ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে , শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত , মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
রহমের বৃষ্টিতে ভিজলো জমিন
মাহে রমজানের গান : রহমের বৃষ্টি
কথা: নুরুজ্জামান শাহ
সুর: লিটন হাফিজ চৌধুরী
শিল্পী: জাইমা নূর
রহমের বৃষ্টিতে ভিজলো জমিন
রহমের বৃষ্টিতে ভিজলো জমিন
হৃদয় সাগরে এলো বারাকার ঢেউ
বুকের উঠোনে নাচে নাজাতের দিন
কি যে সুখ রব ছাড়া বুঝবে না কেউ
কান পাতো শোনো গায় সাত আসমান
খোশ আমদেদ এলো মাহে রমাদান।।
এই মাস মালিকের সেরা উপহার
অবহেলা করে তাকে হারাবো না আর
সিয়াম কিয়ামে রবো রত নিশিদিন
ছড়াবো আমল ফুলে খুশবুর ঘ্রাণ।।
এসো করি পাপগুলো পুড়ে পুড়ে ছাই
ফোটাই ঠোঁটের পাড়ে হরফের ফুল
কদরের রাত যদি একবার পাই
মুছে যাবে জীবনের গুনাখাতা ধুল!
এই মাস হেলা করে যদি চলে যায়
তুমি বড় হতোভাগা এই দুনিয়ায়
রোজা রাখো ক্ষমা চাও খুলে আছে দার
তাকাও দু’চোখ মেলে দ্যাখো রাইয়ান।।
আরও দেখুন — কবি আবু তাহের বেলাল এর হৃদয় ছোঁয়া তিনটি ইসলামী গান
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়
– Roja tar kemon hole Allah khusi hoy lyrics
কথা ও সুর – মাহফুজ বিল্লাহ শাহী
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয় । ২
রোজাতার কেমন হলে…
রোজাতার কেমন হলে পরকালে…
সক্ষি হয়ে যায়, রোজা তার সাক্ষি হয়ে যায় ।
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয় ।
রোজাদার কেমন হলে… আল্লাহ খুশি হয় ।
রোজাদার চোখের রোজায় দেখবে না সে মন্দ কিছু ।
রোজাদার কানের রোজায় শোনবে না সে বাড়ন কিছু ।
রোজাদার মুখের রোজায় করবে না সে দ্বীনের খালা ।
মুখে তার মিথ্যে কথা, ঝগড়া সধা, গীবত মানা ।
বুক জোড়ে তার সর্বদা যে আল্লাহ তালার ভয় ।
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয় । ২
রোজাদার পায়ের রোজায় চলবেনা সে পাপের পিছু ।
রোজাদার হাতের রোজায় ধরবেনা সে পরের কিছু ।
রোজাদার মনের রোজায় আল্লাহ প্রেমের স্বপ্নে বিভোর ।
ধনবান রোজার গুনে গরীব দুঃখির রাখবে খবর ।
উঁচু নিচু কালো সাদার মিলন যদি হয় ।
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয় । ২
রোজাতার কেমন হলে…
রোজাতার কেমন হলে পরকালে…
সক্ষি হয়ে যায়, রোজা তার সাক্ষি হয়ে যায় ।
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয় ।
রোজাদার কেমন হলে… আল্লাহ খুশি হয় ।২
আকাশে মেঘের দেশে, বাঁকা চাঁদ মুচকি হাসে
শিরোনাম – আকাশে মেঘের দেশে
কথা ও সুর – তাফাজ্জাল হোসেন খান
আকাশে মেঘের দেশে
বাঁকা চাঁদ মুচকি হাসে
আনন্দে নেচে ওঠে তাইতো সবার প্রাণ
নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান ।
রহমের বৃষ্টি ভেজা ক্ষণ এলো
থেকোনা আর ঘুমিয়ে চোখ মেলো
নাজাতের জন্যে কাঁদো সঁপে দিয়ে প্রাণ
হৃদয় খুলে কাঁদো সঁপে মন প্রাণ।
ঈমানী জীবন গড়ার এই সময়
পাবে না হয়তো তুমি মিথ্যে নয়
গুনাহের পাহাড়গুলো করো না খান খান
গুনাহের পাহাড়গুলো করো না খান খান ।
আরও পড়ুন- রমজানের কবিতা
মাহে রমজান এলো বছর ঘুরে -মুমিন মুসলমানের দ্বারে দ্বারে
Mahe romjan elo bochor ghure lyrics
কথা ও সুরঃ কামরুল ইসলাম হুমায়ুন
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২
রহমতেরি বানী নিয়ে,
মাগফিরাতের পয়গাম নিয়ে । ২
