You are currently viewing বাবাকে নিয়ে ১৩ টি প্রিয় বাবা কবিতা
প্রিয় বাবা কবিতা

বাবাকে নিয়ে ১৩ টি প্রিয় বাবা কবিতা

`বাবা মাত্র দুটি শব্দ` কিন্তু এর বিশালতা অনেক বড়! বাবাকে নিয়ে কবিতা  কিংবা বাবাকে নিয়ে স্ট্যাটাস লিখে  তার কোন অবদান বলে শেষ করা যাবে না। “বাবা নিজে’ই একজন কবিতার ভান্ডার” । সব বাবা’ই তার সন্তানের জীবনে বটবৃক্ষের মতো! প্রকাশ না করা ভালোবাসা’র মধ্যে বাবার ভালোবাসা সর্বশ্রেষ্ঠ আল্লাহ আপনি সকল বাবা-মা কে সুস্থ রাখুন।। বাবাকে নিয় প্রিয় বাবা কবিতা অবশ্যই আপনাদের ভালো লাগবে।

প্রিয় বাবা কবিতা

প্রিয় বাবা
______ সাজিদুর রহমান

আমায় নিয়ে সারাক্ষনই,
…. ভাবতে থাকেন যিনি।
এই জগতে সবচেয়ে আপন,
…. বাবা আমার তিনি।

কষ্ট করে আমার জন্য.
…. করে উপার্জন।
নিজের সুখটাও আমার জন্য,
…. দেয় সে বিসর্জন।

তিনি আমার প্রয়োজন মেটায়,
…. যখনই যা লাগে।
একটিবারও দেয়না খেয়াল,
…. পড়ল কি তার ভাগে।

আমার দুঃখে সে দুঃখী,
…. আমার সুখে হাসে।
নিজের জীবন থেকেও বেশী,
…. আমায় ভালবাসে।

তার কোলেতে প্রস্রাব করতাম,
…. আমি শিশু কালে।
তবুও সে করেনি রাগ,
…. চুমু দিত গালে।

বাবা আমায় করল মানুষ,
…. আদর যত্ন শাষনে ।
তার মত হয়না কেউ
…. এইনা সারা ভুবনে।

কখনো জানি শোধ হবে না,
…. বাবার এই ঋন।
তার কাছে ঋনি আমি,
…. থাকব চিরদিন।
.
তার দ্বারাতে দেখলাম আমি,
…. এই পৃথিবীর মুখ।
তাকে ঘিরেই এই জীবনে,
…. আমার যত সুখ।

দু’হাত তুলে প্রভুর কাছে,
….. এই দোয়াই করি।
জীবন ভরে যেন বাবার,
…. সেবা করতে পারি।

বাবাকে নিয়ে স্ট্যাটাস

বাবা কবিতা
বাবা
মোঃ আঃ আজিজ মিঁঞাজী
.
মায়ের সাথে জড়িয়ে সদা
যে নামটি রয়,
যে নামটি পৃথিবীতে
বড় মধুমধুয় ,
সে নামটি ‘বাবা’ ছাড়া
অন্য কেহ নয়;
শিশু কালেই মায়ের কাছে
পাইযে পরিচয় ।
মানব কুলের পিতা তিনি
শ্রেষ্ঠ মানুষ বাবা,
মানব জীবন ধন্য হয়
করলে তাহার সেবা।
সারা জীবন বর্ষে দোয়া
সন্তানাদির তরে,
নিজের দূঃখ যন্ত্রনাটার
পরোয়া নাহি করে।
এমন বাবার সাথে মানুষ
‘উহ!’ করনা ভাই,
ধ্বংস হবে উভয় জাহান
কাঁদবে সর্বদাই ।

বাবা দিবস

তৃতীয় স্থান অধিকারীর বাবা কবিতা
বাবার যোজনায়

নূরুদ্দীন আহমাদ!

এক জীবনে দুই পৃথিবী,
হাজার স্মৃতির মেলা!
ভোর বিহনে যার পরশে,
লোচন পাপড়ী খোলা।
কেউবা ডাকে আব্বু,বাবা
কেউবা বাজান ডেডি!
যেই যে,নামে ডাকুক তারে
মায়ার বাধন একি!
নেই ভেদাভেদ প্রীতির তরে
জ্যোতির আলোক,চ্ছটা!
তার পরিণয়,ভীতির মাঝে
কৃতির অমোঘ ঘটা।
নয় অভিনয় ভুবন মাঝে
মায়ের আঁচল তলে!
জয় হবে জয় জীবন পাড়ে
বাবার শীতল কোলে।
যেই দুজনা তোমার জীবন
গড়লো বছর ধরে!
সেই যোজনা রাখবে স্বরন
লক্ষ্য যুগান্তরে।।

