You are currently viewing সত্যিই ভালোবাসি । একটি ভালোবাসার কবিতা
সত্যিই ভালোবাসি । একটি ভালোবাসার কবিতা

সত্যিই ভালোবাসি । একটি ভালোবাসার কবিতা

প্রবাসী কবি ফাতেমা জাহান লুবনা রচিত চমৎকার একটি ভালোবাসার কবিতা , সত্যিই ভালোবাসি ।

সত্যিই ভালোবাসি

– ফাতেমা জাহান লুবনা

আমি যাদের ভালোবাসি-
সত্যিই ভালোবাসি।
কোন ছলনা নয়-
নয় কোন অভিনয়-
আমি যাদের ভালোবাসি-
সত্যিই ভালোবাসি।

আমার ভালবাসার মানুষগুলো-
কনকনে শীতের দিনে প্রতীক্ষার রৌদ্দুর-
আমি তাদের অপেক্ষায় হই বিভোর।

পাহাড়িয়া ঝর্ণার মতো প্রবাহিত হয় হৃদয়ে-
প্রবাহিত হয় নিরবধি এ ভালোবাসা-
রক্তের প্রতিটি কণায়।

সবুজ ধানের ক্ষেতকে যেমন
মিষ্টি দুষ্ট বাতাস এসে হাসিয়ে দেয়-
তেমনই ভালোবাসার মানুষগুলোর
সুখ-সাফল্য আমাকে জাগিয়ে তোলে
অপার আনন্দে-
এ যেন আমারই জয়!

তাদের কষ্টগুলো হৃদয়কে করে চৌঁচির-
যেন গ্রীষ্মকালের শুষ্ক জমিন।
হয়ত আমি প্রকাশ করি না তা-
তবে যে বিধাতার সৃজন এ হৃদয়
তিনি জানেন কতখানি ঝড় বয়ে যায়।

তারা যদি কষ্ট দেয় কভু
আঁখি যেন মনের বাঁধা মানে না;
হয়ে যায় নদীর প্রবাহতা।
তখন দোয়া আরও অধিক করা হয়-
স্রষ্টা যেন নারাজ হয়ে না যান।
তিনি যেন ক্ষমা করে দেন-
তাদের উপরে যেন কভু ঝড় না আসে।
তবে তা সইতে পারব না আমি।

আমি কোন কারণে কষ্ট দিলে তাদের-
ভাবতে থাকি কি কৌশলে হাসিয়ে দেব-
দূর করে দেব হৃদয়ের ভার।

মেঘলা আকাশ ভালো লাগে না একদমই;
কারণ আমি জানি-
আমি ভালোবাসি-
আমি তাদের সত্যিই ভালোবাসি।

* পরলোকগত এক ভাবী, প্রিয় শিক্ষক ও শিক্ষিকা, ছোট ভাইবোন, বাবা মা সহ আরো কিছু প্রিয় মানুষদের কবিতাটি উৎসর্গ করলাম।

আরও পড়তে পারেন–ভালোবাসার কবিতা । নির্বাচিত ৫০ টি সেরা প্রেমের কবিতা