প্রিয় বন্ধুরা আপনারা আপনাদের বিবাহ বার্ষিকী শুভেচ্ছা জানাতে সুন্দুর ফেসবুক স্ট্যাটাস খুঁজছেন। আমি আপনাদের জন্য এখানে অনেকগুলো সুন্দর বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা একত্রে দিলাম। আশাকরি আপনাদের বিবাহ বার্ষিকী স্ট্যাটাস নিশ্চই ভালো লাগবে।
বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়৷
দেখতে দেখতে কেটে গেল আমাদের বিবাহিত জীবনে ১টি বছর তোমার আমার বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা লিখতে বসে মনে পর গেল তোমার সাথে কাটানো
সেই পুরনো স্মৃতিগুলো।
বিবাহ বার্ষিক অনেক শুভেচ্ছা ও
অভিনন্দন
প্রিয়
শুভ হোক আগামী দিনের তোমার আমার পথ চলা এই
বন্ধন টিকে থাকো থাকুক যুগ যুগান্তরে।
আজকে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী ভরে উঠুক
আন্দন আর ভালোবাসার প্রিয়
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন
তোমাকে একসাথে থাকার স্বপ্ন নিয়ে অভিবাদন প্রিয়
আরও পড়ুন–বাছাইকৃত সেরা বন্ধু নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ও কবিতা
আলহামদুলিল্লাহ।
1st Anniversary
শুভ বিবাহ বার্ষিকী
সর্বপ্রথম স্মরণ করছি এই সুন্দর পৃথিবীর মালিক মহান আল্লাহ তায়ালাকে । যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের একসাথে করে দিয়েছে।
প্রিয়,দেখতে দেখতে কেটে গেলো আমাদের বিবাহিত জীবনের ১ টি বছর।
তোমার আমার বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা লিখতে গিয়ে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো কেন জানি স্বরণে ও ফিরে যেতে ইচ্ছে করছেl
জীবনে প্রতিটা মুহূর্তে তোমাকে পাশে পেয়েছি সেটা হোক ভালো বা খারাপ মুহূর্তে
সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ পাক যেনো সব সময় আমাদের একসাথে সুখে শান্তিতে রাখে এটাই চাওয়া ,,
Happy Anniversary dear Wife
আরও পড়তে পারেন–সেরা অভিমান নিয়ে উক্তি , স্ট্যাটাস, কবিতা ও ছন্দ
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়
সর্বপ্রথম স্মরণ করছি এই সুন্দর পৃথিবীর সৃষ্টিকর্তাকে, আমাদের একসাথে মিলানোর জন্য আলহামদুলিল্লাহ,
ভালোবাসা স্ট্যাটাস দিয়ে হয়না,
ভালোবাসা হয় হৃদয়ের গহীনে থেকে।
দেখতে দেখতে কেটে গেল আমাদের বিবাহিত জীবনের 2 টি বছর,,,,
তোমার আমার বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা লিখতে বসে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আবার জীবিত হয়ে গেল,,,,
বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা
অভিনন্দন
,,,,
শুভ হোক তোমার আগামীর পথ চলা
এই বন্ধন টিকে থাকুক আমাদের যুগ যুগান্তরে,,,
অচেনা ভাবে আমরা শুরু করেছিলাম আমাদের জীবন,
কিন্তু এখন তুমি ধীরে ধীরে হয়ে উঠেছো আমার জীবনের অংশ,
আজ তোমায় ছাড়া জীবনের পথ চলা অসম্ভব,,,,,, সারাজীবন এভাবেই আমার হাতটা ধরে থেকো,,,,
শুভ বিবাহ বার্ষিকী
আজ থেকে অনেক বছর পর এই ছোট্ট মেসেজটার হয়তো আর অস্তিত্বও থাকবে না,
শুধু থাকবে আমাদের ভালোবাসা,
