You are currently viewing শিক্ষামূলক বাণী ও ১০০০ শ্রেষ্ঠ বাণী চিরন্তনী
শিক্ষামূলক বাণী

শিক্ষামূলক বাণী ও ১০০০ শ্রেষ্ঠ বাণী চিরন্তনী

মণীষীদের বাণী মানুষের জীবন চলার পথে এক অমূল্য সম্পদ।তারা তাদের বাস্তব জীবনের নানা অভিজ্ঞতার আলোকে বিভিন্ন শিক্ষামূলক বাণী রেখে গেছেন।তাই আমরা আমাদের জীবনকে সফলতার পথে এগিয়ে নিতে শিক্ষামূলক বাণী চিরন্তণ বিশেষ ভূমিকা রাখবে। এই আর্টিকেলে রয়েছে বাছাইকৃত বিভিন্ন মণীষীর উপদেশ মূলক কথা, কবি সাহিত্যিকদের উক্তি ।

তাহলে চলুন পড়ে নেয়া যাক শিক্ষামূলক বাণী ও ১০০০ শ্রেষ্ঠ বাণী চিরন্তনী ।

শিক্ষামূলক বাণী

সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে! -হুমায়ূন আহমেদ

সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে৷ – ডব্লিউ এস ল্যান্ডের।

“দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না “।- হুমায়ূন আহমেদ

বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়। -জর্জ হাবার্ট

আরও পড়তে পারেন–ভালোবাসার কবিতা । নির্বাচিত ৫০ টি সেরা প্রেমের কবিতা

দেখবার জন্য আমাদের চোখের যেমন আলোর প্রয়োজন, ঠিক তেমনী কোনো প্রত্যয় অর্জন করবার জন্য আমাদের ভাবনার প্রয়োজন ।-নিকোলাস খালবাঁশ

‘বাঙালি একশো ভাগ সৎ হবে, এমন আশা করা অন্যায়। পঞ্চাশ ভাগ সৎ হ’লেই বাঙালিকে পুরস্কার দেয়া উচিত। -হুমায়ূন আজাদ

চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয় না ! ।- স্বামী বিবেকানন্দ

কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা ।- হুমায়ূন আজাদ

অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না ।- সাইরাস।

যদি তুমি কখনো অপমানিত বোধ কর তবে অপরকে সেটা বুঝতে দেবে না ।- জন বেকার।

এ পি জে আব্দুল কালামের উক্তি
এ পি জে আব্দুল কালাম বাণী

শ্রেষ্ঠ বাণী চিরন্তনী

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে অন্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে বুঝবে সেদিন বুঝবে। -. কাজী নজরুল ইসলা

তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো॥ – লেলিন।

আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা॥ -এডমণ্ড বার্ক।

যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। – আইনস্টাইন।

যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয় – মাইকেল জর্ডান।

প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। -রবীন্দ্রনাথ ঠাকুর।

” ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন?  – রবীন্দ্রনাথ ঠাকুর

বাণী চিরন্তন বাস্তবতা
বাণী চিরন্তনী শিক্ষা

যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই৷ – উইলিয়াম ল্যাংলয়েড।

যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও৷ -থেলিস।

কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না।

মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করিয়াও বিবাহ করিতে পারে। সে বয়স পেরোলে বিবাহ করিতে দুঃসাহসিকতার দরকার হয় ” -রবীন্দ্রনাথ ঠাকুর

আরও পড়তে পারেন–facebook status bangla সেরা ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ”- রবীন্দ্রনাথ ঠাকুর

একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না | আপনি কখনই পারবেন না | কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে | আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়।- হুমায়ূন আহমেদ

জীবন বদলে দেয়া উপদেশ

যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব থাকে না।-হুমায়ূন আজাদ।

পৃথিবীর নিয়ম বড় অদ্ভুদ, যাকে তুমি সবচেয়ে বেশী ভালবাস সেই তোমার দুঃখের কারন হবে।-সমরেশ মজুমদার

জীবনে যার কাছে থেকে তুমি ভালোবাসা পাবে তাকে তুমি ছুড়ে ফেল না।-স্টিফেন হকিং

যদি তুমি কারো সাথে তোমার ভাষায় কথা বল, তার কাছে যেতে পারবে; যদি তার ভাষায় কথা বল, তার হৃদয়ে প্রবেশ করতে পারবে ”-নেলসন ম্যান্ডেলা

তোমার কাজকে ভালবাস কিন্তু তোমার কোম্পানিকে ভালবাসো না। কারন তুমি হয়ত জান না কখন কোম্পানিটি তোমাকে ভালবাসবে না। -এ পি জে আবুল কালাম

আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।-অ্যালবার্ট আইনস্টাইন

বাণী
বাণী চিরন্তনী

দার্শনিক হিসেবে আমার অর্জন এই যে, যা আমি নিজে নিজে করি, অন্যরা তা করে আইনের ভয়ে।-এরিস্টটল

কর্মের কোনো নির্দিষ্ট বয়স নেই। কর্ম ছাড়া জীবন শুন্য। কর্ম জীবনকে অর্থপূর্ণ ও উদ্দেশ্যময় করে তোলে।- স্টিফেন হকিং

