একুশের ২১টি কবিতা। কবিতা নং ০৩ ।
প্রথম কবিতা–কবি আল মাহমুদ এর ফেব্রুয়ারীর একুশ কারিখ দুপুর
মহান একুশের কবিতা । ‘স্মৃতিস্তম্ভ’
আলাউদ্দিন আল আজাদ
স্মৃতির মিনার ভেঙেছে তোমার?
স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার
খাড়া রয়েছি তো। যে-ভিৎ কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে
হীরার মুকুট নীল পরোয়ানা খোলা তলোয়ার
খুরের ঝটিকা ধূলায় চূর্ণ যে পদপ্রান্তে
যারা বুনি ধান
গুণ টানি, আর তুলি হাতিয়ার হাপর চালাই
সরল নায়ক আমরা জনতা সেই অনন্য।
ইটের মিনার । মহান একুশের কবিতা
ভেঙেছে ভাঙুক। ভয় কি বন্ধু,দেখ একবার আমরা জাগরী
চারকোটি পরিবার।।
এ-কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন,
শিয়রে যাহার ওঠে কান্না, ঝরে না অশ্রু?
হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং
বিরহে যেখানে নেই হাহাকার? কেবল সেতার
হয় প্রপাতের মোহনীয় ধারা, অনেক কথার
পদাতিক ঋতু কলমেরে দ্যায় কবিতার কাল?
ইটের মিনার ভেঙেছে, ভাঙুক। একটি মিনার গড়েছি আমরা
চারকোটি কারিগর
বেহালার সুরে, রাঙা হৃদয়ের বর্ণলেখায়।
প্রথম শহীদ মিনার ভাঙার প্রতিবাদে প্রথম কবিতা লিখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দ্বিতীয় বর্ষের এক প্রখর মেধাবী ছাত্র। নাম তাঁর আলাউদ্দিন আল আজাদ।
কে ভেবেছিলো সেই ছেলের হাতেই পরবর্তীতে কি জন্ম নেয়নি? গল্প কবিতা, উপন্যাস, নাটক থেকে শুরু করে প্রবন্ধ, শিশু সাহিত্য, সাহিত্য গবেষণা, সাহিত্য সমালোচনা থেকে অজস্র বিষয়বস্তু। যিনি হয়ে উঠলেন এই বাংলার প্রথম সব্যসাচী সাহিত্যিক। কিংবদন্তি কথাসাহিত্যিক, কবি ও শিক্ষাবিদ আলাউদ্দিন আল আজাদ। অথচ তাঁর প্রথম জীবনটা ছিলো কেবলই সংগ্রাম হারানোর বেদনালিপ্ত।