You are currently viewing স্বাধীনতা কি ? স্বাধীনতা কবিতা
স্বাধীনতা কি ? 

স্বাধীনতা কি ? স্বাধীনতা কবিতা

স্বাধীনতা কবিতা টি স্বাধীনতার বাস্তব চিত্র নিয়ে লেখা। মানুষ স্বাধীনতাকে কি ভাবে উপভোগ করছে তার জীবন্ত প্রমান স্বাধীনতা কি কবিতাটি।  স্বাধীনতার আসল রুপ প্রকাশ পেয়েছে কবিতাটিতে।

স্বাধীনতা কি ?

-আলানূর হোসাঈন

 

স্বাধীনতা কি ফেলানীর লাশ,
কাটাতারে ঝোলা?
স্বাধীনতা কি মানুষ মেরে,
লাশের উপর খেলা ?
স্বাধীনতা কি অস্ত্র দিয়ে ,
করবে ওরা গুলি ?
স্বাধীনতা কি ধ্বর্ষণ করে ,
করবে সেঞ্চুরী?
স্বাধীনতা কি বিশ্বজিতের,
করুন মিরতু চাওয়া?
স্বাধীনতা কি সত্য বললে,
গুম হয়ে তার যাওয়া?
স্বাধীনতা কি মিছিল হলে,
পুলিশ দিয়ে খুন.?
স্বাধীনতা কি অন্য দলের,
অফিসে দেয়া আগুন?

আরও পড়তে পারেন–দূর্নীতি কি ? দূর্নীতির দাবানল কবিতা

স্বাধীনতা কি বঙ্গ বীরকে,
রাজাকার গালি দেয়া ?
স্বাধীনতা কি ব্যাংকের টাকা,
লুট করিয়া নেয়া ?
স্বাধীনতা কি বিচারপতির,
স্কাইপি কেলেংকারী ?
স্বাধীনতা কি সত্য লেখায়,
মাহমুদুর রহমানকে গালি ?
স্বাধীনতা কি ছাত্রাবাসে,
ছাত্রলীগের আগুন ?
স্বাধীনতা কি সারা দেশে ,
করবে ওরা খুন ?
স্বাধীনতা কি লগীবৈঠায়,
মানুষ মারতে বলা ?
স্বাধীনতা কি দশ টাকার চাল,
চল্লিশ টাকায় খাওয়া ?
স্বাধীনতা কি সত্য বলায়,
সাগর রুনীর লাশ ?
স্বাধীনতা কি মানুষ মেরে,
করা আইন পাশ ?
স্বাধীনতা কি শিক্ষকদের,
মরিচের গুরি চোখে ?
স্বাধীনতা কি আত্মহত্যা,
শেয়ার লুঠের দুঃখে ?
স্বাধীনতা কি টিপাইয়ে বাঁধ,
কিরষকের চোখে জল ?
স্বাধীনতা কি ঠেকাইয়ের চোখে,
অশ্রু টল মল ?
স্বাধীনতা কি লিগের দ্বারা,
শিক্ষকের মার খাওয়া ?
স্বাধীনতা কি গরিব দুঃখীর,
রক্ত চুষে নেওয়া?
স্বাধীনতা কি মজলুমের ঐ,
করুন আর্তনাদ?
স্বাধীনতা কি রাস্তার ছেলে,
পায় না খেতে ভাত?
স্বাধীনতা কি সংসদ ভবন,
গালীর মঞ্চ হওয়া?
স্বাধীনতা কি বিরোধী নেতার,
বাড়িটা কেড়ে নেয়া?
স্বাধীনতা কি মন্ত্রীদের ঐ,
কোটি টাকার বাড়ি?
স্বাধীনতা কি গরিব দুঃখীর,
করুন আহাজারী?
স্বাধীনতা কি ভয় দেখিয়ে
মিডিয়া পক্ষে রাখা?
স্বাধীনতা কি উচ্চ শিক্ষার,
লক্ষ বেকার থাকা?
স্বাধীনতা কি গণতন্ত্র,
বুটের তলায় মারা?
স্বাধীনতা কি সত্য বললে,
গুম হয়ে তার যাওয়া?
স্বাধীনতা কি দুর্নীতিতে
হওয়া চ্যাম্পিয়ান?
স্বাধীনতা কি নাস্তিক দ্বারা
রাসূলের অপমান?
স্বাধীনতা কি মানুষ মেরে
বিচারপতির হাসি?
স্বাধীনতা কি মিথ্যে মামলায়
সাঈদীর গলে ফাঁসি?
স্বাধীনতা কি বিনে ভোটে
সরকার গঠন করা?
স্বাধীনতা কি ইচ্ছে মত
আইন করিয়া লওয়া?
স্বাধীনতা কি শাহাবাগে
নাস্তিকদের উত্থান?
স্বাধীনতা কি রোগী মেরে
রাস্তায় গাওয়া গান?
স্বাধীনতা কি নিরাপরাধ
কাদের মোল্লার ফাঁসি?
স্বাধীনতা কি গরীব দুঃখীর
অশ্রু দিবা নিশি??

ট্যাগ: স্বাধীনতা কবিতা , বঙ্গবন্ধু ও স্বাধীনতা কবিতা লিরিক্স, স্বাধীনতা কবিতা আবৃত্তি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা, স্বাধীনতা কবিতা নির্মলেন্দু, স্বাধীনতা কবিতা কাজী নজরুল ইসলাম