আজকের মতই ভালো থেকো এই কামনা করি,,,
অনেক ভালোবাসা নিও প্রিয়
আরও পড়ুন–
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়
তোমাকে জানাই শুভ বিবাহ বার্ষিকীর অফুরন্ত ভালোবাসা
আজকে এই দিনেই আমরা দুজন একটা পবিত্র ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, সেই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া জানাই “আলহামদুলিল্লাহ”
“সংসারের সুখ, দুঃখসহ আনন্দময়-আল্পনায় একটি বছর পাড়ি দিলাম “আমাদের ভালোবাসায় লেখা হোক সংসারের সুখ দুঃখের গল্প কবিতা ।
আগামী দিন গুলো এইভাবে যেন ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি, সকলের কাছে এই দোয়া কামনা করি
হাতে হাত রেখে এই বন্ধন টিকে থাকুক যুগ যুগান্তর
শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
প্রিয়তম বউ
I miss you kolixa
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তম জীবন সঙ্গি
স্ট্যাটাস দিয়ে ভালবাসা হয়না, প্রকাশ করা যায় না,
ভালোবাসা হ্নদয়ের গহীনে থাকে।
দেখতে দেখতে কেটে গেল আমাদের বিবাহিত জীবনের ১০টি বছর
তোমার আমার বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা লিখতে বসে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আবার জীবিত হয়ে গেল,
বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা প্রিয়তম
যতই মান অভিমান ঝগড়া থাকুক না কেন দিন শেষে কিন্তু তোমাকে ভালোবাসি তোমায়
শুভ হোক আমাদের আগামীর পথ চলা,
এই বন্ধন টিকে থাকুক আমাদের যুগ যুগান্তরে..
আমাদের জন্য সবাই দোয়া করবেন।
বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়৷
দেখতে দেখতে কেটে গেল আমাদের বিবাহিত জীবনে ১টি বছর তোমার আমার বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা লিখতে বসে মনে পর গেল তোমার সাথে কাটানো
সেই পুরনো স্মৃতিগুলো।
বিবাহ বার্ষিক অনেক শুভেচ্ছা ও
অভিনন্দন
প্রিয়
শুভ হোক আগামী দিনের তোমার আমার পথ চলা এই
বন্ধন টিকে থাকো থাকুক যুগ যুগান্তরে।
আজকে আমাদের প্রথম বিবাহ বার্ষিকী ভরে উঠুক
আন্দন আর ভালোবাসার প্রিয়
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন
তোমাকে একসাথে থাকার স্বপ্ন নিয়ে অভিবাদন প্রিয়
আলহামদুলিল্লাহ
শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা প্রিয়তমা
আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী
তাই সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি
এই দিনে, যে যাত্রা শুরু হয়েছিল তোমার আর আমার আজকে তার একবছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ
আসলে এই একটি বছর কিভাবে কেটে গেলো নিজে ও বলতে পারবো না।
এইভাবেই সারা জীবন আমার হাতটা ধরে থেকো প্রিয়তমা
আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আল্লাহ তায়া’লা আমাদের ও আমাদের পরিবারকে ভালো রাখার জন্য আলহামদুলিল্লাহ।
মৃত্যু পর্যন্ত একসাথে থাকার স্বপ্ন নিয়ে, তোমাকে অভিবাধন প্রিয়তমা!
সবাই আমাদের জন্য দোয়া করবেন!
