You are currently viewing সৃজনশীল লেখার নিয়ম-আঙ্গিক ধারা-সাহিত্যের ধারা-প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ
সৃজনশীল লেখার নিয়ম

সৃজনশীল লেখার নিয়ম-আঙ্গিক ধারা-সাহিত্যের ধারা-প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ

অধ্যায়: ২৩

সৃজনশীল লেখা

সৃজনশীল লেখাই হলো মানুষের মনের ভাব-অনুভূতির সুন্দরতম প্রকাশ। মনের ভাবগুলো সুর-ছন্দময় হলে তাকেই কবিতা, ছড়া, গান ইত্যাদি বলে। চারপাশের নানা ঘটনা, কল্পনা বা জীবনের ঘটনা, প্রয়োজনীয় তত্ত্ব-তথ্যকে স্বাভাবিক ভাষায় লিখে যাওয়াটাই গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক ইত্যাদি। দৈনন্দিন বিষয়াবলী দেখা, জানা ঘটনা লিখে রাখাটাই রোজনামচা, স্মৃতিকথা ইত্যাদি। আবার বেড়াতে যাওয়া এবং সেব স্থানের বিষয়াবলীর বিবরণ দিয়ে লেখার নাম ভ্রমণকাহিনি। এসবই সৃজনশীল লেখা । সৃজনশীল লেখার নিয়ম

সৃজনশীল লেখা মানুষের সভ্যতাকে বিকশিত করেছে। নতুন নতুন চিন্তা ভাবনা কল্পনায় মানুষকে সামনে আগানোর প্রেরণা দিয়েছ। যেমন, বিশ্বখ্যাত লেখক জুলভার্নের টুয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্যা সী (সাগর তলে কুড়ি হাজার লীগস) উপন্যাসটির কথা। এটি একটি কল্পকাহিনী লেখা। সাগরের নিচে ডুবো জাহাজে করে বিশ হাজার লীগ মানে আশি হাজার কিলোমিটার ভ্রমণ করা। কল্পনার সেই ডুবো জাহাজ মানব সভ্যতা সত্যি সত্যি বানিয়েছে। সৃজনশীল লেখা এভাবেই মানুষের মনের অনুভবকে প্রকাশ করে নতুনের প্রেরণা দিয়েছে।

সৃজনশীল লেখার দুটি ধারা রয়েছে। একটা আঙ্গিক ধারা। এ ধারায় লেখার গাঠনিক দিকের পরিচয় মেলে। আরেকটি সাহিত্যের ধারা। সৃজনশীল লেখার মূল প্রকাশই সাহিত্যের ধারা।

আঙ্গিক ধারা হলো-

১. প্রায়োগিক লেখা, ২. বিবরণমূলক লেখা

৩. তথ্যমূলক লেখা, ৪. বিশ্লেষণমূলক লেখা

৫. কল্পনানির্ভর লেখা

সাহিত্যের ধারা হলো-

৬. ছড়া-কবিতা, ৭. গান, ৮. গল্প ৯. প্রবন্ধ ১০. নাটক

উভয় ধারার লেখা কীভাবে লিখতে হবে, তা নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব।

  • •••••••••• সৃজনশীল লেখার নিয়ম

উপরের অংশটুকু আমার লেখা ‘প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ’-এর।

৬ষ্ঠ ও ৭ম শ্রেণির মূল বাংলা বইয়ের সহায়ক বই হিসেবে লেখা প্রমিত বাংলা ব্যাকরণের সম্পূর্ণ ও স্বতন্ত্র একটি বই।

শিক্ষার্থীদের সঙ্গে পাঠের সংযোগ ঘনিষ্ঠ করতে ভাষা ব্যবহারে অভিজ্ঞতা-ভিত্তিক শিক্ষা-কার্যক্রমের অংশ হিসেবে NCTB বাংলা বই তৈরি করে ২০২৩ সাল থেকে পাঠক্রম চালু করেছে। সে বাংলা বইতে শিক্ষার্থীদের সাতটি ভাষাদক্ষতা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো-

■ বাংলা ভাষায় রচিত কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক ইত্যাদি পড়ে বুঝতে পারা;

■ প্রমিত ভাষায় বিবরণ লিখতে পারা, অনুভূতি প্রকাশ করতে পারা এবং কোনো কিছু ব্যাখ্যা করতে পারা;

■ কবিতা-গল্প-প্রবন্ধ-নাটক রচনার মধ্য দিয়ে নিজের কল্পনা ও অনুভূতিকে প্রকাশ করার চেষ্টা করা।

উপরের দক্ষতা বাড়ানোর বিষয়কে সামনে রেখে আমার লেখা ‘প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ’ বইটিতে কবিতা-গল্প-প্রবন্ধ-নাটক রচনার সহজ ও কার্যকর নিয়মকানুন দেওয়া হয়েছে। সমকালীন ও প্রতিষ্ঠিত লেখকদের লেখাও উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা লেখার অনুশীলন করতে পারে।

আপনার সন্তান বা পরিচিত কেউ এবারের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থী হলে অবশ্যই একটা বই সংগ্রহ করতে পারেন।

মাত্র ২৫০ টাকা- আপনার সন্তানের অনেক অনেক উপকারে লাগবে। শিক্ষা ও ভাষার শেকড় মজবুতে সহায়ক হবে।

আপনার নিকটস্থ বইয়ের দোকানে খোঁজ করুন

অথবা

ইনবক্সে যোগাযোগ করুন।

  • •••••••••••••••••••••••••••••••••••••

প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ

নাসীমুল বারী

আরও পড়ুন–রূপতত্ত্বের আলোচ্য বিষয় – প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ-নাসীমুল বারী

Google Maps এর সাহায্যে কি কি কাজ করা যায়? Google map location

চোখ ভালো রাখার উপায়-চোখ ভালো রাখার খাবার- এবং চোখের ব্যায়াম

  • •••••••••••••••••••••••••••••••••••••

সৃজনশীল লেখার নিয়ম প্রথম আলো । সৃজনশীল লেখার সঠিক পদ্ধতি। গণিত সৃজনশীল লেখার নিয়ম। বিজ্ঞান সৃজনশীল লেখার নিয়ম।

Leave a Reply