You are currently viewing শীতের কবিতা। চমৎকার ৫টি শীতের ছড়া/কবিতা
শীতের কবিতা

শীতের কবিতা। চমৎকার ৫টি শীতের ছড়া/কবিতা

শীতের কবিতা

শীতের কবিতা।। এটাইতো শীতকাল

মোয়াজ্জিম আল হাসান।

 

রোদ ওঠেনি পুর্বাকাশে?

শিশির জলে দূর্বাঘাসে?

পক্ষীরা সব – নীরব গাছের ডালে?

বকের সারি -নেইকি মাঠের আলে?

মাকরশারা বুনছে মাচায় জাল?

-আহা এটাইতো শীতকাল!!

ভোরের দেশে -নীল কুয়াশা?

নিসৃত হয় – ভুল ধুয়াশা?

চালকুমড়োর মাছায় ধরে ফুল?

হিমেল বাতাস -উড়ায় নদীর কুল?

পত্রঝরা সেগুন গাছের ডাল?

-আহা এটাইতো শীতকাল!!

ধানের ক্ষেতে মুক্ত হাসে?

পাকা ধানের গন্ধ ভাসে?

ফড়িঙরা সব- করছে উড়ু খেলা?

আলতো রোদের অপেক্ষাতে -ফুরিয়ে আসে বেলা?

চাষার ঘরে উঠলো নতুন চাল?

-আহা এটাইতো শীতকাল।

সন্ধ্যে নামার খুব কাছেতে ;

লক্ষীপেচা – গায় গাছেতে?

ধানকাটা মাঠ -ঠেকছে পায়ের তল?

ঠান্ডা বুঝি – তালপুকুরের জল?

দাদুর গায়ে -লম্বা উলের শাল?

-আহা এটাইতো শীতকাল!!

(সংক্ষেপিত)

মোয়াজ্জিম আল হাসান

শীতের কবিতা। চমৎকার ৫টি শীতের ছড়া/কবিতা
মোয়াজ্জিম আল হাসান

আরও পড়ুন– নার্গিস নাহার রুনুর ১১৮ টি ছড়া কবিতা

আকলিমা সুমা

শীতের ছড়া।। শীতছড়া ( পল্লীরুপ)

.

শীত এসেছে ধরার বুকে

হিমেল শাড়ী পরে,

রোজ-বিহানে দূর্বাঘাসে

শিশিরবিন্দু ঝরে।

কুয়াশার এক ধূসর চাদর

মেলে সকাল বেলা,

আম বাগানের ডালে ডালে

ফোটে মুকুল মেলা।

পাতা ঝরা হিজল-তমাল

আছে উদার বেশে,

তলায় বসে উদোম ছেলে

কাঁপছে কেশে কেশে।

খেজুর রসের হাড়ি নিয়ে

ফেরি করে হাঁটে,

গরু-মহিষ জড়সড়ো

ফসল কাটা মাঠে।

নবান্ন হয় পিঠাপুলির

গাঁয়ের সকল বাড়ি,

মিলেমিশে আহার জমে

নেইতো কোনো আড়ি।

..১০/১১/১৫

আরও পড়তে পারেন মাকে নিয়ে ১৩টি কবিতা

খাদিজা ইয়াসমিন

শীতের কবিতা।। শীত এসেছে

শীত এসেছে…

কুয়াশায় ভেজাবে বলে।

সাদা ধুম্রজালে জড়িয়ে

শিশিরের স্পর্শ দিতে।

শীত এসেছে..

ঝরা পাতা ঝরে গিয়ে,

সবুজ কচিদের প্রানবন্ত করতে।

শীত এসেছে…

পিঠা পুলির ধুমধামে মেতে উঠতে,

আপনজনদের মাঝে খুশি বিলাতে।

শীত এসেছে…

বুনোফুল, ঘাসফুলে সজীবতা দিতে।

শিশির মাখা শুভ্র শুভেচ্ছা প্রিয়জনকে দিতে।

শীত এসেছে…

‘মানুষ’ হয়ে মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করতে।

বঞ্চিত আর অসহায়দের শীতের কাপড়ের মতই কাছে টানতে।

শীত এসেছে…

আবার চলেও যাবে!

আমার মাঝে কতটা ‘মানুষ’ সেটা জেনে নিয়ে।

 

ই স লা ম ত রি ক

শীতের কবিতা।। শীতবস্ত্র

 

শীতটা এলে খোলস ছেড়ে

দেই বিলিয়ে বস্ত্র

গরীব দুখির সেবার দামে

কিনছি ধোকার অস্ত্র।।

:

মুখোশধারী গোখরা মোরা

দুষ্ট বেজায় দুষ্ট

গরীব দুখির যাকাত মেরে

করছি পকেট পুষ্ট।।

:

খোদার বিধান ভঙ্গ করে

নিত্য আঁটি ফন্দি

লোক দেখানো বস্ত্র দানে

বিত্তহীনরা বন্দি।।

:

শীতবস্ত্র বিলিয়ে দিয়ে

নিজকে ভাবি উচ্চ

তাদের প্রাপ্র্য দিচ্ছি তাদের

গরীবরা নয় তুচ্ছ।।

:

মনের কালো দুর করে ভাই

বস্ত্র দানটা চলুক

সঠিক পথে সত্য দানে

শীতার্থীরা বাঁচুক।।

শীতের কবিতা। চমৎকার ৫টি শীতের ছড়া/কবিতা
ইসলাম তকি

 

মাহবুব এ রহমান

শীতের কবিতা ।। হিম সকালে’

 

ভোরবিহানে পাখির গানে

ভেঙে তো যায় ঘুম

কিন্তু শীতের হিম সকালে

শরীরটা চায় উম।

.

ঠিক তখনি শীতের বুড়ো

দেয় এসে চাপ ঘাড়ে

মনের মাঝে অলসতা

ফুরফুরিয়ে বাড়ে।

.

এমন সময় কানে বাজে

মোয়াজ্জ্বিনের সুর

পাপ কালিমা, অলসতা

যায় চলে যায় দূর।

শীতের কবিতা। চমৎকার ৫টি শীতের ছড়া/কবিতা

জীবনানন্দের শীতের কবিতা । শীতের কবিতা প্রেমের । হালকা শীতের কবিতা । কনকনে শীতের কবিতা । শীতের কবিতা সমগ্র । শীতের কবিতা ছবি। নতুন শীতের কবিতা

Leave a Reply