বন্ধুত্ব বন্ধু , সঙ্গী , সাথী , দোস্ত , ফ্রেন্ড যে নামেই ডাকি না কেন । এটা একটি মধুর শব্দ । এ একটা মমতার বন্ধন । এ একটা নিঃশর্ত আত্মীয়তা । পরিবারের গন্ডি পেরিয়ে সুখে দুঃখে যাকে কাছে পাই সে হল আমাদের বন্ধু । জীবনের বেশিটা সময় যাদের সাথে কাটিয়েছি সে আমাদের বন্ধু । সবাই বন্ধু নয় , সুখে দুখে , হাসি কান্নায় , বিপদে আপদে , যাকে কাছে পাওয়া যায় সেই তো প্রকৃত বন্ধু , বন্ধুর ব্যাথায় বন্ধু ব্যাথিত হয় ! বন্ধুর বিপদে বন্ধু চিন্তিত হয় । এসব বন্ধুদের জন্য রইল ১০টি সেরা friends poem . তো পড়ে দেখা যাক আপনাদের জন্য সেরা বন্ধু কবিতা ।
বন্ধু
মোঃ মনিরুল ইসলাম মামুন
—————————
বিন্দু আমি বন্ধু তুমি
আমায় ঘিরে বৃত্ত
বন্ধুর তরে সিন্ধু গড়ে
চলে গীতি নৃত্য।
বন্ধু ছাড়া জীবন ধারা
কঠিন সচল রাখা
বন্ধু আছে স্বপ্ন বাঁচে
স্বপ্ন মেলে পাখা।
বন্ধু সরল,নয়তো গরল
নয়তো কোন বাঁকা
বন্ধুর যতন ছবির মতন
রঙ তুলিতে আঁকা।
দ্বন্দ্ব ভুলে ছন্দ তুলে
বন্ধু কেবল হাসায়
বন্ধু জনে প্রতি ক্ষণে
সুখ সাগরে ভাসায়।
বন্ধু আশা,মনের ভাষা
নিজকে চেনার আয়না
বন্ধু যেজন স্নেহ ভাজন
পূরণ করে বায়না।
মানটা ভাঙায়,মনটা রাঙায়
মায়ায় বেঁধে রাখে
বন্ধু টানে কাছে আনে
প্রাণে মিশে থাকে।
আরও পড়তে পারেন–বন্দী শিবির থেকে । একুশের ২১টি কবিতা
‘আলোকিত হবে’
-মাহবুব এ রহমান
বন্ধু ছাড়া কেউ চলেনা
মনের কথা কেউ বলেনা
বন্ধু সবার থাকে;-
.
বিপদ এলে দৌঁড়ে আসে
সর্বদা ঠিক থাকে পাশে
এমন বন্ধু চায় সকলে
স্বপ্ন মনে আঁকে।
.
সুসময়ের বন্ধু-ই নয়
দুঃসময়েও পাশেই তো রয়
এ বন্ধুটাই ভালো;-
.
যার পরশে ছড়ায় আলো
চরিত্রটাও আছে ভালো
থাকলে এমন বন্ধু সবার
দূর হবে যে কালো।
.
এ বন্ধু চায় সবে;-
যার পরশে জীবনটা ঠিক
আলোকিত হবে।
আরও পড়ুন– মাকে নিয়ে কবিতা । মাকে নিয়ে ১৩টি কবিতা । ’’মা ‘’
বন্ধু কবিতা
ই স লা ম ত রি ক
বন্ধু ভালো বন্ধু কালো
বন্ধু খোদার দান
বন্ধু জ্ঞাতি বন্ধু খ্যাতি
বন্ধু বাড়ায় মান।।
:
বন্ধু সুখের বন্ধু দুখের
বন্ধু বাঁচার গান
বন্ধু মনে বন্ধু পণে
বন্ধু জয়ের তান।।
:
বন্ধু হাসায় বন্ধু কাঁদায়
বন্ধু মনের সুখ
বন্ধু প্রাণে বন্ধু ঘ্রাণে
বন্ধু সেরা মুখ।।
:
বন্ধু জয়ের বন্ধু ক্ষয়ের
বন্ধু ভবের কূল
বন্ধু শক্তি বন্ধু ভক্তি
বন্ধু আলোর ফুল।।
:
বন্ধু মূর্ত বন্ধু ধূর্ত
বন্ধু রাতের চাঁদ
বন্ধু যুক্তি বন্ধু মুক্তি
বন্ধু রোধে ফাঁদ।।
বন্ধুর পরিচয়
আনিস আরমান
.