এলো সবার মাঝে আবার ফিরে ।
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২
গুনা মাফের এইতো সুযোগ,
আল্লাহর প্রিয় হবার এইতো সুযোগ ।
এই সুযোগে নাওগো তুমি ।২
আল্লাহর রঙ্গে জীবন রঙ্গীন করে ।
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২
রহমতেরি বানী নিয়ে,
মাগফিরাতের পয়গাম নিয়ে । ২
এলো সবার মাঝে আবার ফিরে ।
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২
পাপি তাপি আয়রে ছুটে,
আল্লাহর রহম তোরা নেরে লুটে । ২
পাহাড় সমান গুনার বোঝা ।২
দেবেন রহিম সবি ক্ষমা করে ।
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২
রহমতেরি বানী নিয়ে,
মাগফিরাতের পয়গাম নিয়ে । ২
এলো সবার মাঝে আবার ফিরে ।
মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দ্বারে দ্বারে । ২
আহলান সাহলান | আহলান সাহলান
গানঃ আহলান সাহলান | আহলান সাহলান
কথাঃ নুমান আব্দুর রহিম
সুরঃ মশিউর রহমান
গায়িকা: জাইমা নূর | ফিহা | মায়মুনা | মারিয়া | রাফা | আনজুম | সিয়াম | নাজিল | রায়ান | মাহির
সুরকারঃ জুলকার নাইন
অডিও স্টুডিও: উদ্ভাবন
সিইও: মাহবুব মুকুল
আয় সবে আয় ভুলবো আজি
শিল্পীঃ মুনাইম বিল্লাহ
লিরিক আবু সালমান এমডি আম্মার
সুরঃ আহমেদ আব্দুল্লাহ
রেকর্ড: ইনফিনিটি রেকর্ড।
সাউন্ড ডিজাইনঃ তানজিম রেজা
পরিচালকঃ তাহসীন
আয় সবে আয় ভুলবো আজি
মতভেদ ঐ অন্তরের,
আলীয়া হোক, কওমী কিবা
ঈমানদার ঐ প্রান্তরের।
কাঁধের সাথে কাঁধ মিলিয়ে
আয় আজি এই রমজানে,
দে ছেড়ে দে সেই ফতোয়া
“ইমাম সাহেব কম জানে” ।।
তারাবীতে বিশ রাকাত আর
হোকনা কোথাও আট রাকাত,
মাসজিদে তুই নে ডেকে নে
হোক সে যতোই চোর ডাকাত ।
নিয়্যত কি তোর মনের ভেতর
মহান প্রভু সব জানে ।।
পেছনে আর নয় যে গীবত
ভুল হলে চাই এহতেসাব,
দুখীর তরে দে রে যাকাত
পূর্ণ যখন হয় নেসাব ।
দে বিলিয়ে যা আছে তোর
নিজের তরে ‘কম’ যা- নে ।।
পাইলে রোজা পাপের বোঝা রয়না যেন আমলনামায়
অসাধারণ একটি রোজার গজল
গানঃ পাইলে রোজা | পাইলে রোজা
কথা ও সুরঃ তফাজ্জল হোসেন খান
গায়িকা: জাইমা নূর | মায়মুনা | রাফা | আনজুম | সিয়াম | নাজিল | রায়ান | মাহির
সুরকারঃ জুলকার নাইন
অডিও স্টুডিও: উদ্ভাবন
কন্ঠ: জাইমা | মাইমুনা | রাফা | আনজুম | সিয়াম | নাজিল | রায়ান | মাহির
সিইও: মাহবুব মুকুল
he Lyric of PAILE ROJA
পাইলে রোজা পাপের বোঝা
রয়না যেন আমলনামায়
ধুয়ে মুছে সাফ করে নাও
রহমতের দরিয়ায়। ।
অশ্লীলতা দুর করে দাও
যা আছে এই জীবনে
রোজাকে ঢাল নাও বানিয়ে
হাজার পাপের ময়দানে
তাকওয়ার ফুল ফোটাও দিলে
খুশবো ঝরুক এই ধরায়।।
অসহায়ের ব্যাথা বোঝার
এই মাহে রমজান
যা আছে তুই বিলিয়ে দে শোন
আসমানী ফরমান,
ঝগড়া ফ্যাসাদ গীবত নিন্দায়
রোজা কবুল হবেনা
উপবাসের জ্বালা সয়ে
প্রতিদান যে পাবেনা
জেনে বুঝে রোজা রেখে
যাও রাইয়ানের দরজায়।।
রমজান চলে যায়
Nasheed: Romadan chole jay
lyric: Mollik Mahmud
Tune: Mahmud Faysal
Vocal: Redwan Hridoy,Mukhter Hossain Maruf,A Al Noman,Masum Bhuiyan,Abdul Ahad & Mahmud Faysal
Sound Design: Joynal Abedin Ekatto
Film Direction: Rakib Forayzi
ওমরের মত আহা পারিনি হতে, পরিপাটি ঈমানের কোনো দাবীদার-
আবুবকরের মত অবিরাম কেঁদে, খুঁজিনি তো আল্লাহর দয়া বেশুমার।
খুঁজিনি তো মুক্তির উপায়-
গুনাহের কালি তবু রয়েছে আজো, এ আমার আমলনামায়-
হায়, হায়, হায় কী উপায়…..
