বন্ধু এক পরম আত্মার আতীয়। প্রত্যেকের জীবনেই কেউ না বন্ধু আছে। অপনি নিশ্চই বন্ধু নিয়ে স্ট্যাটাস খুঁজছেন অথবা বন্ধুত্ব নিয়ে ক্যাপশন খুঁজছেন। আজকের অর্টিকেলটি সাজানো হয়েছে সেরা বন্ধু নিয়ে স্ট্যাটাস , বন্ধুত্ব নিয়ে ক্যাপশন নিয়ে। এছাড়াও যারা বন্ধু নিয়ে ছন্দ , কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস , খারাপ বন্ধু নিয়ে স্ট্যাটাস এবং বন্ধু নিয়ে স্ট্যাটাস ইংরেজি পেতে চাচ্ছেন এই পোস্ট আপনাদের জন্য।
বন্ধু নিয়ে স্ট্যাটাস
বন্ধু মানে কি? আপনাদের কার কাছে বন্ধুর সংজ্ঞা কি? কে এই সম্পর্কটাকে কি ভাবে দেখেন মানেন আর আশা করেন?
বন্ধু জীবনে অক্সিজেনের মতো। যে কথা কাউকে বলা যায় না, সেই গোপন কথার ঝাঁপি নিশ্চিন্তে খুলে দেয়া যায় বন্ধুর সামনে।
বন্ধু কখনো শিক্ষক, কখনো সকল দুষ্টুমীর একমাত্র সঙ্গী। বন্ধু মানে বাঁধ ভাঙা উচ্ছাস আর ছেলেমানুষী হুল্লোড়। সব ধরণের মানবিকতা বোধ ছাপিয়ে বন্ধুত্বের আন্তরিকতা জীবনের চলার পথে অন্যতম সম্পদ।
আবার সামান্য ভুল বোঝাবুঝি থেকে সহসাই বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরতে দেখা যায়! যে ব্যাপারটা সামান্য আলোচনার মাধ্যমেই মিটে যেতো, তাকে বছরের পর বছর মনের মধ্যে পুষে রেখে বন্ধুত্ব নষ্ট হবার দৃষ্টান্তও নিতান্ত স্বল্প নয়। বন্ধুত্বে বিশ্বাস রাখুন। তৃতীয় কোন পক্ষের বক্তব্যের জের ধরে সম্পর্কে ফাটল ধরাবেন না। বন্ধুর কোন কিছু অপছন্দ হলে অন্যের কাছে সমালোচনা না করে সরাসরি বলুন। শুনতে তিক্ত হলেও ফলাফল মধুর হবে। বন্ধুত্বে সৎ থাকুন। মিথ্যা তথ্য কিংবা ধারণা দিয়ে বন্ধুত্বের সম্পর্ক গড়বেন না। আপনি যা সেটাই প্রকাশ করুন। অযথা কৃত্রিমতা বর্জন করে নিজের ব্যাক্তিত্বকে প্রদর্শন করুন। মনের
মতো বন্ধু পেতে সততার কোন বিকল্প নেই। সততা প্রিজারভেটিভ ছাড়াই সম্পর্কের বৃক্ষকে সতেজ রাখে।
‘বন্ধু’ শব্দটি যতই ছোট হোক, এর গভীরতা আর ব্যাপ্তি অনেক বেশি। বন্ধুত্বের কোন সংজ্ঞা হয় না একে সংজ্ঞায়িত করা যায় না ।
এরিস্টটলের মতো করে বলতে হয় বন্ধুত্ব মানে বিশ্বাস, বন্ধুত্ব মানে পরস্পরের মাঝে সহযোগিতা, বন্ধুত্ব মানে বিপদে পাশে থাকা, সুখে-দুঃখে এক থাকা। জীবনের কোনো বাঁকে নয়, বন্ধুত্বের ব্যাপ্তি সারাজীবন।
কিন্তু আমি সেই বন্ধুকে হারিয়ে ফেলেছি আজো তাকে খুজে ফিরি তার সৃতির মোহনায় ।ভালো থাকিস বন্ধু আমি তোর সাক্ষাতের প্রহর গুনছি , আমার ডাক এলেই চলে আসব।
আপও পড়তে পারেন–সেরা ১০ বন্ধু কবিতা
যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন, সম্মুখে তারিফ করে দুষমন সে জন।- হযরত ওমর ফারুক (রাঃ)
বন্ধু তোমার বুক ভরা লোভ দুচোখে স্বার্থঠুলি । নতুবা দেখিতে, তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। -কাজী নজরুল ইসলাম
##বন্ধু বলে ডাকো যারে, সে কি তোমায় ভুলতে পারে
অনেক অনেক ধন্যাবাদ বন্ধু তোমার মূল্যবান সময় নষ্ট করে এতো সুন্দর একটা ট্যুর দেয়ার জন্য।দুজনে অনেক মজা করছি ।অনেক মিছ করি তোরে বন্ধু ।
#বন্ধু সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ উপহার গুলোর মধ্যে একটি
এমন করে আজীবন পাশে থাকিস বন্ধু
”’বন্ধুত্ব যে কতটা গুরুত্বপূর্ণ…
সেটা কেবল তখনই অনুভব করা যায়..
