ইদানিং ব্লগার শব্দটি সকলের কাছে খুব একটা পরিচিতি পেয়েছে।এর মাধ্যমে ইনকাম করাও অনেকে জেনেছেন। ব্লগিং সম্পর্কে না জানার কারনে আমাদের দেশে যদিও শব্দটি নেগেটিভ ভাবেই উপস্থাপন হয়েছে । বিশেষ করে শাহাবাগে আন্দলোনের সময় দেশের মানুষ blog সম্পর্কে বেশি জেনেছে। অনেকেই তখন থেকে এই বিষয়ে জানতে আগ্রহী হয়েছে।
মুলত ব্লগিং হলো নিজেরে চিন্তা, মেধা, অভিজ্ঞতার আলোকে কোন বিষয় সম্পর্কে মানুষদের জানানোর জন্য একটা স্বাধীন প্রকাশ মাধ্যম।দিনে দিনে এই মাধ্যমটি বিশ্বব্যাপি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।আপনি চাইলে নিজেও একটি ব্লগ তৈরি করে লেখা লেখি করতে পারেন। ব্লগের মাধ্যমে অনলাইনে আয়ের এক বিশাল সুযোগ করেদিয়েছে গুগল। ব্লগ তৈরি করা খুবই সিম্পল।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি এই আর্টিকেল থেকে ‘’ব্লগিং কি?, ব্লগিং কি ভাবে করে?কি ভাবে ব্লগ থেকে ইনকাম করে? এবং কিভাবে ব্লগ তৈরি করে”। এই ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। এই আর্টিকেল ফলো করে নিজেই একটি সুন্দর প্রফেশনার ব্লগ তৈরি করতে পারবেন।ইনশা আল্লাহ।
ব্লগিং জগতে প্রবেশে পূর্বে ব্লগিং সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া প্রয়োজন:
এই আর্টিকেলে যা থাকবে তার একটি তালিকা দেখে নেই ।
ব্লগ ও ব্লগিং কাকে বলে?
সহজ ভাষায় ব্লগ হলো একটা দিনলিপি তথা ডায়েরি । যেখানে আপনি প্রতিদিন আপনার মনের কথা ইচ্ছামতো লিখে থাকেন।ঠিক ব্লগ হলো তারই অনলাইন ভার্সন । যেখানে নেট আর ওয়েব পেইজ ব্যাবহার হরে আপনি, গল্প, উপন্যাস, ছড়া, কবিতা, প্রবন্ধ, বিভিন্ন কন্টেন্ট, বিভিন্নি বিষয়ে শিক্ষামূলক টিউটোরিয়াল লিখতে পারেন। সেটা হতে পারে ব্যাক্তিগত অথবা প্রফেশনাল।
তবে যা কিছুই লেখেন না কেন তা হওয়া চাই সুন্দর আকর্ষণীয় , যাতে ভিজিটরদের আকৃষ্ট করতে পারে । তারা যেন আপনার লেখা পরে আনন্দ পায় , উপকৃত হয়, সঠিক তথ্য জানতে পারে । তবেই আপনি ধীরে ধীরে একজন সফল ব্লগার হতে পারবেন।
এখানে আপনাকে কিছু সময় শ্রম ও সময় দিতে হবে। তা না করে যদি এলো মেলো ভাবে লিখে যান বা কারো লেখা কপি করে ব্লগে পোস্ট করেন তাহলে আপনার সময়টাই বৃথা যাবে।
আপনি নিজের চেষ্টায় যদি কিছু না লিখেন এবং একটি পরিকল্পনা না নিয়ে না জেনে শুরু করেন তাহলে আপনি ব্যার্থ হবেন। আপনি তখন ব্লগ থেকে ইনকামের কথাও চিন্তা করতে পারবেন না ।
ভালো আর্টিকেল লিখতে পড়ুন— ব্লগে একটি সুন্দর তথ্যবহুল আর্টিকেল লেখার কৌশল
ব্লগ কোথা থেকে এসেছে ?
