You are currently viewing সেরা অভিমান নিয়ে উক্তি , স্ট্যাটাস, কবিতা ও ছন্দ
সেরা অভিমান নিয়ে উক্তি

সেরা অভিমান নিয়ে উক্তি , স্ট্যাটাস, কবিতা ও ছন্দ

অভিমান নিয়ে উক্তি পোস্টে আপনাদের স্বাগতম। আজ  রয়েছে আপনাদের জন্য  সেরা ৫০টি অভিমানী স্ট্যাটাস , কবিতা ও ছন্দ । আশা করি আপনাদের অভিমান নিয়ে উক্তি ভালো লাগবে।

অভিমান

আমি প্রচন্ড অভিমানী হয়ে জন্মেছি। এজন্যে জীবনে অনেক কষ্টও পেয়েছি। আমার জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি। মানুষের চরিত্রে অভিমান যত কম থাকে, ততই ভালো। অভিমান মানুষকে বড় কষ্ট দেয়।
—হুমায়ূন আহমেদ

প্রতিনিয়ত রাগ অভিমান জমতে জমতে অনুভূতি গুলি একদিন স্বার্থপর মানুষ টার জন্য শূন্য হয়ে যায়।
এক জীবনে কতই বা আর কষ্ট পাবো।।
প্রস্থান ই শ্রেয়

নারী ততক্ষণই আপনার, যতক্ষণ সে রাগ করবে, অভিমান করবে, চিৎকার-চেঁচামেচি-ঝগড়া করবে।
যখনই সে নীরব হয়ে যাবে, বুঝে নেবেন আপনি তার মন থেকে চিরতরে উঠে গেছেন।
লাইফের সবথেকে বড় একটা ডিজেস্টার এবস্ট্রাক্ট হলো- অভিমান।
অভিমান আপনাকে আপনার ধারনার চাইতেও বেশি কষ্ট দিবে। সহজ অনেক কিছু জটিল করে দেয়, কিন্তু কন্ট্রোল কর যায়না।
এই অভিমান ডিজেস্টার কে আমার দোঁলনচাপার মতো লাগে।
গন্ধ খুব যে ভাল্লাগে তা না, দেখতেও অন্যদের থেকে খুব আলাদা না, কিছুটা রজনীগন্ধার মতো, তাও মানুষজন কেনো এটা উপেক্ষা করতে পারেনা, আবার অনুষ্টান শ্যাষ হলে ‘গো টু ডেড লিস্ট’ টাইপ অবস্থা।
কিন্তু তাও মনে মনে যে বাগান আছে, যে একটু বাড়ির আঙিনা আছে ওখানে দোলঞ্চাপা বহাল তবিয়েতে লাগায়ে রাখছি!
এই অভিমান হলো এমন জিনিস।
কারনে অকারনে, দেখাতে না দেখাতে, চোখের পানিতে, নাকের পানিতে, পায়ের নখে, হাতের তালুতে অভিমানে ভরপুর।
বিরক্ত হয়ে গেছি এই বস্তুতে!

অভিমান করে চলে গিয়ে যদি আবার ফিরে আসি;
জেনে নিও, সত্যি তোমায় আমি ভীষণ ভালোবাসি!

অভিমান নিয়ে উক্তি
অভিমান নিয়ে উক্তি

অভিমান নিয়ে উক্তি

নারী ততক্ষণ’ই আপনার…
যতক্ষণ সে রাগ করে, অভিমান করে, ঝগড়া করে,অধিকার খাটায়,বিরক্ত করে, ভালোবাসে, আদর যত্ন করে, খেয়াল রাখে। কিন্তু যখনই আপনি একবার তার আত্নসম্মানে
আঘাত করবেন অবহেলা করবেন ব্যাস্ততা দেখাবেন দিনের পর দিন, তখন যদি একবার সে নিজেকে গুটিয়ে নেয় ,আপনার সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেয় বিশ্বাস করেন তখন হাজারবার চাইলেও আগের সেই মানুষটিকে আর ফিরে পাবেন না। হাজার কান্না করলেও আর আটকে রাখতে পারবেন না। ওই যে কথায় বলেনা, যে নারী খোপা করা চুলের মতো বেধে রাখতে পারে তেমন খোলা চুলের মতো ছেড়েও দিতে পারে। তাই বুঝতে শিখুন, জানতে শিখুন, সম্মান করতে শিখুন। ভালোবাসতে শিখুন, আগলে রাখুন ।

