You are currently viewing জামায়াতে ইসলামী কি শেষ না কি আরো বেশি শক্তিশালী? অবাক করা জনমত

জামায়াতে ইসলামী কি শেষ না কি আরো বেশি শক্তিশালী? অবাক করা জনমত

জামায়াতে ইসলামী কি শেষ না কি আরো বেশি শক্তিশালী

জামায়াত কি চলমান রাজনীতি থেকে ছিটকে পড়েছে? শিরোনামে ”প্রথম আলো’ একটি নিজেদের সুবিধামতো করে একটি মতামত তাদের পত্রিকায় ছাপিয়েছেন। কিন্ত বাস্তবতার সাথে তাদের মতামত মিলে না। জামায়াতে ইসলামী কি অবস্থায় আছে তারা কি আগের চেয়ে দূর্বল বা শেষ হয়েগেছে না কি আরো দ্বিগুন শক্তিশালী হয়েছে জানতে হলে নিচের মন্তব্যগুলো পড়ুন।

প্রসংগত জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি, এর পরের সারির নেতারা অনেক বছর যাবত কারাগারে, লক্ষ লক্ষ নেতা কর্মী কারাগারে বন্দি। দশ বছর যাবত তাদের কোন বড় ধরনের সভা সমাবেশ নেই। সামান্য ঘরোয়া অনুষ্ঠান থেকেও নাসকতার নাটক সাজিয়ে আটক করে। এমতাবস্থায় জামায়াতে ইসলামীর কবরে হাড্ডি থাকারও কথা নয়। সেই আদর্শবাদী দলটি সম্পর্কে পড়ুন অবাক করা মতামত।

Munna Sharif
আমার যা মনে হয: এবার ক্ষমতা থেকে ছিটকে পড়ার সম্ভবনা আছে। আর জামায়াতে ইসলাম তো বারবার প্রমাণ দিয়েই দিয়েছে তারা বাংলাদেশের যেকোন রাজনৈতিক সংগঠন থেকে অতিমাত্রায় সন্তুষ্টিশালী এবং সুসংগঠিত। আর তার আগে তো দুই মন্ত্রণালয় এর দায়িত্ব নিয়ে পর্মান করে দিল যে তারা শতভাগ দুর্নীতিমুক্ত।
Shamim Ahmed
জামায়াতে ইসলামী আগের চেয়ে অনেক শক্তিশালী ইসলামি দল। এত জুলুমের পরও দলটি মাথা উচু করে দাড়িয়ে আছে,আগামীতে জামায়াতে ইসলামীর হাত ধরেই এদেশে ইসলামি রাজ কায়েম হবে ইনশাআল্লাহ।
Abdullah Ar Raihan
জামায়াত একটি আদর্শিক দল। প্রচলিত ক্ষমতার রাজনীতি নয়। কাজেই এটি আওয়ামী নিপীড়নের ফলে ছিটকে পড়বেনা। কারণ জুলুম নির্যাতনের মাধ‍্যমে আদর্শের মৃত‍্যু হয়না। বরং আরো শক্তিশালী হয়ে সময় মতো প্রত‍্যাবর্তন করবে ইনশাআল্লাহ।
Linkon Adi
জামায়ত কোন তালবাহানার রাজনীতি করেনা .. তারা একটা আদর্শ কে ধারন করে এবং বিশ্বাস করে , তাদের রাজনীতি তাদের প্রভুর সনতুষটির জন্য বৈ আর কিছুই না. তাদের নেতাদের আপোষ না করে ফাঁসির রশি কে আলিঙ্গন করা তার চরম দৃষটানত । সুতরাং সময়ের ব্যবধানে সেই সব দল গুলো হারিয়ে যাবে বা যাওয়ার সমভাবনা আছে, যারা দেশ ,জনগন কে বাদ দিয়ে তাদের পছন্দের মানুষের লেজুড বৃত্তি করে ! এবং তাদের সাময়িক লোভ এবং প্রতিহিংসা কে প্রাধান্য দেয় । পরিবর্তন প্রকৃতির এক চরমতম সত্য খেলা ।
Md Motiur Rahman
বাংলাদেশ জামাত ইসলামী আগের থেকে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশের প্রতিটা মানুষের একটি আস্থাভাজন , রাজনৈতিক ইসলামী দল, বাংলাদেশ জামাত ইসলামী।
Mostakim Alam
দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় দেশের মানুষ একসময় জামায়াতকে আশ্রয়স্থল হিসেবে খুঁজে নিবে। প্রথম আলোর নিউজ হয় উদ্দেশ্যপ্রণোদিত। এর উল্টা বিশ্বাস করাই জামায়াতের আসল চিত্র।
Al Ruman
সরকারের শত জুলুম অত্যাচার তার মধ্যেও যে দল সাংগঠনিক ভাবে সক্রিয় রয়েছে ,সেই দল সমাবেশের অনুমতি না পাওয়ায় দেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে এটা ভাবা বোকামি ছাড়া আর কিছু নয়।পরিবেশ পরিস্থিতির কারনে জামায়াত কৌশলগত একটা অবস্থায় আছে। সকল হিসাব নিকাশ করে জামায়াত দেশের চলমান রাজনীতি তথা সৈরাচার পতনের আনদোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ
Kawsar Ahmed
আলহামদুলিল্লাহ। আগের যে কোন সময়ের চেয়ে শক্তি শালী হয়েছে। জামায়াতে ইসলাম জিন্দাবাদ।।।
Adv Mazharul Islam
লেখক জামায়াত কে নিয়ে যে কিছুটা অন্তর্জ্বালায় আছেন সেটা স্পষ্ট। উনি বিএনপির বুদ্ধিজীবী। তবে বুদ্ধির অভাব আছে। তিনি মনে করেছিলেন বিএনপি একাই কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু এখন যখন দেখছেন যে বিএনপির দ্বারা সেটা সম্ভব না, তাই জামায়াত কে বিএনপির আন্দোলনে যোগ দিতে পরোক্ষ অনুনয়….
Abu Darda Rummon
আমাদের এই কাফেলা
বাধার পাহাড় ডিঙিয়ে, রক্ত সাগর পেরিয়ে,,
রুখবে কে আর এই পথচলা????????????
আমরা এসেছি রক্তমাখা পথ, মরুময় প্রান্তর পেরিয়ে,,,,,, দুর্গম গীরিপথ সাগর বনানী উদ্ধত সঙ্গীন মাড়িয়ে।।।
রক্তাক্ষরে লেখা এই নাম,,,, হৃদয় পাতায় আকা এই নাম।।।।। মুছবে কে এই স্মৃতির পাতা?????
কথা কলি
কখন ই না।জামায়াত আর ও শক্তিশালী হয়েছে।জামায়াত গতানুগতিক রাজনৈতিক দলের মত না।জামায়াত এর ভিত্তি হচ্ছে সততা,আনুগত্য, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন।
Md Saiful Islam
বাংলাদেশে যদি কোনো শতভাগ গনতান্ত্রিক এবং দেশপ্রেমিক রাজনৈতিক দল থেকে থাকে তাঁর নাম হচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
Md Akter
বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ সন্তুষ্টি আর দেশ ও মানুষের কল্যাণ, গনতন্ত্র স্বাধীনতার অতন্দ্র প্রহরীর কাজ করে।
সুতরাং জামায়াতে ইসলামী এদেশে আছে,থাকবে ইনশাআল্লাহ।

আরও পড়তে পারেন–কোন আইনে রাজনৈতিক নেতৃবৃন্দের পায়ে ডান্ডাবেড়ি ? জবাব দিতে হবে
Faruque Hossain
জুলুম নিপীড়ন করে ব্যক্তিকে হত্যা করতে পারলেও আদর্শকে কখনো হত্যা করা যায় না। জামায়াত একটি আদর্শবাদী দল। এজন্যই নেতৃবৃন্দকে হত্যা করেও নেতৃত্বকে শেষ করা যায়নি এবং জামায়াত কখনোই নেতৃত্ব সংকটে ভুগেনি। নেতৃত্বে থাকা ব্যক্তিদের হত্যা করে শেষ করলেও জামায়াত তাঁর নতুন নেতৃত্ব নিয়ে আপন গতিতে ধাবিত হতে থাকবে।