যখন বন্ধুত্ব নষ্ট হয়ে যায়..
বন্ধু হবে পাখপাখালি বাঁশের আড়া বন
কেউ রবে না বিমুখ পথের পানে
সকাল সন্ধ্যা ময়না শালিক মাতবে সুরের তানে
মনের মাঝে উঠবে আলোড়ন
বন্ধু হবে পাখপাখালি বাঁশের আড়া বন।
আরও পড়তে পারেন–বন্ধু নির্বাচনে ইসলাম কী বলে?
যার বন্ধু নেই সেই গরিব। আবার স্বার্থের বন্ধুত্ব সামান্য আঘাতেই ভেঙে যায়।
-হযরত আলী (রাঃ)
ও বন্ধু কী দুটি দেহের মধ্যে অভিন্ন একটি হৃদয়।- এরিস্টটল।
দীর্ঘকাল যুগযুগ সময় চলে যাবে,
বন্ধুত্বের সময় কালেরও ঘটবে সম্প্রসারন… তবে থাকবে প্ররিশোধিত
জীবনে চলার পথে তা অনেক কিছুর বিষন্নতা থাকবে থাকবে ইচ্ছার অপ্রাপ্তি,
বয়সের সাথে সাথে সপ্ন গুলোরও শেষ হবে, কিন্তু বন্ধুত্ব থাকবে আজীবন ব্যাপ্তি,
বয়স শেষ হোক বন্ধুত্ব নয় এমন বন্ধুত্ব বেঁচে থাকুক সারাজীবন
Bondhu nia Status ~কাউকে সারা জীবন
কাছে পেতে চাও
তাহলে প্রেম দিয়ে নয়
বন্ধুত্ব দিয়ে আগলে রাখ
কারণ প্রেম একদিন হারিয়ে যাবে….!!
কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না…
bondhu status bangla
* বন্ধুর সাথে ততটা ঘনিষ্ঠতা করো না, যাতে সে যদি কোনোদিন শত্রু হয়ে ওঠে তুমি ব্যথা পেতে পারো। প্রাচীন পারস্য উপদেশ
আসসালাম,প্রিয় বন্ধুগণ!
তোমাদের সাথে থেকেছি বহুদিন একসাথে।
হাসি,কান্না ভালবাসার নিপুন সূঁতোয় যেন গেঁথেছিলাম বন্ধুত্ব।
সেই দাবি নিয়েই তোমাদের স্মরণাপন্য হয়েছি।
আগামী কাল সকালটাই যেন জীবনের একটি মোড় ঘুরিয়ে দিতে চাইছে।
স্কুল ছেড়ে কলেজ,এবার যেন সেটাও ছাড়তে হবে।
সকলের কাছে দোয়া চাইছি, এই শেষ টুকু যেন ভাল হয়,
কারন,শেষ ভাল যার,সব ভাল নাকি তার!!
