You are currently viewing রুচির দূর্ভিক্ষ নিয়ে চড়ম বিশ্লেষণ করলেন ফাতিহা আয়াত
রুচির দূর্ভিক্ষ নিয়ে চড়ম বিশ্লেষণ করলেন ফাতিহা আয়াত

রুচির দূর্ভিক্ষ নিয়ে চড়ম বিশ্লেষণ করলেন ফাতিহা আয়াত

দূর্ভিক্ষ ও দূর্বৃত্তায়নের দূর্ভাবনা

শ্রদ্ধেয় মামুনুর রশীদ স্যার,

আমিতো দেখছি শুধু রুচিতে নয়, দূর্ভিক্ষ আজ সর্বত্র। দূর্ভিক্ষ চলছে আমাদের চিন্তায়, সততায়, মত প্রকাশের স্বাধীনতায়। দূর্ভিক্ষ চলছে আমাদের বিবেকে, মননে, চৈতন্যে।

এমনকি এই রমজান মাসেও, আমাদের মাঝেই অনেক নামধারী মুসলিমের ঈমান ও আমলে চলছে দূর্ভিক্ষের চেয়েও ভয়াবহ মন্বন্তর।

আর এইসব দূর্ভিক্ষে আর মন্বন্তরে শুধু একজনের উত্থান হয়নি, উদ্ভব হয়েছে অনেক চেতনা ব্যবসায়ী সুশিল বুদ্ধিজীবীরও। আবির্ভাব হয়েছে নিজেদের কৃষ্টিকে ভিনদেশের অপসংস্কৃতির বিনিময়ে বিক্রি করে দেওয়া অনেক সাংস্কৃতিক ভাঙ্গারিওয়ালা’রও।

সবচেয়ে বড় দূর্ভিক্ষের কবলে পড়েছে আমাদের ক্ষমতার রাজনীতি। দেশপ্রেমের অভাব সেখানে এতটাই প্রকট যে লোপাট হয়ে যাচ্ছে আমাদের ব্যক্তিগত তথ্য, পাচার হয়ে যাচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা, এমনকি চুরি হয়ে যাচ্ছে আমাদের ভোটের অধিকারও।

আপনাকে অনেক ধন্যবাদ স্যার।

Faatiha Aayat

Faatiha Aayat Official Group

বিঃদ্রঃ আপনাদের কী মনে হয়? দূর্ভিক্ষ কি শুধু রুচিতে? রাজনীতির দূর্বৃত্তায়ন, প্রশাসনের দূর্ণীতি, শিক্ষার দৈন্যতা, সংস্কৃতির দেউলিয়াপনা – এগুলো কি আরও বড় দুর্ভিক্ষ নয়?

হিরো আলম ।

হিরো আলমের গান, হিরো আলম গান, হিরো আলম আরবি গান

Leave a Reply