জামায়াত কে মোকাবেলা করা যেতে পারে একমাত্র আদর্শ দ্বারা। এবং সেটা অবশ্যই জামায়াতের আদর্শ থেকে শক্তিশালী এবং উন্নত আদর্শ হতে হবে।
Sadikul Islam Sadik
সবথেকে শক্তিশালী রাজনৈতিক দলের পরিণত হয়েছে
বাংলাদেশের সব থেকে সুসংগঠিত রাজনৈতিক দল হচ্ছে জামাত।

Salauddin Ahmed
গত ১৫ বছরে জামায়াতের বিরুদ্ধে যেভাবে প্রচার প্রচারণা চালানো হয়েছে এবং যেভাবে জুলুম করা হচ্ছে। আমি মনে করি জামায়াত আদর্শিক দল হওয়ায় এখনো তাদের অস্তিত্ব রয়েছে। অন্য কোন দল হলে অনেক আগে শেষ হয়ে যেত।
Al Amin
প্রশ্নই আসেনা বরং আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়েছে। আর আওয়ামেলীগ যদি এবার নিব’াচন থেকে সিটকে পরে তাহলে চিরদিনের জন্য রাজনীতি থেকে সিটকে পরবে ইনশাআল্লাহ।।
Arfan Ali
জামায়াত একটা ব্র্যান্ড । যার ব্র্যান্ড ভ্যালুই বাংলাদেশের অন্য আট,দশটা দলের থেকে দামি এবং গুরুত্বপূর্ণ। জামায়াত আছে থাকবে ইনশাআল্লাহ।
Debashis Mojumder Ashis
জামাত একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল। কোন নেতার মুক্তি বা কোন নেতার ব্যাক্তিগত সুবিদার জন্য রাজনীতি করে না। এখন যে আন্দোলন বা রাজনীতি হচ্ছে তা দেশ ও দলের চেয়ে ব্যাক্তি স্বার্থই বেশি। একদল শেখ হাসিনা জিন্দাবাদ আর একদল খালেদা জিয়া বা তারেক জিয়া জিন্দাবাদ। এখানে আদর্শের প্রাধান্য কম।
Mohtasim Fuad ·
Follow
কেয়ামত পর্যন্ত জামায়াত ইসলামী থাকবে ইনশাআল্লাহ কারো বাপের সা*ধ্য নেই নিঃশেষ করে দেওয়া
Tanzir Ahmed
তৃতীয় শক্তি হিসেবে জামায়াত জাতীয় পার্টির চেয়ে দশ মাইল এগিয়ে। ইভেন জাতীয় পার্টি হাত পাখার চেয়েও পিছিয়ে। জাতীয় পার্টি নিয়ে এমন রিপোর্ট করেন।
Habibur Rahman Habib ·
Follow
কে বলেছে এই কথা? বিগত ১৪ বছরে জামায়াত আগের তুলনায় সাংগঠনিক ভাবে ৭৫% এগিয়েছে। শুধু নিবন্ধন টা নিয়ে ঝামেলা।
Sakibul Islam Junnun ·
Follow
কি এমন হীন অপচেষ্টা, চক্রান্ত, মিথ্যা সংবাদ প্রচার করেননি জামাত-শিবির চিরতরে নিশ্চিহ্ন করতে। কিন্ত রাখে আল্লাহ মারে কে? জামাত ছিলো আছে ভবিষ্যতেও থাকবে। সৎ যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশপ্রেমিক একটি আদর্শ উন্নত দেশ উপহার দিবে, ইনশা আল্লাহ।
Arif Sadat
সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের চেয়ে জামায়াত বেশি সিট পাবে।

আরও পড়ুন–যে কারণে চরমোনাই এর কোনো রাজনৈতিক ভবিষ্যত নাই

Fuad Hasan Muhsin ·
Follow
জামায়াত জোড়াতালি দেওয়া কোন দল না, জামায়াত স্বয়ংসম্পূর্ণ দল। সুতরাং ছিটকে পড়ার প্রশ্নই উঠে না।
নাঈম
আদর্শহীন হচ্ছে না। তাই এমন টা মনে হচ্ছে এই বিশ্লেষকের!
দেশের গুন্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে পার্শ্ববর্তী দেশ সহ জামাত এর রাজনীতি নিয়ে ব্যাস্ত!