বাবাকে নিয়ে স্ট্যাটাস

বাবা

এতিম হয়ে গেলাম 

:::::: সৌমিক. আহমাদ. মেরিন ::::::

চোখ ভরে যায় নোনা জলে
বুক করে ধরফর,
আমার বাবা মরে যাওয়ার
হলো এক বছর।।
আমায় কতো বাসত ভালো
আমার বাবাজান,
ডাকতো যখন মধুর সুরে
ভরে যেত প্রাণ।।
যখন আমি রওনা দিতাম
দুরের কোন গাঁ ‘তে
না ঘুমিয়ে থাকতো জেগে
বাবা সারা রাতে।
প্রতি ঘন্টায় করতো যে ফোন
কোথায়, কেমন আছি,
স্বস্তি পেত ঠিক তখনি
যখন পৌঁছে গেছি।।
আজকে কেহ এমন করে
নেয়না যে খোঁজ আর,
বাবার কথা তাইতো মনে
পড়ছে বারেবার।।
আজকে বাবা তোমায় ভেবে
ভাসছি অঝোর নয়ন ঝারে
তোমায় পেলে ঐ চরণে
চুমু দিতাম বারে বারে।।
ভাবতে গিয়ে ডুকরে এ মন
কাঁদছে হতভাগার,
আদর সোহাগ বেশি পেতাম
সব ‘চে বেশি বাবার।।
বাবা আমার চলে গেছে
খোদার. আরশে,
জান্নাতী সুখ পেতাম বেশি
বাবার পরশে।।
ও দয়াময় ওগো প্রভু
তোমার অপার দয়ায়,
জায়গা দিও বাবাকে মোর
তোমার আরশ ছায়ায়।।
বাবা তোমার কবরে আজ
জানাই. হাজার সালাম,
তুমি মরে যাওয়ায় আমি
এতিম হয়ে গেলাম।।

প্লিজ ডেডি ডোন্ট ডাই!!!

শ্রীহীন হিমাংসু
আয়লান কুর্দি, বাবা আমি তোর কথা রেখেছি,
রেখেছে বাঁচিয়ে আল্লাহ আমায়,তার দয়ায় বেচেঁ আছি!
কিন্তু বাবা আমি তোকে বাঁচাতে পারিনি
পারিনি তোর ভাই গালিব!তোর মাকেও!!জ্বলছে হৃদয়খানি!
যে দিয়েছে জীবন তোদের সেইতো নিয়েছে র….
তবুও যে জ্বলছে বিরহ আগুন এই অন্তরে ।
বাবা!তোর কথা আল্লাহ ফেলতে পারেনি…
ডেডি প্লিজ ডোন্ট ডাই!একথা শুনেছে আল্লাহ, আমি জানি!!
এই দুখের মাঝে কেন বাচতে বলেছিস তা এখন বুজেছি,
তোর মৃত্যু সারা বিশ্ব দিয়েছে নাড়া, আর আমি কাঁদছি!!
ছি!ছি!!ছি!!! ধিক্কার দেই নিজেকে,
ওরে বাবা আয়লান ক্ষমা করে দে আমাকে!
আমি কাঁদব না, কাঁদব না, আমি আর…
আহ!আয়ালান কুর্দি প্রতিবাদী সন্তান আমার!!!
তুই বলেছিস, বুজিয়েছিস মানব মানেই মানবতা..
নয়!নয়!!নয়!!!ধর্মীয় হিংস্রদের সহিংসতা!
আমি বেছে আছি দেখতে মানবতা…
জানিনা তাতে মুছবে কিনা হৃদয় ক্ষত,যাবে কিনা ব্যাথা!!
জোর জুলুম অন্যায় অবিচার অনৈতিক কারবার,
আমি চাইনা দেখতে, চাইনা দেখতে কখনো আর!
আয়লান কুর্দি আমি আছি সেই অপেক্ষায়…..
“প্লিজ ডেডি ডোন্ট ডাই”বলছিস যে সে আশায়!!

