You are currently viewing মে দিবসের কবিতা। ১১জন কবির ১১টি নতুন কবিতা
মে দিবসের কবিতা। ১১জন কবির ১১টি নতুন কবিতা

মে দিবসের কবিতা। ১১জন কবির ১১টি নতুন কবিতা

উচিত মূল্য

আহাদ আলী মোল্লা

মজুর মুটে ছুতোর নাপিত কোল ঘরামি কুলি

কাহার মেথর ঝি দফাদার রিকশাওয়ালা ঢুলি

কামলা মুনিশ কৃষক জেলে দরজি জুলা মাঝি

ময়রা কামার গাছি ধোপা কলু পিয়ন কাজি-

বাগদি বুনো চামার মুচি পাটনি কুমোর তাঁতি

কী ভেদাভেদ কোথায় ফাঁরাক আমরা মানুষ জাতি

যার যেখানে দু’হাত চলে

কাজ করে যাই বাহুর বলে

শ্রম বিকিয়ে পয়সা কামাই কার কাছে হাত পাতি?

মে দিবসের ডাক এসেছে সবাই জেগে ওঠ

সব অধিকার করতে আদায় বাঁধতে হবে জোট

বিশ্ব শ্রমিক এক হয়ে সেই ন্যায্য দাবি তুলল;

দিতেই হবে কাজের শ্রমের ঘামের উচিত মূল্য।

Leave a Reply