You are currently viewing ভালোবাসার কবিতা । বিপ্লবী চেতনা ও নারী প্রেমের আদ্যপান্ত
ভালোবাসার কবিতা । বিপ্লবী চেতনা ও নারী প্রেমের আদ্যপান্ত

ভালোবাসার কবিতা । বিপ্লবী চেতনা ও নারী প্রেমের আদ্যপান্ত

“বিপ্লবী চেতনা ও নারী প্রেমের আদ্যপান্ত-এর প্রত্যুত্তর” জবা ইয়সমিন

ভালোবাসার কবিতা

ভালবাসার অধিকার সার্বজনীন বলেই-

আজ তোমাকে ভালবাসছি,এটা ভাবছো?

হ্যাঁ তুমি তাই ই ধরে নিয়েছো,

আর তাই আজ তোমার ঝরা বাক্যগুলো এমন শোনাচ্ছে।

কিন্তু না,তোমার সে ধারনা

আমি আজ ভেঙে দিতে চাই।

তোমাকে ভালবাসার কারন-

জেনে নাও তবে,

সে হল আমিও চাই শান্তি!

তাই ভালবাসি বিপ্লবীকে;

সে আমাকে ভালবাসা না দিতে পারলেও-

বিপ্লব এনে দিবে,

হ্যাঁ তাকেই আমি চাই।

তোমার মাঝে আমি তা পেয়েছি!

খুজে নিয়েছি তোমায়!

বিশ্বাস কর আমিও চাই ঘর বাঁধতে,

ভালবাসা দিয়ে সাজাতে চাই সে ঘর।

কিন্তু কি হবে এমন ঘর?

যে ঘর ভালবাসা নয়,

অনিয়মের বেড়ীতে বাঁধা।

আর তাই আমারো অভিপ্রায়,

বিপ্লবকে ছিনিয়ে এনে-

স্বাধীনভাবে ভালবাসতে।

বাঁধাহীন হয়ে যে ভালবাসা উড়বে,

তার ডানা মেলে নীল আকাশের ন্যায় স্বাধীন প্রান্তরে!

জানি নীলাকাশে চিল শকুনিরা আছে।

তাই বলে কি সেখানে অন্যদের উড়তে মানা?

তাই যদি হয় তবে শুনে রাখ তুমি,

আমার আকাশে চিল শকুনিদের কোন স্থান নেই!

সেখানে শুধু তারাই থাকবে,

যাদের ভালবাসা ডানা মেলে বাঁচতে শেখায়,

ডানা ঝাঁপটাতে নয়।

দেবে এমন একটা আকাশ আমায়?

জানি দেবে তুমি-তুমিও তাই চাও!

আমাদের আকাশ আর পৃথিবীতে-

শুধু ভালবাসার ছড়াছড়ি থাকবে,

আর থাকবে নিরাপত্তার শ্বাস!

তোমার আদ্যপান্ত জেনেই তোমাকে গ্রহণ করলাম।

বলতে পার এতে অনেক স্বার্থ আছে-

তবে আমার একার নয়।

একটু ভালবাসা নিয়ে বাঁচার জন্য আমি পারব,

প্রতিক্ষা নিয়ে হাজার বছর অপেক্ষায় থাকতে।

তাতে বয়সের ছাপ দেখলেও-

মনের চাওয়া ফুরোবেনা,

তুমি দেখে নিও!

সারাদিন তোমার মিছিল,মিটিং-

আর পোষ্টারিং এর ফাঁকে,

কখন মোবাইলে রিংটোন বাজে,

সেই অপেক্ষায় আমি থাকব।

তোমার সব প্রশ্নের উত্তর আমার থাকবে।

কিন্তু আমার প্রশ্নের উত্তর তোমার জানা থাকবেনা।

জানি তোমার সময় নেই,

আরও পড়তে পারেন–তরুণ কবি জবা ইয়াসমিন এর অসাধারণ ৭টি অনন্ত প্রেমের কবিতা

তবুও, ভালোবাসার কবিতা

অকারনে বলব,ঠিক সময়ে খেয়ে নিও!

জানি সাবধানতার সূর্য্য ছিনিয়ে আনতে-

অসাবধান তুমি;

তবুও বলব সাবধানে থেকো।

তোমার বিপ্লবের ডাক আসলে পারবনা,

তোমার সঙ্গী হতে;

তবে পারব আমি-

পারব তোমার হাতে অনুপ্রেরণার

অসি তুলে দিতে, ভালোবাসার কবিতা

যা দিয়ে তুমি পারবে বিপ্লবের সূর্য্যকে ছিনিয়ে আনতে।

পারতে যে তোমায় হবেই-

এই বিদায় নিয়ে জয়ের মুকুট হাতে ফিরবে তুমি।

চোখ মুখে বিষন্নতার ছাপ নিয়ে তবু-

এই আশায় বুক বেঁধে যায়।

আশা পূর্ন হবে এই প্রত্যাশায় তোমায় বিদায় দিয়ে,

বাঁধ দিয়ে রাখা নদীকে বয়ে যেতে দিই।

যেদিন বিজয়ের মুকুট নিয়ে ফিরবে-

সেদিন থেকে পুষে রাখা স্বপ্ন গুলোকে,

জিবন্ত করে আমরা সাজাবো।

তোমার আনা বিপ্লবীদের রক্তমাখা লাল টিঁপ-

আমার কপোলে আঁটবো।

রংধনু আঁকা সেই শাড়িটি পরে

হারিয়ে যাব দূর দিগন্তে তোমার সাথে।

সেদিন পড়ন্ত বিকেলে হাতেহাত রেখে আমরা দুজন হাঁটব।

হাঁটব সুদূর মেঠোপথে-যেন তার অন্ত নেই।

আমরা হাঁটব সে পথে অনন্ত কাল ধরে…!

আরও পড়ুন–

তরুণ কবি জবা ইয়াসমিন এর অসাধারণ ৭টি অনন্ত প্রেমের কবিতা

Leave a Reply