সবগুলো ডিম একটা ঝুড়িতে রেখনা। দুর্ঘটনায় নিঃশ্ব হয়ে যাবে -আব্রাহাম লিঙ্কন

শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধক্যে ব্যয়সংকোচন ও দুরদর্শিতার প্রয়োজন-সক্রেটিস

যদি ভালোভাবে বাঁচতে চান তা হলে মনে রাখবেন-সমস্যাকে তুচ্ছজ্ঞান করতে হবে, আর্শীবাদকে গণ্য করতে হবে। -ডেল ক্যার্নেগি

জীবনে দুটি দুঃখ আছে। একটি হল তোমার ইচ্ছা অপুর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পুর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা।-জর্জ বার্নার্ড শ

মনীষীদের বাণী
মনীষীদের বাণী

দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।-অ্যারিস্টটল

‘বন্ধুর সাথে এমন ব্যাবহার কর যেন বিচারকের শরণাপন্ন হতে না হয়৷-প্লেটো

বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন ।- সক্রেটিস

আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না – রবীন্দ্রনাথ ঠাকুর

শৃঙ্খলপ্রিয় সিংহের থেকে স্বাধীন গাধা উত্তম – হুমায়ূন আজাদ

সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে “- হুমায়ূন আহমেদ

এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত ’ > হুমায়ূন আজাদ

"‘তোমার প্রজাপতির পাখা
আমার আকাশ-চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাথা
তোমার চাঁদের আলোয়
মিলায় আমার দুঃখ-সুখের সকল অবসান ”
> রবীন্দ্রনাথ ঠাকুর

অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥ ” > ডেল কার্নেগি।
‘তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো॥ ‘
> লেলিন।

সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া৷
> থেলিস।

আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি৷ ”
> টমাস আলভা এডিসন।

আমার বুকের যে কাটা ঘা,
তোমায় ব্যাথা হানত সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসব তখন পান্থ, হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢোলে আপনি সেদিন সেধে-কেদে চাপবে বুকে বাহুয় বেধে চরন চুমে পূজবে বুঝবে সেদিন বুঝবে। ”
> কাজী নজরুল ইসলাম

আসবে আবার শীতের রাতি, আসবে নাক আর সে- তোমার সুখে প’ড়ত বাধা থাকলে যে-জন পার্শ্বে, আসবে নাক আর সে! প’ড়বে মনে, মোর বাহুতে মাথা থুয়ে যে-দিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়! সেই স্মৃতি তো ঐ বিছানায় কাঁটা হ’য়ে ফুটবে- বুঝবে সেদিন বুঝবে! ” ”
> কাজী নজরুল ইসলাম

সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালবাসার স্বাদ থাকেনা – তরকারীতে লঙ্কামরিচের মত ” – > রবীন্দ্রনাথ ঠাকুর

তর্কের বেলায় গৃহিণীর যুক্তিকে অকাট্য বলে কাজের বেলায় নিজের যুক্তিতে চলাই সৎ পরামর্শ ” > রবীন্দ্রনাথ ঠাকুর

অলৌকিক আনন্দের ভার, বিধাতা যাহারে দেন, তার বক্ষে বেদনা অপার “1
> রবীন্দ্রনাথ ঠাকুর | শিক্ষামূলক বাণী

এদেশের মুসলমান এক সময় মুসলমান বাঙালি, তারপর বাঙালি মুসলামান, তারপর বাঙালি হয়েছিলো; এখন আবার তারা বাঙালি থেকে বাঙালি মুসলমান, বাঙালি মুসলমান থেকে মুসলমান বাঙালি, এবং মুসলমান বাঙালি থেকে মুসলমান হচ্ছে। পৌত্রের ঔরষে জন্ম নিচ্ছে পিতামহ ”
> হুমায়ূন আজাদ

নিন্দুকেরা পুরোপুরি অসৎ হ’তে পারেন না, কিছুটা সততা তাঁদের পেশার জন্যে অপরিহার্য; কিন্তু প্রশংসাকারীদের পেশার জন্য মিথ্যাচারই যথেষ্ট ”
> হুমায়ূন আজাদ

‘ আমাদের সমাজ যাকে কোনো মূল্য দেয় না, প্রকাশ্যে তার অকুণ্ঠ প্রশংসা করে, আর যাকে মূল্য দেয় প্রকাশ্যে তার নিন্দা করে। শিক্ষকের কোনো মূল্য নেই, তাই তার প্রশংসায় সমাজ পঞ্চমুখ; চোর, দারোগা, কালোবাজারি সমাজে অত্যন্ত মুল্যবান, তাই প্রকাশ্যে সবাই তাদের নিন্দা করে
> হুমায়ূন আজাদ | শিক্ষামূলক বাণী

তোমার হাতে দিয়েছিলাম অথৈ সম্ভাবনা তুমি কি আর অসাধারণ? তোমার যে যন্ত্রনা খুব মামুলী, বেশ করেছো চতুর সুদর্শনা আমার সাথে চুকিয়ে ফেলে চিকন বিড়ম্বনা ” > হেলাল হাফিজ
‘ ভালোবেসেই নাম দিয়েছি ‘তনা’ মন না দিলে
ছোবল দিও তুলে বিষের ফণা ”
> হেলাল হাফিজ

‘কোনদিন, আচমকা একদিন ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে, ‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’, যাবে? ”
> হেলাল হাফিজ