বাবা নিয়ে স্ট্যাটাস

প্রিয় বাবা কবিতা : (বাবা)

বাবার প্রতি ভালবাসা
বাবা তোমাকে অনেকটা ভালবাসি আমি
পৃথিবীতে সবাই যেমন ভালবাসে
তার চাইতেও অনেক বেশী.
বাবা তুমি আছো অনেক দূর দেশে
ইছ্ছে করে চলে অসি সেখানে.
তোমার ভালবাসার নেই কোন কমতি
তোমার সেই ছেলেটির প্রতি.
বাবা তোমার ভালবাসায় বেচে আছি
তোমায় ভালবাসি বলে বিরক্ত করি.
বাবা তুমি বেচে থাকো হাজার বছর
বাবা তোমার ভালবাসায় যেন
বেচে থাকি আমিও.
বাবা তোমার প্রতি রইল অনেক দোওয়া
তুমিও করিও আমায় দোওয়া.
যেখানে থাকো বাবা ভালো থেকো.
বাবা বাবা বাবা বাবা বাবা বাবা
ডাকতে ইছ্ছে করে ছোট বেলার মতো
বাবা বাবা বাবা বাবা বাবা বাবা বাবা……………..

আমার বাবা কবিতা  বাজান

.……এমআর রকি

শুনছনিগো বাবুর আব্বা
বাবু কেমন যানি করতাছে ,
ভিশন জ্বরে গতর যেন
আগুন লাইগা পুড়তাছে।
মধ্য রাইতে মায়ে যখন
এমন কইরা বাপরে কয়,
ঘাড়ে ব্যথা নিয়া বাপে
পোলার লাইগা অস্থির হয়।
শীতে কাঁপা আঁধার রাতে
ছুটছে বাপে হেকিম গাঁয়,
একলা মনে দোওয়া করে
ইয়া আল্লাহ.,
পোলাডা য্যন সুস্থ হয়।
গরিব বাপের ছোট্ট নিবাস
অভাব দিয়া গড়া,
আঁধার রাইতের আকাশে যেন
সন্তানই সুখ তারা।
একটু বড় হইয়া পুতে
হাইটা যখন স্কুল যায়,
কান্ধে উঠায় নেয়গো বাপে
যেন খোকায় নাহি ব্যথা পায়।
কান্ধে যখন খোকা থাকে
খোকার হাতে বই খাতা,
হাজার স্বপ্ন দেইখা বাপে
খোকার লগে কয় কথা।
পড়ালেখা কইরা খোকায়
হইব বড় অফিসার,
গাঁয়ের লোকের করবো সেবা
মান উঁচাইবো বাবা মার।
খোকায় যখন বড় হইয়া
বড় ক্লাসে পড়তে যায়,
খরচাপাতি অনেক তখন
অনেক হিসাব অনেক দায়।
মায়ে পরে জীর্ণ শাড়ি
বাপের গায়ে পুরান শার্ট,
জিন্সের প্যান্ট কিনতে পোলার
বাপে ছুটে শহুরে হাট।
এদিক ওদিক ছুটে বাপে
কষ্ট পালে নিজের গায়,
আপন মনে খোদারে ডাকে
যেন পোলাডার না কষ্ট হয়।
সংসার আর সন্তান নিয়া
নিবেদিত যেই মহান প্রাণ,
শীতল ছায়ার আশ্রয় সে
সদা শ্রদ্ধেয়….বাজান।।

বাবা দিবস কবে

সবার চেয়ে মানি

::::: সৌমিক আহমাদ মেরিন ::::::::

বাবা, তুমি আমার মাথার মুকুট
আমার চোখের তারা,
তুমি বিনা এই দুনিয়ায়
আমি সর্বহারা।
বাবা তোমার আলতো ছোঁয়া
পরশ মণির মত,
দুর হয়ে যায় সকল কষ্ট
দুঃখ আছে যত।।
তাইতো বাবা তোমায় আমি
ভুলতে পারিনা,
একদিন না দেখলে তোমায়
থাকতে পারিনা।।
আমার বাবা আমার কাছে
সবার চেয়ে মানি,
এই ভূবনের শ্রেষ্টজন
তাকেই আমি জানি।।

বাবাকে নিয়ে স্ট্যাটাস

বাবা হবো বাবা !!!!

…………………সেলিম উদ্দিন
ঘাম গতরে রেখে কামাতে চাই মাল,
সুযোগ আছে বহাল।
নাম তো শুনি গোটা কয়েক,
ভিক্ষার জন্য হয়েছো লায়েক?
ছি! ছি! এত খারাপ তুমি?
ভিক্ষুক হতে চাইনা আমি।
তাহলে হয়ে যাও বড় ভাই,
তোমার মুখে পড়ুক ছাই।
কেন এতে খারাপ কি আছে?
টানার মাল রাখতে হয় মালকুচে।
তাহলে কি আর করবে শুনি?
সেতো বলবে তোমার মতো গুনী।
ইউরেকা! ইউরেকা! শোন তবে বলি
দেরি কেন খোল তোমার ঝুলি।
হয়ে যাও বাবা,মাথায় লম্বা বাল
কেন পড়েছে বাবার আকাল!
বাবারাই তো খাটেনা গায়ে গতর
তাদের যে দেখা যায় চতর!
তা নাহলে কি হওয়া যায় বাবা?
বাবা হতে নাকি লাগে কল্কীর থাবা?
সে দেখা যাবে খন্
তাহলে বলো কি করা যায় এখন?
আনো চেলা, মারো ঠেলা
এই অবেলা!
বাবার আবার কি বেলা-অবেলা।
তাহলে এবার রোখে কোন শালা!!!!