Blog শব্দটি এসেছে Weblog থেকে। ২২ বছর আগে ১৯৯৭ সালের ১৭ ডিসেম্বর প্রথম Weblog শব্দটি ব্যবহার করা হয় ।শব্দটির নামকরন করেন মার্কিন নাগরিক জন বার্জার। ১৯৯৯ সালের পিটার মহলজ নামে এক ব্যাক্তি Weblog শব্দটিকে – Web এবং Blog নামে আলাদা করেন। তেখন থেকে সারা বিশ্বব্যাপী Blog বা ব্লগিং ব্যাপক জনপ্রিয় হতে শুরু করে।
ব্লগার কাকে বলে?
সহজ ভাষায় জিনি ব্লগে লেখেন তিনিই হলেন ব্লগার।অর্থাৎ যারা ইন্টারনেট ব্যাবহার করে নিজেই একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করে অথবা ইন্টারনেটে বিভিন্ন ব্লগ ওয়েব সাইটগুলোতে সদস্য হয়ে বিভিন্ন লেখা বা আর্টিকেল পোস্ট করেন তারাই হচ্ছেন ব্লগার।
ব্লগার কি কি করেন?
একজন ব্লগার সর্ব প্রথম একটি ওয়েবসাইট তৈরি করবেন।সেটা হতে পারে গুগলের ফ্রী blogspot.com ব্যাবহার করে অথবা wordpress.org ব্যাবহার করে। (দুটি প্লাটফর্মই ফ্রীতে ব্যাবহার করা যায়।তবে প্রফেশনাল ভাবে তৈরি করতে হলে এর সাথে বাৎসরিক কিছু টাকা খরচ করে ডোমিন হোস্টিং কিনে তৈরি করতে হবে)।
ব্লগার তার ব্লগকে সুন্দর ভাবে সাজাবেন।
কাস্টমাইজ করবেন,
সুন্দর থিম ব্যাবহার করবেন,
ইউনিক অর্টিকেল লিখবেন।
নিজের সাইটকে নিয়মিত আপডেট করবেন, SEO করবেন।
সব কিছু ঠিক থাকলে গুগল থেকে এডসেন্স নিতে পারবেন তাহলে আপনার ইনকাম শুরু হবে। আপনি সময় শ্রম ব্যায় করে লেখা লেখি করেও একটা আনন্দ পাবেন।
ব্লগ কত ধরনে হয়?
ব্লগ দুই ধরনের:
১) ব্যাক্তিগত ব্লগ ।
২) প্রফেশনাল ব্লগ
ব্যক্তিগত ব্লগ: নিজের মনের আনন্দে, শখে কোন নির্দিষ্ট লক্ষ উদ্দেশ্য ছড়া যখন যা ইচ্ছা লিখে থাকেন । এখানে কোন ধারাবাধা নিয়ম থাকে না । ভবিষৎ কোন পরিকল্পনা থাকে না । এখানে সম্পূর্ণ নিজের জন্যই লিখে থাকেন। কোন পাঠক বা ভিজিটর তার উদ্দেশ্য থাকে না।
প্রফেশনাল ব্লগ: এই ধরনের ব্লগ ভবিষ্যতের ইনকাম এবং প্রতিষ্ঠা লাভের চিন্তা মাথায় রেখেই তৈরি করা হয়।যেখানে ভিজিটরের ভিবিন্ন চাহিদা মাথায় রেখে আর্টিকেল লিখতে হয়।
প্রফেশনাল ব্লগ যদি সুন্দর সাজানো গোছানো না থাকে তাহলে সেখানে ভিজিটর তাদের আনন্দ পাবে না।আর প্রফেশনাল চিন্তা করেও যদি ভালোভাবে ব্লগিং বিষয়ে না জেনে না শিখে লেখা পোস্ট করতে থাকেন তাহলে কোন লভই হবে না । আপনি ব্যার্থ হবেন।
আপনি প্রফেশনালী ভাবে ব্লগিং করে সেখান থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে শিখতে হবে, জানতে হবে।আপনার ব্লগকে সবার কাছে জনপ্রিয় করে তুলতে হবে।
ব্লগ বানাতে কী কী লাগে?