পরিক্ষার সকল প্রস্তুতি কাটিয়ে একটি সফল রেজাল্টের আনন্দ যেন তোমাদের সাথে ভাগ করতে পারি।
আল্লাহ আমাদের সহায় হউন।
——-তোমাদের ছোট্ট ভাই,
আর দেখুন–বেঈমান বন্ধু- ঈদ মোবারক-মুজাহিদ লাভলু
* নির্বোধের বন্ধুত্ব থেকে দূরে থাক। কারণ, সে উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি হয়ে যাবে। -হযরত আলী (রাঃ)
* একজন সত্যিকারের বন্ধু কখনো বন্ধুর আচরণে ক্ষুব্ধ হয় না। – চার্লস ল্যাম্ব
+ বিশ্বাস এবং আস্থা ছাড়া বন্ধুত্ব হয় না। — রবার্ট ক্লেয়ার
৬ কর্মদক্ষতাই মানুষের সবচেয়ে বড় বন্ধু । – দাওয়ানি
* বুদ্ধিহীন অনেক লোক অপেক্ষা একজন বুদ্ধিমান লোকের বন্ধুত্ব অধিক ভালো।– ডেমোক্রিটাস
তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি
বসন্ত কালে তোমায় বলতে পারিনি।
* একজন সৎ বন্ধু যার নাই তার জীবন দুঃসহ। ডেমোক্রিটাস
* বস্তুর শত্রুর সঙ্গে মিত্রতা করিও না, করিলে বন্ধু হারাইবে।- হযরত আলী (রাঃ)
* দৃষ্টিভঙ্গির সমতা বন্ধুত্ব গড়ে তোলে।— ডেমোক্রিটাস
* আস্থা ছাড়া বন্ধুত্ব থাকতে পারে না। এপিকিউরাস
* যে বন্ধুহীন জীবন যাপন করে এবং যার মৃত্যুর সময় প্রিয়জন কাছে থাকে না তার মতো দুর্ভাগা কেউ নেই ।– জেমস হগ
আমি বিশ্বাস করি ।
আমার ও ডোরেমন এর মতো কিছু বন্ধু আছে
ডোরেমন যেমন,নবিতার মৃত্যুর পড়ে টাইম মেশিনে করে আবার নবিতার কাছে ফেরত যায় ,
ঠিক তেমনি , আমি ও বিশ্বাস করি ,আমার ডোরেমন এর মতো বন্ধুরা ,আমার কাছেই ফিরে আসবে ,
আবারো আমরা , একত্রে হবো
ঘুরবো ফিরবো
* তিনজন বিশ্বাসী বন্ধুর উপর নির্ভর করা যায় যথা, অনেক দিনের বিয়ে করা স্ত্রী, পুরানো পোষা কুকুর এবং নগদ জমা টাকা। -ফ্রাঙ্কলিন
* হাসি তামাসায়ও কখনো বন্দুত্বে আঘাত দিতে নেই। -সাইরাস
* যার বন্ধু নাই তার শত্রুও নাই। —টেনিসন
কিছু বন্ধুত্ব টম ও জেরির মতো।
তারা একে অপরকে জ্বালাতন করে
দুষ্টুমি করে মারপিট করে তর্ক বিতর্ক করে।
কিন্তু একে অন্যকে ছাড়া
সময় কাটাতে পারে না। বন্ধুত্ব নিয়ে ক্যাপশন
যেমন আমরা তিনটা….
বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি
কি বন্ধু থাকা ভালো কারণ প্রয়োজনে বন্ধুরাই এগিয়ে আসবে।-ফ্লেচার
* জীবনটা পরিপূর্ণ হয়ে ওঠে বহু বন্ধুর সুমহান বন্ধুত্বে। – সিডনি স্মিথ
* কখনো বন্ধুত্বকে গভীর ও মধুর করে থাকে। জে হোওয়েল
* জীবনের সফলতা এবং ধন সম্পদ বন্ধু বৃদ্ধিতে সহায়তা করে। হার্বাট হোল্ডার
বন্ধু বন্ধুত্ব নিয়ে ক্যাপশন
প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয়। কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয়, ততই উৎকৃষ্ট ও দৃঢ় হয়। এরিস্টটল
* সে সবার বন্ধু হয় সে আসলে কারোরই প্রকৃত বন্ধু নয়।— এরিস্টটল
* যে বন্ধহীন জীবন যাপন করে এবং যার মৃত্যুর সময় প্রিয়জন কাছে থাকে না—তার মত দুর্ভাগা কেউ নেই।— জেমস হগ
* বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।— ইংরেজি প্রবাদ
> একজন বিজ্ঞ বন্ধুই হল জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।— ইউরিপাইডস
* বন্ধুর নিন্দে করতে হলে গোপনে আর তার প্রশংসা করার সময় খোলাখুলিভাবে করবে।— সাইরাস
> বন্ধুত্ব করার সময় খুবই ধীরে ধীরে অগ্রসর হতে হবে। কিন্তু যখন বন্ধুত্ব হয়ে যায় তখন তা দৃঢ়তর ও স্থায়ী করো।— সক্রেটিস
* আক্রমণকারী শত্রু অপেক্ষা তোষামোদকারী বন্ধুকে বেশি ভয় কর। জি, ওব্রেয়ন
> পুরাতন বন্ধুরাই ভালো । রাজা জেমস সর্বদা তার পুরাতন জুতো পরতে চাইতেন। কারণ সেগুলিই ছিল তার পায়ের পক্ষে আরামদায়ক। —জন সেন্ডেন
* আমার শৈশবের বন্ধুরা আমার নিকট এক একটি বিশ্বাসের স্তম্ভ।—জি, এম, হিলার্ড
তুই কি আমার বন্ধু হবি?