বিবাহ বার্ষিকী স্ট্যাটাস
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা
?❤️
ধৈর্য সম্মান বিশ্বাস আর ভালোবাসা
সব মিলে আলহামদুলিল্লাহ
হাসি ঠাট্টা সুখ-দুঃখ আর মান অভিমান ভাগাভাগি করে পথ চলতে চলতে ২ টি বছর অতিক্রম করলাম
শুকরিয়া আল্লাহর কাছে
আজ আমাদের ২য় বিবাহ বাষিকী
তোমাকে জানাই শুভ বিবাহ বাষিকীর অফুরন্ত আর ভালোবাসা ও শুভেচ্ছা
আলহামদুলিল্লাহ।
1st Anniversary
শুভ বিবাহ বার্ষিকী
সর্বপ্রথম স্মরণ করছি এই সুন্দর পৃথিবীর মালিক মহান আল্লাহ তায়ালাকে । যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের একসাথে করে দিয়েছে
প্রিয়,দেখতে দেখতে কেটে গেলো আমাদের বিবাহিত জীবনের ১ টি বছর। তোমার আমার বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা লিখতে গিয়ে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো কেন জানি স্বরণে ও ফিরে যেতে ইচ্ছে করছে ।
বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিন্দন
Happy 1years Anniversary
শুধু এটাই কাম্য যাতে ভবিষ্যতে অনেক অনেক সুখী হও। রাগারাগি ,ঝগরাজাটি ,অভিযোগ , অভিমান এই সব ভালোবাসার অংশ।
সব কাটিয়ে উঠে আজ আমাদের ১বছর পূর্ন হলো
আলহামদুলিল্লাহ
Allhumdulillah 1years complete in our relationship
শুভ বিবাহ বার্ষিকী
এই পৃথিবীর সবচেয়ে
সুখী দম্পতির জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
আশা করি বিবাহ বার্ষিকীর,
এই দিনটি খুব ভালোভাবে কাটুক।
আর চিরজীবন তোমরা এভাবে,
একসঙ্গে একে অপরের পাশে থেকো।
বিবাহ বার্ষিকী
শুভ বিবাহ বার্ষিকী ভাই ও আপু
তোমাদের বিবাহ বার্ষিকীতে জানাই অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
ভালোবাসা স্ট্যাটাস দিয়ে হয় না,
ভালোবাসাটা হৃদয়ের গহীনে থাকে…!
তোমাদের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
বার্তা লিখতে বসে, আপনাদের জন্য মন থেকে ভালোবাসা এভাবেই চলে আসলো।
বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন
সুন্দর হোক তোমাদের আগামীর পথচলা, বন্ধন টিকে থাকুক যুগ থেকে যুগান্তর….
এই বিশেষ দিনে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই,
শুভ বিবাহ বার্ষিকী
সব সময় হাঁসি খুশিতে কাটুক ছোট মানুষ জীবন এই কামনা করি…!
শুভ বিবাহ বার্ষিকী
ভাই ও আপু
আশা ছিলো বাড়িতে পালন করবো,,,,,,, বাট হলো না সামনের বছরেরে জন্য ওয়েট করতাছি
বিবাহ স্বরনিকা
-শুভ বিবাহ বার্ষিকী প্রিয়
আমার সারা জীবনের সাথী
আমার অর্ধাঙ্গিনী মৃত্যুর আগ পর্যন্ত
দুজন দুজনার পাশে একই সূত্রে গাঁথা
পরজনমে যেন একসাথে থাকতে পারি
এমনি ভাবে আমার পাশে থেকো সব সময়
-আজ আমাদের প্রথম বিবাহবার্ষিকী।।
সর্বপ্রথম স্মরণ করছি ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার কাছে।। আমাদের একসাথে মিলানোর জন্য.!
-অচেনা দু’টি পথ,অজানা দু’দেহ-মন
মিলনের বারি সঞ্চনে,বেঁছে নিল শুভক্ষণ.!
হল পরিচয়, হল পরিণয়, শুরু হল একসাথে পথ চলা পাশাপাশি থাকা.
আকাশ ছোঁয়া আশা কখনই ছিল না…!!!