আর এই লোক বলে তারা রাজনীতি থেকে ছিটকে পড়ছেন।
Safiqul Alam
জামায়াত ছিল,আছে এবং থাকবে। যত সময় অতিবাহিত হচ্ছে সাধারণ মানুষ জামায়াতকে বুঝতে সক্ষম হচ্ছে।
Md Yeasin
আন্দোলন তো সেটাই যা সরকারের বাধা অতিক্রম করে বাস্তবায়ন করে। যেইটা একমাত্র জামায়াতে ইসলামী করে। এখন সবচেয়ে বেশি করে সামাজিক কাজ।
Rahim Suej
জামাতের গোড়াপত্তন এদেশ,এই মাটির শিখর থেকে শেকড়ে। এই দলের রাজনৈতিক প্রয়োজনীয় কর্মকান্ড কখনো মূহুর্তের জন্যেও থেমে থাকেনি। প্রথম আলোর ভবিষ্যৎ ব্যবসায়িক সফলতার জন্য পজিটিভ চিন্তা ধারার কোনো বিকল্প নাই। অন্যথায় এদেশের জনসাধারণের কাছ থেকে প্রথম আলোকেই ছিটকে পড়তে হতে পারে !
MD Sawqat
কয়েকদিন আগে শুনলাম এই বছর রেকর্ড পরিমাণ মত বিক্রি হয়েছে আমার মনে হয় এ নিউজটা যে সাংবাদিক প্রচার করতেছে ওই সাংবাদিকও মনে হয় সেই মদের অন্তর্ভুক্ত।।
MD Faruk Hossain Patoary
জামায়াতে ইসলামী আগের চেয়ে অনেক অনেক গুনে বেশি শক্তি শালি হয়েছে জামায়াত ছিল আছে থাকবে ইনশাআল্লাহ
Iqbal Hossain
ওরা ছিটকেও পড়ে না, লাফিয়েও পড়ে না, ঝাপিয়েও পড়ে না
ওরা অত্যন্ত স্বাভাবিক রাজনৈতিক দল।
Flam Kosin
একটা আদর্শকে মৃত্যু ঘটাতে হলে আর একটা আদর্শের জন্ম নিতে হয়, এখনো সেই আদর্শের জন্ম হয় নাই!! সুতরাং জামাত আগের থেকেও
শক্তিশালী ।
Muhammad Khairul Islam
জনমতের দিক থেকে তৃতীয় পজিশনে আছে আর নীতি আদর্শের দিক থেকে প্রথম পজিশনে আছে শহীদী কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ছিটকে পড়া এতো সহজে না।
Sohel Rana
জামায়াত আপামর জনতার দল। ক্ষমতাই একমাত্র উদ্দেশ্য নয়। জনগণের প্রতিটি অধিকার নিয়ে কথা তো বলছেই
Abdullah Al Noman
আমার মনে হয়,জামাতের উপর যে পরিমান নির্যাতন হয়েছে।তবুও তার প্রতি জনসমর্থন একটুও কমে নাই।এখন ভিন্নমতের অনেকে জামাত নেতাদের নৈতিকতা প্রশংসা করে।
Sakibul Hasan Emon
জামায়াত ইসলামী ছিটকে পরার মতো দল না । তাদের ঈমানের পাওয়ার অনেক।
Mosharrof Hossain
জামায়াত সবসময়ই সময়ের ক্যালকুলেশন করেই দেশ ও জাতির পাশে দাঁড়ায়
মাটির মানুষ
জামায়াত চলমান রাজনীতি থেকে সরে দাঁড়ানোর দলনা । মনে রাখবেন জামায়াত আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী
Biplob Pathan
প্রথম আলোতো স্পষ্টতর জামাত বিরোধী! তাদের সব সময় জামাত নিয়ে চুলকানি আছে! এই প্রতিবেদনে সেটা ফুটে উঠেছে
Fardin Khan
জামাত আরো শক্তিশালী হয়েছে যা বর্তমান সরকার জানে, ভেবেছিল হারিয়ে যাবে বাট জনপ্রিয়তা আরো বেড়েছে।
Md Abu Taleb
আমি কোন রাজনৈতিক দল সাপোর্ট করিনা, এবং কোন রাজনীতিও করিনা,
ভবিষ্যতে যদি কোন রাজনীতি করি এবং যদি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হই তবে বাংলাদেশ জামাতে ইসলামের সঙ্গেই যুক্ত হবো ইনশাআল্লাহ
