প্রশ্ন হইল তাহারা সবাই কেন নারী ? এখানে লিঙ্গ বৈষম্য করবার কারণ কি ? হিট কমানো কেবল নারীদেরই দক্ষতা থাকিবে এইটা কেমন কথা ? সরি আমাকে আবার নারী বিদ্বেষী মনে কইরেন না । প্রকৃতপক্ষে নারীর প্রতি খুবই সহানুভূতিপ্রবণ মানুষ ।
Chief Heat Officer (CHO) পদটি নিয়োগ দেয়া হয় এসথানিয় সরকার এবং শহরের মেয়রের মাধ্যমে. Chief Heat Officer (CHO) পদটা বিশ্বে একটা গুরত্যপুরন পদ কারন বৈশ্বিক উষ্ণতার এবং তারমাত্রা বৃদ্ধির কারনে প্রতিবছর অনেক মানুসের মৃত্যু হয় এবং সাধারন মানুস ক্ষতিগ্রস্ত হয়. এই পদের জন্য দির্ঘদিনের বৈশ্বিক উষ্ণতা এবং তারমাত্রা বৃদ্ধির কারনের উপর অভিজ্ঞতা প্রয়োজন. বিশ্বের অন্য যে ৭ জন Chief Heat Officer (CHO) আছে তাদের বৈশ্বিক উষ্ণতা এবং তারমাত্রা বৃদ্ধির কারনের উপর অভিজ্ঞতা অসাধারন. তাদের অভিজ্ঞতা গুগুল বা লিংকডইনে সার্চ করলেই দেখা যাবে. বাংলদেশে অনেক ব্যক্তি আছে যারা দির্ঘদিন ধরে বৈশ্বিক উষ্ণতার এবং তারমাত্রা বৃদ্ধির কারনের উপর কাজ করছে. বাংলাদেশে Chief Heat Officer (CHO) পদটি দির্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির জন্য প্রযোজ্য.
সিটি কর্পোরেশন হিট অফসিারকে বেতন দিবে না!
তাহলে হিট অফিসারের বেতন দিবে কে??
হিট অফিসারের বেতন দিবে হিট অফিসার যে সংস্থায় কাজ করে তারা। তারা বেতনের অর্থ দিবে কোথায় থেকে??
তারা বেতনের অর্থ দিবে সিটি কর্পোরেশন থেকে প্রাপ্ত অর্থ থেকে।
সিটি কর্পোরেশন সংস্থা হিট অফিসার।
এখন প্রশ্ন হলো এই হিট অফিসার যে সংস্থায় কাজ করে সেই সংস্থায় কেন কাজটা পেল??
হিট অফিসার নিয়োগ দেয়াটা একটি ভালো পদক্ষেপ। কিন্তু শুধু হিট অফিসার নিয়োগ দিয়ে হবে না। হিট অফিসারের কি ক্ষমতা আছে রাজনৈতিক মদদপুষ্ট ব্যক্তিদের খাল – পুকুর ভরাট করে উচ্চ অট্টালিকা তৈরি থামাতে, গাছ কেটে বন উজার করা বন্ধ করাতে, লাখ লাখ ব্যক্তিগত পরিবহন কমিয়ে গণপরিবহন বাড়াতে, সর্বোপরি জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে? এগুলি না করতে পারলে তাপমাত্রা কখনও নিচে নামবে না। দরকার সরকারের কেন্দ্রীয় পর্যায় থেকে জরুরি ভিত্তিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করার। সিটি করপোরেশন লেভেলের সামান্য একজন কর্মকর্তার তেমন কিছু করার ক্ষমতা নেই।
চিফ হিট অফিসার কেবলমাত্র নারী রা কেন হবে? ১ জন নারী হয়ে এ কথা বলছি কারন আমরাই তো সম অধিকারের কথা বলি।আর এ দেশে চিফ হিট অফিসার হওয়ার মতো যোগ্য কোনও ছেলে ছিলোনা,এটা বিশ্বাস করা কঠিন।
চিফ হিট অফিসারের কাজ কী?
