মে দিবসের ছড়া।
অধিকার
———–
জগলুল হায়দার
——————-
শিকাগোর মার্কেট
নাম ছিল হে
তারিখটা এক ছিল
মাস ছিল মে।
আঠারোশ’ ছিয়াশি
অধিকার পিয়াসী
শ্রমিকের দল-
প্রতিবাদে পথে পথে
মিছিলের ঢল।
শোষক শোষিত দুই
মুখোমুখি পক্ষ
রক্তেই কেনা হলো
মুক্তির লক্ষ্য।
কিন্ত সে কোরবানি
বৃথা কভু যায়নি
পেলো সব অধিকার
আগে যা যা পায়নি।
আরও পড়তে পারেন–তরুণ কবি খাদিজা ইয়াসমিন এর ৪টি জীবনমুখী কবিতা
দাবি একটাই
আহাদ আলী মোল্লা
শাবল চালাই হাতুড় পেটাই
কোদাল মারি জোরে,
ঘাম ছুটে যায় মগজ মাথা
বনবনিয়ে ঘোরে।
পাই না ঘামের মূল্য সঠিক
মালিকরা দেয় ফাঁকি,
মাঝে মাঝে কাজের টাকা
সাহেব রাখেন বাকি।
আমরা বানাই অট্টালিকা
ধনী গনির জন্য,
হচ্ছি জখম ঘায়েল খতম
তাও যেন সব ধন্য।
আর ফাঁকি নয় শ্রমের ঘামের
মূল্য উচিত চাই;
মে দিবসের ডাক পড়েছে
আজ দাবি একটাই।