কেননা বাংলাদেশ জামাতে ইসলামী একটা পরিচ্ছন্ন রাজনৈতিক দল
Md Sala Uddin Kader
জনগণের বিশ্বাসের ঠিকানা মজলুম সংগঠন সুতরাং ছিটকে পরার সুযোগ নেই, সময় সবসময় ভালো যায় না আবার খারাপও যায় না, একদিন জনগণ তাদেরকে চূড়ান্ত বিজয় ঘটাবে আশাবাদী
Mostafa Zafar Haider
আমার কৈশোর থেকে দেখেছি জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত রাজনৈতিক দল । বর্তমানে এই সংকট কালীন সময়ে তাদের আন্দোলন নেয় কেন ? রাজপথে জামায়াতে ইসলামী না আসলে আন্দোলন জোরদার হবে না। সেদিন পুলিশ কে ফুল দিলেন কিন্তু হটাৎ কোথায় হারালেন।
Abdullah Al Jubair ·
কেয়ার‌টেকা‌রের সরকা‌রের অধী‌নে কিংবা সুষ্টু নির্বাচ‌নে বিপুল সংখ‌্যক আস‌নে বিজয়ী হবার মাধ‌্যমে জামায়াত তার জন‌প্রিয়তা বৃ‌দ্ধি‌র দা‌বি‌কে প্রমাণ কর‌তে সফল হ‌বে। জেল-জুলুম কিংবা ফা‌সি দল‌টিকে নি‌শ্চিহ্ন কর‌তে ব‌্যার্থ হ‌বে।
অিারও পড়ুন–পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ কে ভালো করার কৌশল
জামাত-শিবির আন্দোলন করলেও সমস্যা আন্দোলন না করলেও সমস্যা তোমাদের চুলকানি
জামাত শিবিরের উপর জুলুম নির্যাতন হলে তো প্রতিবাদ করো নাই
Atikur Rahman
জামায়াত রাজনীতি থেকে ছিটকে পড়েনি। বাংলার বসন্ত শুরু হবে জামাতের হাত ধরে।
Abdullah Al Humayun ·
বাংলাদেশ জামায়াতে ইসলামী নদীর পাড়ে ভঙ্গুর কূলের কলাগাছ নাকি! যে ছিটকে পড়ে যাবে।
Manjarul Islam
আপনাদের গবেষণা শূন্য!জামাত ইসলামীকে নিয়ে গবেষণা করতে হলে দলটির ব্যাপারে আপনাদের আরো স্টাডি করতে হবে।
MA Alim
জামায়াতে ইসলামীকে বুঝতে ভুল করেছ!!
তাদের রাজনীতি বুঝতে হলে প্রচ্চুর স্ট্যাডি করতে হবে।
নাহলে মাথায় সব আজেবাজে প্রশ্ন ঘুরপাক খেতে থাকবে!!
Towhid Chowdhury
জামায়াত ছিল আছে এবং থাকবে , যে নামেই হোক কেয়ামত পর্যন্ত তাদের কার্যক্রম চলমান পৃথিবীর কোন শক্তি নেই তাদেরকে দাবিয়ে রাখার, ওরা কৌশল অবলম্বন করে, ওরা ভীতু নয়।
Arif Billah
বাংলাদেশের সকল রাজনৈতিক দলের বিলুপ্তি হলেও জামায়াতে ইসলামির রাজনীতি বিলুপ্ত হবে না।
সাবের ইবনে আহমাদ
গত দশ বছর ছিটকে ছিটকে কি রকম শেষ হয়েছে,তা দেখার জন্য, সমাবেশের অনুমতির ব্যবস্থা করুন তারপর দেখুন।
Abu Musa
এটা অন্তত আওয়ামী লীগ বিশ্বাস করে না। তারা জানে জামায়াত কি!তারা কোনদিন ছিটকে যাবে না। গত ১৫ বছর টিকে ছিলো মানি এরা টিকে গেছে। জামায়াত ইসলাম জিন্দাবাদ।
Raja Raihan
যারা বাংলাদেশের স্বাধীনতার৷ রক্তাক্ত বিরোধিতা করেছে , যারা এতো বছর পরও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি , যারা এখনো আশা এবং দোয়া করে – এদেশ আবার পাকিস্তান হবে , তাদের এদেশে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারেনা ।