হৃদয় আকাশ জুড়ে বাঁধেনি জমাট, বেহেশতি রঙ মাখা সিয়ামের নূর-
দুনিয়ার মোহ আর আলেয়ার মায়া, মনের গহীন থেকে হয়নি তো দূর।
খাঁটি পথ চিনিনি তো হায়-
গুনাহের কালি তবু রয়েছে আজো, এ আমার আমলনামায়-
হায়, হায়, হায় কী উপায়….
এই রমাদান হোক জীবনের সেরা রমাদান
রোজার নতুন গান ছোটদের সেরা রামাদান
গান: সেরা রামাদান
কথা: মুনাওয়ার হাসনাইন
সুর: হাসিনুর রব মানু
শিল্পী: জাইমা নূর | রাফা | সাইফা | মুহান্নি | অন্যান্য
কম্পোজ : জুলকার নাইন
স্টুডিও: ইনোভেশন
সম্পাদনা: শামছুল আলম বকুল
পরিচালনা : শেখ নজরুল
প্রধান নির্বাহী : মাহবুব মুকুল
******* লিরিক্স *******
এই রমাদান হোক জীবনের
সেরা রমাদান,
প্রভুর রঙে রাঙিয়ে ফের
সজীব করো প্রাণ।
প্রভুর কাছে গুনাহ সকল
নাও করিয়ে মাফ,
রহম চাদর নাও জডিয়ে
ঝেডে সকল পাপ।
পরিশুদ্ধ হয়ে তুমি
গাও তাকোয়ার গান ।।
প্রভুর কাছে ক্ষমা চাওয়ার
শ্রেষ্ঠ সময় এই,
এর চেয়ে আর মর্যাদাবান
মুহুর্ত যে নেই।
হোক রমাদান মাসে তোমার
শ্রেষ্ঠ ইবাদাত,
প্রভুর ধ্যানে তাহাজ্জুদে
কাটাও সকল রাত।
এই মাসেতে করো অর্জন
রাইয়্যানের ঐ ঘ্রাণ ।।
এই রমাদান
বদর বিজয় শেষে এলো যে ক্বদর
কথা: যায়িদ রুসাফী
সুর: লিটন হাফিজ চৌধুরী
শিল্পী: জাইমা নূর
বদর বিজয় শেষে এলো যে ক্বদর
ডুবে যাও মন তুমি রবের তালাশে
সুগন্ধে ভরে যাক নিয়তের ঘর
শুদ্ধতা ছেয়ে যাক জীবন প্রহর।।
হাজার মাসের চেয়ে যেরাতের মুল্য
শতগুন বহুগুন হয়না যে তুল্য
নিশিথে হও তুমি ইবাদতে মশগুল
অশ্রু ঝরাও মুছে যাবে গুনাহ ভুল
নবায়ন হোক মন…
নবায়ন হোক ফের বাহির ভিতর।।
এরাতে নাযিল হলো পাক কালাম
মহামহিমান্বিত রবের বিধান
ফয়সালা হয়ে যায় মানুষের ভাগ্য
পুলসিরাতের তরে এসো হই যোগ্য
সাজুক নুরে মন..