ব্লগ বানাতে হলে প্রথমে আপনার একটি কম্পিউটার আথবা ল্যাপটপ লগবে মোইলেও ব্যাবহার করতে পারবেন তবে সব কাজ মোবাইলে করা সম্ভব না।যেমন: ব্লগ কাষ্টমাইজ করা , ডিজাইন করা, ডেভলপ কর, ছবি ডিজাইনকরা ইত্যাদি।
এর পর আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে।একটি ইমেইল এড্রেস খাকতে হবে
এরপর প্রথম ধাপে ফ্রী ব্লগ তৈরি করবেন। blogger.com ইমেইল ও পাচওয়ার্ডর দিয়ে লগইন করে। নিজে নিজে ব্লগ তৈরি করতে চাই এই টিউটোরিয়াল টি পড়ুন (+++)।
দ্বিতীয় ধাপে , যদি প্রফেশনালী ভাবে ব্লগ তৈরি করতে চান তাহলে ফ্রীতে নয় আপনাকে একটি ডোমিন ও একটি হোস্টিং কিনতে হবে।
ডোমিন কি? :
ডোমিন হলো ব্লগের এড্রেস/ URL অোমার ব্লগের এডেস allkotha.com । পৃথিবিতে যত ওয়েবসাইট বা ব্লগ আছে প্রত্যেকটির আলাদা আলাদা এড্রেস, একই ডেমিন বা URL একাধিক হবে না।ডেমিনের মাধ্যমে আপনার ব্লগ ইন্টরনেটে মানুষ খুঁজে পাবে। ব্লগ কি?
হোস্টিং কি? :
হোস্টিং হলো অনলাইন স্টোরেজ। যেখানে ব্লগ এবং ব্লগের সমস্ত তথ্য জমা থাকবে। সাধারনত আমরা কম্পিউটারে যা কিছু লিখে রাখি , ছবি ,ভিডিও সবকিছুই আমাদের কম্পিউটারের মেমোরিতে জমা থাকে। তেমনি ভাবে ইন্টারনেটে লেখা, ছবি , ভিডিও রাখার জন্য মেমোরি তথা হোস্টিং কিনতে হয় ।
এছাড়া গুগল ফ্রীতে সাব ডোমিন ও ১৫ জিবি হোস্টিং দিয়ে থাকে। আমার ব্লগ যদি ফ্রীতে সাব ডোমিন নিতাম তাহলে আমার ব্লগের এড্রেস/URL হতো www.allkotha.blogspot.com আর যদি ওয়ার্ডপ্রেস থেকে ফ্রীতে নিতাম তখন হতো www.allkotha.wordpress.org । প্রফেশনাল ব্লগ করতে হলে অবশ্যই আপনাকে ডেমিন হোস্টিং কিনে নিতে হাবে।
আরো পড়ুন– কিভাবে কোথা থেকে ডোমিন হোস্টিং কিনবো?
কি দিয়ে ব্লগ তৈরি করবেন:
আপনি জনপ্রিয় দুটি প্লাটফর্ম ব্যাবহার করে ব্লগ তৈরি করতে পারবেন।
১) blogger.com
২) wordpress.org
Bogger.com কি?
বেসিক লেভেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য সেরা blogger.com । বিশেষ করে ব্যাক্তিগত ব্লগ তৈরি করতে চাইলে এটাই ভালো।এখানে আপনার এক টাকাও খরচ করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে গুগল আপনাকে সাব ডোমিন দেবে। হোস্টিং কিনতে হবে না । আপনি যত খুশি তত ব্লগ বানাতে পারবেন।পরে চাইলে এর সাথে ডেমিন কিনে এড করতে পারবেন। শেখার জন্য এটা বেস্ট।
WordPress.org কি?