নিত্য প্রেমের গল্প কবি,
উড়ে যাবি মনের গহীন বনে।
তুই কি আমায় সঙ্গ দিবি?
সুখ দরিয়ায় আমায় নিবি,
দিবি না তো ব্যাথা কোমল মনে?
এক বন্ধুর আশ্বাস, জীবনে আসার আলো ফেরাতে পারে…
বন্ধুত্ব নিয়ে ক্যাপশন
বর্তমান যুগ ডিজিটাল যুগ এই যগে মানুষ সামাজিক যেগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে তাদের মনের ভাব প্রকাশ করে। বন্ধু দিবসসহ নানা সময়ে তারা বন্ধুত্ব নিয়ে ক্যাপশন দিয়ে থাকে। এর মাধ্যমে বন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়। আজকের আর্টিকেলে রয়েছে আপনাদের মনের মতো বন্ধুত্ব নিয়ে ক্যাপশন । আশাকরি বন্ধুত্ব নিয়ে ক্যাপশন আপনাদের ভালো লাগবে।
বন্ধুত্ব একটি জীবনকে ভালোবাসার
চেয়েও গভীরভাবে চিহ্নিত করে।
ভালোবাসাতে কষ্ট পেতে হয়,
কিন্তু বন্ধুতে কষ্টের কোনও
স্থান নেই। বন্ধুত্ব নিয়ে ক্যাপশন
বন্ধুর সাথে ভালোবাসার সম্পর্কে জড়ানো ঠিক নয়। বন্ধুত্ব সম্পর্কটা চিরদিনের জন্য যা কোনো কারণে ভেঙ্গে গেলেও আবার কোনদিন না কোনদিন জোড়া লাগে কিন্তু ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক ভেঙ্গে গেলে ভালোবাসার পাশাপাশি বন্ধুত্বের সম্পর্কটাও হারিয়ে যায়।
বন্ধুরা কখনো ছেড়ে যায় না! বন্ধুত্ব নিয়ে ক্যাপশন
বন্ধুত্ব জীবনের অন্যতম একটি অধ্যায়!
বন্ধুত্ব একমাত্র সিমেন্ট, যা সবসময় পৃথিবীকে একত্র করে রাখতে পারবে।
বন্ধু নিয়ে উক্তি
> যদি তোমার সত্যিকার বন্ধু থাকে তবে তার কাছ থেকে কখনো কখনো যা আশা কর তার চে বেশি পাবে। -জোসেফ রউস্ক
> প্রমাণিত না হওয়া পর্যন্ত কোনো বন্ধুকেই যথার্থ বন্ধু বলা যাবে না।- বায়রন
> বন্ধু সেই, যে একই লোককে অপছন্দ করে যাকে তুমিও অপছন্দ কর। — অজ্ঞাত
> আমি আমার বিশ্বস্ত বন্ধুকে যেমন ভালোবাসি তেমনি শক্তিশালী শত্রুকেও ভালোবাসি, কারণ এর দুজনেই আমার উন্নতির মূলে সমানভাবে কাজ করে। —জর্জ বানাড শ
<> বন্ধু ছাড়া জীবন প্রত্যক্ষদর্শী ছাড়া মৃত্যুর মতো। —জর্জ হার্বাট
> বন্ধু অপেক্ষা শত্রুকে পাহারা দেওয়া সহজ। – আলকমেয়ন
> নিঃস্বার্থভাবে যে বন্ধুত্ব স্থাপন করতে পারে, সে সকলের প্রিয়ভাজন। —জন কিপলিং
<> সৌভাগ্য ও উন্নতি আমাদের বন্ধু বান্ধব জুটিয়ে আনে আর দুঃখে পতিত হলে তাদের পরীক্ষা হয়।- অজ্ঞাত
<> উৎসবে ব্যাসনে এবং রাষ্ট্রবিপ্লবে যে কাছে দাঁড়ায় সেই বান্ধব। চাণক্য পণ্ডিত
<> সারাজীবনের জন্য একজন প্রকৃত বন্ধুই যথেষ্ট।— মেরি এ্যাডমস
> আদর্শবান লোকদের বন্ধুর সংখ্যা কম থাকে। -ডগলাস জেরল্ড
> বন্ধু হচ্ছে ছায়াদানকারী বৃক্ষের মতো। এস, টি, কোলরিজ
> খ্যাতি হচ্ছে জাকালো সোনার মুকুট পরা সৌরভহীন সূর্যমুখী, কিন্তু বন্ধুত্ব হচ্ছে জীবন্ত গোলাপ যার
