You are currently viewing ৭০টি সেরা উপলব্ধি । Wahid Al Hasan
৭০টি সেরা উপলব্ধি

৭০টি সেরা উপলব্ধি । Wahid Al Hasan

Wahid Al Hasan এর সেরা উপলব্ধি

উপলব্ধি- ১
সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত, অসুস্থতা আসলেই তার সঠিক উপলব্ধি করা যায়!

উপলব্ধি- ২
মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে চেনার অন্যতম উপায় টাকাপয়সা লেনদেন।

উপলব্ধি- ৩
অপরের হারানো সম্পদ বা টাকাপয়সা গোপন করে নয়, ফিরিয়ে দেয়ার মধ্যেই প্রকৃত সুখ।

উপলব্ধি- ৪
যে ব্যক্তি মানুষের প্রতিই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না সে ব্যক্তি কী করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে?

উপলব্ধি- ৫
জুলুম, অত্যাচার, অপবাদ, অবিচার সহ্যকারীর জন্য সান্ত্বনা হলো এসবের বিচার একদিন হবেই, যেদিন কারোর কিছু করার থাকবে না।

উপলব্ধি- ৬
অহেতুক ধারণা থেকে দূরে থাকাতেই মঙ্গল। কারণ অনেক সময় এমন ধারণার ফলে নিজেকে পাপী ও লজ্জিত হতে হয়।

উপলব্ধি- ৮
নৈতিকতাসম্পন্ন জ্ঞানে যিনি বেশি সমৃদ্ধ চারিত্রিকভাবে তিনি তত উন্নতর।

উপলব্ধি- ৯
অঢেল ধনসম্পদের মাধ্যমে ধনী হওয়া গেলেও ভালো মনের মানুষ হওয়া যায় না।

উপলব্ধি- ১০
যে ব্যক্তি আজ কারো মনকে ব্যথিত করলো আগামীতে তার জন্য ঠিক তাই অপেক্ষমাণ।

উপলব্ধি- ১১
কারো চলনে বলনে যদি বিন্দুমাত্র অহংকার প্রকাশ পায় তাহলে তার ধ্বংসের জন্য অতটুকুই যথেষ্ট।

উপলব্ধি- ১২
প্রয়োজনীয় পোস্টের চেয়ে অপ্রয়োজনীয় পোস্টে বেশি লাইক এবং মন্তব্য পড়ে!

আরও পড়তে পারেন–সাংস্কৃতিক ভাবনা। “চমক লাগানো আমাদের কোনো উদ্দেশ্য নয়”

উপলব্ধি- ১৩
কারো উপকারের জন্য নিজেকে সম্পৃক্ত রাখতে গিয়ে যদি তার সাড়া না মিলে তবু মনে বড় সান্ত্বনা যে, ভালো কাজের মধ্যেই ছিলাম।

উপলব্ধি- ১৪
ছোট কিংবা বড়ো যে কারো কাছ থেকে শ্রদ্ধা কিংবা ভালোবাসা প্রাপ্তি সবার জন্যই এক পরম পাওয়া।

উপলব্ধি- ১৫
যে ব্যক্তি আজ কারো তিল পরিমাণ উপকার করলো আগামীকাল যেন তার জন্য ঠিক তাই অপেক্ষমাণ।

উপলব্ধি- ১৬
আলোর পথে ভালোর মতে চলতে গেলে নানা রঙের নানা ঢঙের বাধা আসবেই।

উপলব্ধি- ১৭
মানুষের মাথার চুল বা মুখের দাড়ির মতো যদি চোখের ভ্রু বৃদ্ধি পেতো তাহলে কীযে হতো! সুবহানআল্লাহ, তাঁর সৃষ্টি বড়ই রহস্যময়।

উপলব্ধি- ১৮
“লেখাপড়া করে যে, গাড়িচাপায় পড়ে সে” স্কুলশিক্ষার্থীদের এই স্লোগানটি আজ সত্যজিৎ রায়ের বিখ্যাত সেই স্লোগানকেও হার মানায়!

উপলব্ধি- ১৯
কেনোকিছুকে জয় করতে শুধু আবেগ নয়, সঙ্গে মেধা ও বিবেকেরও প্রয়োজন।

উপলব্ধি- ২০
মানুষ সুস্থতার জন্য ডাক্তারের দেয়া প্রেসকিপসনের তিতা-মিঠা সব ওষুধ খায় অথচ শরীয়তের ক্ষেত্রে সুবিধাজনক হুকুমগুলোই মানে!

উপলব্ধি- ২১
শিরক বা কুসংস্কারের মধ্যে ডুবে থেকে ব্যবসা বাণিজ্যে প্রকৃত বরকত আশা করা অযৌক্তিক!

উপলব্ধি- ২২
বাস্তবতার নিরিখে জীবনের হিসাবনিকাশ মিলানো বড়ই কঠিন!

উপলব্ধি- ২৩
মা যখন অসুস্থতার চরম মুহূর্তে আমার মতো অধমের নামটি ধরে খোঁজাখুঁজি করে তখন নিজেকে সৌভাগ্যবান সন্তান বলে মনে হয়!

