You are currently viewing মে দিবসের কবিতা। ১১জন কবির ১১টি নতুন কবিতা
মে দিবসের কবিতা। ১১জন কবির ১১টি নতুন কবিতা

মে দিবসের কবিতা। ১১জন কবির ১১টি নতুন কবিতা

মে দিবসের ছড়া

+-+-+-+-+-+-+-+

সভ্যতা এগিয়েছে যাঁর নোনা ঘামে

রোমেন রায়হান

মিনিবাস, টেম্পু বা রিকশার সারি

কে তোমাকে রোজ রোজ নিয়ে যায় বাড়ি!

কেটে কেটে, খুঁড়ে খুঁড়ে গায়ে মেখে ধুলো

কে বানালো চকচকে রাজপথগুলো!

এই যে সকালে উঠে পত্রিকা পেলে

জানতেও চাইলে না দিলো কোন ছেলে।

ধবধবে ভাত খাও, সে ভাতের ধানে

কার শ্রম লেগে আছে ক’জনে তা জানে!

ফুটপাথে, দোকানে বা পার্কে বা মাঠে

চোখ মেলে দেখেছ কি কে বা কারা খাটে!

সভ্যতা এগিয়েছে যাঁর নোনা ঘামে

তাঁর ছবি রাখা নাই কোন এলবামে।

যে শ্রমিক প্রাণ ভরে দিলো পৃথিবীকে

চলো তাঁর কথা ভেবে কিছু যাই লিখে।

আরও পড়ুন–সকলের খুবই প্রয়োজনীয় ২০০টি Most useful website Link

মে দিবসের ছড়া

ইব্রাহিম খলিল

গাঁইতি কোদাল শাবল হাতে

ঝরায় যারা ঘাম,

দিনের শেষে সন্ধ্যে বেলা

পায়না ঘামের দাম।

যেই শ্রমিকের ঘামে গড়া

অট্টালিকা দেয়াল,

সেই শ্রমিকের নিদানকালে

কেউ রাখেনা খেয়াল।

সময় এবং মুজুরিটা

দুটোই করে চুরি,

ওদের ঘাড়ে পারা দিয়ে

কামায় ভুরি ভুরি।

যেই শ্রমিকের শ্রম সাধনায়

অট্টালিকা গড়ে,

মজুরিটা চাইতে গেলে

ঘাড়টা চেপে ধরে।

এমন জুলুম যায় কী সওয়া

হোক প্রতিবাদ হোক,

জেগে ওঠো বুকে নিয়ে

মে দিবসের শোক।

Leave a Reply