You are currently viewing ভালোবাসার কবিতা । নির্বাচিত ৫০ টি সেরা প্রেমের কবিতা
ভালোবাসার কবিতা

ভালোবাসার কবিতা । নির্বাচিত ৫০ টি সেরা প্রেমের কবিতা

প্রেম সীমাহীন

নাসরিন ফেরদৌসি

আগুনে পোড়া ধ্বংসের অনেক দিন পরে

জন্মায় সবুজ ঘাস হয় প্রানের সঞ্চার।

সীমাহীন প্রেম তেমনি, হৃদয়ে হাজার বার

অগ্নুৎপাত ঘটলেও প্রেম পোড়েনা। প্রেম হয় পাহাড়ের বুক চেড়া ঝর্নার সাথে, আকাশ, মেঘ, গোধুলীর সাথে, প্রেম হয় মনের সাথে মনের।

অবজ্ঞা হাজার বার হৃদপিন্ডে পৌঁছে দিলেও

প্রেম মরেনা। প্রেম আছে বলেই বেঁচে থাকে প্রাণ।

রাতের গভীরে দীপ নিভিয়ে একান্ত একা থাকায় অধরে হাসি ফুটিয়ে দেয় প্রেম, জাগিয়ে দেয় সমুদ্রের টান, বৃষ্টি দেখার নেশা। জীবন প্রদীপ নিভে যাওয়ার আগে শেষ প্রজ্জ্বলন পর্যন্ত প্রেম অনিবার।

সীমাহীন প্রেমের অশান্ত ঝড়ের কবলে শত শত বার আছড়ে পড়ে সীমান্তে পৌঁছানোর অবিরাম প্রচেষ্টা, প্রাণ আকুলিয়া নিতে চায় মন প্রেমের শেষটা।

অন্য ভূবন

যুথী কাজী

মে ২৩, ২০২৩

অথৈই প্রেমে আজ ডুবেছি আমি

প্রচন্ড ঝড়োহাওয়া মনে

উচ্ছ্বাসে মনটি এলোমেলো আজ

প্রেমের তুফানে উত্তাল সাগর

উম্মাদ হয়ে আবেগ মনে ঢেউ তোলে

উঁচু , নীচু , কখনও পাহাড় সমান

উচ্ছ্বাসে ডুবি আর জাগি বিদিশায়

প্রেমের তরীটি ধরার আশায়

ভীষণ প্রেমের খেলা চলছে মনে

বাঁধন ছিঁড়ে উড়ছি তাই

ভাললাগায় আজ পাল উড়িয়ে দেই

জোয়ার ভাটায় আজ নেই কোন ভয়

আধো চোখ বুঁজে অনুভব করি

প্রেমের উত্তাল সাগরটিকে

হারিয়ে যাই অতলে, তলিয়ে যাই

গভীর থেকে গভীরে, এক অন্য ভুবনে।

গভীর প্রেমের কবিতা

আমি তো বেঁচে আছি!

পুরোনো প্রেমের মদের বোতলের

তৃষ্ণার্ত ঠোঁটের ভাঁজে,

আমি এখনও তোমায় খুঁজি,

হারিয়ে যাওয়া নক্ষত্রের মতো।

স্মৃতিময় কৈশোরের লোনাজলে

দুঃখ নদীর অতল তলে

তুমি জড়িয়ে আছো

সমগ্র তৃষ্ণাতুর সত্ত্বা জুড়ে

অপার্থিব স্বপ্ন মোহে।

একদিন সব কিছু উপেক্ষা করে

ঠিক চলে যাবো তোমার কাছে

আমার অতল সুখের ঠিকানা যে

তোমার বিম্বাধরে!

মনে থাকবে?

~ মহাদেব সাহা

তোমার দুঃখের সাতমহল বাড়ির

পুরনো বাসিন্দা বলেই

আমি হৈচৈ শামিয়ানার নিচে যাই না।

ভালোবাসার জন্য ব্যাকুলতা আছে বলেই তো

রঙিন কুয়াশা কুড়াতে যাই না কোথাও-

ঝরা বকুলের জন্য ব্যাকুল হয়েছি বহুবার কিন্তু বিদেশী

খেলনার দিকে ছুটিনি।

নক্ষত্রপুঞ্জকে ডলার ভেবেছি বলেই আমি বসে আছি এমন!

তোমার পথ চেয়ে, মধ্যপ্রাচ্যের কোনো বিমান

ধরার তাড়া নেই আমার,

তবু তোমার চোখ যদি একবার অশ্রুসজল হয়!

কোথাও যাওয়ার তাড়া নেই আমার,

কোথাও যাওয়ার তাড়া নেই!