অভিমান ভালো কিন্তু,অভিমান করে চলে যাওয়া ভালো না
রা’গ বাড়তে দিও না
অ’ভিমান জমিয়ে রেখো না,
য’ন্ত্র’ণা পু’ষে রেখো না
আ’ক্ষে’প বয়ে বেড়াইও না।
কা’ন্না পেলে কেঁ’দে নিও
দরজা ব’ন্ধ করে অ’ঝরে,
হাসি পেলে হেসে নিও
মন প্রাণ ভরে সদরে।
কথা বলা বন্ধ করে দিও না
মান-অভিমান চুকিয়ে নিও দ্রুত,
মনে রেখো ক্ষনিকের এই জীবনে
মৃ’ত্যু ছাড়া সব কিছুই অ’নির্ধারিত।
compromise করে অভিমানটা, কথা বলে নিও
না-ই বা থাকলো অপর মানুষটার ভ্রু’ক্ষেপ,
না হলে হঠাৎ করে চলে সে গেলে
মনে থেকে যাবে এক আকাশ আ’ক্ষেপ।
ভালোবাসলে ছাড় দিতে হয়
সম্পর্কের নাম যাইহোক,
দিন শেষে প্রিয় মানুষ
প্রিয় হয়েই থাকুক।
“ভালোবাসলে ছাড় দিতে হয়”
কলমেঃ রুমা রাণী ঘোষ

অভিমান নিয়ে উক্তি
অভিমান নিয়ে উক্তি

আমার রাগ, অভিমান বেশি কিন্তু আমার অভিযোগ মিথ্যা ছিল না
কিছু শূন্যস্থান তৈরি হয় সারাজীবনের জন্য। নিশব্দে বা আড়ালে লুকিয়ে গেলেও সেই খা খা অনুভুতি টা ভেতরে জিইয়ে থাকে। মনের সাথে যুদ্ধ করে, আশেপাশে তাকিয়ে, পথে ঘাটে চলতে হয় জীবনের নিয়মেই । মানুষের সাথে দেখা হয়ে চোখাচোখি হবার বড্ড অসস্তি কাজ করে। চোখ যে অনেক পোড়ায়, ভেতরে অভিমান, ডুকরে ডুকরে কান্নাগুলো আছড়ে পরে। খুব আয়েস করে এবারে অনেক সময় নিয়ে শোক করছি। মনের ভেতরে কি চলে অনবদ্য, এটা ভেতরের অস্তিত্ব বাদে কেউ টের পায়না। এ যে তিলে তিলে যত্ন দিয়ে বেড়ে উঠা ভালবাসার বীজ।
তবে তীব্র ভালোবাসা আর তীব্র শোকের শক্তি টাও অনেক তীব্র। শোক অবশ্যই মানুষকে শক্তি দেয়।

নিজের স্ত্রীকে ভালোবাসুন
সে অভিমান করে বসে থাকে আপনার জন্য
সেই অধিকার যে তার আছে
এ যে তার ভালোবাসারই বহির্প্রকাশ
তাই তো সে অনন্য।

শ্রাবণে কতো বৃষ্টি কেঁদে গেলো
কতো জোছনা তোমাকে খুজেঁ গেলো
কতো অভিমান নিয়ে ঝর্না
সমূর্দ্রে মিশে গেলো
তুমি রাখোনি তার কোনো খবর
অতৃপ্ত ভালোবাসার দিলে কবর…!

ভুল না হয় আমার’ই ছিলো বেশি
করোনি ক্ষমা করেছো দোষী,
অভিমান লুকিয়ে রাখো যদি
থাকবো সারা জীবন অপরাধী,
প্রতিশোধ নেবে নাও
আমি বাধা দেবো না,
একবার বলে যাও
কেনো আমার হলে না ?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়?
ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথাASIFASIF Sir

অভিমান নিয়ে উক্তি
অভিমান নিয়ে উক্তি

︵❛❛༎ ︵
-যে তােমার রাগ অভিমান
– আলাদা করে বুঝবে”
-সে তােমাকে দিনশেষে একবার হলেও খুজবে!” ︵❛❛༎ ︵❛ ︵❛❛༎

পৃথিবীর সুন্দর সস্পর্ক হলো বন্ধুত্ব। অনেক স্মৃতি জমা হয়ে থাকে! (রাগ,অভিমান,অভিনয়,জেদ,অহংকার,মজার মুহূর্ত) আরও অনেক কিছু, শেষ একটাই নাম আসে(বন্ধুত্ব)
**কিছু অভিমান বন্দী করেছি ছোট নীল খামে,
সময় হলেই পাঠিয়ে দিবো তোমার ডাক নামে।

কেউ অভিমান সাজায় দূরত্বের আদলে…! কেউ আবার আস্ত একটা পাহাড় জমায় এক মুঠো হাসির আড়ালে
।কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে; তুমি তাকে আর কাঁদাতে পারবে না!