-তবে সৃষ্টিকর্তার কাছে জীবনে যা পেয়েছি সবই ছিল অন্য সব থেকে অতি উত্তম
তার মধ্যে তুমি অন্যতম
স্ট্যাটাস দিয়ে ভালোবাসা হয়না বা ভালোবাসা প্রকাশ করা যায় না, ভালোবাসা হৃদয়ের গভীরে থাকে।
১০ জুন ২০২২.এই দিনে যে যাত্রা শুরু হয়েছিল তোমার আর আমার আজকে তার ১ টি বছর পূর্ণ হলো
দেখতে দেখতে কেটে গেল আমাদের বিবাহিত জীবনের ১ টি বছর
শুভেচ্ছা বার্তা লিখতে বসে তোমার সাথে কাটানো মুহূর্তগুলোই শুধু চোখে ভাসছে। বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা নিও প্রিয়
যতই মান অভিমান আর ঝগড়া হোক না দিন শেষে কিন্তু ভালোবাসি তোমাকেই ।।
শুভ হোক আমাদের আগামীর পথ চলা, এই বন্ধন টিকে থাকুক আমাদের যুগ যুগান্তর।
সবাই আমাদের জন্য দোয়া করবেন
দাম্পত্য জীবনের ১টি বছরে পা বাড়ালাম
শুভ বিবাহ বার্ষিকী
শুভ 2য় বিবাহ বার্ষিকী,
তোমাকে শুভেচ্ছা আদিকয়. আমি বিশ্বাস করতে পারি না যে এটি আমার পাশে তোমার সাথে 2টি নিখুঁত বছর ছিল অপরাধে আমার অংশীদার হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, আমার আস্থাভাজন এবং আমার জীবনের ভালবাসা ।
শুভ 2য় বার্ষিকী । কোনো বার্ষিকী উদ্ধৃতি আমাদের প্রেম, বন্ধন একসাথে বর্ণনা করতে পারে না। হ্যাঁ আমরা নিখুঁত দম্পতি নই, আমরা প্রতিদিন তর্ক করি , এবং আমাদের নিজস্ব পার্থক্য রয়েছে যা এই সম্পর্কটিকে আরও শক্তিশালী করে তোলে। ড্রু এর সাথে এই সম্পূর্ণ ভালোবাসার জন্য আমি খুবই কৃতজ্ঞ
বরাবরের মত ভালোবাসার জন্য ধন্যবাদ
শুভ বিবাহ বার্ষিকী অনেক অনেক শুভেচ্ছা রইলো _তোমাদের জীবনের প্রতিটা ক্ষণ আনন্দময় হোক এই কামনা করি
আশা করি সারা জীবন এমনই থাকও সবসময় ভালো থাক, এই কামনাই করি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা
সুন্দর মন প্রাণ রত্ন হােক তোমাদের আগামীর প্রতিটা সময় _ আজকের এই দিনে শুরু হউক নতুন করে, সুখের স্মৃতি টুকু থাক কাছে, দুঃখ গুলা যাক দূরে। Anniversary ᴡɪsʜ ɪɴ ʙᴀɴɢʟᴀ….. …
Happy Anniversary Kakoli.
নিজের বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস
শুভ বিবাহ বার্ষিকী গিন্নী
ধৈর্য্য, সম্মান,বিশ্বাস,ভালোবাসা,হাসি ঠাট্টা, সূখ-দুঃখ আর মান অভিমান ভাগাভাগি করে পথ চলতে চলতে দুটি বছর অতিক্রম করলাম আজ আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী, তোমাকে জানাই শুভ বিবাহ বার্ষিকীর অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা
তোমাকে নিয়ে কখনো কিছু লেখা হয়নি,,,
লিখবোই বা কিভাবে?
তোমাকে নিয়ে লিখতে গেলে মনে হয় কি যেন বাদ পড়ে যাবে
আসলে তোমাকে কখনো কিছু লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইনি।
তোমার প্রতি অনুভূতি প্রকাশের কোন ভাষা নেই শুধু জানি আমি তোমাকে অনেক ভালোবাসি পরিবার প্রেমী তুমি সংসারী তুমি,তোমার ভালবাসায় আমি সিক্ত, মহান সৃষ্টিকর্তার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা তোমাকে পেয়েছি বলে।
তেমনি আজও কিছু লিখবো না,,,
শুধু মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি যে, তিনি যেন আমাদের সহায় হোন আর পূরণ করেন আমাদের প্রতিটা স্বপ্ন সুন্দর ও প্রাণবন্ত হোক আমাদের আগামীর প্রতিটা সূর্য্যদয় আর চাঁদের আলোয় উদ্ভাসিত হোক আমাদের প্রত্যেকটি মুহূর্ত
সবাই আমাদের জন্য আশির্বাদ করবেন
দাম্পত্য জীবনের ৩য় বছরে পা বাড়ালাম
Happy 2nd Anniversary Dear
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা
আকাশ ছোঁয়া আশা কখনই ছিল না…..
