You are currently viewing মে দিবসের কবিতা। ১১জন কবির ১১টি নতুন কবিতা
মে দিবসের কবিতা। ১১জন কবির ১১টি নতুন কবিতা

মে দিবসের কবিতা। ১১জন কবির ১১টি নতুন কবিতা

আজ মহান মে দিবস। যাদের রক্ত ঘামে নির্মিত হয় একটি জাতি তারাই হলো শ্রমিক। যুগে যুগে প্রতিটি মানব সভ্যতার বিকাশ আর উন্নতির কারিগর হলো শ্রমিক। মানষের ব্যাবহারিক জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে শ্রমিকের ছোঁয়া। তাই তো মহান মে দিবসে শ্রমিকদের সম্মানে কবি শিল্পীরা লিখেছেন নানা গান ও কবিতা । নিচে কয়েকটি মে দিবসের ছড়া/কবিতা দেয়া হলো

 মে দিবস

ইমতিয়াজ সুলতান ইমরান

মে দিবসে

মন বিবশে

শহিদ শ্রমিক স্মরণে!

আঠারোশ ছিয়াশিতে

শ্রমজীবীর ন্যায় দাবিতে

শ্রমিক ভাইয়ের মান বাড়াল

বুকের রক্তক্ষরণে!

আমেরিকার শিকাগোতে

শ্রমিক ভেসে রক্তস্রোতে

জীবন দিয়ে জানিয়ে দিল

কায়িক শ্রমের শর্তটা

মে দিবসে হে মার্কেটে

মরল যারা কেঁদেকেটে

রক্তে তাদের স্বচ্ছ হলো

শ্রমনীতির অর্থটা

শ্রমজীবী পূরণ করে

অর্থনীতির গর্তটা।

Leave a Reply