এটাও ফ্রীতে সাব ডেমিন ব্যাবহার করতে পারবেন হোস্টিং কিনতে হবে না । কিন্তু প্রফেশনাল করতে হলে ডোমিন হোস্টিং কিনে এই প্লাটফর্ম ব্যাবহার করতে পারেন। বর্তমানে পৃথিবীর ২০ % ব্লগ এবং ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। এখানে আপনি অনেক সুযোহ সুবিধা পাবেন।প্রফেশনাল ব্লগের জন্য WordPress.org: সেরা।
কি বিষয়ে কিভাবে ব্লগিং করবেন?
এটা একটা খুব গুরুত্বপূরর্ণ বিষয়। ব্লগিং সম্পর্কে ভালো ধারানা না থাকার কারনে অনেক ব্লগার তাদের সময় শ্রম এবং তাদের ব্লগ ব্যার্থতায় নষ্ট হয়ে যায়। অনেকে মনে করে একটি ব্লগ তৈরি করে লেখালেখি বা কোরো লেখা কপি করে পোস্ট করলেই হয়ে গেল ব্লগিং । আসলে বিষয়টি তা নয় । ব্লগিং জগতে সফল হতে হলে অবশ্যই অপানার মূল্যবান সময়কে সঠিক ভাবে সঠিক ওয়েতে কাজে লাগাতে হবে।
ব্লগিং করার জন্য আপনার চার পাশে হাজারও বিষয় রয়েছে। যে বিষয়ে আপনি আগ্রহী এবং আপনার জ্ঞান ও অভিজ্ঞতা আছে । সেই বিষয়েই আপনি ব্লগিং করতে পারেন।
কোন বিষই তুচ্ছ নয়।যে কোন বিষয় হতে পারে , আপনি কবিতা , গল্প , প্রবন্ধ , সাহিত্য , তথ্য, প্রযুক্তি, আইন, চিকিৎসা, জীবনের নানা সমস্যা, নানা বিষিয়ে টিউটোরিয়াল, পড়ালেখা, যে বিষয়ে আপনি ভালো জানেন সে বিষয়কে সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করুন।
এলো মেলো বিষয়ে অল্প জ্ঞান নিয়ে কখোনা লিখতে যাবেন না তাতে আপনার নিজের কাছেই বিরক্ত লাগবে। মাঝ পথে আপনার আর কিছু লিখতে ইচ্ছা করবে না হাল ছেড়ে দিবেন ।
এজন্য যে বিষয়ে জানেন সে বিষয়ে আরো জেনে আগাতে হবে ।কোন ভাবেই কপি পেস্টের কাছেও যাওয়া যাবে না । গুগল আপনাকে দেখে, এটা গুগলের কাছে ঘোরতর অপরাধ।গুগল ও ব্লগের কিছু পলিছি যদি মেনে ব্লগকে প্রফেশনাল করেন। তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না ইনশা আল্লাহ। ব্লগ
উপসংহার:
এতক্ষণে আপনারা ব্লগ সম্পর্কে বিস্তরিত জানতে পেরেছেন।আশা করি এখন নিজেই একটি ব্লগ তৈরি করবেন।ব্লগ তৈরি করতে পারলেও বাকি কাজও ইনশা আল্লাহ করতে পারবেন। ব্লগিং বিষয়ে যেকোনো পরামর্শ , সহযোগিতা চাইলে অবশ্যই আমার থেকে পাবেন। ব্লগ কি ভাবে কাষ্টমাইজ করবেন? কি ভাবে ব্লগে থিম আপলোড করে একটা প্রফেশনাল রুপ দেবেন?কি ভাবে ব্লগে পোষ্ট করবেন? ইত্যাদি সব কিছুর ব্যাপারে আপনাদের সহযোগিতা করবো ইনশা আল্লাহ। আশাকরি সাথে থাকবেন। ব্লগ কি?