মে দিবসের ছড়া
শাহিন ইসলাম
সাহেবসুবোর পকেট থেকে
হয় না টাকাকড়ি বের,
শ্রমের দায়ে শ্রম দিয়ে যায়
উন্নতি নেই গরিবের।
দিনরাতে কাজ করেও তবু
মন ভরে না মালিকের,
ধন দিয়ে সব পাহাড় গড়ে
ফুরায় না খাদ বা লিকের।
ন্যায্য দাবি বহুত দূরে
নামবেতনই বকেয়া,
ন্যায়নীতি সব বন্দি আজও
ছলচাতুরী ছকে আঃ!
কক্ষনো আর দূর হবে না
অসভ্য চুনকালি কি?
নতুন করে হোক প্রতিবাদ
নিপাত যাক এই মালিকি।