ছড়ায়-ছড়ায় সিয়াম ও রমজান ছড়া
বইটি থেকে কিছু নমুনা ছড়া
পবিত্র কুরআন ও বিশুদ্ধ হাদিস অবলম্বনে সিয়াম ও রমজান বিষয়ক অণুকাব্য সংকলন ‘রাইয়্যান’ ছড়ায়-ছড়ায় সিয়াম ও রমজান) বইটির প্রতিটি অণুকাব্য বা ছড়ার সাথে রেফারেন্স উল্লেখ করা হয়েছে, যেন কেউ চাইলে সহজেই বিস্তারিত জানার জন্য সংশ্লিষ্ট আয়াত বা হাদিসটি নিজেও দেখে নিতে পারেন। ছড়া
বইটি থেকে কিছু ছড়ার নমুনা দেওয়া হলো।
ছড়া। সিয়াম কী
সিয়াম কিছু কর্ম থেকে
দূরে থাকার নাম;
তার মধ্যে বিশেষ হলো
আহার এবং কাম।
সূরা বাকারা ২:১৮৭ বুখারী হা/১৮৯৪, মুসলিম হা/২৫৯৪ আহমাদ হা/১৯২, ৭৩০৮, ৭৬৯৩ আবু দাউদ হা/২৩৫১ নাসাঈ হা/২২১৭ তিরমিযী হা/৬৯৮ ইবনে মাজাহ হা/১৬৩৮ মিশকাত হা/১৯৫৯, ১৯৮৫
ছড়া। সিয়ামের বিধান
সিয়াম হলো ফরজ বিধান
মুসলিমদের উপর;
কেউ অস্বীকার করে যদি
সেটা হবে কুফর!
সূরা বাকারা ২:১৮৫ বুখারী হা/১৮৯১
ছড়া। সিয়ামের উদ্দেশ্য
কিছু বিষয় সামনে রেখে
সিয়াম ফরজ হয়-
প্রধান হলো তাকওয়া বা
আল্লাহ তা’লার ভয়।
সূরা বাকারা ২:১৮৩
ছড়া। সিয়ামের গুরুত্ব
দ্বীন ইসলামের পাঁচটা খুঁটি
একটা হলো রোজা;
ইসলামে এর অবস্থান কী
যায় এ থেকেই বোঝা!
বুখারী হা/৮, ৪৫১৪ মুসলিম হা/১৬ আহমাদ হা/৬০২২, ৬৩০৯ তিরমিযী হা/২৬০৯ নাসাঈ হা/৫০০১ মিশকাত হা/৪
ছড়া। সিয়ামের ফজিলত
ঈমানসহ পূণ্যের আশায়
যারা সিয়াম রাখেন,
আল্লাহ তাদের আগের গুনাহ
ক্ষমা করে থাকেন।
বুখারী হা/৩৮ মুসলিম হা/৭৬০ আবু দাউদ হা/১৩৭২ নাসাঈ হা/২২০৫ ইবনে মাজাহ হা/১৬৪১ আহমাদ হা/৭১৭০ মিশকাত হা/১৯৫৮
যদি তুমি হতে পারো
নিয়মমানা রোজাদার,
তোমার জন্য থাকবে খোলা
রাইয়ানের ওই সোজা দ্বার।
বুখারী হা/১৮৯৬, মুসলিম হা/২২৬১ মুয়াত্তা মালিক হা/৯৯৯ নাসাঈ হা/২২৩৬ তিরমিযী হা/৩৬৭৪ মিশকাত হা/১৯৫৭
ছড়া। রমজানকে হেলায় হারালে…
“রমযান মাস পেয়েও যারা
(থাকল হয়ে আত্মহারা)
ব্যর্থ হলো নিজেদেরকে
করিয়ে নিতে মাফ,
ধ্বংস তাদের জন্য”- এটা
আল্লাহর অভিশাপ!
তিরমিযী হা/৩৫৪৫ আদাবুল মুফরাদ হা/৬৪৮
________________________________________
________________________________________
বই : রাইয়্যান (ছড়ায়-ছড়ায় সিয়াম ও রমজান)
লেখক : মুজাহিদুল ইসলাম স্বাধীন
প্রকাশক : অরুণিমা প্রকাশন
প্রকাশকাল : মার্চ ২০২৩
বিক্রয় মূল্য : ১০০/-