মান অভিমান, ভালোবাসার ২০ বছর।
কিভাবে কেটে গেল এতটা দিন টেরই পেলাম না।
আমার অনেক যন্ত্রণা সহ্য করার জন্য
ভালোবাসা। এভাবেই থেকো পাশে
জনম জনম ধরে

অন্যান্য সম্পর্কগুলোর চেয়ে বন্ধুত্বের সম্পর্কটা একটু অন্যরকম। বন্ধুদের নিয়ে কিছু বলতে গেলে প্রথমেই মাথায় আসে একরাশ আবেগের কথা। বন্ধু মানে আবেগ, বন্ধু মানে ভালোবাসা, বন্ধু মানে হাজারো অভিমান, আর দিনশেষে আপন সত্ত্বা। বন্ধু মানে সবকিছু। বন্ধু মানে কলিজা। বন্ধুত্ব মানে একটা বিশাল
ব্যাপার।

অভিমান খুব মূল্যবান একটি
জিনিস ।সবার ওপর তা করা যায় না ; যাকে মানুষ ভালোবাসে তার প্রতিই সে অভিমান করে, আর সেই ভালোবাসার মানুষটিই পারে তার সেই অভিমান ভাঙাতে
আমার রাগ, অভিমান, আমার ভালোবাসার মতোই তীব্র
আমি যদি পারতাম – মানুষের অভিযোগ,অভিমান,অভাব,রাগ,ক্ষোভ, হতাশা গুলোকে একটি সুখের হাসির মালা বানিয়ে ফিরিয়ে দিতাম।
আমার সব থাক অনিদ্রায়……

অভিমানী স্ট্যাটাস
অভিমানী স্ট্যাটাস

<> অহংকার ও অভিমান এর মাঝে পার্থক্য অবশ্যই আপনাকে বুঝতে হবে।
— স্নেহেতা কারার
<> অভিমান বন্ধুত্ব ও রিলেশনশিপের পরিমাণ বাড়িয়ে দেয়। তবে মাঝে মাঝে এই যুক্তিও ভুল হয়ে যায়।
— স্নেহা
<> অভিমান হল হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার। যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না ।
— সুনীল গঙ্গোপাধ্যায়
<> অতিদূর পরপারে গাঢ় নীল রেখার মতো বিদেশের আভাস দেখা যায়। সেখান হইতে রাগ-অভিমানের দ্বন্দ্ব কোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না।
— রবীন্দ্রনাথ ঠাকুর
<> অভিমান হলো দুটো মানুষের মাঝে সবচেয়ে বড় দূরত্ব।
— সংগৃহীত
<> তার অভিমান শুরু হলো এবং সে মুহূর্তেই বেখবর হয়ে চলে গেল।
— আলেক্সান্ডার উলকট
<> অভিমান এর ফলে ভালোবাসা বাড়ে, তবে অভিমান ভাঙ্গানো না জানলে ভালোবাসার মানুষটাই হারিয়ে যেতে পারে।
— অস্কার ওয়াইল্ড
<> রাগ সময়ের সাথে কমে কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়তে থাকে।
— তন্ময়
<> অভিমান বোঝার মতো…. যদি মানুষ না থাকে, তাহলে অভিমান করাটা…. নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আর কিছু না।
<>যে ভীষণ রকম ভালোবাসতে পারে, সে প্রচন্ড অভিমান নিয়ে দূরে সরিয়েও দিতে পারে।
<> যেখানে কোন অধিকার নেই, সেখানে রাগ দেখানো, অভিমান করা, এসব বৃথা!
<> সম্পর্কের মাঝে রাগ অভিমান থাকবে!!! তাই বলে সেই সময় তৃতীয় কোন ব্যক্তিকে…. সুযোগ দিতে নেই।
<>সবার সাথে অভিমান করার সাজে না! কারণ সবাই অভিমানের ভাষা বোঝে না।
<>. অভিমান এর ফলে ভালোবাসা বাড়ে! তবে অভিমান ভাঙ্গানো না জানলে,, ভালোবাসার মানুষটাই হারিয়ে যেতে পারে।