আঁধার রাতে, সন্ধ্যা, প্রাতে
যেজন কভু যায় না ভুলে,
বন্ধুর নাশে , থাকে পাশে
তাকেই বলে বন্ধু মূলে।
.
জীবন পথে চলতি রথে
হাতের উপর হাতটি রেখে
চলবে যেজন, সেই তো সুজন
লায়েক হবে সবার থেকে।
.
বন্ধুর ব্যথায় দুখের কথায়
হৃদয়টা যার হয় না ক্ষত,
সুযোগ বুঝে স্বার্থ খোজে
সেই কোনদিন বন্ধু নাতো।
.
তোমার সুখে, কষ্ট-দুখে
সদাই পাশে যেজন থাকে
তাকেই তুমি বন্ধু ভাবো
দাও সাড়া দাও তারই ডাকে।
.
সকাল সাঁঝে কথা কাজে
মিল রাখে যে সঠিকভাবে,
তাকেই ডাকো পাশে রাখো
হয়তো তুমি ফায়দা পাবে।
আমার বন্ধু (friends poem)
আব্দুল হাকিম
.
বন্ধু আমার স্বপ্ন বোনার
মাঠে সফল চাষী
সুখে দুঃখে সদাই মুখে
দেয় এনে দেয় হাসি
.
আঁধার হতে দ্বীনের পথে
তুলল আমায় টেনে
কেমনে জীবন করব গঠন
কুরান-হাদিস মেনে।
.
রোদ -বাদলে বন্ধু তোলে
আমার মাথায় ছাতি
গভীর রাতে প্রদীপ হাতে
দেয় জ্বালিয়ে বাতি।
.
উপবাসে বন্ধু এসে
আহার যোগায় মুখে
চলার পথে সব বিপদে
সাহস বাড়ায় বুকে।
.
তুফান ঝড়ে বন্ধু ধরে
আমার ঘরের খুঁটি
রাগ করে না পিছ ছাড়ে না
শক্ত মোদের জুটি।
.
আমার বন্ধু দয়ার সিন্ধু
নাই কেহ তার সমান
তারই তরে সেজদা করে
সদা তামাম জাহান।
কাছের বন্ধু
মুনিরুল্লাহ রাইয়ান
আমার অনেক বন্ধু ছিলো
সঙ্গী ছিলো খেলার,
মনে পড়ে হাজার স্মৃতি
আমার ছোট্টবেলার।
দুঃখ-সুখের কত ছবি
ভাসে চোখের তারায়,
হারানো সেই বিকেলগুলো
হঠাৎ থমকে দাঁড়ায়!
মনে পড়ে রাগ-অভিমান,
দুষ্টুমি সব কিছু,
তাই তো আজো ঘুরে বেড়াই
স্মৃতির পিছু পিছু!
গল্প-ছড়ার বইগুলো সব
এখন আমার সাথী,
আমার আঁধার ঘরে ওরা
জ্বালায় আলোর বাতি।
আমার কাছের বন্ধু ভেবে
বইকে ভালোবাসি,
মজার মজার বই-নদীতে
ডুবি এবং ভাসি!
friends poem চাইনা কারো বন্ধু হতে
সাজিদুর রহমান
.
খিদার জ্বালায় ঘুম আসেনা
স্বপ্ন চোখে আর ভাসেনা
এখন কিযে করি!
কারো কাছে চাইলে টাকা
পকেট নাকি বড়ই ফাকা
বলে আমায় সরি!
.
মেজাজ আমার গেলো তেড়ে
দুঃখ গেলো আরো বেড়ে
রেগে বলি শালা!
থাকবোনা আর তোদের সাথে
রাখবোনা হাত এবার হাতে
সামনে থেকে পালা!
.