পরতে পরতে খোশবাই। — অলিভার ওয়েনডেল হোমস
<> পাঁচ প্রকারের লোকের সাথে বন্ধুত্বসূত্রে আবদ্ধ হয়ো না-
১. মিথ্যাবাদী লোক, যে তোমাকে মরীচিকার মতো প্রতারিত করে।
২. মূর্খ ব্যক্তি, যে তোমার কোনোপ্রকার উপকার করতে পারে না।
৩. কৃপণ লোক, যখন তুমি তার সাহায্য আবশ্যক মনে করো তখন সে তোমার সংসর্গ ত্যাগ
করে।
৪. ভীরু ব্যক্তি, যে তোমার বিপদ দেখে পলায়ন করে।
৫. দুষ্ট পাপী, যে তোমাকে সামান্য স্বার্থের জন্য বিক্রয় করবে। —ইমাম জাফর আল সাদিক
একজন বিশ্বস্ত বন্ধু হচ্ছে সারাজীবনের জন্য এক পরম উপকারী মহৌষধ।—এইচ জে ভন
বন্ধুত্বকে একমাত্র বন্ধুত্ব ছাড়া কেনা যায় না। —টমাস উইলসন
বন্ধুত্ব রাখার সবচেয়ে ভালো পন্থা হল তাদের কিছু ধার না দেয়া এবং তাদের থেকে কিছু ধার না
নেয়া।—পল ডি কক্
<> গোপনীয়তা রক্ষা না করে চললে কোনো বন্ধুত্ব টেকে না। চার্লস হেনরি ওয়েব
<> আমি গর্বিত এই জন্য যে, আমার বন্ধুরা দরিদ্র হলেও সৎ।— জন ওজেল
বন্ধু নিয়ে ছন্দ
কবি সাহ্যিকরা বন্ধু নিয়ে ছন্দ লিখে পাঠককে আকৃষ্ট করেছেন। তাদের রচিত বন্ধু নিয়ে ছন্দ বন্ধুত্বের চমৎকার ভাব প্রকাশ পেয়েছে। বন্ধু নিয়ে ছন্দ গুলো আপনাদের ভালো লাগবে।
=} বন্ধু {=[এমনই হয়]
বন্ধু নিয়ে ছন্দ -১
সঙ্গ গুনে ফুলের ঘ্রান , মাটির থেকে আসে ।
সঙ্গ দোষে সোনার জীবন , অন্ধকারে ভাসে ।।
====***======
বন্ধু নিয়ে ছন্দ -২
জীবন যুদ্ধের বেশিটা সময়, কাটাচ্ছো যার সঙ্গে।
চোখটা বুঝে একটু দেখ, সে আছে কোন রঙ্গে । ।
বন্ধু নিয়ে ছন্দ -৩
পুষ্পের সুবাসে কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস
সুবাসিত খাকেতে।
পুষ্প তাহার বেজায় খুশি
রাখিয়া তোহিতে।
ভ্রমর তাহা মধু পেয়ে
হইয়া অনুরাগী।
ফুলের কৃপায় বন্ধু হইল
পরশে তাহার লাগী।
বন্ধু নিয়ে ছন্দ -৪
নেই বন্ধু নেই স্বজন,
নেই সাথী নেই আপন
দূর্গম পথে আজ আমি একেলা
বন্ধু নিয়ে ছন্দ -৫
তাদেরকেই বন্ধু বলে
যারা হাসির রং চেনে,
কান্নার কারন বোঝে
গলার সুর শুনে।
যারা সুখ না দিলেও
দুঃখ দেয়না,
সাহায্য না করলেও
শান্তনা দেয় –
সিক্ত চোখের জলে,
তাদেরকেই বন্ধু বলে।।
বন্ধু নিয়ে ছন্দ -৬
বন্ধুত্ব
❝মানুষ বলে বন্ধু মানে প্যারা❞
–“❝কিন্তু❞”
ツ❝আমি বলি হাজারো ভিড়ের মাঝে আমার
বন্ধুই সেরা
❝বন্ধু মানেই জীবন সুন্দর❞
#বন্ধু –
বন্ধু নিয়ে স্ট্যাটাস ক্যাপশন
আমার কোন দুঃখ নেই । কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস
যা বলার জন্য কোনো বন্ধুর প্রয়োজন হয়
প্রয়োজন হয় কোনো আশ্রয়ের
যে আশ্রয় আমাকে দুঃখ ভোলাতে পারে
না; আমার কোনো দুঃখ নেই
যার খরস্রোতা নদীতে আমার নৌকার প্রয়োজন হয়
