হাসি খুশির জীবন একটি বড় নেয়ামত। মানুষ একে অন্যকে আনন্দে রাখতে হাসির গল্প বলেন হাসির ছন্দ বলেন। অনেকে ফেসবুকে হাসি নিয়ে ক্যাপশন লিখেন এছাড়াও বন্ধুরা মিলে বিভিন্ন হাসির ধাঁধা লিখন। আমি এখানে হাসির ধাঁধা উত্তর সহ হাসি নিয়ে উক্তি তুলে ধরলাম । আশাকরি হাসির স্ট্যাটাস গুলো আপনাদের ভালো লাগবে।
হাসি নিয়ে ক্যাপশন
প্রত্যেক হাসি মুখের পিছনে একটি অজানা কান্নার গল্প থাকে
ছেড়ে দিলেই যদি ছাড় পাওয়া যেত
তবে,,,, উপন্যাসের শেষ পাতায় সবাই সুখ খুঁজে পেত
হাসি…… হাসির স্ট্যাটাস
সুখে আছি, ঠোঁটের কোণে মুচকি হাসি।
দুঃখে আছি,তাও মুখটা ভরে হাসি।
অপমান, অবহেলা, অসম্মানে ও
নীরবে মুচকি হাসি ! হাসির স্ট্যাটাস
জীবনে পাওয়া না পাওয়ার হিসাব
মিলাতে পারছিনা, তাতেও আসে অট্টহাসি
সকল পরিস্থিতিতে কখনো হাসতে ভুলিনা।
কারণ, দিনশেষে এই হাসিটুকুই আমার
সকল প্রশান্তি আর বেঁচে থাকার অনুপ্ররেণা…!
প্রাণ খুলে হাসি, প্রাণ খুলে বাঁচি…!!
সবাইকে হাসি দিবসের শুভেচ্ছা
মন খারাপের দুপুরগুলো এমনই হয়
ঠোঁটের হাসি চোখের কোনে হারিয়ে যায়
বইয়ের পাতায় বুকমার্কটা থমকে থাকে
মাথার ভেতর আবোল তাবোল চলতে থাকে
ভাবনাগুলো কক্ষপথে ঘুরে ফিরে
আবার যখন সেই শূন্যে এসেই থামে
মনকে বোঝাই শূন্যটাকেই আপন করে
নকল হাসি লেপটে নিয়ে মুখের প’রে
যাহোক হবে, এ ব্রহ্মান্ডে কতই তো হয়
মন খারাপের দুপুরগুলো এমনই হয়।
~ রাফিয়াত রশিদ মিথিলা
দিবস কথন হাসির স্ট্যাটাস
বিশ্ব হাসি দিবস
চলার পথে পদে পদে কত কিছু হারিয়েছি আমি! কিন্তু একটা জিনিস আমি কোনোভাবেই জীবন থেকে হারাতে দিইনি,সেটা হোলো #হাসি। যতবার ভেঙেছি,আরও দ্বিগুণ শক্তিকে উঠে দাঁড়িয়েছি হাসতে হাসতে।
আমার হাসি আমার নিজের ভীষণ প্রিয়,ভীষণ। কত কঠিন কঠিন সময় আমি হেসে পার করেছি,ভেতরের তোলপাড় কেউ টেরও পায়নি।
অন্যের আনন্দে,সাফল্যে, নিজের খুশিতে মন খুলে তো হাসি বটেই,
লোকজনের মিথ্যে দেখেও হাসি,অপারগতা দেখে হাসি,কপটতা দেখে হাসি। সব জেনেশুনেও কারো ভন্ডামি দেখে দেখে হাসি।
প্রচুর হাসতে হবে,সর্বক্ষণ হাসতে হবে।
হাসলে মানসিক চাপ কমে যায়। হাসির সময় আমাদের শরীরে অ্যান্ডোরফিন হরমোনের ক্ষরণ হয়, যা স্ট্রেস হরমোন নামে পরিচিত কর্টিসল হরমোনের কার্যক্ষমতাকে কমিয়ে ফেলে। এতে মানসিক চাপ দূর হয় এবং আমাদের হারানো আত্মবিশ্বাসও ফিরে আসে। সুতরাং হাসুন। প্রচুর হাসুন,হাসতে থাকুন।
বিশ্ব হাসি দিবসে সব্বার জন্য প্রাণখোলা হাসি উপহার দিচ্ছি।