অভিমানী স্ট্যাটাস

<> সুরে সুরে বুঝি তুমি গান হয়ে যাও
বে-সুরে বুঝিগো অভিমান হয়ে যাও
সীমাহীন আছি বহুদূর
কবিতা, দেবো নাকি সুর?
মহাবেদনাতে প্রতিদান হয়ে যাও-এমদাদ শুভ্র

<> গুলবাগে রেখে যাই কিছু সুর গান
আর কিছু জ্বালাতন মান অভিমান
মন থেকে ভালোবেস করি অনুনয়
ছড়াবো সিথান জুড়ে সুরভী বকুল।-ওমর আল ফারুক

<>পারামিতা তুমি অবহেলা করেছ বলে
অভিমানে রাতের আকাশে চাঁদ উঠেনি অমাবশ্যা দিয়ে ঢেকে ফেলেছে
জোৎসনার আলোরা ঝিকিমিকি করেনি রাতের আঁধারে
হৃদয়টা আমার তোমার ভালবাসার গহীন সাগরে ভেসে গেছে …

<>কোন অভিযোগ নেই আর কখনো থাকবে না!আছে কিছু অভিমান, যা কোনদিন বলবো না।
<> আমি যতোই অভিমান করি না কেন, তোমার ছোঁয়া পেলে সব হারিয়ে যায়!
<> যেখানে অধিকার অস্তিত্বহীন, সেখানে অভিমান করাটা নিতান্তই হাস্যকর!
<> যে অভিমান ভাঙাতে পারে না, সে ভালোবাসতেও জানে না!
<> এতো রাগ অভিমান দিয়ে কি হবে! কারণ নিঃশ্বাস থেমে গেলে সব শেষ।

অভিমানী স্ট্যাটাস

পারামিতা তুমি অবহেলা করেছ বলে
অভিমানে সাগরের লোনা জল স্পর্শ করেনি ঐ সুদুর বালু চড়ে
আর বালি হাঁসরা উড়ে আসেনি শিকার ধরার ছলে….
বিপন্ন আমার সুর হারিয়ে গেছে কোন অবেলাতে কে জানে ???

কত অভিমান
বুকে বাধে প্রাণ
সব রেখে দাও জাগরণ;
যত দ্বিধা ভয়
দাও করে জয়
সাহসের বীজের রোপন।
তুমি হাত ধরে আলোর ভোরে
তুলে নিয়ে যাও
ঈমান বাড়াও ঈমান বাড়াও
বুকে ঈমান বাড়াও।। -আজিজ হাকিম

যে ভালোবাসা বুঝে সে কিন্তু অভিমান ও বুঝে, আর অভিমান তো ভালোবাসা থেকেই আসে।
তোমরা যেটাকে অভিমান বলো,আমি বলি সেটা ছেড়ে যাওয়ার সহজ উপায়!
আমার একটা অতীত ছিল
ডানপিটে এক মন
মনের ভেতর রোজ করেছি
সুখের আয়োজন।

ঘরের খেয়ে পরের ডাকে
খুব দিয়েছি কান
একটু অবহেলায় আমার
ভীষণ অভিমান।-Jisan Mehbub

আরও পড়তে পারেন–বাছাইকৃত সেরা বন্ধু নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ও কবিতা
পায়ে পায়ে দূর বহুদূর……।
কাছে আরও কাছে হবে অভিমান দুর।
অভিমান ভুলে যেয়ে পারে কয়জন
সহজেই করে নিতে পরকে আপন।
এই বুক ভাঙে যদি কেউ কোন দিন
তবু কাছে ধরে রেখো চিরো দ্বিধাহীন।
হাসি মুখে সয়ে সয়ে শত জ্বালাতন –
চাইবেনা কারোপ্রতি কোন প্রতিকার।।-Abu Taher Belal

পাষান পৃথিবীর পাষান মানুষ,
স্বার্থের বিনিময়ে সবাই বেহুশ।
দূরে গেলে অভিমান কাছে এলে অভিনয়,
মানুষ যে নিষ্ঠুর এটাই তার পরিচয়।-Hasan Mahmud

অভিমানী স্ট্যাটাস
অভিমানী স্ট্যাটাস

অভিমান বড় খারাপ জিনিস
যদি অভিমান ভাঙ্গানো
মানুষটা না থাকে।
এত ভালোবাসি
তবুও কেনো এত মান-অভিমান..??