তাই বন্ধু নামের কোনো মাঝিও আমার নিষ্প্রয়োজন।
যারা বন্ধুত্ব করতে চাইলো,তাদের বন্ধু বানাইলাম,যারা বন্ধুত্ব শেষ করতে চাইলো,তাদের যাইতে দিলাম, যারা আমারে ভালোবাসে, তাদের ভালোবাসলাম।যারা ঘৃণা করে,তাদের ও ঘৃণা করলাম।যারা আমার জন্য একটু হাটু সমান পানিতে নামতে রাজি,তাদের জন্য নিজেরে উজার করে দিলাম।যাদের সাথে হাই হ্যালোর সম্পর্ক,তাদের সাথে হাই হ্যালোর সম্পর্ক’ই রাখলাম।যারা প্রতিদিন আমার খবর নেই,তাদের প্রতিদিন খবর নিতে লাগলাম।যারা ভুলে যায়,তাদের ভুলে গেলাম।মনে রাখবেন, যে যেমন তার সাথে ঠিক তেমনই থাকবেন। অতিরিক্ত বা প্রয়োজনের চেয়ে বেশি সব কিছু’ই নিজের জন্য ক্ষ”তি”কা”র”ক.!
বন্ধু শুনতে থাকো আমাদের সকল বন্ধুরা
বন্ধুত্বের কথা জানাও আমাদের ও সব বন্ধুদের
” বন্ধুত্ব ”
” We are brother from another mother ”
জীবনে এমন কিছু বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যপার।
অটুট থাকুক এই বন্ধন। হয়তো কথা হবেনা রোজ নিয়ম মেনে তবুও বন্ধুত্বের এমন উদাহারন আমরা বার বার রাখতে চাই।
স্বপ্নের মত চারটা দিন কাটালাম, বুঝতেই পারিনি কখন সময় শেষ হয়ে গেল।
এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়, একি বন্ধনে জড়ালে গো বন্ধু
বন্ধু নিয়ে স্ট্যাটাস ছবি কষ্টের
কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস
আপনার বা আমার চেয়ে বয়সে ছোটো বা বড় যেকেউ, আমাদের লাইফের সবচেয়ে সেরা বন্ধুটা হয়ে উঠতে পারে।
বন্ধু সে তো । কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস
* যে সবরকম মানুষের বন্ধু হয়, সে আসলে কারো বন্ধু নয়। সি, সি, ফলটন
* বিপদের সময় যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু। শেক্সপিয়ার
* বন্ধু চয়ন করো ধীরে, আরো ধীর হও পরিবর্তনে। —ফ্রাঙ্কলিন
> যে বন্ধু অহংকার এবং স্বার্থের ঊর্ধ্বে থাকে সে সত্যিকারের বন্ধু -জোসেফ রাউস্ক
বন্ধুরা কখনো কখনো শত্রুর চেয়েও ভয়ঙ্কর হতে পারে। —উইলিয়াম এলিং হাম
> বন্ধুও চোখের পলকে শত্রু হতে পারে। — জন ডান
********** বন্ধু নিয়ে ছন্দ
—মুহম্মদ ওমর ফারুক
বন্ধু সে তো সুখের সাথী
দুখের অাঁধার তারা,
শব্দসুখে রথের সাথী
মরুর ঝরণা ধারা। কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস
বন্ধু সে তো গোপন আপন
অমর কাব্যকলি,
দেয় গো যেজন জনম তীরে
স্বীয় স্বার্থ বলি।
বন্ধু সে তো মাটির মানুষ
সুশীল দেবদাস, কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস
বর্ষাকালের বর্ষাতি আর
বাঁচার অপার শ্বাস।
বন্ধুত্ব নয় শব্দসমর
জোয়ার ভাটার ঢেউ,
বন্ধু সেতো ধরার মাঝে—
অধরা নয় কেউ।
বন্ধুত্ব..