।।সকলের দিনটি সুন্দর হোক।।
।আনন্দে বাঁচুন। হাসির স্ট্যাটাস
তুমি যদি জীবনের আকাশে উড়তে চাও তাহলে তোমার দুটো ডানার মধ্যে একটা হাসি আর একটা কান্না । কান্নাটা তুমি জন্মাবার সঙ্গেই সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে গেছ। আর হাসিটা তোমাকে অর্জন করতে হবে । তাই জীবনের উড়ানকে ব্যালান্স করতে হলে তোমাকে হাসতে হবে ।
হাসির ছন্দ
বাহিরের হাসিটা দেখে সবাই
ভেতরের কা’ন্না’টা কেউ দেখে না,
মানুষ ব’ড্ড স্বা’র্থ’প’র প্রাণী তাই
নিজেরটুকু ছাড়া কিছুই বুঝে না।
হাসির স্ট্যাটাস
চালের দামে আগুন জ্বলে
চোখের জলে ভাসি,
তেল চিনি ডিম কিনতে গিয়ে
বাজার ঘুরে আসি ,
চোখের কোণে কান্না আমার
ঠোঁটে মধুর হাসি।
ইলিশ খেতে ভাল্লাগে না
ভীষণ সর্বনাশী,
গোমাংসও যায় না খাওয়া
যতো রোগের মাসী,
চোখের কোণে কান্না আমার
ঠোঁটে মধুর হাসি।
সবজি-শাকেও কে বাজালো
যাদুর মোহন বাঁশি
আকাশ মুখে চলছে ছুটে
খাবো বুঝি ঘাস-ই,
চোখের কোণে কান্না আমার
ঠোঁটে মধুর হাসি।
তোমার আমার প্রিয় এদেশ
কতো ভালোবাসি,
এদেশেতেই ফসল ফলাই
আমরা রাশিরাশি,
তবু কেনো আমজনতা
দামের কাছেই ফাঁসি!
চোখের কোণে কান্না আমার
ঠোঁটে মধুর হাসি।
হাসির স্ট্যাটাস
হাসির গল্প
বিয়ের মজার গল্প
=============
ছেলের বাবা ছেলেকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখতে নিয়ে যাওয়া হয়
মেয়ের বাড়িতে সবাই খাবারের আয়োজন করে রেখেছে
তখন হঠাৎ করে ছেলেটির প্রেসাব চাপে
ছেলেটি তখন তার বাবাকে বলে আমি প্রেসাব করবো৷৷
বাবা বলে আর একটু সময় দেরি কর পরে প্রেসাব করিশ
ছেলেটি লজ্জায় কাউকে কিছু বলতে পারছে না
মেয়ে দেখার সময় ছেলেটি বলে,, আমি মেয়ের সাথে একান্তে কথা বলতে চাই
সবাই তখন ছেলেটিকে সুযোগ করে দিল
তখন ছেলেটি মেয়েটি কে বলে বেশি কথা বলবো না আগে প্রেসাব করার জায়গাটা দেখাও
তখন মেয়েটি বলে আগে তোমার টা দেখাও
হাসি নিয়ে ক্যাপশন
চার শব্দ হাসির স্ট্যাটাস
*********
একদিন একটি ছেলে কে তার শিক্ষক বললেন :তুমি আগামীকাল চারটি শব্দ শিখে আসবে।
স্কুল শেষ ছেলেটি ঘরে এসে তার বাবার কাছেআসলো তার বাবা তখন পেপার পরতেছিলেন। সে তার বাবাকে বললো বাবা! স্কুলের স্যার বলেছেন চারটি শব্দ শিখতে। তখন তার বাবা বললেন দেখছো না, আমি পেপার পরছি? তোমার মায়ের কাছে যাও। তখন তার মা রান্না ঘরে রান্না করছিলেন। সে গিয়ে বললো : মা! স্কুলে স্যার বলেছে চারটি শব্দ শিখে যেতে। তখন তার মা বললেন, ওফ দেখছোনা আমি রান্না করছি? তখন ছেলেটি মনে মনে বললো : একটি শব্দ পেয়ে গেছি, ওফ,