সফেদ খাতায় পাল তুলেছে মেহেদীর রঙের অভিমান
অসীমের গর্ভে নোঙ্গর ফেলেছে ,প্রয়োজনীয় প্রেম ৷
নৈঃশব্দ্যের গল্পগুলোতে, রোদ কুড়ানো মত শিহরণ !
এই শহরের আলোকিত উঠোনে এখন তিলোত্তমা দিন !
তুমি ডাকলে অদৃশ্য কোন পিছুটান,
আমি ভুলে যাই ফেলে আসা সব অভিমান ।

ঝগড়া রাগ অভিমান অভিযোগ ছাড়া সম্পর্ক হয় না,,, সব কিছুর পরেও মানিয়ে নিয়ে এক সাথে পথ চলার নাম ভালোবাসা।
এবার ভুলো অভিমান
গাও জীবনের গান
আগামীর স্বপ্ন দিয়ে বানাও
নয়া অভিধান ।।-আমিরুল মোমেনীন মানিক

তোমার চোখে থাকলে চেয়ে
আমার সময় গুমহয়ে যায়
মান অভিমান রাগ অভিযোগ
ভালোবাসার মূল হয়ে যায়; ভুল হয়ে যায়,ভুল হয়ে যায়।-Hasan Al Banna

নেই কোন রাগ নেই কোন অভিমান নেই কোন অভিযোগ শুধু বদলে নিয়েছি নিজেকে যাতে আমার কারণে কারোর অসুবিধে না হয়

‘ভুলে যাব হিংসা বিভেদ
মান আর অভিমান
হিংসা বুকে যায় না হওয়া
বেহেশতের মেহমান’। – গাজী নয়ন ইসলাম

যখন আমরা একসাথে থাকি তখন আমার অন্যা লোক বা জিনিসের দরকার হয় না। আমার যা প্রয়োজন তা হলো আপনাকে আরও ভালবাসার সময়!
হয়তো আমি এটুকু জানি না তবে আমি জানি এটি অনেক বড়ো সত্য, আমি ধন্য হয়েছিলাম কারণ আমি তোমাকে ভালবাসি।
ভালোবেসে তুমি কত দিন, সপ্তাহ বা মাস একসাথে ছিলে তা নয়, তুমি প্রতিদিন একে অপরকে কতটা ভালোবাসেছো সেটি হলো সম্পর্কের মূল স্তম্ভ।
কখনও কখনও আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন তিনিই আপনাকে সবচেয়ে কম বিশ্বাস করে।

অভিমানি স্ট্যাটাস

সবচেয়ে প্রিয় মানুষ টার সাথে সবচেয়ে বেশী অভিমান করা উচিৎ।
কিন্তু বিন্দুমাত্র অবহেলা করা উচিৎ নয়।
অভিমান ভালোবাসাকে তিলে তিলে খাটি করে।
আর অবহেলা ধীরে ধীরে দুরত্ব তৈরি করে।

পৃথিবিতে সব চেয়ে অসহায় সে,
যে নিজের রাগ,অভিমান,
কষ্ট কাউকে দেখাতে পারেনা
একটু চিৎকার
করে কাঁদতে পারেনা
শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে
অভিমান করিস না বাপ
একদিন খাটি সোনা হয়ে বের হবি

“বই এমন এক বন্ধু যার সাথে অভিমান করে থাকা যায় না, চলুন বেশি বেশি বই পড়ি আর জীবনকে সুন্দর করি, বই আমার খুব প্রিয়,।

গড়হাজিরেও থেকেছিলাম হাজির হৃদয়জুড়ে
আমাদের প্রাণচঞ্চলতা ছুঁয়ে যায় যদিও থাকি দূর দূরান্তে।
হেথা, ওথা কত কাহিনী কত গল্প
কারো কিঞ্চিত অনুপস্থিতি সবই কেমন অসম্পূর্ণ
উপস্থিতিতে রাগ, অভিমান তবু কেমন পূর্ণ পূর্ণ।
চলনা ঘুরি ফিরি খাই আর ভাগ করি সুখ দুঃখ।

পৃথিবিতে সব চেয়ে অসহায় সে
যে, নিজের রাগ,অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারেনা…!!!!

