You are currently viewing ভালোবাসার কবিতা । নির্বাচিত ৫০ টি সেরা প্রেমের কবিতা
ভালোবাসার কবিতা

ভালোবাসার কবিতা । নির্বাচিত ৫০ টি সেরা প্রেমের কবিতা

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

* হুমায়ুন আজাদ

কেউ কি এখন এই অবেলায়

আমার প্রতি বাড়িয়ে দেবে হাত?

আমার স্মৃতির ঝোপেঝাড়ে

হরিণ কাঁদে অন্ধকারে

এখন আমার বুকের ভেতর

শুকনো পাতা, বিষের মতো রাত ।

দ্বিধান্বিত দাঁড়িয়ে আছি

একটি সাঁকোর কাছাকাছি,

চোখ ফেরাতেই দেখি সাঁকো

এক নিমিষে ভাঙলো আকস্মাত্ ।

গৃহে প্রবেশ করবো সুখে?

চৌকাঠে যায় কপাল ঠুকে ।

বাইরে থাকি নত মুখে

নেকড়েগুলো দেখায় তীক্ষ্ন দাঁত ।

অপরাহ্নে ভালোবাসা

চক্ষে নিয়ে গহন ভাষা

গান শোনালো সর্বনাশা,

এই কি তবে মোহন অপঘাত?

কেউ কি এখন এই অবেলায়

আমার প্রতি বাড়িয়ে দেবে হাত?

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

ভালোবাসার কবিতা ক্যাপশন
ভালোবাসার কবিতা

* শামসুর রাহমান

তুই কি আমার দুঃখ হবি?

এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল

রুখো চুলে পথের ধুলো

চোখের নীচে কালো ছায়া।

সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।

তুই কি আমার দুঃখ হবি?

তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি?

মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি?

তুই কি আমার খাঁ খাঁ দুপুর

নির্জনতা ভেঙে দিয়ে

ডাকপিয়নের নিষ্ঠ হাতে

ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি?

একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা

কেমন যেন বিষাদ হবি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

তুই কি আমার শুন্য বুকে

দীর্ঘশ্বাসের বকুল হবি?

নরম হাতের ছোঁয়া হবি?

একটুখানি কষ্ট দিবি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

নিজের ঠোট কামড়ে ধরা রোদন হবি?

একটুখানি কষ্ট দিবি।

প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়

কথা দিয়েও না রাখা এক কথা হবি?

একটুখানি কষ্ট দিবি।

তুই কি একা আমার হবি?

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

~ মহাদেব সাহা

তোমার সাথে প্রতিটি কথাই কবিতা,

প্রতিটি মুহুর্তেই উৎসব- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

তুমি যখন চলে যাও সঙ্গে সঙ্গে পৃথিবীর

সব আলো নিভে যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

বইমেলা জনশূন্য হয়ে পড়ে,

কবিতা লেখা ভুলে যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত রবীন্দ্রসঙ্গীতের মতো মনোরম!

একেটি তুচ্ছ বাক্যালাপ অন্তহীন নদীর কল্লোল, তোমার একটুখানি হাসির অর্থ এককোটি বছর জ্যোৎস্নারাত,

তুমি যখন চলে যাও পৃথিবীতে আবার হিমযুগ

নেমে আসে! রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

তোমার সাথে প্রতিটি কথাই কবিতা,

প্রতিটি গোপন কটাক্ষই অনিঃশেষ বসন্তকাল

তোমার প্রতিটি সম্বোধন

ঝর্নার একেকটি কলধ্বনি,

তোমার প্রতিটি আহ্বান একেকটি

অনন্ত ভোরবেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

তাই তুমি যখন চলে যাও মুহূর্তে সব নদীপথ

বন্ধ হয়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

পদ্মার রুপালি ইলিশ তার সৌন্দর্য হারিয়ে ফেলে,

পুষ্পোদ্যান খাঁখাঁ মরুভূমি হয়ে ওঠে।

যতোক্ষণ তুমি থাকো আমার নিকটে থাকে সপ্তর্ষিমণ্ডল

মাথার ওপরে থাকে তারাভরা রাতের আকাশ,

তুমি যতোক্ষণ থাকো আমার এই হাতে

দেখি ইন্দ্রজাল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

আঙুলে বেড়ায় নেচে চঞ্চল হরিণ:

তুমি এলে খুব কাছে আসে সুদূর নীলিমা

তোমার সান্নিধ্যের প্রতিটি মুহূর্ত সঙ্গীতের

অপূর্ব মূর্ছনা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা

যেন কারো অবিরল গাঢ় অশ্রুপাত:

তোমার সাথে প্রতিটি বাক্য একেকটি কবিতা প্রতিটি শব্দ শুভ্র শিশির।