উপলব্ধি- ২৪
পকেট ভর্তি টাকা কিংবা ঘর ভর্তি খাবার থাকলেই আহার হিসেবে তা ভাগ্যে জোটে না!

উপলব্ধি- ২৫
সুস্থমনের মানুষ কখনও কাউকে মন্দ ভাষায় গালিগালাজ করতে পারে না!

উপলব্ধি- ২৬
সত্যি, আল্লাহ যা করে থাকেন মানুষ কখনোই তার হিসাব মিলাতে পারে না।

উপলব্ধি- ২৭
ঈদের ছুটিতে বন্ধুস্বজনরা যখন নিজ নিজ বাড়িতে একে একে চলে যায় তখন মনের ভিতর অজানা এক হাহাকার অনুভূত হয়।

উপলব্ধি- ২৮
সবকিছুকে মানিয়ে চলার কাজটি যদিও কঠিন তবু এর মধ্যেই রয়েছে উত্তম সমাধান।

উপলব্ধি- ২৯
বান্দার রিজিক, বিবাহ, জন্ম ও মৃত্যু এ চারটি বিষয় আল্লাহর দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত ।

উপলব্ধি- ৩০
সুস্থ মনের মানুষ হওয়ার জন্য শুধু সেন্স থাকলেই চলে না, কমন সেন্সও থাকা প্রয়োজন।

উপলব্ধি- ৩১
দামি পোশাক পরলেই শালীনতা বা রুচিশীলতা কিংবা ভদ্রতা প্রকাশ পায় না।

উপলব্ধি- ৩২
অপূর্ণতা আর অপ্রাপ্তির মাঝেই লুকিয়ে রয়েছে জীবনের কাঙ্ক্ষিত সফলতা!

উপলব্ধি- ৩৩
কেবলমাত্র অর্থসম্পদ থাকলেই মানুষের মন জয় করা যায় না!

উপলব্ধি- ৩৪
যদি সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কবরের ৩টি প্রশ্ন ও হাশরের ৫টি প্রশ্ন পড়ানো হতো তাহলে তাকওয়াসম্পন্ন লোক সহজেই তৈরি হতো।

উপলব্ধি- ৩৫
কারো কাছে শ্রদ্ধা কিংবা সম্মান পেতে চাইলে আগে তাকে স্নেহভালোবাসা দিতে হয়।

উপলব্ধি- ৩৬
যে বিনোদন করতে গিয়ে ফরজের (পর্দা) বরখেলাপ হয় এমন বিনোদন না করাই উচিত!

উপলব্ধি- ৩৮
কোনো কাজে অপূর্ণতা থেকে যাওয়া মানেই পুরোপুরি ব্যর্থতা নয়, বরং নতুনভাবে সে কাজটা সফল করার সুযোগ!

উপলব্ধি- ৩৯
প্রকৃত অর্থে শ্রদ্ধা, সম্মান, স্নেহ, ভালোবাসা কোনোটাই জোর করে পাওয়া যায় না!

উপলব্ধি- ৪০
অপরের সুখ-দুখের খোঁজখবর নেয়ার মাধ্যমে পাশে থাকার মধ্যে রয়েছে একপ্রকার ভালোলাগা বা সুখ।

উপলব্ধি- ৪১
ক্ষুদ্র হলেও যেকোনো কাজে বিবেক দ্বারা জয়লাভ করার মধ্যে রয়েছে প্রকৃত ঈমানের ছোঁয়া।

উপলব্ধি- ৪২
সরলতার সুযোগ নিয়ে মানুষ সহজেই মানুষের প্রতি জুলুম করে বসে!

উপলব্ধি- ৪৩
মানুষ যখন আদর্শিক ও নৈতিকভাবে কারো কাছে হেরে যায় তখন সে মিথ্যা ও অপবাদের আশ্রয় নেয়!

উপলব্ধি- ৪৪
যে জনগোষ্ঠী ছোটখাটো অনিয়মকে প্রশ্রয় দেয়, সে জনগোষ্ঠীর ভাগ্যে একদিন বড়ো অনিয়ম চেপে বসে এটাই স্বাভাবিক!

উপলব্ধি- ৪৫
বিদ্যুৎ, পানি কিংবা গ্যাসের বিল পরিশোধ করি বলে প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার এক ধরনের অপচয়!

পলব্ধি- ৪৬
চোর-বাটপারও জীবনে সফল হয় তবে সার্থকতা পায় না!

উপলব্ধি- ৪৭
সার্থকতা ও সফলতা এক জিনিস নয়! সার্থকতা নিজের উপলব্ধির বিষয় কিন্তু সফলতা অপরের…

উপলব্ধি- ৪৮
মানুষ এখন সার্থকতা নয় সফলতার খোঁজে ছুটে বেড়ায়।

উপলব্ধি- ৪৯
মুখের কথার দ্বারাই চিরশত্রু বা অচেনা মানুষ আপন হয়ে যায় আবার পরমবন্ধু কিংবা চেনা মানুষ পর হয়!

