মে দিবসের ছড়া ||
মাহবুবুল আলম
যাদের শ্রমে যাদের ঘামে
সচল মিলের চাকা
মাসের শেষে তাদের পকেট
থাকে শূন্য ফাঁকা।
পেটের ক্ষুদা নিয়েই তারা
কাজ করে দিন-রাত
হাড়ভাঙা খেটেও ওদের
খোলে না আর বরাত।
ওদের জীবন যে-তিমিরে
সেই তিমিরেই রয়
মালিক ওঠে ফুলেফেপে
শ্রমিকের জান ক্ষয়।
দেশের যত শিল্পমালিক
শ্রম করে যে শোষণ
বড় কথায় মঞ্চ কাঁপায়
দেয় গরম ভাষণ।