এই বন্ধুত্ব জিনিসটা অনেক টাইইইইইইইইইইই.. গভীর যার কোনো শেষ নেই। বন্ধুদের সাথে আড্ডা দিলে পৃথিবীর যত ডিপ্রেশন আছে সব ই মনে হয় এই তো সব সমাধান হয়ে গেছে মন খারাপ থাকলে সেটা ও যেন এক নিমিষেই কোথাও উধাও হয়ে যাই কি আজব তাই না জানি না এই বন্ধুত্ব জিনিসটার মধ্যে কি এমন আছে যে সব কিছু ভুলিয়ে দেয় পৃথিবী টাকে তখন আপন লাগে
ভালো থাকুক আমার সব ফ্রেন্ডরা
ভালো থাকুক আমার প্রাইমারি স্কুলের লাইফের বন্ধু গুলা। ভালো থাকুক আমার হাই স্কুল লাইফের বন্ধু গুলা। ভালো থাকুক আমার কলেজ লাইফের বন্ধু গুলা ও
আরও পড়তে পারেন– কষ্টের স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস, ইসলামিক স্ট্যাটাস, কষ্টের পিক
বন্ধু নিয়ে স্ট্যাটাস ইংরেজি
— Let’s all talk about one of our sorrows today..!
_”I don’t have a best friend”
he will come back more stronger in sha Allah ..better day will come soon my friend
Have a best friend and say with great pride..!????????
bondhu niye caption english
__Where do you stay all day? Yes, you don’t remember me, why didn’t you message me?!????????
__When you come online, you will first look for my ID, if you see it offline, you will call and ask me to come online????????
__Even after thousands of insults, that best friend will remain my ????????
????Getting a best friend like this is a matter of luck which I don’t have,????
I need such a friend বন্ধু নিয়ে ছন্দ
, not that one,,
You find someone new.
Will forget,!????
?,, those thousands,,
In front of people, you are the only one.
Will search,,!????
bondhu niye caption english
– M e n t i o n your best friend.!☺️
– Whom you want to be friends with for the rest of your life.!????
dear best friend…! বন্ধু নিয়ে ছন্দ
I will ruin my friendship with you
I didn’t make friends…!!!❤️ ????
You are my best friend all my life
I am making friends because I will keep it….!!! ????????
খারাপ বন্ধু নিয়ে স্ট্যাটাস
“বন্ধু বাছাই করতে গিয়ে
ভুল করো না ভুল
খারাপ বন্ধু সঙ্গী হলে
হারাবে সব কুল।” বন্ধু নিয়ে ছন্দ
বুঝে শুনে বন্ধুত্ব করুন এমন কারো সাথে বন্ধুত্ব করবেন না যে বন্ধু আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়…….
#বন্ধুত্ব করার আগে ভেবে চিন্তে করবেন….কারন একজন বন্ধুই পারে আরএকজন বন্ধুর সবথেকে বড় ক্ষতি করতে…
মনে রাখবেন সব বন্ধুই কিন্তু বন্ধু হয় না, কিছু কিছু বন্ধু বন্ধুত্বের বেশ ধারনকারি নিকৃষ্ট শত্রুর থেকেও ভয়ানক
“ কাফের কে কোরনা বন্ধু কভু ”
হে মু’মিন গন, যাহারা শত্রু আমার ,
তোমাদের নিজেদের শত্রু যারা আর ।
বন্ধুরূপে তাদের কভু কোরনা গ্রহন ,
যেহেতু তাদের প্রতি তোমরা যখন ।
বন্ধু ভেবে করো সবে প্রীতি সম্ভাষন ,
কাফেরী করিতেছে তারা সবাই তখন ।
” তোমরা যারা বিশ্বাস এনেছ (আল্লাহর উপর) তারা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহন করোনা, তারা নিজেরা একে অপরের বন্ধু। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ এমন লোককে পথ প্রদর্শন করেন না যে এরকম জুলুম (ধৃষ্টতা, শয়তানি) করে।”
(-আল মায়িদাহঃ৫১)
স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস
আমার বন্ধুভাগ্য খুবই খারাপ। যাদের বন্ধু ভেবেছি তারাই সবথেকে বেশি কষ্ট দিয়েছে। আর আমিও তাদের কাছে তিনধরনের বন্ধু।
১. মৃত বন্ধু (শৈশবের কিছু বন্ধুর কাছে)।
২. অর্ধমৃত বন্ধু (পরিবার, সমাজ আর যাদের বুকে ধরে মানুষ করেছি, শিক্ষা দিয়েছি, একসাথে চাকরী করেছি, কিন্তু, এমনকি প্রয়োজনে যারা আমার মোবাইল পর্যন্ত রিসিভ করেনা, তাদের কাছে)।
৩.জীবিত বন্ধু (মাত্র দু’য়েক জনের কাছে)। বন্ধু নিয়ে ছন্দ
একজন বন্ধু, যার কাছে (হয়ত) আমি এখনও জীবিত একজন,
প্রশ্ন করেছিলাম, ” আমি তোমার কে হই বলোতো?
