ভালোবাসার কবিতা প্রেমিকদের জন্য রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা, কাজী নজরুল ইসলাম এর কবিতা, মহাদের সাহার প্রেমের কবিতা সহ নবীণ প্রবীন কবিদের কবিতা ।
ভালোবাসার কবিতা
একবার তুমি
– শক্তি চট্টোপাধ্যায়
একবার তুমি ভালোবাসতে চেষ্টা কর–
দেখবে, নদির ভিতরে, মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে
পাথর পাথর পাথর আর নদী-সমুদ্রের জল
নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল
একবার তুমি ভাল বাসতে চেষ্টা কর ।
বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল–ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়
সমস্ত পায়ে-হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে
যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির সলমা-চুমকি-জরি-মাখা প্রতিমা
বহুদূর হেমন্তের পাঁশুটেনক্ষত্রের দরোজা পর্যন্ত দেখে আসতে পারি ।
বুকের ভেতরে কিছু পাথর থাকা ভাল
চিঠি-পত্রের বাক্স বলতে তো কিছু নেই–পাথরের ফাঁক-ফোকরে রেখে এলেই কাজ হাসিল–
অনেক সময় তো ঘর গড়তেও মন চায় ।
মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে
আমাদের সবই দরকার । আমরা ঘরবাড়ি গড়বো–সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরবো ।
রূপোলি মাছ পাথর ঝরাতে-ঝরাতে চলে গেলে
একবার তুমি ভালবাসতে চেষ্টা করো ।
আরও পড়ুন–মাকে নিয়ে কবিতা । মাকে নিয়ে ১৩টি কবিতা । ’’মা ‘’
আরো পড়ুন-–খাদিজা ইয়াসমিন এর আধ্যাত্বিক প্রেমের ৫টি বাংলা কবিতা
এতো মান কেন তোমার
বলো বলো হে অভিমানী মেয়ে, ?
তোমার ভালোবাসার মাঝে আমার হৃদযন্ত্র !
তুমি ছাড়া আমি আর কোনো কিছু জানি না,
আর কোনো প্রেম কাহিনী পড়িনি কোথাও !
তাই আজও আমি লিখতে পারিনি কোন
ভালবাসার কাব্য।
হে প্রেমময়ী মেয়ে তোমাকে ভালোবাসি তাই
কোনোদিন কখনো লিখবো না আর ভালোবাসার কবিতা!
বর্ণমালার হাহাকার থেকে জন্ম নেয় লক্ষ কোটি কবিতার
মৃন্ময়ী যৌবন তোমার মনের মাঝেতে উকি দেয় বার বার
তোমার ভালবাসা ছাড়া আমার কবিতার কোন মানে হয় না।
আরও পড়তে পারেন–তরুণ কবি জবা ইয়াসমিন এর অসাধারণ ৭টি অনন্ত প্রেমের কবিতা
Moheit Anu
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে
– রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ,
আছো তুমি হৃদয় জুড়ে।
ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবডালে ফসলের ঘুম।
তেমনি তোমার নিবিঢ় চলা, মরমের মূল পথ ধরে।
পুষে রাখে যেমন ঝিনুক , খোলসের আবরণে মুক্তোর সুখ।
তেমনি তোমার গভীর ছোঁয়া, ভিতরের নীল বন্দরে।
ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিয়ো তোমার মালাখানি, বাউলের এই মনটারে।
আমার ভিতরে বাহিরে………
একি অসীম পিয়াসা
শত জনম গেল তবু মিটিল না
তোমারে পাওয়ার আশা।।
সাগর চাহিয়া চাঁদে চির জনম কাঁদে
তেমনি যত নাহি পায় তোমা পানে ধায়
অসীম ভালোবাসা।।
“তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন
সেই জানে তোমারে ভোলা কি কঠিন”
তোমার স্মৃতি তার মরণের সাথি হয়
মেটে না প্রেমের পিয়াসা………।।”
কবিতা/গান… ভালোবাসার কবিতা
“একি অসীম পিয়াসা”
– কাজী নজরুল ইসলাম
তাঁর জন্যে মন কাঁদেনা
মোঃ শাহিনূর রহমান শাহীন
ভালোবাসতাম বলে – চোখের জলে
ভেসে গেছি কতবার,
আর ভালোবাসিনা – করি ঘৃণা
না দিলে মূল্য ভালোবাসার!