ABDULLAH AL MAMUN SUMON
যার হারানোর কিছু নেই ‌।
সে আর নতুন করে কি হারাবে ।
গত ১৫ বছরে জামায়াতের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হয়েছে এবং জেল জুলুম করা হয়েছে।
আমি মনে করি জামায়াত আদর্শিক দল হওয়ায় কারনেই এখনো তাদের অস্তিত্ব রয়েছে।
অন্য কোন দল হলে অনেক আগেই নিশ্চিহ্ন হয়ে যেত।
M A Motin
জুলুম নিপীড়ন করে ব্যক্তিকে হত্যা করতে পারলেও আদর্শকে কখনো হত্যা করা যায় না। জামায়াত একটি আদর্শবাদী দল। এজন্যই নেতৃবৃন্দকে হত্যা করেও নেতৃত্বকে শেষ করা যায়নি এবং জামায়াত কখনোই নেতৃত্ব সংকটে ভুগেনি। নেতৃত্বের নেতৃত্ব হত্যা করে শেষ করলেও জামায়াত তাঁর নতুন নেতৃত্ব নিয়ে আপন গতিতে ধাবিত হতে থাকবে।
জামায়াত কে মোকাবেলা করা যেতে পারে একমাত্র আদর্শ দ্বারা। এবং সেটা অবশ্যই জামায়াতের আদর্শ থেকে শক্তিশালী এবং উন্নত আদর্শ হতে হবে।
মমিনুল ইসলাম পাটোওয়ারী
দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় দেশের মানুষ একসময় জামায়াতকে আশ্রয়স্থল হিসেবে খুঁজে নিবে। প্রথম আলোর নিউজ হয় উদ্দেশ্যপ্রণোদিত।
মোঃ হাবিবুল্লাহ প্রধান শিবলু
দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় দেশের মানুষ একসময় জামায়াতকে আশ্রয়স্থল হিসেবে খুঁজে নিবে। প্রথম আলোর নিউজ হয় উদ্দেশ্যপ্রণোদিত। এর উল্টা বিশ্বাস করাই জামায়াতের আসল চিত্র।
Ame Rumman
জামায়াত একটি আদর্শিক দল। প্রচলিত ক্ষমতার রাজনীতি নয়। কাজেই এটি আওয়ামী নিপীড়নের ফলে ছিটকে পড়বেনা। কারণ জুলুম নির্যাতনের মাধ‍্যমে আদর্শের মৃত‍্যু হয়না। বরং আরো শক্তিশালী হয়ে সময় মতো প্রত‍্যাবর্তন করবে ইনশাআল্লাহ। (২)
Smsharif Khan
সরকারের শত জুলুম অত্যাচার তার মধ্যেও যে দল সাংগঠনিক ভাবে সক্রিয় রয়েছে ,সেই দল সমাবেশের অনুমতি না পাওয়ায় দেশের রাজনীতি থেকে হারিয়ে যাবে এটা ভাবা বোকামি ছাড়া আর কিছু নয়।পরিবেশ পরিস্থিতির কারনে জামায়াত কৌশলগত একটা অবস্থায় আছে। সকল হিসাব নিকাশ করে জামায়াত দেশের চলমান রাজনীতি তথা সৈরাচার পতনের আনদোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ
Ismail Hossain
শেখ হাসিনার মতো দেশ বিরোধী কোন ফ্যাসিস্ট এর ক্ষমতা নাই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা। আমি বাংলাদেশে জন্ম নেওয়া বাঙালী মায়ের সন্তান হিসেবে এটা আমার ন্যায্য অধিকার!!
Monjurul Islam
জামায়াতে ইসলামী আগের চেয়ে অনেক শক্তিশালী ইসলামি দল। এত জুলুমের পরও দলটি মাথা উচু করে দাড়িয়ে আছে,আগামীতে জামায়াতে ইসলামীর হাত ধরেই এদেশে ইসলামি রাজ কায়েম হবে ইনশাআল্লাহ।
Mohammad RaZu
বাংলাদেশের সবথেকে সুন্দর নিতি, আদর্শের দল জামাত ইসলামি আগের থেকে অনেক শক্তিশালী হয়েছে ইনশাআল্লাহ