ঢাকা-১৭ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম ওপর তার প্রতি পক্ষ জয়বাংলা শ্লোগান দিয়ে হামলা চালায় । হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও আমেরিকা। হিরো আলমের উপর হামলা
ওই হামলার ঘটনাকে উল্লেখ করে মঙ্গলবার এক টুইটে উদ্বেগ প্রকাশ করেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।
তিনি তার টুইটে লিখেছেন, “ঢাকা-১৭ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ কার্যালয় উদ্বিগ্ন। সহিংসতা ছাড়াই প্রত্যেকের নির্বাচনে অংশগ্রহণ করার মৌলিক মানবাধিকার অবশ্যই নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।”
বিএনপিসহ অধিকাংশ দলের নির্বাচন বর্জনের মধ্যে এই নির্বাচনকে ব্যাপক আলোচনায় আনেন হিরো আলম। এর আগেও তিনি বগুড়া থেকে নির্বাচন করে অল্প ব্যাবধানে হেরে যান।তবে তার দাবি সেই নির্বাচনে তাকে কারচুপি করে হারিয়ে দেয়া হয়েছে। ফলে ঢাকা-১৭ আসনে তার জয়ের সম্ভাবনা ছিলো। তার দাবি প্রায় সব সেন্টার থেকে তার এজেন্টদের বেড় করে দিয়ে ভোট কারচুপির মাধ্যমে তাকে হারিয়ে দেয়া হয়েছে।
ভোটের দিন সোমবার বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটের পরিস্থিতি দেখছিলেন হিরো আলম। পরে ভোটগ্রহণের শেষ দিকে বিকাল সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি প্রচন্ড হামলার শিকার হন। এক প্রকার প্রাণে বেচেঁ যান।
আরও পড়ুন–ছাদে টিকটক ভিডিও করতে গিয়ে ঠাডা পড়ে এক তরুণী আহত
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রের চৌহদ্দিতে স্কুলের মাঠে কয়েকজনের সঙ্গে সেলফি তোলেন হিরো আলম। তখন নৌকার ব্যাজধারী কয়েকজন এসে তাকে ঘিরে ধরেন এবং বলেন, ‘এটা টিকটক ভিডিও বানানোর জায়গা না’। এরপর হিরো আলমকে ধাওয়া শুরু করেন।
তখন কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে ধরে স্কুলের গেইটের বাইরে দিয়ে আসেন। এরপর হিরো আলমকে সড়কে ফেলে বেধড়ক পেটানো হয়।
ভোট শেষে হামলার ওই ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ মন্তব্য করে নির্বাচন কমিশনার আলমগীর সাংবাদিকদের বলেন, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আমি নিজেও সকালে ৮-১০ কেন্দ্র পরিদর্শন করেছি, শান্তিপূর্ণ দেখেছি। আমাদের আরেক নির্বাচন কমিশনারও গেছেন।
“প্রত্যেকটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হয়েছে। সিসি ক্যামেরাও দেখেছি আমরা। ঢাকার বাইরেও পৌরসভাসহ কিছু নির্বাচন হয়েছে। প্রত্যেকটি নির্বাচন সুষ্ঠু হয়েছে।”
হিরো আলমের আক্রান্ত হওয়ার বিষয়টি সাংবাদিকরা তুলে ধরলে এই নির্বাচন কমিশনার বলেন, “১২৪টা কেন্দ্র রয়েছে, একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটলে তো বলা যায় না অসুষ্ঠু হয়েছে।
“স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার বিষয়ে কিছু তথ্য আমরা জেনেছি, প্রকৃত চিত্র পাইনি। যতটুকু জেনেছি, স্বতন্ত্র প্রার্থী অনেক সমর্থক নিয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছে, সাথে ইউটিউবার ছিল প্রায় ৭০ জনের মত।”
হিরো আলোমকে হামলায় আমেরিকার উদ্ভেগ:
একই ঘটনাসহ যুক্তরাষ্ট্রে শামীম ওসমানের সাথে অনাক্ংক্ষিত ঘটনার জেরে প্রাবাসী এক ছাত্রদল নেতার বাড়িতে ছাত্রলীগকর্তৃক হামলা ও বোমা, ককটেল বিষ্ফরোনে তীব্র প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে আমেরিকা। যুক্তরাষ্ট্রেরে পররাষ্ট্র মন্ত্রাণালয়ের মখপাত্র ম্যাথিও মিলার। তিনি বলেন গণতন্ত্রে সহিংসতার কোন স্থান নেই।তিনি আরো বলেছেন সহিংসতার সাথে জরিতদের বিরুদ্ধে পূর্ণঙ্গ, সচ্ছ ও পক্ষপাতিত্বহীন তদন্তে আমর বাংলাদেশ সরকারকে উঃসাহিত করি।আমরা আগেও বলেছি এখনও বলছি একটি অবাধ ও সুস্ঠ নির্বাচনের পরিবেশ তৈরি করবে। আমরা পরিস্থিতির দিকে অব্যাহত নজর রাখছি।
তিনি আরও বলেন দেশের বাইরে থেকে যারা কথা বলছে তাদের গ্রামের বাড়িতে হামলা করে নিজেরাই ভিডিও ও লাইভে ছড়িয়ে দিচ্ছে। তিনি বলেন যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী কেউ যদি সরকার বিরোধী কথা কলেন বা যুক্তি তর্ক দেখান তাহলে তাদের পরিবারের কেউ নিরাপদ নয়।
হিরো আলমের উপর হামলা