You are currently viewing ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুর রহমান (অবঃ) এর ১৫ দফা উন্নয়ন কর্মসুচী
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুর রহমান

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুর রহমান (অবঃ) এর ১৫ দফা উন্নয়ন কর্মসুচী

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুর রহমান (অবঃ)— দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এর মনোনয়ন পেলে সাধারণ মানুষের ভোটে এমপি হবেন| এমনটাই আশা করেন কলাপাড়া, মহিপুর, রাঙ্গাবালী  উপজেলার সাধারণ জনগণ।

 

১৫ দফা উন্নয়ন কর্মসুচী

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুর রহমান (অবঃ)

ইনশাআল্লাহ, নীচে উল্লেখিত ১৫ দফা খসড়া উন্নয়ন

কর্মসূচী আমরা বাস্তবায়ন করবো। মহান আল্লাহ আমাদের লক্ষ্য অর্জনে সহায় হোন।

কলাপাড়া-রাংগাবালী উপজেলাকে ভিশন-২০৪০ এর আলোকে উন্নত জনপদে রূপান্তরের জন্য ১৫ দফা উন্নয়ন কর্মসূচী (খসড়া)

১) নিরাপত্তাঃ রাজনৈতিক ও প্রশাসনিক ভাবে জননিরাপত্তা নিশ্চিত করে সুশৃংখল শান্তির জনপদ হিসাবে গড়ে তোলা।

২) শিক্ষাঃ প্রতি পরিবারের প্রত্যেকটি সন্তানের জন্য সুশিক্ষার ব্যবস্থা করা। এজন্য প্রতিটি ওয়ার্ড ভিত্তিক বিশ্ব মানের উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। উচ্চ শিক্ষার জন্য আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।

আরও পড়তে পারেন–কে এই সিরাজুল আলম খান? দেশভাগের নেপথ্য কারিগর

৩) দক্ষ জনশক্তি তৈরিঃ শিক্ষার পাশাপাশি কর্ম দক্ষ জনাশক্তি গড়ে তোলার জন্য এলাকার তরুন-যুবকদের বিভিন্ন বিষয় ভিত্তিক দক্ষতা প্রশিক্ষন ও অনুশীলনের ব্যবস্থা করা হবে। এজন্য পর্যাপ্ত সংখ্যক কারিগরি প্রশিক্ষন প্রতিষ্ঠান গড়ে তোলা।

৪) কর্মসংস্থানঃ কৃষি, কুটির শিল্প, ক্ষুদ্র, মাঝারী ও বৃহৎ শিল্পায়ন, ইকোনোমিক জোন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং সেবাখাত ইত্যাদি ক্ষেত্রে পর্যাপ্ত দেশী-বিদেশী বিনিয়োগ সহ স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি করে পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা, যাতে করে অত্র এলাকার প্রতি পরিবারের কম পক্ষে এক জন ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা যায় ও পরিবারের মৌলিক অর্থনৈতিক চাহিদ মেটানো সম্ভব হয়।

৬) চিকিৎসাঃ উন্নত চিকিৎসার সুযোগ সুবিধা সহ সর্বসাধারণের জন্য ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত উন্নত চিকিৎসার জন্য আধুনিক হাসপাতালের সুব্যবস্থা করা।

৭) বাসস্থানঃ প্রতি পরিবারের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন আবাসিক বাসস্থানের ব্যবস্থা করা।

ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুর রহমান
ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুর রহমান

৮) আত্মনির্ভরশীলতাঃ ‘আদর্শ বাড়ী’ প্রকল্পের মাধ্যমে গ্রামের প্রতিটি বাড়ীকে জীবিকা নির্বাহের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে স্বনির্ভর হিসাবে গড়ে তোলা।

৯) সুশাসনঃ সৎ প্রশাসনের পোষ্টিং নিশ্চিত করে ঘুষ ও দূর্ণীতি মুক্ত পেশাদার প্রশাসন নিশ্চিত করা। ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণের মাধ্যমে সঠিক ব্যক্তিদের ভূমির মালিকানা নিশ্চিত করা ও এবিষয়ে যেকোন ধরনের হয়রানি দূর করা।

১০) সামাজিক শৃংখলাঃ সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও দখলদারি মুক্ত জনজীবন নিশ্চিত করা। বিপদগামীদের কাউন্সিলিং ও সুচিকিৎসার মাধ্যেম সঠিক জীবন-যাপনের সুযোগ সৃষ্টি করে দেয়া।

১০) যোগাযোগঃ? রাংগাবালি উপজেলা সদরের সাথে প্রতিটি গ্রামের পাঁকা রাস্তার দ্বারা সংযোগ নিশ্চিত করা। কলাপাড়া-ফেলাবুনিয়া ফেরী সার্ভিস চালু করা। ফেলাবিনিয়া রাংগাবালি উপজেলা সদর হয়ে উপজেলার সর্বোউত্তরের এলাকার সাথে, পাশাপাশি দক্ষিনে মৌডুবীর জাহাজমারার চর পর্যন্ত কমপক্ষে দুই লেন রাস্তা নির্মান করে জনমানুষের জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থা চালু করা। পরিকল্পিত কুয়াকাটা -পায়রা পোর্ট-বারিশাল-ভাংগা ৬ লেন মহাসড়ক এবং দ্রুতগতির রেলপথ দ্রুত বাস্তবায়ন করা নিশ্চিত করা।

১১) বিদ্যুতায়নঃ প্রত্যন্ত গ্রামাঞ্চলকেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের আওতায় আনা।

১২) ডিজিটাল কলাপাড়া-রাংগাবালীঃ ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইণ্টারনেট নেটওয়ার্ক স্থাপন নিশ্চিত করতঃ দ্রুত গতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা। নতুন প্রজন্মকে আইসিটি দক্ষ করে উপার্জন উপোযোগী করে গড়ে তোলা।

১৩) নারীর সামাজিক মর্যাদাঃ নারী শিক্ষা ও নারীর কর্মসংস্থানের মাধ্যমে নারীর উন্নত পারিবারিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা।

১৪) বৃহৎ উন্নয়ন প্রকল্পঃ পায়রা পোর্ট এবং কুয়াকাটা ও মৌডুবী সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মান সম্পন্ন করা সহ কলাপাড়া-রাংগাবালীর উপজেলায় চলমান সকল মেঘা প্রকল্প দ্রুততম সময়ে সম্পন্ন করা এবং মেঘা প্রকল্প বাস্তবায়নের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রাপ্য ক্ষরিপূরণ অনতিবিলম্বে পরিশোধ নিশ্চিত করা।

১৫) কলাপাড়া জেলা বাস্তবায়নঃ কলাপাড়া, আমতলী, রাংগাবালি ও তালতলি উপজেলা এবং মহিপুর থানা নিয়ে কলাপাড়া জেলা বাস্তবায়ন করা।

উপরের খসড়া উন্নয়ন কর্মসূচীতে আরো কোন কর্মসূচী অন্তর্ভুক্ত করার সুপারিশ থাকলে জানানোর জন্য আহ্বান জানাচ্ছি।

সবার সমর্থন ও সহযোগিতা কাম্য।

ব্রিগেডিয়ার জেনারেল

মোঃ হাবিবুর রহমান এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)

উপদেষ্টা

ইসলামী সামাজিক আন্দোলন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন