর্শন পাবেন।

SORASOFTটেমপ্লেটটি বৈশিষ্ট্য:

  • এসইও অপটিমাইজড
  • ১০০% রেসপন্সিভ ডিজাইন
  • দুটি চমৎকার বক্স সাইটবার
  • ড্রপডাউন মেনু
  • সোশাল শেয়ার বাটন
  • এডসেন্স রেডি
  • ফাস্ট লোডিং
  • টেমপ্লেট কাষ্টমাইজার

আরো কিছু সুবিধা পাবেন।

ডেমো দেখদত এখানে ক্লিক করুন Demo

ফ্রী ডাউনলোড করতে এখানে ক্লিক করুন Download

SORAFONT Blogger Template

free Template

প্রফেশনাল ব্লগিংয়ের জন্য চমৎকার একটি টেমপ্লেট । এটা ফ্রী ও পেইড দুটি ভার্সনে পাবেন ।

এই টেমপ্লেটের বৈশিষ্ট্য:

  • ফুল রেসপন্সিভ
  • মোবাইল ফ্রেন্ডলি
  • এসইও ফ্রেন্ডলি
  • এ্যাড রেডি
  • ড্রপডাউন মেনু
  • সোশাল শেয়ারিং
  • ক্লিন লে আউট
  • ফাস্ট লোডিং

এছাড়াও এই  free blogger templates বেশ কিছু সুবিধা পাবেন।

আরো পড়ুন– নতুন ব্লগারদের জন্য ফ্রী ব্লগস্পট এ টু জেট।

SORANEWS Blogger Template

SORANEWS, ব্লগার টেমপ্লেট

 

যারা নিউজ সাইট করতে চান বিভিন্ন ক্যাটাগরি নিয়ে ব্লগিং করতে চান তাদের জন্য সুন্দর একটি ব্লগার টেমপ্লেট।

SORANEWS টেমপ্লেটের বৈশিষ্ট্য:

  • ফুল রেসপন্সিভ
  • নিউজ ট্রেকার
  • চমৎকার স্লাইডার
  • মোবাইল ফ্রেন্ডলি
  • এসইও ফ্রেন্ডলি
  • তিন কলাম ফুটার
  • পোস্ট ক্যাটাগরি
  • এ্যাড রেডি
  • ড্রপডাউন মেনু
  • সোশাল শেয়ারিং
  • ক্লিন লে আউট
  • ফাস্ট লোডিং
  • সিম্পল ডিজাইন

এছাড়াও বেশ কিছু সুবিধা পাবেন।

MAGZILLA free blogger  Template

ফ্রী ব্লগার থিম

যারা ম্যাগাজিন, নিউজ, বিভিন্ন ক্যাটাগরি নিয়ে ব্লগিং সাইট সাজাতে চান এই টেমপ্লেট পছন্দে রাখতে পারেন।

 এই টেমপ্লেটের বৈশিষ্ট্য:

  • ফুল রেসপন্সিভ
  • মোবইল ফেন্ডলি
  • এসইও ফ্রেন্ডলি
  • চার কলাম ফুটার
  • দুটি সাইটবার
  • রিলেটেড পোস্ট
  • পোস্ট ক্যাটাগরি
  • এ্যাড রেডি
  • ড্রপডাউন মেনু
  • সোশাল শেয়ারিং
  • ক্লিন লে আউট
  • ফাস্ট লোডিং
  • সিম্পল ডিজাইন

এছাড়াও বেশ কিছু সুবিধা পাবেন।

ভালো আর্টি-কেল লিখতে হলে পড়ুন— ব্লগে ভালো আর্টিকেল লেখার বিভিন্ন কৌশল ও নিয়ম

SORAMAG Template

বেস্ট ব্লগার টেমপ্লেট

ব্লগিং , নিউজ, ম্যামাজিনের জন্য দারুণ একটি ব্লগার টেমপ্লেট ।

নিশ্চিন্তে এই টেমপ্লেটটি আপনারা ব্যবহার করতে পারেন।

এই টেমপ্লেটের বৈশিষ্ট্য:

  • ফুল রেসপন্সিভ
  • মোবইল ফেন্ডলি
  • এসইও ফ্রেন্ডলি
  • তিন কলাম ফুটার
  • ভিডিও সাপোর্টার
  • দুটি সাইটবার
  • রিলেটেড পোস্ট
  • পোস্ট ক্যাটাগরি
  • এ্যাড রেডি
  • ড্রপডাউন মেনু
  • সোশাল শেয়ারিং
  • ক্লিন লে আউট
  • ফাস্ট লোডিং
  • সিম্পল ডিজাইন

এছাড়াও বেশ কিছু সুবিধা পাবেন।

SKYCTY Template

free blogger templates

যেকোনো সাধারণ বিষয় , বিনোদন, সংস্কৃতি, চলচ্চিত্র, সংবাদ বা ভ্রমণ বিষয়ে যারা ব্লগিং করতে চান তাদের জন্য একটি সেরা টেমপ্লেট।

এই টেমপ্লেটের বৈশিষ্ট্য:

  • ফুল রেসপন্সিভ
  • মোবইল ফেন্ডলি
  • এসইও ফ্রেন্ডলি
  • চমৎকার স্লাইডার
  • পাশাপাশি দুটি সাইটবার
  • রিলেটেড পোস্ট
  • পোস্ট ক্যাটাগরি
  • এ্যাড রেডি
  • ড্রপডাউন মেনু
  • সোশাল শেয়ারিং
  • ক্লিন লে আউট
  • ফাস্ট লোডিং
  • সিম্পল ডিজাইন

এছাড়াও বেশ কিছু সুবিধা পাবেন।

DietingMadeEasy Blogger Template

free blogger templates

যেকোন বিষয়ে ব্লগিং করার জন্য চমৎকার একটি ব্লগিং টেমপ্লেট।

এই টেমপ্লেটের বৈশিষ্ট্য:
  • ফুল রেসপন্সিভ
  • মোবইল ফেন্ডলি
  • এসইও ফ্রেন্ডলি
  • চমৎকার স্লাইডার
  • চার কলাম ফুটার
  • ডান পশে বাম পাশে দুটি সাইটবার
  • রিলেটেড পোস্ট
  • এ্যাড রেডি
  • ড্রপডাউন মেনু
  • সোশাল শেয়ারিং
  • ফাস্ট লোডিং
  • সিম্পল ডিজাইন

এছাড়াও বেশ কিছু সুবিধা পাবেন।

WePress Blogger Template

free blogger templates

Btemplates এর চমৎকার একটি ব্লগার টেমপ্লেট। যেকোন বিষয়, ব্যবসা, বিনোদন, নিউজ, ফটোগ্রাফী বিষয়ে ব্লগিংয়ের জন্য চমৎকার একটি ব্লগার টেমপ্লেট।

এই টেমপ্লেটের বৈশিষ্ট্য:

  • ফুল রেসপন্সিভ
  • মোবইল ফেন্ডলি
  • হেডলাইনবার
  • এসইও ফ্রেন্ডলি
  • চমৎকার স্লাইডার
  • চার কলাম ফুটার
  • ডান পাশে দুটি সাইটবার
  • রিলেটেড পোস্ট
  • এ্যাড রেডি
  • সিমপল মেনুবার
  • সোশাল শেয়ারিং
  • ফাস্ট লোডিং
  • সিম্পল ডিজাইন

এছাড়াও বেশ কিছু সুবিধা পাবেন।

 

Piki True Job Blogger Template

free blogger templates

দেখেই বুঝতে পারছেন চমৎকার একটি ব্লগার টেমপ্লেট। টেমপ্লেটটি মূলত চাকরির বিজ্ঞপ্তি ওয়েবসাইট,

এডুকেশনাল ব্লগ,ব্যাংকিং, আইন, বিভিন্ন আর্টিকেলমূলক ব্লগের জন্য দারুন একটি টেমপ্লেট।

এই টেমপ্লেটের বৈশিষ্ট্য:

  • ফুল রেসপন্সিভ
  • মোবইল ফেন্ডলি
  • Multiple Languages
  • এসইও ফ্রেন্ডলি
  • ব্রেকিং পোস্ট
  • SEO Meta Tags
  • চমৎকার স্লাইডার
  • তিন কলাম ফুটার
  • ডান পাশে একটি সাইটবার
  • রিলেটেড পোস্ট
  • এ্যাড রেডি
  • ড্রপডাউন মেনুবার
  • সোশাল শেয়ারিং
  • ফাস্ট লোডিং
  • Unlimited Colors
  • Box width Page Template
  • Threaded comment system