অধিকারের জায়গাটা যেখানে শূন্য
অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন

আপনার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছুই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, তবে আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলিতে আপনি কীভাবে প্রতিক্রিয়া দেখান তা নিয়ন্ত্রণ করতে পারেন।

যেতে দিতে ব্যথা হয় তবে কখনও কখনও ধরে রাখতে আরও ব্যথা হয়।
মানুষকে পরিবর্তন দেখানো যে ব্যথা করে তা নয়।
কী ব্যাথা করে তা মনে করছিল তারা কখন ব্যবহার করত।

বেশি অভিমান নিয়ে উক্তি

আমি যার সাথে বেশি অভিমান করি, আমি নিজেও
জানিনা আমি তাকে কত ভালবাসি. কারণ
অভিমান তার সাথে হয়, যার সাথে
মনের অজান্তে গভীর ভালবাসা রয়
আমারও অভিমান হয়, হয় তীব্র আবদার,
কেউ একজন বলে উঠুক,
পুরো পৃথিবী না আমার শুধু তুমিটাই দরকার।
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ।
নিরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ,
আমাকে গ্রহণ করো।
উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান,
আমি সেই অনিচ্ছা নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ।
আমাকে আর কি বেদনা দেখাবে !?

একরাশ অভিযোগ আর অভিমান নিয়ে মন খারাপের দেশে আপন মনে দিব্যি রাজ করে যাওয়া খুব সুখের, সেখানে কেও অভিমান ভাঙ্গতে না আসলেও প্রতিক্ষীত সময় টার মধ্যে বেশ কষ্টকর মজা লুকিয়ে থাকে। ইতরামো আর নাক্যামো কারীদের সময়টা চিরস্থায়ী সুন্দর হয়তবা।
– মুনাইম বিল্লাহ

অভিমানী স্ট্যাটাস
অভিমানী স্ট্যাটাস

এই পৃথিবীর কারও কাছ থেকে কখনই কিছু আশা করবেন না। প্রত্যাশা সর্বদা হতাশার দিকে পরিচালিত করে।
প্রত্যেকের হৃদয়ে ব্যথা থাকে। কেবল এটি প্রকাশের উপায় আলাদা। মূর্খরা এটিকে চোখে আড়াল করে দেয় ।
জীবনের অন্যতম কঠিন বিষয় হলো আপনি যে ব্যক্তিকে ভালোবাসেন, সেই মানুষটি অন্য কাউকে ভালোবাসে ।
দয়া করে কথা বলো, চিৎকার করো, লড়াই করো, যুক্তি দাও… আমি সব সহ্য করতে পারি তবে তোমার নীরবতা নয়। তোমার নীরবতা আমাকে মেরে ফেলছে !

মান অভিমান

ঝগড়া অভিমান সম্পর্ক শুধু ভাঙ্গে না রিনিউ করে ।।
কিছু মানুষকে আমরা এতটাই আপন করে নিয়েছি যে, একটু আড়াল হলে বা অভিমান
করলেই নিজেকে অসহায় লাগে।

ভালোবাসা, অভিমান, বিচ্ছেদ ও একাকিত্ব
সব একই ফ্রেমে বন্দী!
অভিযোগ আর অভিমান গুলো একটা ডাইরিতে পরে আছে বছর খানিক এর আশেপাশে

অভিমান নিয়ে উক্তি ছন্দ
বুকের ভেতর তোলপাড় ঝড়
কথার ফাগুন মাদল
তোমার ঠোঁটের উপর পাহাড়
নৈশব্দের কোলাহল!
অভিমান চাপা বুকের বামদিক
রক্তের দুরন্ত গতিবেগ
অপেক্ষার রঙ বড় ফ্যাকাশে
উৎকন্ঠা আর উদ্বেগ!
আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান
বাতাস তখন বইতে গিয়ে দেখায় অভিমান

আকাশ যখন ফিরতি পথে
মনখারাপ এর সুর
বাতাস তখন নিরব চিঠি
পাঠায় বহুদূর…
শরতের ফুল হাসে
পাখি গায় গান
সূর্যের লুকোচুরি মিছে অভিমান
মেঘে মেঘে ঢাকা পড়ে নীল আসমান।

অভিমান হল হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার। যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না
দৃঢ় ভালোবাসার ক্লেশ টুকু মোর হাসিতে মিশে থাকুক
আর অভিমান গুলো বুকে জমা থাকুক।