মন বোঝনি – প্রেম খোঁজনি
দেহের সুখে ভেসে ভেসে,
ওরে প্রিয়া – নিঠুর নিদয়া
তুমি বুঝলে না ভালোবেসে?
দেহ ক্ষণস্থায়ী – রূপ প্রেমময়ী
বিলীয়ে দিয়ে আনন্দ পায়,
পাওয়ার সুখে – প্রেম কী থাকে
দেহে – প্রেম পাবে কোথায়?
প্রেমের প্রকাশ – অটল বিশ্বাস
হতে হয় দায়িত্ববান,
প্রেম পবিত্র – উন্নত চরিত্র
দিতে পারে প্রেমের সম্মান!
করছ অপমান – প্রেমের অসম্মান
খুঁজে আর পাবে না, ভালোবাসার কবিতা
মন কঠিন – রাত দিন
তাঁর জন্যে মন কাঁদেনা!
__ বিষন্নতা,,,,শূন্যতা,,,,,,,,,,,,!! ভালোবাসার কবিতা
~নেই কোন নির্দিষ্ট ভালোবাসা,,
– থাকুক শুধু প্রকৃতি নিয়ে আসা ও প্রত্যাশা,,!
– তুমি তো ছুঁয়েছ অন্য নীল, নগর পরিবেশ,,!!
– আমি পছন্দ করি নিরিবিলি পরিবেশ,,!
– ভেবোনা এটা আমার আলস মনের ব্যকুলতা,,!
– মনে পড়ে ভালোবেসে মিষ্টি ভরা সেই ভোরের দৃশ্য,!
– যতই লিখি ভালোবাসার কবিতা, মনের গহিনে
– অবহেলা আর শূন্যতা,,! ভালোবাসার কবিতা
– মনের গহিনে অজান্তে অনুভূতির তাপ,,!
-থাকুক না কিছু বিষন্নতার ছাপ,,,,,,,!!
তোমার অভ্যেসটা কেটে গেছে,
মানিয়ে গেছে অনিয়মের নিয়ম।
যেটুকু বেঁচে আছো; ভালোবাসার কবিতা
সেটুকু কেবল স্মৃতি,
তোমার অনবদ্য মিথ্যের; সত্যি অভিনয়।
প্রচন্ড ভালোবাসার কবিতা
গভীর ভালোবাসার কবিতা
– মহাদেব সাহা
তুমি যদি আমাকে না ভালোবাসো আর
এই মুখে কবিতা ফুটবে না, ভালোবাসার কবিতা
এই কণ্ঠ আবৃতি করবে না কোনো প্রিয় পঙ্ক্তিমালা
তাহলে শুকিয়ে যাবে সব আবেগের নদী।
আমি আর পারবো না লিখতে তাহলে
অনবদ্য একটি চরণ, একটিও ইমেজ হবে না রচিত,
তুমি যদি আমাকে না ভালোবাসো তবে
কবিতার পান্ডুলিপি জুড়ে দেখা দেবে ঘুরে ঘুরে অনাবৃষ্টি, খরা।
তুমি যদি না তাকাও এই চোখ দেখবে না কিছু
উজ্জ্বল আলোর ভোর ঘন অন্ধকারে ঢেকে যাবে,
সন্ধ্যাতারা মনে হবে মৃত নিষ্পলক চোখ
যদি ফিরে না তাকাও মর্মে আর পল্লবিত হবে না কবিতা।
তুমি যদি না দাও চুম্বন এই মুখে ফুটবে না ভাষা
মরা গাঙে জাগবে না ঢেউ, দুই তীরে প্রাণের স্পন্দন,
হবে না শস্যের মাঠে শ্রাবণের ব্যাপক বর্ষণ
হৃদয়ে হৃদয়ে আর অঙ্কুরিত হবে না কবিতা, বাজবে না গান।
তুমি যদি আমাকে না ভালোবাসো আর
প্রকৃতই আমি আগের মতন পারবো না লিখতে কবিতা
আমার আঙুলে আর খেলবে না জাদুর ঝিলিক,
এই শাদা পৃষ্ঠা জুড়ে ফুটবে না জুঁই আর চাঁপা।
একবার ভালোবেসে দেখো, একবার কাছে ডেকে দেখো
আবার আগের মতো কীভাবে ফুটাই এক লক্ষ একটি গোলাপ
অনায়াসে কীভাবে আবার অনুভূতি করি সঞ্চারিত,
একবার ভালোসেবে দেখো আবার কীভাবে লিখি দুহাতে কবিতা।