চিফ হিট অফিসার উল্লেখযোগ্য যেসব কাজ করে থাকেন-
১)শহরের তাপ কমানোর জন্য কৌশল গ্রহণ এবং বাস্তবায়ন করা।
২) শহরের তাপমাত্রা কোন এলাকায় সবচেয়ে বেশি সেসব এলাকা চিহ্নিত করা।
৩) যেসব এলাকায় তাপমাত্র খুব বেশি সেসব এলাকায় সবুজ অবকাঠামো তৈরি করা।
৪)তাপ মাত্রা কমাতে পার্ক, গাছ, ছাদ ও ফুটপাত ব্যবহার ও সংস্কার করা।
৫) অতিরিক্ত তাপের কারনে বয়স্ক, ছোট শিশুদের স্বাস্থ্য ভালো রাখতে পরিকল্পনা করা।
৬) জনসাধারণকে প্রচণ্ড গরমের ঝুঁকি সম্পর্কে সচেতন করা।
৭) অতিরিক্ত তাপের ফলে কী সমস্য হতে পরে সে বিষয়ে জনসচেতনতা বাড়ানো।
৮) অতিরিক্ত তাপে কিভাবে নিজেকে নিরাপদ রাখবে সে সম্পর্কে সচেতনতা বাড়ানো।
৯) যারা নগরের ব্যাবস্থাপনা করেন তাদের সাথে সমন্বয় করা।
১০) পরিবেশের ওপর তাপের নেতিবাচক প্রভাবগুলো কমিয়ে আনাতে ভুমিকা রাখা।
১১) পরিবর্তনশীল জলবায়ুর চ্যালেঞ্জগুলোর জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত রাখা।
আরও পড়ুন– অশ্লীল গান তৈ তৈ তৈ তৈ বৈয়াম পাখি নিয়ে সাধারণ মানুষের মন্তব্য
এরা হিট কমাতে পটু তাই এদের নিয়োগ দেওয়া হয়েছে, এটা নিয়ে সবার এতো মাথা ব্যাথা কেন??
ঢাকা নর্থ সিটি করপোরেশনের হিট অফিসার অবশ্যই যোগ্য।কারন তার বাবা উক্ত সিটি করপোরেশনের মেয়র
আর কোন যোগ্যতা থাকা লাগবে
যদিও মনেহয় বিদেশে সে কিছুই করতে পারেনাই,তাই এইখানে বাবার জোরে কিছু একটা করবে
এনারা তো চিফ হিট অফিসার।
তাহলে হিট অফিসার, জুনিয়র হিট অফিসার এগুলো নেই কেন।
যদি কোন হিট অফিসার না থাকে, তাহলে একজন লোক কিভাবে চিফ হিট অফিসার হয়?
হিট অফিসার আমাদেরটাই সেরা।।।।
বাকি গুলো ছেরাবেরা।।।।
আজাইরা ডিপার্টমেন্ট, যেনে শুনে ভাইরাল অথবা ট্রল হতে আসছে সুতারং এটা নিয়ে যত কম কথা বলা যায় সকলের জন্য উত্তম।
এ অফিসারের কাজ কি হবে,কেউ কি জানাবেন।গাছ লাগানো,পরিচর্যা ছাড়া আর বিশেষ কি প্রক্রিয়ায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সম্ভব?
চিফ হিট অফিসার মহিলারা কারণ ঠান্ডা কারার মেশিন তাদের কাছেই আছে শুনতে খারাপ লাগলে-ও এটাই বাস্তব ওখানে তো এক জন হলে-ও পুরুষ থাকার দরকার ছিল
আমাগো হিট অফিসার আফা শিলা শিলা গানে নাচের আগে মুখে যে এক্সপ্রেশন টা দিছে ওইটা অনেক প,,,,ন স্টার ই পারবে না হিট অফিসার তো দূরের কথা,,,
হিট অফিসার এমন ই হওয়া দরকার,,,
প্রতিটা গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় এমন হিট অফিসার চায় মানুষ।।।
এক অফিসারকে যোক্তিক প্রমাণে আর কত টাকা অপচয় করে বিজ্ঞাপন দিবেন আপনারা। এত জবাব দেওয়ার কোন প্রয়োজন নাই।আমরা এমনিতেই মগা, আপনারা যা বলেন তাই মানি ইচ্ছেতে হোক বা অনিচ্ছায়।
আমার খুব জানতে ইচ্ছে করে মিডিলিস্ট থেকে কি ইউরোপ আফ্রিকা আর বাংলাদেশ গরম বেশি।মিডিলিস্টে এতো গরম থাকার পরে ও হিট অফিসার নেই কেনো।
এই বেডি মানুষ গুলো চিফ হিট!
এই কারণেই তো বলি তাপমাত্রা বাড়ে কেন খালি!