উপলব্ধি- ৫০
কেবলমাত্র ‘হিংসুক’ ব্যক্তিরাই পারে আল মাহমুদকে নিয়ে বার বার মিথ্যা সব খবর প্রচার করতে! এমনকি মৃত্যু নিয়েও…!!!

পলব্ধি- ৫১
ক্রিকেট, ফুটবলে সফলতায় রাষ্ট্রীয় সংবর্ধনা ও উপঢৌকন বরাদ্দ হলেও কুরআন তেলাওয়াতে বিশ্ব চ্যাম্পিয়নের খবরই থাকে না!

উপলব্ধি- ৫২
সে জীবনই সার্থক, যে জীবন শেষে গণমানুষের দোয়া ও ভালোবাসা পাওয়া যায়।

উপলব্ধি- ৫৩
মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাংক, যেখানে সব দুঃখ, ব্যথা, কষ্ট জমা রাখা যায়। বিনিময়ে পাওয়া যায় সুদবিহীন আদর, স্নেহ ও ভালোবাসা!

উপলব্ধি- ৫৪
সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর প্রতি আস্থাবানদের জন্য রয়েছে ইহকাল ও পরকালীন বরকত!

উপলব্ধি- ৫৫
ছোট কিংবা বড় যে কারো কাছ থেকে সম্মান কিংবা ভালোবাসা পাওয়া সত্যি সৌভাগ্যের!

উপলব্ধি- ৫৬
ক্ষণিকের নয়, স্থায়ী সফলতাই প্রকৃত সফলতা!

উপলব্ধি- ৫৭
এমন রঙ্গীন জীবনের কীবা মূল্য আছে, যে জীবন শেষে গণমানুষের ঘৃণা ও লানত ভাগ্যে জুটে!

উপলব্ধি- ৫৮
মহান আল্লাহ তায়ালার সান্নিধ্যে যাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ!

উপলব্ধি- ৫৯
ঘৃণা মানুষকে যেমনটা দূরে ঠেলে দেয় শ্রদ্ধা বা ভালোবাসা তারচেয়ে বেশি দ্রুত কাছে নিয়ে আসে!

উপলব্ধি- ৬০
ইসলাম কোনো আনুষ্ঠানিকতাসম্পন্ন ধর্ম কিংবা ব্যবসায়ী কোনো পণ্যের নাম নয়!

উপলব্ধি- ৬১
ভালো ভাড়াটিয়া পাওয়া বাড়িওয়ালার জন্য যেমন স্বস্তির, তদ্রূপ ভালো বাড়িওয়ালা পাওয়া ভাড়াটিয়ার জন্য পরম সৌভাগ্যের!

উপলব্ধি-৬২
হকের পথে থাকলে বাধাবিপত্তি ও বাতিলের পথে থাকলে সুযোগ সুবিধা সুনিশ্চিত!

উপলব্ধি- ৬৩
হযরত আয়েশা (রা.) এর মতো বিদুষী মহিলার বিরুদ্ধে যদি অপবাদ দেওয়া হয়ে থাকে তাহলে দুনিয়ার অন্য যে কারোর বিরুদ্ধে সেটি অতি মামুলি বিষয়!

উপলব্ধি- ৬৪
যখন ধনীদের ধনসম্পদ দেখে জীবনে হতাশা জাগে তখন অনাহারীদের কথা চিন্তা করাই উত্তম সমাধান !

উপলব্ধি-৬৫
রাসুল (স.) এর অসম্মানে যদি প্রতিবাদী না হতে পারি, তবে তাঁর প্রতি কীসের মহব্বত!

উপলব্ধি- ৬৬
বর্তমানে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা কিংবা শুভেচ্ছা বিনিময় কমে গেলেও বেড়ে চলেছে গুলি বিনিময়!

উপলব্ধি- ৬৭
কারো অপেক্ষা না করে সকল ভয়, জড়তা, সংকোচকে দূরে ঠেলে সংশোধনের কাজে এগিয়ে যাওয়ার মধ্যেই বড় কল্যাণ।

উপলব্ধি- ৬৮
আল্লাহ তোমাকে দিয়ে একটি উত্তম কাজ করিয়েছেন বলে তোমার মনে অহংকার যেনো না জাগে!

উপলব্ধি- ৬৯
কয়েকশ কেনো কয়েক হাজার মসজিদ তৈরি হলেও সমস্যা নেই কিন্তু যদি দশজন আলেমও একসাথে হয় তাতেই যত সমস্যা!

উপলব্ধি- ৭১
কালেমাকে জেনে বুঝে যদি কেউ পক্ষ অবলম্বন করে, তার জন্য বাধার সম্মুখীন হওয়া নিশ্চিত!

উপলব্ধি- ৭২
জ্ঞান থাকলেই হেদায়াত পাওয়া যায় না। কারণ হেদায়াত হলো কেবলমাত্র মহান আল্লাহর দেয়া বড় নেয়ামত!