বলেছিল “তুমি আমার বন্ধু হও।” কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস
সুপ্রিয়র জন্মদিনে অনেক অনেক ভালবাসা আর শুভকামনা।
মানুষের মতো আয়ু পেয়ে প্রকৃত মানুষ হও।
দীর্ঘায়ু তো কচ্ছপ, কুমিরও পায়, মানুষের মতো মানুষ ক’জন হয়।
ভালো বন্ধু নিয়ে স্ট্যাটাস
যে আমার খুব ভালো বন্ধু তার কাছে আমার নিজেকে এক্সপ্লেন করার প্রয়োজন পড়ে না। আমি জানি সে বোঝে। আমি কোনটা কেন করেছি সে জানে। যে আমার খুব ভালো বন্ধু তার পাশে মিনিট পাঁচেক বসলেও জীবনে যত অশান্তিই চলুক না কেন, মনে হয় সব ঠিক আছে। গায়ে লেগে থাকা জখমের দাগে কে যেন মলম ছুঁইয়ে দেয়। যে আমার খুব ভালো বন্ধু সে আমার ভুলেও আমার বন্ধুই থাকে। কান মুলে আমার ভুলটা বুঝিয়ে দিয়ে আবার পাশে পাশে হাঁটে। চলে যায় না। যে আমার খুব ভালো বন্ধু তার কাছে আমার নিজেকে আড়াল করতে লাগে না। আমার অক্ষমতা, আমার দুর্বলতা, আমার বোকামো, আমার পাকামো, আমার ভয়, আমার পরাজয় সে সব জানে। আমি যেমন ঠিক তেমন ভাবে সে আমাকে চেনে এবং জাজ করে না। মেনে নেয়। মেনে নিয়েও ততটাই ভালোবাসে।
প্রত্যেকটা মানুষের জীবনে একটা খুব ভালো বন্ধু লাগে। যার ছায়ায় বাকিটুকু শীতল…
আতরওয়ালা ছড়ায় যেমন নানান রঙের ঘ্রাণ
ভালো বন্ধু তেমন করে জুড়ায় সবার প্রাণ।
রোজ হাশরের বিচার শেষে সেই সে কঠিন ক্ষণে
ভালো বন্ধু রাখবে ঠিকই সেদিন তোমায় মনে।।
ভালো বন্ধু বাছায় করো তাইতো সবার আগে
যার ছোঁয়াতে সকল সময় ঈমান তোমার জাগে।
বিপদ আপদ সুখে দুখে থাকবে সদা পাশে
রবের জন্য করবে ঘৃণা এবং ভালোবাসে।
যতবারি রবকে ভুলে কালোর পথে যাবে
হাতটি ধরে আলোর পথে ফেরাবে যতনে।।
খারাপ বন্ধুর ভাগ্যে কভু রবের দয়া নাই
জান্নাতেরই কোনখানে মিলবে না তো ঠাঁই!
থাকলে কারো খারাপ বন্ধু সঙ্গ ছেড়ে দাও
ভালো বন্ধুর চলবে সাথে শপথ বুকে নাও।
জাহান্নামী হলেও তুমি বিচার দিনের শেষে
রবের কাছে চায়বে ক্ষমা বন্ধু ভালোবেসে!
এমন বন্ধুর সাথে গড়ো তোমার জীবন খানি
তবেই হবে জীবন তোমার গোলাপের ফুলদানি।
স্বার্থলোভে ভেঙো না তো বন্ধু প্রীতির বাঁধন
বন্ধু যেন না পায় কভু কষ্ট অকারণে।।
শেষ কথা: বন্ধুরা আশাকরি আপনারা এতক্ষণে বন্ধু নিয়ে স্ট্যাটাস , বন্ধু নিয়ে ক্যপশন সহ অনেক কিছুই জানতে পেরেছেন। আমাদের সাথে থাকার জন্য অপনাদের ধন্যবাদ। বন্ধু নিয়ে ছন্দ ও বন্ধু নিয়ে রয়েছে কয়েকটি কবিতা।