সরকার ক্ষমতার গভীরে গিয়ে দূর্নীতি করতে করতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।তাই হিট বাড়ায় গাছ কেটে, হিট কমায় অফিসার নিয়োগ দিয়ে। এটা অনেকটা গোড়া কেটে আগাই পানি দেওয়ার মত।আসল বিষয় হলো, একটা পদের নামে মিলে-মিশে-লুটেফুটে-চেটেচোটে দেশটাকে খেয়ে খালী করা।যেমন রিজার্ভ-ব্যাংক খালী করে বিদ্যুৎকে ফুকলা বানিয়ে সব টাকা পাচার করেছে বেগমপাড়ায়। আমাদের দেশ একদিকে বিনোদন অন্যদিকে মীর জাফরে ভরে গেছে। তার উপর কিলবিল করছে লেন্দুপ দর্জির দল।
রুচির দোষে বঙ্গদেশে;
কত রঙ্গ চলে,
বলতে মানা জরিপানা;
হট হয়ে যায় বলে।।
হিট অফিসার মেয়ে না হলে ছেলেদের কে ঠান্ডা করবে কিভাবে মানুষ খামাখা টিপুনি কাটে কেন গো।
শেখ পরিবারের সদস্য হয়েও দক্ষিণের মেয়রের এ পরাজয় মেনে নেয়া যায় না।
উত্তরের মেয়রের মেয়ে যদি উত্তর সিটি কর্পোরেশনের ‘চিফ হিট অফিসার’ হতে পারে, তবে দক্ষিণের মেয়রের ঘরের কোন সদস্য কি দক্ষিণ সিটি কর্পোরেশনের ‘চিপ কুল অফিসার’ও হতে পারে না?
এটা শেখ পরিবারের জন্য অপমানজনক নয় কি?
ব্যক্তিগতভাবে চেনা নাই, জানা নাই- একজন মানুষকে নিয়ে যা খুশি তাই বলে ফেলি আমরা। মানুষটি নারী হলে তো কথাই নেই, যৌন সুড়সুড়ি টাইপ আলাপ করাকে আমরা নিজেদের অধিকার মনে করি। হিট অফিসারকে ‘হট অফিসার’ বলে মজা নেই, আনন্দবাজার পত্রিকা তাদের হেডলাইনেও মজা নেয়। সবাই কমবেশি মজা নেয়াতে ব্যস্ত।
যা আমরা নেই না, তা হল শিক্ষা। মানুষকে এপ্রিশিয়েট করা, নিজের যোগ্যতা বাড়ানো, স্কিল বাড়ানো বা নিদেনপক্ষে কিছু ভালো না লাগলেও চুপ থেকেও নিজের কাজে যে মনোযোগ দেয়া যায়, তা আমরা শিখতে চাই না।
নিজের মেয়েরে চিপ হিট অফিসার নিয়োগ দিয়েছেন মেয়র আতিক।
কথা হইতে পারে এই হিট পোস্টের আবশ্যকতা নিয়ে অথবা এর কার্যকারিতা নিয়ে। কথা হইতে পারে এর যৌক্তিকতা নিয়ে কিংবা স্বজন প্রীতি নিয়ে। কিন্ত না সব কথা সব সমালোচনা কেবল হিট,হট আর রস নিঃসরণে।
আতিকের মেয়ে বইলা উনাকে যা খুশি তা বলা যাবে এই রাইট আপনারে কে দিলো? নারী দেখলেই রস আর কাম যাদের ভেতর কাজ করে সেই জাতির ভবিষ্যত কি?
DrFatema Ruma
অভিনন্দন বুশরা আফরিন
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মেয়র আতিকুল ইসলাম এর কন্যা হিসেবে নয়, একজন গর্বিত মেধাবী
বাঙ্গালী তরুণী হিসেবে আপনাকে অভিনন্দন।
আর্শট-রকফেলার ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান। পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে এই প্রতিষ্ঠানটি ২০২১ সাল থেকে কাজ করে যাচ্ছে। সম্প্রতি এ প্রতিষ্ঠানটি এশিয়া মহাদেশ তথা বাংলাদেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করার লক্ষ্যে জনাব বুশরা আফরিনকে “চিফ হিট অফিসার” হিসেবে নিয়োগ প্রদান করেন। ইতিপূর্বে এ প্রতিষ্ঠানটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে আরো ৭ জন নারীকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
কেন ভাইরাল বুশরা , চিফ হিট অফিসার Bushra Afreen
চিপ হট অফিসার , বুশরা আফরিন
chief heat officer , কে এই বুশরা আফরিন , who is bushra afreen