সাজিয়ে রাখি নুরে এই অন্তর।।
আরও পড়তে পারেন– গান রচনার কৌশল ও প্রাসংগিক কথা – অধ্যাপক আবু তাহের বেলাল
পারবিনে তুই রাখতে রোজা মা একথা বলো না
গানঃ পারবিনে তুই
গীতিকারঃ খাদিজা আক্তার রেজায়ী
সুরঃ আবুল আলা মাসুম
গায়িকা: হুমাইরা আফরিন ইরা
সাউন্ড ডিজাইন: হেভেন টিউন স্টুডিও
পরিচালকঃ এইচ আল হাদী
শিল্প পরিচালকঃ আলম মোর্শেদ
মেঘের পাখায় ভর করে এলোরে রমজান
কথাঃ গোলাম মোহাম্মদ
সুরঃ মসিউর রহমান
গায়িকা: হুমায়রা আফরিন ইরা, নুসরাত জেরিন
মেঘের পাখায় ভর করে
এলোরে রমজান
নীল দরিয়া পাড়ি দিয়ে
এলো সিয়ামের চান
এলো সিয়ামের চান।।
রহমত বরকতের খবর নিয়ে
মাগফিরাত নাজাতের জানান দিয়ে
ঘরে ঘরে আনন্দ বার্তা নিয়ে ঐ
এলোরে রমজান।।
রমজান এলে সিয়াম পালন করো
পরহেজগারির সুন্দর এ পথ ধরো।।
খোদার ভয়ে কোরান তোলো বুকে
রবকে স্মরণ রেখে তুমি চলো সম্মুখে
পাক সিয়ামের নেকির জাযা
আল্লাহ করেন দান
আল্লাহ করেন দান।।
একটি বছর পরে এলো রমজান
কথাঃ খাদিজা আক্তার রেজায়ী
সুরঃ আবুল আলা মাসুম
কণ্ঠঃ যুগ নাশিদ একাডেমী দল
গায়িকা: রাইসা, হুজাইফা, মারিয়া,
মাহজাবিন, জুলফা,
জাফিরা,তাহিয়া,রায়তা,রোহা,আনিফা,
রিফা, নুহা, মাওয়া ও সাবিহা
সাউন্ড ডিজাইনঃ আমজাদ হাসান
গান পরিচালনাঃ হাসনাহেনা আফরিন
জিএফএক্স: তানভীর খান
প্রযোজকঃ আব্দুল আউয়াল
ভিডিও পরিচালনা: ইসমাইল আফিফ
একটি বছর পরে এলো রমজান
রহমত ও নাজাতের নিয়ে আহ্বান।।
করবো নামাজ রোজা
পড়বো তারাবি
নামাজের সাথে আছে
বেহেশতের চাবি
তাই দেখে ইবলিশ করে আনচান।।
সবকাজ-ই ঠিকমতো চলে দিনরাত
নামাজ রোজার বেলায় যতো অজুহাত।।
যখনই দাঁড়াই আমি জায়নামাজে
মনে আসে কথা আজেবাজে
মন থেকে দূর হোক সব শয়তান।।
ঈদ মোবারক সবার তরে আসসালামু আলাইকুম
কথাঃ নুমান আব্দুর রহিম
সুরঃ এস এম মঈনুল ইসলাম
গায়িকা: হুমায়রা আফরিন ইরা, নুসরাত জেরিন
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম ॥
ঈদ মোবারক সবার তরে
আসসালামু আলাইকুম
যাক না হৃদয় সবার ভরে
আসসালামু আলাইকুম
সুখে সুখেই কাটুক দিবস
আসসালামু আলাইকুম ॥
চাঁদের গায়ে রং লেগেছে
নেইতো কারো চোখে ঘুম
আনন্দে তাই সবার হৃদয়
নাচছে যে তাক ধুমা ধুম
ঈদের খুশি তাইতো মনে
বাজঁছে রে রুম ঝুমা ঝুম ॥
ঈদ মোবারক ঈদ
ঈদ মোবারক ঈদ
ঈদ মানেতো গরীব দুখির
দুখে শামিল হবার নাম
ঈদ মানেতো বছর জুড়ে
করে যাওয়া সুখ আঞ্জাম
ঈদ মানেতো ভালোবাসার
গোলাপ রাঙা ফুলের চুম ॥
রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস
কথা ও সুরঃ তোফাজ্জল হোসাইন খান
গানঃ রোজা
কথা ও সুরঃ তোফাজ্জল হোসেন খান
গায়ক: তোফাজ্জল হোসেন খান, ওবায়দুল্লাহ তারেক, শাহাদাত হোসেন, মুয়াজ্জাম হোসেন, মিরাদুল মুনিম ও নাইম সিদ্দিক।
গল্পঃ শেখ নজরুল
Somonnito Sanskritik Songsod (SOSAS) দ্বারা প্রযোজনা ও উপস্থাপনা
রোজা মানে নয় তো শুধু
থাকা উপবাস,
রোজা মানে শুদ্ধ থাকা
বাকি এগারো মাস
হতভাগা সেই রোজাদার
খুব পিপাসায় নেয় না খাবার,
বুকের ভেতর লালন করে
মন্দ অভিলাষ,
খাঁটি দিলে তওবা করে
চোখ ভিজিয়ে ডাকো তারে
জিকিরে মগ্ন রাখো
প্রতিটি নিশ্বাস
কত রোজা এলো গেলো,
ভেবে দেখো মন
জীবন ঘুড়ি দূর আকাশে
ভাসবে কতখন
সিয়ামের লগ্ন এল,
নাজাতের দ্বার খুলিল
পাপি তাপি পেয়ে যাবে
জান্নাতের আশ্বাস
সিয়ামের দিন হোক কিয়ামের রাত
শিল্পীঃ ইকবাল এইচজে ও আয়েশা তারান্নুম
গীতিকারঃ রাকিবুল আহসান মিনার
সুরঃ ইকবাল এইচজে
সঙ্গীত পরিচালকঃ পারভেজ জুয়েল
গীতিকার রূপান্তরঃ আব্দুল ফাত্তাহ সাকি
সৃজনশীল প্রযোজক: মার্জিয়া ইকবাল
ক্রিয়েটিভ টিম: আব্দুল্লাহ আল নোমান, মনজুরুল হাসান, ইয়াসিন রাফি
পরিচালকঃ সাদ আলামিন
সিয়ামের দিন হোক কিয়ামের রাত
গুণাহের মাফ পেতে তোলো দুই হাত
অনুতাপে অনুভবে হয়ে যাও নত
রমাদানে রহমত ঝরে অবিরত।
আরশের মালিকের অবারিত ক্ষমা
পেতে পারো রোজাদার তুলে মোনাজাত।।
কুরানের পাতা খুলে পড়ো একে একে
আমলের খাতা ভরো হরফের নেকে।
হাদীসের বাণী পড়ে ভরে নাও মন
ইবাদাতে কেটে যাক দিবানিশি ক্ষণ।
অবসর চলফেরা জিকিরের হোক
সব পাপ ঝরে যাক ভিজে আঁখিপাত।।
ইতেকাফ করো তুমি মালিকের ঘরে
কদরের রাতে রব পাপ ক্ষমা করে
যতো বেশি পারা যায় ইবাদাতে রও
রমাদানে মালিকের কাছাকাছি হও।
হায়াতের গাছ থেকে ঝরে যায় পাতা
খুলে খুলে দেখো তুমি আমলের খাতা।
কবরের কথা ভাবো হাশরের মাঠ
কাফনের আবরণে লাশ বাহি খাট।
কতো পাপ করা হলো জানা অজানায়
বেহিসেব ক্ষমা ছাড়া পাবেনা নাযাত।।
রহমতের মাস এলো-হুমায়রা আফরিন ইরা
কথা ও সুরঃ আব্দুল গাফফার
গায়িকা: হুমায়রা আফরিন ইরা
সাউন্ড ডিজাইনঃ তানভীর খান
প্রযোজকঃ আব্দুল আউয়াল
পরিচালকঃ রাকিব ফরাজী
উপস্থাপনাঃ হাসনাহেনা আফরিন অফিসিয়াল
রহমতের মাস এলো
মাস এলো বরকতের
পাপ ছেড়ে দাও পূণ্যে মন
এই তো সুযোগ নাজাতের।
রাত্রি জেগে নামাজ পড়ো
দিনে রাখো রোজা
দান সদকা বেশি করে
কমাও পাপের বোঝা।
সত্যিকারের মুমিন হয়ে
পথ খুঁজে নাও জান্নাতের।।
মিথ্যা বলা গীবত করা
ছাড়তে হবে ভাই
হারাম খেয়ে রোজা রেখে
নাই কোনো লাভ নাই।
আল্লাহ ও তাঁর নবীর পথে
চলতে হবে সোজা
সংযমী হও কথায় কাজে
ডাকছে তোমায় রোজা।
শুদ্ধ করে রাখলে রোজা
পথ পাবে মাগফেরাতের।
রোজার মাসে হৃদয় হাসে
শিল্পী: টুন্টুনি আসর
কথাঃ বিলাল হুসাইন নূরী
সূরঃ মশিউর রহমান
শব্দ ধারনঃ মাহসিন সাউন্ড সিস্টেমস
লেবেলঃ স্পন্দন অডিও ভিজ্যুয়াল সেন্টার
রোজার ইসলামী গান। মাহে রমজানের গজল । রমজানের নতুন গান। রমজানের গান mp3। রমজানের গান অডিও । রমজানের গান লিরিক্স । রোজার গান।
[gs-fb-comments]