এছাড়াও বেশ কিছু সুবিধা পাবেন।

Monster-Flexible Blogger Template

free blogger templates

 

মনস্টার ব্লগার টেমপ্লেট ব্লগারদের একধিক ফাংশন দিয়ে থাকে । টেমপ্লেটটির লোডিং গতি এবং এসইও খুবই ফ্রেন্ডলী। এর প্রতিটি ফাংশন নমনীয় ভাবে অপটিমাইজেশন করা হয়েছে।

টেমপ্লেটটি ম্যাগাজিন, ব্যাক্তিগত পোর্টফোলিওসহ আরো অনেক ধরনের ব্লগের জন্য উপযুক্ত। এটা সম্পূর্ণ free blogger templates ।

এই টেমপ্লেটের বৈশিষ্ট্য:

  • ফুল রেসপন্সিভ
  • মোবইল ফেন্ডলি
  • হেডলাইনবার
  • এসইও ফ্রেন্ডলি
  • তিন কলাম ফুটার
  • ডান পাশে একটি সাইটবার
  • রিলেটেড পোস্ট
  • এ্যাড রেডি
  • ড্রপডাউন মেনুবার
  • সোশাল শেয়ারিং
  • ফাস্ট লোডিং
  • চমৎকার ডিজাইন

এছাড়াও বেশ কিছু সুবিধা পাবেন।

Mercury Template

free blogger templates

চমৎকার ডিজাইনের একটি ফ্রী ব্লগার টেমপ্লেট। ব্লগ, ম্যাগাজিন, নিউজ পেপার ইত্যাদির জন্য ব্যাবহার করতে পারেন।

এই টেমপ্লেটের বৈশিষ্ট্য:

  • ফুল রেসপন্সিভ
  • মোবইল ফেন্ডলি
  • হেডলাইনবার
  • এসইও ফ্রেন্ডলি
  • তিন কলাম ফুটার
  • ডান পাশে দুটি সাইটবার
  • রিলেটেড পোস্ট
  • এ্যাড রেডি
  • ড্রপডাউন মেনুবার
  • সোশাল শেয়ারিং
  • ফাস্ট লোডিং
  • চমৎকার ডিজাইন

এছাড়াও বেশ কিছু সুবিধা পাবেন।

 

TECHWISE Template

free blogger templates

একটি প্রফেশনাল নিউজ পেপার ব্লগিং টেমপ্লেট। যেকোনো ক্যাটাগরি ব্লগের জন্য এই টেমপ্লেটটি ব্যাবহার করতে পারেন।

কেন এই টেমপ্লেট ব্যবহার করবেন জেনে নিন তার বৈশিষ্ঠ:

  • ফুল রেসপন্সিভ
  • মোবইল ফেন্ডলি
  • ব্রেকিং নিউজ ট্রেকার
  • ম্যাগাজিন লে-আউট
  • উজেট রেডি
  • কাষ্টমাইজেবল
  • শর্টকোডস
  • এসইও ফ্রেন্ডলি
  • তিন কলাম ফুটার
  • ডান পাশে একটি সাইটবার
  • রিলেটেড পোস্ট
  • এ্যাড রেডি
  • ড্রপডাউন মেনুবার
  • সোশাল শেয়ারিং
  • ফাস্ট লোডিং
  • চমৎকার ডিজাইন

এছাড়াও বেশ কিছু সুবিধা পাবেন।

শেষ কথা: বন্ধুরা আপনাদরে জন্য ১৩ টি free blogger templates পরিচিতি তুলে ধরলাম। আশাকরি  থিম বা টেমপ্লেটগুলো আপনাদের পছন্দ হবে। প্রতিটি টেমপ্লেটই সুন্দর ডিজাইনের এবং ব্যাবহার উপযোগী। যে কোন ব্লগের জন্য এখান থেকে পছন্দ করতে পারেন ইনশা আল্লাহ কোন সমস্যা হবে না। আপনাদের কোন প্রশ্ন বা কিছু জানার থাকলে অবশ্যই মন্তব্য করবেন। ব্লগিং বিষয়ে যেকোন সহযোগিতা পাবেন।

 

 

This Post Has One Comment

Leave a Reply