আমার মনে স্বপ্ন আঁকে
বন্ধু বলে আমায় ডাকে
বিপদ এলে ভাগে!
মুখে বলে ভালবাসে
থাকবে নাকি আমার পাশে
বলি কিযে রাগে!
.
এখন থেকে শপথ নিলাম
সব ক’টারে বিদায় দিলাম
আসলে বিপদ আসুক!
চলব আমি একা পথে
চাইনা কারো বন্ধু হতে
হাসলে কেহ হাসুক!
বন্ধু কবিতা
দীদার মাহদী
———————
বন্ধু ভালো বন্ধু খারাপ
বন্ধু আলোর দিশা,
খারাপ বন্ধু দেয় ধরিয়ে
জাহান্নামের ভিসা ৷
——
বন্ধু নির্বাচনের ক্ষেত্রে
ভুল করেছে যারা,
ড্যাঞ্জারাস হয় বন্ধু কত
বোঝেই কেবল তারা ৷
———
ভালো বন্ধুর নেই জুড়ি নেই
কারো সাথে কভু,
সত্য পথের হাল ধরিয়ে
দেয় চিনিয়ে প্রভূ ৷
———
বন্ধুকে তাই করবে বাছাই
বউ বাছাইয়ের মতো,
তোমার সাথে থাকবে সদাই
আসবে বিপদ যতো ৷
friends poem
Asraful Alam
============
স্মৃতির রোমান্থন নয় যে এ
কালে ভদ্রে ফিকে হয়ে ভেসে উঠা কিঞ্চিৎ-
আবেগের পরশ নয় যে তা
একটা অস্তিত্ব,প্রানের স্পন্দন
একটা ভালোবাসা,জীবন্ত সিন্ধু
অনন্য অতুলনীয় তুমি বন্ধু।
আকাশে উড়ে যাওয়া পাখি দেখে স্বপ্ন দেখা
নদীর তটিনী ধরে বয়ে যাওয়া,
গতির তালে জীবন আঁকা
কখনো বা রঙ তুলিতে ছোঁয়া দিয়ে
চায়ের চুমুকে আঁধি তুলে
বাঁশের কঞ্চি দিয়ে মেপে ভব শিখা
সবই তো তোমাতে যাত্রারম্ভ
অনন্য অতুলনীয় তুমি বন্ধু।
থেমে যাওয়া কোন চলন নয় যে তা
ভুলে যাওয়া কোন ছায়া সে নয়
জীবনের সাথে,হত্তন এর পথে
সাহস আর শক্তির প্রতিবিম্ব
অনন্য,অতুলনীয় তুমি বন্ধু।
happy birthday friends poem
বন্ধু চেনা ( বন্ধু কবিতা)
জয়নব জোনাকি
স্বার্থ বিহীন বন্ধু এখন
খুঁজে পাওয়া দায়,
চৈত্র খরায় পুড়লে হৃদয়
যায় হারিয়ে যায়।
বন্ধু সেজে পাশে এসে
ঘনিয়ে বসে কাছে,
কথার ফাঁদে কথা নিয়ে
রটে বেড়ায় পাছে ।
বৃষ্টি এলে বন্ধু বেশে
নেয় ছিনিয়ে ছাতা,
রোদ উঠিলে যায় হারিয়ে
যেন ঝরা পাতা।
আসল নকল খেলা ঘরে
বন্ধু যথা তথা,
বহু রূপী বন্ধু চেনা
নয়তো সোজা কথা।
ট্যাগ: বন্ধু কবিতা , বন্ধু কবিতা সুনীল গঙ্গোপাধ্যায়, বন্ধু কবিতা sms, বন্ধু কবিতা রবীন্দ্রনাথ, দেখা হবে বন্ধু কবিতা, দুই বন্ধু কবিতা, প্রকৃত বন্ধু কবিতা, তিন বন্ধু কবিতা, শৈশবের বন্ধু কবিতা, প্রিয় বন্ধু কবিতা, বন্ধু নিয়ে স্ট্যাটাস, বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি, জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বন্ধু, তুমি বন্ধু কালা পাখি, বন্ধুত্ব নিয়ে ক্যাপশন, বন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, happy birthday friends poem