তবে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই,জীবনে যা পেয়েছি সবই ছিলো অন্য সব থেকে অতি উত্তম।
তার মধ্যে তুমি অন্যতম । বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা
তোমার আমার বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা লিখতে বসে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আবার জীবিত হয়ে গেল।
শুভ হোক তোমার প্রতিটা দিন শুভ হোক আমাদের আগামীর পথ চলা। অনেক সুখে আছি তোমাকে নিয়ে, বাকি জিবন এভাবেই থাকতে চাই, অনেক ভালবাসা রইল
আলহামদুলিল্লাহ্।
আজ আমাদের বিবাহ জীবনের সাত বছর পূর্ন হলো।
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা
স্ট্যাটাস দিয়ে ভালবাসা প্রকাশ করা যায় না,
ভালোবাসা হ্নদয়ের গহীনে থাকে।
তোমার আমার বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা লিখতে বসে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আবার জীবিত হয়ে গেল।
আমার মনের কথা গুলো আমার মতো করে বুঝতে পারো যা সবাই পারেনা, এই জন্য লাখ কোটি শুকরিয়া।
বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা
শুভ হোক আমাদের আগামীর পথ চলা,
এই বন্ধন টিকে থাকুক আমাদের যুগ যুগান্তরে….
আমাদের জন্য সবাই দোয়া করবেন।
শুভ বিবাহ বার্ষিকী
শুভ বিবাহ বার্ষিকী আমার অর্ধাঙ্গিনী
স্ট্যাটাস দিয়ে কখনো ভালবাসা প্রকাশ করা যায় না,
ভালোবাসা হ্নদয়ের গহীনে থাকে।
তোমার আমার বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা লিখতে বসে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আবার জীবিত হয়ে গেল, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা
যতই মান অভিমান ঝগড়া থাকুক না কেন দিন শেষে
তুমি আমার বেছে থাকার একমাত্র অবলম্বন
শুভ হোক আমাদের আগামীর পথ চলা,
এই বন্ধন টিকে থাকুক দুনিয়ায় ও জান্নাতে
সবাই আমাদের জন্য দোয়া করবেন
সত্যি ই তুমি আমার জীবনের সেরা উপহার
কতো ঝামেলার মধ্যে দিয়ে আমরা শুরু করেছি আমাদের জীবন…কিন্তু এখন তুমি ধীরে ধীরে হয়ে উঠেছ আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ…আজ তোমাকে ছাড়া জীবনের পথ চলা অসম্ভব…সারাজীবন এভাবেই আমার পাশে থেকো প্রিয়”
বিশেষ এই দিনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রইলো জীবনের শেষ দিন পর্যন্ত যেন তোমার কাধে কাঁধ রেখে, হাতে হাত রেখে থাকতে পারি। ”
তোমাকে নিয়ে কখনো কিছু লেখা হয়নি… লিখবোই বা কি করে
তোমাকে নিয়ে লিখতে গেলে মনে হয়, কি যেন বাদ পড়ে যাবে
আসলে তোমাকে কখনো কিছু লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইনি
তেমনি আজও কিছু লিখবো না… তবে কিছু কথা স্বীকার করতে চাই…
চলার পথে বৌ হিসেবে নয় বরং তোমাকে পেয়েছি কঠিন সময়ে শক্ত হাত হিসেবে
সত্যি তোমায় নিয়ে লিখতে গেলে লেখা শেষ হবে না
এভাবেই পাশে থেকো সবসময় প্রিয়
শুভ বিবাহবার্ষিকী
রুদবা রুহির আম্মু অ। বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা অর্ধাঙ্গিনী
এক সাথে পথ চলার ১১ বছর….