***বাবার যোজনায়
নূরুদ্দীন আহমাদ!

এক জীবনে দুই পৃথিবী,
হাজার স্মৃতির মেলা!
ভোর বিহনে যার পরশে,
লোচন পাপড়ী খোলা।
কেউবা ডাকে আব্বু,বাবা
কেউবা বাজান ডেডি!
যেই যে,নামে ডাকুক তারে
মায়ার বাধন একি!
নেই ভেদাভেদ প্রীতির তরে
জ্যোতির আলোক,চ্ছটা!
তার পরিণয়,ভীতির মাঝে
কৃতির অমোঘ ঘটা।
নয় অভিনয় ভুবন মাঝে
মায়ের আঁচল তলে!
জয় হবে জয় জীবন পাড়ে
বাবার শীতল কোলে।
যেই দুজনা তোমার জীবন
গড়লো বছর ধরে!
সেই যোজনা রাখবে স্বরন
লক্ষ্য যুগান্তরে।।

আরও পড়তে পারেন- মাকে নিয়ে কবিতা । মাকে নিয়ে ১৩টি কবিতা । ’’মা ‘’

ভন্ড বাবা
ভন্ড বাবা

ভন্ড বাবা

——- Kobi Shoron 
কল্কি বাবা শিয়াল বাবা
হরেক রকম বাপ
বাবার কাছে গেলে নাকি
বিনাশ হবে পাপ ।
বাবার মাজার ভক্ত হাজার
সেথায় গাঁজা খায়
আল্লাহ ছাড়া বাবার কাছেই
পাপের মুক্তি চায় ।
বাবা বাবা দয়াল বাবা
বাবার অনেক দাম
বাবার জন্য ভূলে গেছে
আসল বাপের নাম ।
ওরে বোকা আয়রে ফিরে
থাকরে খোদার পথে
নইলে যাবি জাহান্নামে
তোর বাবাই সাথে ।

বাবাকে নিয়ে স্ট্যাটাস

বাবাকে নিয়ে দুটো অণু কাব্য
………………………………….
অধ্যক্ষ ডাঃ এমএএইচ ফারুক
১।বাবা তুমি কেমন আছো
বাবা তুমি কেমন আছো
কেমন কাটছে দিন
আমার জীবন ব্যর্থ বাবা
তোমার ছোঁয়াহীন ।
তোমার আদর তোমার সোহাগ
পাইনি মনের মতো করে
দিবা নিশি নয়ন জলে ভাসি তোমার তরে ।
বাবা তোমার স্মৃতি আমি
চলছি বয়ে বয়ে
বুকের ব্যথা বুকে নিয়ে
আছি কষ্ট সয়ে ।
বাবা তুমি চোখের জ্যোতি
হৃদয় আলো হয়ে থেকো
আল্লাহ তুমি আমার বাবাকে
তোমার রহমের ছায়ায় আশ্রয় দিয়ে রেখো ।
২।তোমার পরশ মায়ায়
হঠাৎ করে বুক ব্যথায় বাবা তুমি
চলে গেলে না ফেরার ঐ দেশে
অভিমানী বাবা তুমি থাকলে একা
আসলেনাতো ফিরে আর কোন বীরের বেশে ।
বাবা তোমার খোকা আজ
হয়েছে অনেক বড়
তোমার ভাবনায় খোকা তোমার
হয় যে জড়ো সড় ।
বাবা তুমি ফিরবে বলে
খোকা প্রহর গুণে
জাগবে খোকা নিদ থেকে
তোমার পদধ্বনি শুনে ।
জানে খোকা ঐখান থেকে
ফিরেনা কেউ কভু
তাইতো খোকা দোয়া করে
আমার বাবাকে ভাল রেখ প্রভু ।
বাবা তুমি সুখে থেকো
জান্নাতী ঐ ছায়ায়
তোমার খোকা ফিরবে হেথায়
তোমার পরশ মায়ায় ।#
23 ফেব্রুয়ারী 16ইং
ঢাকা ।

বাবা নিয়ে স্ট্যাটাস , বাবা নিয়ে স্ট্যাটাস , বাবা নিয়ে স্ট্যাটাস , বাবা নিয়ে উক্তি