তার পর সে রাস্তায় হাটতে হাটতে গিয়ে দেখলো একটি দোকানে লেখা আছে , আজ নয় কাল,,।
রাতে খেতে বসে ছেলেটি একটি ক্যানের উপর লেখা দেখলো, সুপ্যারম্যান।
খাওয়া দাওয়ার পর তার মা তাকে বললো :খোকা! ময়লা গুলো ফেলে এসো। ময়লা গুলো ফেলতে গিয়ে সে দেখলো ঔখানে ডাষ্টবিন , লেখা আছে। সে মহা খুশি হয়ে বললো : চারটি শব্দ পেয়ে গেছি।
পরদিন যথা সময়ে স্কুলে গেলো। শিক্ষক জিজ্ঞাসা করলেন : চারটি শব্দ শিখেছো বলো, ছেলে টি ১ম শব্দ বললো : ওফ, অর্থাৎ চুপ ! তখন শিক্ষক বললেন কি? তুমি আমাকে ওফ বললে? হেড মাষ্টারকে বলে স্কুল থেকে বের করে দিবো। ছেলেটি তখন ২য় শব্দ বললো , আজ নয়, কাল।
তখন শিক্ষক রেগে বললেন : তুমি নিজেকে কি ভেবেছো? ছেলে টি ৩য় শব্দ বললো, সুপার ম্যান।
তখন শিক্ষক আরো রেগে গিয়ে বললেন : তুমি এই স্কুলটাকে কি মনে করেছো? ছেলেটি তখন ৪র্থ শব্দ বললো, ডাষ্টবিন।
পরে শিক্ষক সব শুনে আসল ব্যাপার বুঝতে পেরে শান্ত হলেন।
গল্প টি ভালো লগলে বলবেন, আরো গল্প লিখবো
হাসি নিয়ে ক্যাপশন
হাসির স্ট্যাটাস
হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায়না
তবে অনেক কিছু আড়াল করা যায়
১। যদি কোন মানুষ সবসময়ই খুব হাসে, এমনকি যে সামান্য কোন ব্যাপারে নিয়েও হাসি চেপে রাখাতে পারেনা। সে আসলে সবই খুবই একা ফিল করে।
২। যদি কোন মানুষ খুব বেশি ঘুমায় তবে সে দুঃখি একজন।
৩। যদি কোন মানুষ সবময় কম কথা বলে এবং যখন সে কথা বলে তখন দ্রুত বলে, তবে সে কিছু গোপন
করছে। হাসির স্ট্যাটাস
৪। যদি কোন মানুষ কাঁদতে না জানে বা কখনো কাঁদতে না পারে তবে সে দুর্বল।
৫। যদি কোন মানুষ খাওয়ার সময় সভ্য ভাবে না খায় তবে সে খুব চিন্তিত।
৬। যদি কোন মানুষ খুব সাম্যান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে নরম মনের মানুষ।
৭। যদি কোন মানুষ সামান্য ব্যাপারেই ঘন ঘন রেগে যায় তবে তার ভালোবাসা প্রয়োজন।
– হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবোনা.
– শােনার মানুষ নেই বলে দুঃখ কাউকে বলিনা!
হাসি নিয়ে ক্যাপশন
হাসি জিনিসটা সত্যি অদ্ভুত.
হাজারো দুঃখ লুকানোর জন্য একটা মিষ্টি হাসিই যথেষ্ট
হাসি
হাসি সব সময় আনন্দের অনুভুতি বুঝায় না। এটা মাঝে মাঝে বোঝায় যে, আপনি কতটা কষ্ট লুকাতে পারেন!
হাসি তো তখনি পায়
যখন পরিক্ষার খাতায় আবল তাবল লিখি!!
কিন্তু
পিছনের জন বলে হাতটা সরাও
দেখতে পারছিনা
একটা মিথ্যা হাসি হাজার ও কষ্ট লুকিয়ে রাখার জন্য যথেষ্ট..
সুহাসিনী অর্থ কি
সুহাসিনী ইংরেজি অর্থ কি? হাসির গল্প
সুহাসিনী /Noun/ Smiling woman, girl or lady.
সুহাসিনী নামের অর্থ সুন্দর হাসি।
হাসির জোকস
বল্টু ও তার বন্ধু..গেছে পানের দোকানে..
বল্টুঃ একটা পান দেন।
দোকানদারঃ কি দিয়ে খাবেন ?
বল্টুঃ কেন, দাঁত দিয়ে।
দোকানদারঃ বলছি
কিভাবে খাবেন ? হাসির গল্প
বল্টুঃ চিবিয়ে খাব ?
দোকানদারঃ আরে ভাই, সাথে কি খান ?
বল্টুঃ সাথে আমার বন্ধু হাবলু খাঁন।
দোকানদারঃ আরে মিয়া ভাই, আপনি কি জর্দা খান ?
বল্টুঃ জ্বি না। হাসির স্ট্যাটাস
আমি ” বল্টু খাঁন “!!!!
দোকানদার বেহুশ
Ammu: পুরো এলাকায় তোর মতো অলস কেউ নেই
Me: আকাশেতে লক্ষ্য তাঁরা চাঁদ কিন্তু একটাই
পল্টু এক চায়ের দোকানে চা খাইতে ঢুকল, একটা রং চা খেল।
যখন বিল দিতে গেল
পল্টু : বিল কত হল? হাসির গল্প
দোকানদার: 6 টাকা।
পল্টু : কেন দুধ চা কত?
দোকানদার: 6 টাকা ..!
পল্টু : কেন?
আমিতো রং চা খাইলাম, তা হলে আমার 1 টাকার দুধ দিয়ে দিন।
দোকানদার: হাতের তালুতে এক চামচ দুধ
দিল। হাসির গল্প
পল্টু জিহ্বা দিয়ে দুধ খেয়ে মাটিতে গড়াগড়ি শুরু করল এখন দোকানদার ভয়ে অস্থির,,,
পল্টুর পকেটে 100 টাকা দিয়ে বললো ভাই তুই হাসপাতালে যা ,
পল্টু উঠে দাঁড়িয়ে বললো কেন?
দোকানদার: মনে হয় দুধ খাওয়াতে তোমার সমস্যা হয়েছে।
পল্টু : আরে না ।
দোকানদার: তাহলে গড়াগড়ি করছিলেন কেন?
পল্টু : আমি আগে চা পরে দুধ খাইছিতো তাই মিক্সড করছিলাম।
হাসির গল্প
ডিমের আড়তে গিয়ে বললাম,”এক ডজন হাঁসের ডিম দেন।”
কর্মচারী বললো,”স্যার! ডিম তো হাঁসে পাড়ে না, হাঁসি পাড়ে!!”
ক্যাশে বসা মহাজন কর্মচারীকে ডেকে নিয়ে একটা থাপ্পর মেরে দিলো। সামান্য এই কথাটার কারণে কর্মচারীর গায়ে হাত তোলা বিষয়টা মেনে নিতে পারলাম নাহ।
মহাজনকে বললাম,”কাজটা ঠিক করলেন নাহ। কর্মচারীর কথায় আমি কিছু মনে করিনি।”
মহাজন কোন কথা না বলে চুপ থাকলো।
আড়ত থেকে বের হতেই কর্মচারী ফিসফিস করে বললো, “স্যার, এই কারণে থাপ্পর মারে নি, মারছে অন্য কারণে…।
বললাম,”কি কারণ জানতে পারি…??”
স্যার!! মহাজনের বউয়ের নাম “হাসিনা বেগম।”
উনি আদর করে “হাঁসি” ডাকে!!
আমি যে বলছি,”হাঁসি ডিম পাড়ে,
এই জন্য আমারে থাপ্পর মারছে।
হাসির গল্প
চমৎকার হাসি নিয়ে ক্যাপশন
হাসতে মানা
খালাতো বোনের জন্য পাত্র দেখতে গেছি , পাত্র পক্ষকে জিজ্ঞাসা করলাম – “ ছেলে কি করে ?”
উত্তরে বললো – লন্ডন থাকে।
এইবার তারা আমাকে জিজ্ঞাসা করলো – “ আপনি কি করেন?”
বলে দিলাম – ঢাকায় থাকি
হাসির ধাঁধা উত্তর সহ
১) ধাঁধা । হাসির গল্প
শুধু বুদ্ধিমানরা পাবে
এমন কি জিনিস
যা শব্দ হলে ভেঙ্গে যায়
বলুন তো কি হবে???
নিরবতা
২) কঠিন ধাঁধা
টিপ টিপ ময়না টিপ দিলে সয় না
আচার দিলে ভাঙ্গে না
আমি জানি 90%লোক পারবে না
-ভাত
৩) কঠিন ধাধা
তিন অক্ষরের নাম যার দেখতে লাগে কালো
মাঝের অক্ষর বাদ দিলে খেতে লাগে ভালো
কয়লা / কলা
৪) ধাধা,,
তিন অক্ষরে নাম তার বাংলাদেশে নাই
মাঝের অক্ষর বাদ দিলে, বাংলাদেশের
মানুষেরা বেশি খাই
ভারত।ভাত । হাসির ছন্দ
৫) “ধাঁধাঁ”
কোন ফল কাচাঁও খাই, পেকে গেলেও খাই, ফেলে দিলেও খাই,পচেঁ গেলেও খাই?……..
–তাল
৬) ধাঁধা,,
বাজার থেকে ১০ টা ডিম আনলাম তিন টা ডিম ভাংলাম তিনটা ডিম ভাজলাম তিনটা ডিম খেলাম তাইলে অবশিষ্ট কয়টা ডিম থাকলো।
–৭টি
৭) ধাঁধা
যাকে আমি আনতে গেলাম,,তাকে দেখেই ফিরে এলাম।
সে যখন চলে গেল,,তাকেই আবার আনতে গেলাম।
–বৃষ্টি
৮) ধাঁধা ধাঁধা
একদিন তিন সতীনে কাপড় কিনতে গেলো একজন জিজ্ঞেস করলো তোমাদের তিন জনের কাপড় কত টাকা নিল , তারা বলল আমাদের সম্পর্ক যা কাপড়ের দাম ও তায় ,,,তাহলে কাপড়ের দাম কত,,?
— 3o3
৯) কঠিন ধাঁধা। হাসির ছন্দ
কোন ফলের উপরের টা খাই,ভিতরে তার ফুল;
ভাবতে গেলে তার কথা পন্ডিতের হয় ভুল।
পারলে উত্তর দাও
–– চালতা ফল
১০) ধাঁধা হাসির ছন্দ
কি এমন জিনিস, যা আমরা বছরে ১বার কিনি !
সারা বছর শুধু দেখি, তারপর ফেলে দেই ?
— ক্যালেন্ডার.
হাসি নিয়ে ক্যাপশন
আরও পড়তে পারেন–দুঃখের স্ট্যাটাস, দুঃখের পিক , দুঃখ নিয়ে উক্তি ও কবিতা
হাসি নিয়ে উক্তি
* হেসে হেসে কথা কয় সে হাসি তো ভালো নয়। প্রধান
* মানুষের হাসি বিধাতার পরিতৃপ্তি। জন ওয়েস
* হাসির বিনিময় মূল্য নেই কিন্তু তাৎপর্য আছে। -বুলিয়ান
* মন খুলে যে হাসতে পারে না সেই পৃথিবীর সবচেয়ে অসুখী ব্যক্তি। —জন লি
* অসৎ মানুষের হাসি নির্মল নয়। উড্রো উইলসন
* নির্মল হাসি গৃহে সূর্যকিরণের মতো। মেনেন্ডার
* মানুষই একমাত্র সৃষ্টি যাকে ঈশ্বর হাসার শক্তি দিয়েছেন। – মিডাইল
* হাসি মানুষের প্রাণকে সজীব রাখে, মনকে সতেজ করে। আমরা যাকে ভালোবাসি, তার মুখে হাসি। ফোটাবার জন্য কতই না চেষ্টা করি। – অভিত দত্ত
* মানুষ এই পৃথিবীতে এত যন্ত্রণাদায়কভাবে ভোগে যে তাকে বাধ্য হয়ে হাসি আবিষ্কার করতে হয়েছে। —নিজসটি
* তুমি যদি কাউকে হাসাতে পারো তবে সে তোমাকে পছন্দও করবে বিশ্বাসও করবে। -আলফ্রেই স্মিথে
* যে হাসতে পারে সে গরিব নয়। – হেমন্ত হিকেক
* যে হাসতে জানে না সে হতে পারে বিশ্বাসঘাতক, করতে পারে ছলচাতুরী, জীবনটাই তার
বিশ্বাসঘাতকতা আর ছলচাতুরীপূর্ণ। —টমাস কার্লাইল
* হাসি এবং কান্না দুটো একই অনুভূতির ভিন্ন প্রকাশ, একটি বায়োরীয় অন্যটা জলীয়।
—অগিতার ওয়েজেন হোমস হাসির ছন্দ
* যেদিন নিজেকে নিয়ে সত্যিকার হাসি হাসতে পারবে সেইদিন বুঝবে তুমি বড় হয়েছ।
– ইথেল ব্যারিমোর। হাসির ছন্দ
* যে গৃহে হাসি আছে সে গৃহের রং উজ্জ্বল রূপালী । — বেন জনসন
* যে মানুষ অন্যকে হাসাতে পারেন, তিনি শর্তহীনভাবে জনপ্রিয় হয়ে ওঠেন। —গেটেসন
* যে হাসে সে বেশিদিন বাঁচে । — ডাঃ জোয়েল ওম্যান
* প্রাণ খোলা হাসি ঘরে সূর্যোদয়ের মতো। থ্যাকারে
* সব ছেলের কাছেই তার মার সুখের হাসিটি হচ্ছে একান্ত নিজস্ব সম্পদ, যার সঙ্গে অন্য কারও মায়ের হাসি মেলেই না। অবধূত
* অভিজ্ঞ লোকেরা স্বপ্ন হাসে, বোকারা না বুঝেও হাসে। উইলিয়াম হারতে
* যে শিশুর হাসি ঘৃণা করে তার থেকে সাবধান। -লাভাতার
* অতি উচ্চহাস্য শূন্য মনের পরিচায়ক। – গোল্ড স্মিথ
* আপনি যদি বুদ্ধিমান হন তবে হাসুন। –মার্শন
* যে বুঝে শুনে সবার শেষে হাসে তার হাসির একটা যথার্থ অর্থ আছে। -জন এজেল
* হাসি-খুশি মানুষকে বিধাতাও পছন্দ করেন। জন ওয়েজ
* একটা হাসিকে আনন্দ হবার জন্য অবশ্যই আনন্দময় অন্তর থেকে উৎসারিত হতে হবে, কারণ করুণা ব্যতীত কোনো প্রকৃত আনন্দ থাকতে পারে না। -কারলাইন
* যে ব্যক্তি হাসতে পারে না, তার ব্যবসা করা সাজে না। -চীনা প্রবাদ
এ কথা শেষ করার পর যে হাসে সেটাই যথার্থ হাসি। —
হাসির ক্যাপশন , হাসির ছন্দ
চোখে ব্লাড চলে এসেছে, তবুও মুখে হাসি
শুয়ে থাকা মানুষটা উঠে বসলেন
একটু দূরে চেয়ার নিয়ে বসাতে, বললেন তুই আমার এখানে বস্
তারপরে দুজনের কয়েক ঘন্টা আলাপ চললো।
একবারও বুঝতে দিতে চাইলেন না তিনি কতটা অসুস্থ।
হাসির ছন্দ