You are currently viewing মহান একুশের কবিতা। ২১টি কবিতা। স্মৃতির মিনার ভেঙেছে তোমার?
২১ শে ফেব্রয়ারী

মহান একুশের কবিতা। ২১টি কবিতা। স্মৃতির মিনার ভেঙেছে তোমার?

একুশের ২১টি কবিতা। কবিতা নং ০৩ ।

প্রথম কবিতা–কবি আল মাহমুদ এর  ফেব্রুয়ারীর একুশ কারিখ দুপুর

মহান একুশের কবিতা । ‘স্মৃতিস্তম্ভ’

আলাউদ্দিন আল আজাদ

স্মৃতির মিনার ভেঙেছে তোমার?

স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার
খাড়া রয়েছি তো। যে-ভিৎ কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে
হীরার মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার
খুরের ঝটিকা ধূলায় চূর্ণ যে পদপ্রান্তে
যারা বুনি ধান
গুণ টানি, আর তুলি হাতিয়ার হাপর চালাই
সরল নায়ক আমরা জনতা সেই অনন্য।
ইটের মিনার । মহান একুশের কবিতা
ভেঙেছে ভাঙুক। ভয় কি বন্ধু,দেখ একবার আমরা জাগরী
চারকোটি পরিবার।।
এ-কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন,
শিয়রে যাহার ওঠে কান্না, ঝরে না অশ্রু?
হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং
বিরহে যেখানে নেই হাহাকার? কেবল সেতার
হয় প্রপাতের মোহনীয় ধারা, অনেক কথার
পদাতিক ঋতু কলমেরে দ্যায় কবিতার কাল?

ইটের মিনার ভেঙেছে, ভাঙুক। একটি মিনার গড়েছি আমরা
চারকোটি কারিগর
বেহালার সুরে, রাঙা হৃদয়ের বর্ণলেখায়।
প্রথম শহীদ মিনার ভাঙার প্রতিবাদে প্রথম কবিতা লিখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দ্বিতীয় বর্ষের এক প্রখর মেধাবী ছাত্র। নাম তাঁর আলাউদ্দিন আল আজাদ।

কে ভেবেছিলো সেই ছেলের হাতেই পরবর্তীতে কি জন্ম নেয়নি? গল্প কবিতা, উপন্যাস, নাটক থেকে শুরু করে প্রবন্ধ, শিশু সাহিত্য, সাহিত্য গবেষণা, সাহিত্য সমালোচনা থেকে অজস্র বিষয়বস্তু। যিনি হয়ে উঠলেন এই বাংলার প্রথম সব্যসাচী সাহিত্যিক। কিংবদন্তি কথাসাহিত্যিক, কবি ও শিক্ষাবিদ আলাউদ্দিন আল আজাদ। অথচ তাঁর প্রথম জীবনটা ছিলো কেবলই সংগ্রাম হারানোর বেদনালিপ্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতারের নেতৃত্বে গত পরশু সারা রাত কষ্ট করে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারত বন্ধু শেখ হাসিনার সরকারের ভারত তোষণের প্রতিবাদ করে ছাত্রলীগের হাতে খুন হওয়া শহীদ আবরার ফাহাদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। কিন্তু যেহেতু ভারতের দালাল সরকার এই দেশে ভারতের “অবমাননা” হয় এমন কিছুর চিহ্ন না রাখতে বদ্ধ পরিকর, তারা আবরার ফাহাদের সেই স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলেছে বুলডোজার দিয়ে, পুলিশি প্রহরায়। এই দেশের পুলিশও যে ভারতের কথায় ওঠেবসে, তার প্রমাণ হচ্ছে এই ঘটনা।
“স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো চারকোটি পরিবার”—লিখেছিলেন আলাউদ্দিন আল আজাদ। চার কোটির জায়গায় এখন ১৬ কোটি। সেই একই ঘটনা, সেই একই পুনরাবৃত্তি। তখন করেছিল পাকিস্তানের দালালরা আর এখন ভারতের দালালরা।
স্মৃতি স্তম্ভ
একুশের কবিতা