কিছু মিথ্যে অনেক আনন্দের—
দীর্ঘশ্বাসের পাশে বসে থাকা অভিমানগুলো মৌমাছির মতো বাসা বাঁধে বুকের কোণে।
এটি আশ্চর্যজনক যে কেউ কীভাবে আপনার হৃদয় ভেঙে ফেলতে পারে এবং আপনি এখনও তাদের সমস্ত ছোট ছোট টুকরো দিয়ে ভালোবাসতে পারেন।

কেউ কেউ কারও জন্য অপেক্ষা করা বেদনাদায়ক বলে। কেউ বলে কেউ কাউকে ভুলে যাওয়া বেদনাদায়ক। সবচেয়ে খারাপ ব্যথা তখন আসে যখন আপনি জানেন না কি ভুলে যাবেন তা জানেন না।
আপনার হৃদয়ের কাউকে একটি বিশেষ জায়গা দেবেন না। এই জায়গাটি দেওয়া সহজ, তবে তারা যখন সেই জায়গার মূল্য জানেন না তখন এটি আরও ব্যথিত হয়।
কিছু লোক আমাদের জীবনে আসে এবং আমাদের হৃদয়ে ছাপ ফেলে এবং আমরা কখনই এক হই না।

মান অভিমান নিয়ে উক্তি

পেরিয়ে যাওয়া প্রতিটি বসন্তে
একটি করে কাব্য লিখি তোমায় নিয়ে,
তাতে থাকে ভালোবাসা, মান অভিমান
আর দুষ্টু মিষ্টি সুখ দুখের গল্প।
মেহেদীর রঙে রাঙানো জীবনে
কখনো সখনো তেঁতুলের মতো টক,
করলার মতো তেতো
পাঁচমিশালী মশলাপাতির স্বাদে
পেরিয়ে যাচ্ছে দিনগুলো।

মানুষ তার দীর্ঘ জীবনের একটা অংশ শুধুই অভিমান করেই কাটায়
আবছায়া চলে যায় হিজলের দিন
অভিমান জমে জমে আমি ব্যথাহীন

তোর তরে রোজ স্বপ্ন আঁকি-
যত্নে রাখি হাজার ফুল,
যখনি তোর হোক অভিমান-
এসব দিয়েই ভাঙ্গবো ভুল”

অভিমান করা তার সাথেই মানায়, যে অভিমানের মূল্য দিতে জানে।
তুই সুধু আমার অভিমান টাই দেখলি.???
তোকে অনেকটা ভালবাসি সেটা বুজলিনা…???
সমুদ্রের পাড়ে হাঁটতে যাবা সখী??

বিশাল এক ঢেউয়ের মাঝে তোমার সব মান-অভিমান বিলীন করে দিব…
অভিমান থেকে জন্ম নেয়া ঘৃণা হচ্ছে সুন্দর ঘৃণা।

অভিমান বেশী সময় বাঁচিয়ে রাখতে নেই,বহু বছর পর অভিমান ভাঙ্গলে,গিয়ে দেখবে যার সাতে অভিমান সে আর নেই।হয়তো দূরে কোথায় ও হারিয়ে গেছে আর তখন sorry বলার সুযোগ টুকু ও হারিয়ে যাবে।।।

তীব্র অভিমান নিয়ে উক্তি

আজকে আকাশ খুব কেঁদেছে, জানো?
হয়তো শহর তুমিহীনা— তাই
মেঘের ভাঁজে আবছা অভিমানও
ভাসছে— কোথায় তোমায় খুঁজে পাই !

সময়ের ছলনায় ভুলে যাব অভিমান,
সময়ের ছলনায় মুছে যাবে পিছুটান!
রাগ অভিমান থাকলে বুঝি হতেই হবে পুরোটা শেষ?
প্রিয় মানুষেরা জানে ম্যাজিক, ভালোবাসার ছড়ায় রেশ।

রাগ অভিমানের পিক
রাগ অভিমানের পিক

ছেলেটির চোখের দিকে একটু গভীরভাবে তাকান… পৃথিবীর প্রতি ক্ষোভ, অভিমান, আকুতি নাকি অধিকার আদায়ের চাহনী? আমি অনেকক্ষণ তাকিয়েছি, কিন্তু কিছুই বুঝে উঠতে পারিনি। এ ছবিটা আমাকে অনেক ভাবিয়েছে।-Shablu Barua