আমি আরো বহুদিন তোমার দুঃখের সাতমহল

পাহাড়া দিতে পারবো,

তুমি যতো অপেক্ষা করতে বলো

আমি তার চেয়েও বেশি প্রস্তুত

আমি শুধু দেখতে চাই তোমার চোখ থেকে

একফোঁটা অশ্রু গড়াতে গড়াতে

কীভাবে সোনার খনি গড়ে ওঠে-

আর কোনো তাড়া নেই আমার,

কোথাও যাওয়ার তাড়া নেই!

এখন – তারাপদ রায়

মনে নেই,

আমি নিজে ফিরে গিয়েছিলাম, অথবা

তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম,

এখন

আর কিছু মনে নেই, তবু দুঃখ হয়

এখন, যখন একেকদিন খুব বৃষ্টি নেমে আসে

এখন, যখন একেকদিন খুব শীতের বাতাস

শুধু পাতা উড়িয়ে উড়িয়ে

আমার চারদিকে বৃষ্টি ও ঠান্ডা বাতাস ঘুরে ঘুরে:

এমন কি যখন সেই পুরনো কালের সাদা রোদ

হঠাত্ ভোরবেলা ঘর ভাসিয়ে ছাপিয়ে,

কি ব্যাপার এবার কোথাও যাবে না?

এখন আর কোনোখানে যাওয়া নেই,

এখন কেবল ঠান্ডা বাতাস, এখন বৃষ্টি, জল

আমার চারপাশ ঘিরে পাতা ওড়ে আর জল পড়ে ।

এখন তোমার জন্য দুঃখ হয়,

এখন আমার জন্য দুঃখ হয়,

আমি নিজে ফিরে গিয়েছিলাম অথবা

তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম, এখন দুঃখ হয় ।

যদি পারতাম

,,,,লিটন,,,,

যদি তোমার মন ভালোর কারণ হতে পারতাম,

যদি তোমাকে একটু খানি হাসাতে পারতাম।

যদি তোমার মায়াবী চোখের অপেক্ষার প্রহর হতে পারতাম।

যদি তোমার মিষ্টি ঠোঁটে আবেগী কথা হতে পারতাম,

তা হলে নিজেকে সার্থক ভাবতাম,

হতাম যদি তোমার একটু খানি স্বপ্নবিলাশের কারন,

সেই কারণে বাধতাম তোমায় শুনতাম না কো বারণ।

যদি হতাম শীতের চাদর,

জড়ীয়ে রাখতে গায়,

উষ্ণতায় রাঙ্গিয়ে রাখতাম, হতাম নুপুর পায়।

যেদিন হবে দেখা, মন ভরে সাজিস।..

মায়াভরা ঐ দুচোখে, একটু কাজল আঁকিস।

যেদিন হবে দেখা, নীল শাড়ি পড়িস।..

ছোট্ট এক লাল টিপ, কপালেতে দিস।

যেদিন হবে দেখা, সময়মতো আসিস।..

ঐ কুচকুচে খোপায় তোর, বেলীর মালা বাঁধিস।

যেদিন হবে দেখা, রঙিন মেহেদী দিস।…

মেহেদী রাঙা ঐ দুহাতে, কাঁচের চুরি পড়িস।

যেদিন দেখা হবে, খালি হাতে আসিস।..

ভালোবাসায় ভরিয়ে দেব, দুহাত ভরে নিস

তোমাদের এই এত বড় শহরে,

এত আপনজনের ভিড়ে,

আমার নিজেকে বড় একা লাগে,শুণ্য লাগে।

বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়।

তোমাদের বুক ভরা ভালোবাসা দেখে আমার বড় হিংসে হয়।

আমি রাতে ঘুমোতে পারিনা।

এই যে তোমরা দিনরাত স্বপ্ন নিয়ে ফেরি করো,

আমার হতাশ লাগে,

আমি পাগল হয়ে যাই,

দিনশেষে ব্যথায় কাতর হয়ে উঠি,

নিজের ব্যর্থতা পাগল করে ফেলে আমাকে।

আমাকে তোমরা নিতে পারোনা কেনো তোমাদের দলে?

আমিওতো তোমাদেরই একজন।

এ সমাজ কোন ব্যর্থতার বোঝা রাখতে চায়না,

কাউকে সুযোগ দিতে চায়না,

আছড়ে ফেলে দেয়,

দূর দূর করে দেয়।

আমি তোমাদের কাছে আজ সুখ চাইতে এসেছি,

করুণা নিতে নয়।

তোমাদের কাছে স্নেহ পেতে এসেছি,ধিক্কার পেতে নয়।

আমাকে তোমরা বরণ করে নাও,

স্বপ্ন দেখার সুযোগ দাও।

আমাকে ফিরিয়ে দিও না,

আমিও হতে চাই স্বপ্নের ফেরিওয়ালা