হাসি আনন্দ, সুখ দুঃখ, আর মান অভিমান ভাগাভাগি করে পথ চলতে চলতে আজ এই প্রযন্ত ।
যতই মান অভিমান ঝগড়া থাকুক না কেন দিন শেষে কিন্তু তোমাকে ভালোবাসি।
শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
আজ থেকে [আট] বছর আগে, তুমি আমাকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ বানিয়েছিলে। এবং আমি এখনও মনে করি আমি সবচেয়ে ভাগ্যবান।
পৃথিবীর সবচেয়ে চমৎকার সম্পর্ক হল স্বামী-স্ত্রীর সম্পর্ক। সৃষ্টিকর্তা কত সুন্দর করে এই সম্পর্কটিকে গড়ে তুলেছেন। আজকের এই সুন্দর দিনে,তোমার আর আমার বিবাহ বার্ষিকীর জন্য আমি তোমাকে অনেক অনেক ভালবাসা এবং শুভেচ্ছা জানাই।”
তুমি যদি আমাকে জিজ্ঞাসা কর যে আমি এখনও তোমাকে আগের মতোই ভালোবাসি কিনা, আমি বলব, হ্যাঁ….যতই সময় চলে যাক বা যতই বয়স হোক না কেন, আমি তোমাকে শেষ অবধি ভালবাসব…..তুমি আমার কাছে চিরতরে নতুন। “শুভ বিবাহ বার্ষিকী”
আলহামদুলিল্লাহ।
ছোট্ট এই জীবনটাকে গুছিয়ে উপভোগ করার জন্য যা যা নিয়ামক দরকার তার মধ্যে অন্যতম হলো একজন ভালো মনের জীবন সঙ্গী এবং উওম সন্তান।যার কাছে এই দুটো জিনিস আছে এই পৃথিবী তার কাছে স্বর্গের মতো।
শুভ বিবাহ বার্ষিকী শিমুল।অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তোমার জন্য।জীবনের বাকি সময়টা তোমাকে আর আমাদের অর্জনকে নিয়ে সুস্থ ভাবে সুন্দর করে বেঁচে থাকতে চাই।সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা
বিবাহ বার্ষিকী শুভেচ্ছা মেসেজ
Happy_wedding_anniversary
আজ আমাদের বিবাহ বার্ষিকী
প্রিয়তমা তোমাকে জানাই শুভ বিবাহ বার্ষিকীর অফুরন্ত ভালোবাসা
১৪-০৬-২০২১ ইং তারিখ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। সেইদিন থেকে আমাদের দুজনের সংসার জীবনের পথচলা।
সংসারে সুখ-দুঃখ, মিলন-বিরহ আর ব্যথা-বেদনা বৈচিত্র্যময় আল্পনায় ২টি বছর পার করে দিলাম … মহান আল্লাহ আমাদের ঘরে দিলো একটি রাজকন্যা তাকে নিয়ে আমাদের জীবন
সংসার জীবনকে সুন্দর করে তুলতে, শুধু পাশের মানুষটির সাহায্য নয়…….
করতে হবে তাকে সহযোগিতা, হতে হবে ক্ষমাশীল, ধরতে হবে ধৈর্য্য।
তাহলেই তো সুন্দর হবে সংসার ধর্ম….
তোমার আমার ভালোবাসায় লেখা হলো সংসার সুখ দুঃখের গল্প কবিতা……
আগামী দিন গুলো এভাবে হাতে হাত রেখে যেনো এগিয়ে যেতে পারি মহান আল্লাহর কাছে করি এই প্রার্থনা
শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন দুনিয়া ও আখিরাতে আমাদের একসাথে শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন।
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তম জীবন সঙ্গিনী
দেখতে দেখতে কেটে গেল আমাদের বিবাহিত জীবনের ১০টি বছর
তোমার আমার বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা লিখতে বসে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আবার জীবিত হয়ে গেল,
“সংসারের সুখ, দুঃখসহ আনন্দময়-আল্পনায় ১০ টি বছর পাড়ি দিলাম “আমাদের ভালোবাসায় লেখা হোক সংসারের সুখ দুঃখের গল্প কবিতা ।
শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
প্রিয়তম বউ । বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা
I miss you kolija
স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
শুভ বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
প্রিয়তমা ”
“আজ আমাদের বিবাহ বার্ষিকী…… আলহামদুলিল্লাহ।
এই দীর্ঘ ১৮ বছর দাম্পত্য অভিজ্ঞতায় স্ত্রীকে নিয়ে লেখা কিছু অনুভূতি
হৃদয়রানী (বিথী)
হৃদয়ের রানী সে আমার হৃদয়কুঞ্জবনে
এ জীবনে সে অতি আপন জন
আত্মার আত্মীয়-জীবন সাথী পথ চলার।
সঙ্গ সেজে দু’জনে করি সংসার
ছোট-বড় দুঃখনদী হয়ে যাই পার।
দাম্পত্য অভিমান-দ্বন্দ্ব-ক্লাশ-গ্লানি
সব ভুলে দিন শেষে তার বুকে থামি।
জীবন আঁধারে নিত্য তাহারে পাই
বিশুদ্ধ বন্ধুরূপে নিবিড় ভালোবাসায়-
অটুট বাঁধনে বেঁধেছে দোহারে।
হৃদয়ে আমার রাখি তার হৃদয়খানি
হৃদয়রাজ্য করে যে শাসন
সে মোর হৃদয়রানী।
পরিশেষে আমার পরিবারের সবার জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং সুস্থ সুন্দর জীবন নিয়ে এ পৃথিবীতে বাঁচতে চাই।
স্বাধীনতা কি ? স্বাধীনতা কবিতা
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা
ধৈর্য্য, সম্মান, বিশ্বাস আর ভালোবাসা-
আলহামদুলিল্লাহ
হাসি ঠাট্টা, সূখ-দুঃখ আর মান অভিমান ভাগাভাগি করে পথ চলতে চলতে এক বছর অতিক্রম করলাম।
শুকরিয়া আল্লাহর কাছে ।
আজ আমাদের ১ম বিবাহ বার্ষিকী,
তোমাকে জানাই শুভ বিবাহ বার্ষিকীর অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা….
শুভ বিবাহ বার্ষিকী বউ
বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা
শুভ বিবাহ বার্ষিকী…… আজ এইদিনে জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যয় শুরু করেছিলাম তোমাকে নিয়ে, হাসি-আনন্দ,দুঃখ-বেদনা সবকিছু অতিক্রম করে এগিয়ে যেতে চাই বহুদূরে, মহান রাব্বুল আল-আমীনের কাছে প্রার্থনা তিনি যেন আমাদের এই বন্ধন অটুট রাখে জীবনের শেষদিন পর্যন্ত, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ১লা বৈশাখ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা…শুভ নববর্ষ-১৪২৯।
স্বামীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
আজ আমার প্রথম বিবাহ বার্ষিকীতে আপনাদের দোয়া চাই।
শুভ বিবাহ বার্ষিক
প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ তায়ালার প্রতি, যিনি আমাদের সৃষ্টি করেছেন।
আল্লাহ আমাদের নেক বন্ধনকে চির মজবুত করুন।
যতদিন বেঁচে থাকব আল্লাহ যেন আমাদেরকে এভাবে হাসি খুশি রাখেন।
আজ আমার শুভ বিবাহ বার্ষিক
আজকের এই দিনের উসিলা করে আল্লাহ আমাদের ঘরে রহমত ও বরকত দিয়ে
ভরপুর করে দিন।
শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা ।
আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী প্রিয়।
প্রথম বিবাহ বার্ষিকী তে প্রিয় তোমাকে বিবাহ বার্ষিকী উপহার হিসেবে বিবাহ বার্ষিকীর কবিতা শুনাতে চাই প্রিয়তমা।
তুমি আমার হৃদয়ের সর্বোত্তম আসন দখল করে নিয়েছো। যেদিন আমরা এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে ছিলাম সেদিন আল্লাহ তায়ালা আমাদের রহমতের দৃষ্টিতে তাকিয়ে ছিলেন।
বিবাহ বার্ষিকী উপলক্ষে তোমাকে আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাই।