বাবা মা সন্তানকে বাঁচাবেন
প্রিয় অভিভাবক,
আপনার কলিজার টুকরো সন্তান যাকে ঘিরে তার জন্মের আগেই আপনার হৃদয়ে বাসা বেঁধেছে নানা স্বপ্ন আর কত কল্পনার। এক সময় অনেক কষ্ট আর অপেক্ষার পর সৃষ্টিকর্তা আপনাদের কোলজুড়ে আলোকিত করলেন। সন্তান মহান রবের এক বড় নেয়ামত। জন্মের পর থেকে তাকে নিয়ে আপনাদের আদর যত্ন এবং চিন্তার শেষ নাই। তাদের সামান্য ব্যাথায় আপনারা ব্যাথিত হন। অসুখে বিসুখে আপনারা সবসময় পেরেশানি হন। আপনাদের জীবনজুড়েই যেন আপনার আদরের সন্তান। তাদের সোনালী ভবিষ্যৎ, উন্নতি এবং মানুষের মতো মানুষ রুপে গড়ে তুলতে নানা চিন্তায় আপনারা সময় পার করেন। আপনারা চেয়ে থাকেন আপনার আদরের টুকরো সন্তানটি মানুষের মতো মানুষ হবে। একজন আদর্শ মানুষ হয়ে বেড়ে উঠবে। সকলের সাথে ভালো ব্যাবহার করবে। কখনো কারো সাথে খারাপ শব্দে কথা বলবে না। কখনো মিথ্যা কথা বলবে না। সন্তানের উজ্জল ভবিষৎ কামনা করেন। প্রত্যেক বাবা মায়ের এটাই তো হওয়া উচিত। কেউ চায় না তার সন্তান কোন ভুল শিখুক, বিপথে যাক। দুষ্ট ছেলেদের সাথে মিশে যেন ছেলেটি দুষ্ট না হয়।
আপনার সন্তানটি মানবিকগুণাবলী অর্জণ করুক। ভালো মন্দের পর্থক্য শিখুক। বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করতে শিখুক। ধৈর্য ধরতে শিখুক। সময়ের মূল্য দিতে শিখুক। নম্র, ভদ্র, বিনয়ী ও ন্যায় পরায়নের গুন অর্জণ করতে শিখুক। এসব কিছুই তো আপনার সন্তানকে একজন মহান মানুষে পরিণত করবে। আর যারা মহান তাদের সবাই ভালোবাসে । আপনি নিশ্চই চাইবেন আপনার সন্তানকে সবাই ভালোবাসুক।
সন্তান জন্ম দেয় সহজ কিন্তু পিতা হওয়া বড়ই কঠিন। একজন আদর্শ সন্তান তৈরি করতে হলে আনাকে সাধনা করতে হবে। কষ্ট করতে হবে। সন্তানকে সবসময় সময় দিতে হবে। তাদের সাথে ভালো শব্দ এবং শুদ্ধ ভাবে কথা বলতে হবে। তাদের সামনে কখনো বাবা মায়ের কথা কাটাকাটি/ ঝগড়া ইত্যাদি করা যাবে না। একটি পরিবার হলো সন্তানের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান। ছোট সন্তান সবসময় দেখে ও শুনে শিখে থাকে। যা তাদের স্মৃতিতে গেঁথে যায়। তারা যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন তারা বাইরের পরিবেশে মিশতে শুরু করে। আপনাদের নিয়ন্ত্রণ সাথে সাথে কমে যায়। কোথয় যায় কি করে অনেক সময় জানেন না । যেই সন্তানকে শত কষ্টে একটু বড় করে তুললেন আপনাদের অবহেলায় কিংবা তারা বাইরে কাদের সাথে মিশে সেই খবর না নেয়ায় আপনার আদরের সন্তানটি নষ্ট হয়ে যেতে পারে। আপনার অজান্তে আপনার ছেলেটি খারাপ পথে যেতে পারে।
প্রিয় বাবা মা ,
এটি সন্তান যখন ছোট থাকে তখন সে হলো নরম কাদা মাটির মতো। মাটি যখন নরম থাকে তখন কুমারেরা সুন্দর পুতুল কিংবা নান ধরনের হাড়ি পাতিল তৈরি করেন, তাতে নানা আকৃতি দিতে পারেন, মাটি নড়ম ও ভিজা থাকায় এক ডিজাইন পছন্দ না হলে অন্য ডিজাইন দিতে পারেন। কিন্তু মাটির পুতুল বা হাড়ি পাতিল যখন শুকিয়ে শক্ত হয়ে যাবে তখন আপনি চাইলেও আর মনের মতো ডিজাইন কিংবা কোন পরিবর্তন করতে পারবেন না। চেষ্টা করলে ভেঙে যাবে। কোন কাজ হবে না হিতে বীপরিত হবে। তেমনি আপনার কলিজার সন্তানকে শুরু থেকেই গড়ে তোলার প্রতি বিশেষ নজর দিতে হবে। যখন একটু বুঝতে শিখবে তাদের সামনে আপত্তিকর কিছু করা যাবে না। আগেও বলেছি, কেউ যেন তাদের সামনে মিথ্যা চর্চা না করে। বাচ্চাদের শিক্ষক হয় পরিবেশ। তাই ভালো পরিবেশে রাখতে হবে। বাচ্চারা সব সময় অনুকরণ করে। তাদেরকে ভালো অভ্যাস করাতে হবে। তাদেরকে সাথে নিয়ে মোবাইল বা টিভিতে নাটক, সিনেমা দেখা যাবে না। কারন এতে থাকে প্রেম ভালোবাসা, অশ্লীলতা, মিথ্যা, কুটিলতা, মারামারি এসব কোমলমতি সন্তানের মনস্তাত্ত্বিক সমস্যা সৃষ্টি করবে। অপরাধ প্রবণতা তৈরি হবে। সন্তানকে কখনো মিথ্যে প্রতিশ্রুতি দিবেন না। ভয় দেখাবেন না। তাদের কে সাহস দিবেন। ভালোকাজে সবসময় উৎসাহ দিবেন। শিশুদের প্রথম থেকেই ধর্মীয় ও নীতি শিক্ষা দিবেন। এতে সন্তান বিনয়ী হবে। সব সময় তাদের সুন্দর কাজের প্রশংসা করুন। তাকে সব সময় ভালো বলে উসাহিত করুন। ভালোকে ভালো খারাপকে খারাপ বলতে শেখান। বড়দের সম্মান করতে শেখান, বাড়িতে কেউ আসলে ছালাম দিতে শেখান। দূর থেকে মোবাইলে বা ভিডিও কলে সন্তানকে ছালাম দিন। এভাবেই প্রকৃত বাবা মা হয়ে উঠুন। সন্তান আপনাদের নিয়ে গর্ব করবে। আপনারা সন্তানকে নিয়ে গর্ব করবেন। আপনার সন্তান হবে সমাজের আদর্শ সন্তান। তৈরি হবে তাদের সোনালী ভবিষ্যৎ।
এখানেই শেষ নয়, আপনার সন্তান আজীবন আপনার সন্তান। যখনই তার মাঝে খারাপ কিছু দেখবেন আপনি তাকে সতর্ক করবেন, সংশোধন করিয়ে দিবেন। অনেকসময় উচ্চ শিক্ষার জন্য দূরে পাঠাতে হয়। তখন আপনাদের চোখের ও শাসনের আড়ালে চলে যায়। তারা খারাপ রাজনীতির সাথে জড়িয়ে পরে কিনা খোঁজ নিবেন। এটা আপনার সন্তানকে শেষ করে দিতে পারে। এরকম হাজারও ঘটনা আছে। আপনার সন্তান লেখাপড়া করতে গিয়ে রাজনৈতিক সন্ত্রাসে জড়িয়ে পরে। একময় জেল ফাঁসিও হয়। ভবিষৎ অন্ধকার করে দেয়। আপনার আদরের সন্তানকে এভাবে শেষ হতে দিবেন না। নিকট অতীতে আমারা অনেক ঘটনা দেখেছি। আবরার ফাহাদ হত্যা ঘটনায় ১৮জন সন্তানের ভবিষৎ ধংস হয়েছে। বাবা মা তাদের সন্তানকে অকালে হারিয়েছেন। আপনি নিশ্চাই চাইবেন না আপনার আদরের সন্তান খারাপ পথে চলে যাক। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।
বাবা মা ও শিশু সন্তান নিয়ে মণীষীদের উক্তি কিছু
ফুলের মতন মুখখানি ভরা মৃদু নির্মল হাস,
পাখির কাকলিসম সুমধুর কণ্ঠে অস্ফুট ভাষ। রমণীমোহন ঘোষ/দেবশিশু
* শিশুদের যে ভালোবাসে তার মধ্যে সুপ্ত একটি শিশুমন রয়েছে। -জর্জ স্যান্ড
সব দেবতার আদরের ধন,
নিত্যকালের তুই পুরাতন
তুই প্রভাতের আলোর সমবয়সী। —রবীন্দ্রনাথ ঠাকুর/জন্মকথা
জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ
আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। -সুকান্ত ভট্টাচার্য/আগামী
* মানবজাতির প্রতি প্রকৃতির সকল দান, এর মধ্যে একজন মানুষের কাছে তার সন্তানদের চেয়ে
মধুরতর আর কী আছে ?- ড্রাইডেন
* জগৎই শিশুর একমাত্র বই, আর তথ্যই তার একমাত্র শিক্ষা। রুশো
* শিশুর ব্যক্তিত্বের প্রতি বিশ্বাসী হোন, তার উপর মাত্রাতিরিক্ত অভিভাবকত্ব করবেন না, শিশুর রাজ্যে অনধিকার প্রবেশও তার মানসিকতার পক্ষে শুভ নয়। — ইমারসন
শিশু কাকে বলে
ভালো করিয়া দেখিতে গেলে শিশুর মতো পুরাতন আর কিছু নাই। দেশ কাল শিক্ষা প্রথা অনুসারে বয়স্ক মানবের কত নতন পরিবর্তন হইয়াছে কিন্তু শিশু শত সহস্র বৎসর পূর্বে যেমন ছিল আজও
তেমন আছে, সেই অপরিবর্তনীয় পুরাতন বারম্বার মানবের ঘরে শিশুমূর্তি ধরিয়া জন্মগ্রহণ করিতেছে অথচ সর্বপ্রথম দিন সে যে নবীন, যেমন সুকুমার, যেমন মূঢ়, যেমন মধুর ছিল আজও তেমনি আছে। এই চির নবীনত্বের কারণ এই যে, শিশু প্রকৃতির সৃজন, কিন্তু বয়স্ক মানুষ বহুল পরিমাণে মানুষের নিজকৃত রচনা। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট মণিদের প্রশংসায় আমি বলব
ঈশ্বর প্রথম সৃষ্টি করেছিলেন পুরুষকে, তারপর
খুঁজে পেয়েছিলেন একটা প্রকৃষ্টতর পন্থা নারীর জন্যে কিন্তু তার তৃতীয় পন্থাটি ছিল সর্বোত্তম
সকল সৃষ্টি বস্তুর মধ্যে সবচেয়ে সুন্দর
এবং দেবোপম হচ্ছে শিশুরা। —উইলিয়াম ক্যান্টনি
কী আশ্চর্য এক জোড়া চোখের পাপড়ি
নিমেষেই ঘর আর বুক দেয় ভরি। – সানাউল হক
<> শিশুরা ঈশ্বরের দূত, দিনের পর দিন যারা প্রেম, আশা আর শান্তি সম্পর্কে প্রচারের জন্য প্রেরিত হয়। -জেমস রাসেল লোভেল <> শিশুকে গ্রাহ্য কর। তার ওপর অধিক পিতৃত্ব বা মাতৃত্ব ফলিও না। তার স্বাতন্ত্রে অনধিকার প্রবেশ
করো না। রালফ ওয়ালডো ইমারসন
একটি শিশু সবচেয়ে বেশি পেয়ে থাকে তার মায়ের আশীর্বাদ। -রবার্ট ব্রুস
তোমার সন্তানদের ভীতির চেয়ে শ্রদ্ধা ও নম্রতার বাঁধনে বাঁধা অনেক শ্রেয়। আজকের শিশুকে
ভবিষ্যতের অশতিপর বৃদ্ধরূপে দেখতে হবে।—থিওডোর পার্কার একটা শিশুকে দাও যদি সামান্য একটুখানি ভালোবাসা, তোমাকে সে ফিরিয়ে দিবে
অনেকখানি। রাসকিন
দুষ্টু ওরে চপল ওরে, অভিমানী শিশু
মনে কি তোর পড়ে না তার কিছু ?
সেই অবধি যাদুমনি কত শত জনম ধরে
দেশ বিদেশে ঘুরে ঘুরে রে। -কাজী নজরুল ইসলাম
ফুটন্ত কলির মতো শিশু মনোরম,
তার চেয়ে বেশি কিছু আছে কি সুন্দর ?- আকরাম হোসেন <> শিশুর প্রকাশের মাধ্যম অনেক। তার ভাষার প্রয়োজন হয় না। – ডিকেন্স
নিম্নশ্রেণীর জন্তুরা ভূমিষ্ঠকাল অবধি মানব শিশুর অপেক্ষা অধিকতর পরিণত। মানব শিশু
অসহায়। ছাগশিশুকে চলিবার আগে পড়িতে হয় না। —রবীন্দ্রনাথ ঠাকুর > বৃদ্ধ লোকেরা দ্বিতীয়বার শিশু হয়। —মেনেন্ডারশ
<> শিশুদের সঙ্গে মায়ের জীবন নোঙরের মতো গ্রথিত। -ফেলিসিয়া হিম্যানস
সুধার চেয়েও মধুর তোমাদের হাসি সঙ্কেত তারি সংসার ধারা চলে তোমাদের মুখের তাল পাতে রচা বাঁশী
বাজিছে ভুবনে ভেদি সব কোলাহলে। – কালীদাস রায়
* মা ছেলেকে স্নেহ দিয়া মানুষ করিয়া তোলে, যুগে যুগে মার গৌরব গাথা তাই সকল জনমনের বার্তায় ব্যক্ত। কিন্তু শিশু যা মাকে দেয় তা কি কম? সে নিঃস্ব আসে বটে কিন্তু তার মন কাড়িয়া লওয়া হাসি, শৈশবতারল্য চাঁদ-ছানিয়া গড়া মুখ আধ আধ আবোল-তাবোল বুক নই দাম কে দেয়? ওই তার ঐশ্বর্য, ওরই বদলে সে সেবা নেয়, রক্ত হাতে ভিক্ষুকের মতো সে নেয় না।
– বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
* ছোট ছোট গ্রহগুলি যেমন সূর্যের কাছাকাছি অবস্থান পায়, তেমনি ছোট ছোট শিশুরাও আল্লাহর
কাছাকাছি অবস্থান পায়। রিচটার
কোলের উপরে বসে
হৃদয় লইলি চুষে
বুকেতে কাটিয়া সিধ, এমনি সাহস তোর কোথা হতে এলিয়ে দুদে ক্ষুদে সিধেল চোর। গিরীন্দ্রমোহিনী দাসী
* জ্ঞানী শিশু তার বাবাকে ভাল করেই জানে। – হোমার
* শিশুদের ভাল করতে হলে তাদের সুখী করতে হবে। – -ওয়াইল্ড * শিশুরা জন্মগ্রহণের সাথে সাথে বাবা মার মনে আনন্দ ও দুশ্চিন্তা দুই-ই বয়ে আনে। -আকলিমা খানম
* শিশুর ধারণ ক্ষমতা অনুসারে তাকে শিক্ষা দেওয়া উচিত তবেই সে একদিন কালজয়ী বিশেষজ্ঞ হতে পারবে। -প্লেটো
* কিন্তু শিশু যে একদিন বড়ও হয়। – বিমল মিত্র / আমি
আরও পড়তে পারেন–ভ্রাতৃত্বের করুণ পরিণতি বনাম অশান্ত পৃথিবী- আলানূর হোসাঈন
বাবা মা নিয়ে উক্তি
* নিজের সন্তানের ভালো মন্দ দিকগুলো সম্বন্ধে যে পিতা সচেতন সেই যথার্থ পিতা। টেগনার * পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাহি পরমস্তপঃ প্রিতরে প্রীতিমাপন্নে সর্বদেবতা। পিতৃদ্ধোত্র –
* একজন পিতা একশত জন স্কুল শিক্ষকের চেয়ে ভালো। -জর্জ হার্বার্ট
* জন্মদাতা হওয়া সহজ; কিন্তু পিতা হওয়া বড় কঠিন। প্রবোধকুমার সান্যাল
* যে পিতৃত্বে দায়িত্ববোধ আছে তাহা বাস্তবিকই মহান, কিন্তু সেটা হবে যখন সেই পিতৃত্ব অনাকাঙ্ক্ষি না হয়ে সুনিয়ন্ত্রিত আর দায়িত্ব জ্ঞানপূর্ণ। কেবলমাত্র সেইভাবে জাত সন্তানই হয়ে ওঠে বাপ মায়ের একান্ত কাম্য, তাদের স্নেহ ভালোবাসার আদরের পাত্র। – মিসেস মার্গারেট স্যাঙ্গার
পিতা ও পুত্র
* পুত্রের কাছে পিতার গৌরবের চেয়ে অথবা পিতার কাছে পুত্রের সম্মানজনক চরিত্রের অলঙ্কার আর থাকতে পারে ? – সেফোক্লি চেয়ে
* যেমন পিতা তেমনি পুত্র, বৃক্ষ মাত্রই উৎকৃষ্ট পদান করে। —উইলিয়াম লংল্যান্ড * রক্ত মাংস নয় বরং হৃদয়ই আমাদের পিতা ও পুত্রে পরিণত করে। —শিলার
পিতৃভক্তি
<> পিতৃভক্তি অটুট যত
সেই ছেলে হয় কৃতী তত ॥—শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
বাবা মা
পিতায় শ্রদ্ধা মায়ে টান
সেই ছেলে হয় সাম্যপ্রাণ॥ — শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্ৰ
* আমাদের জীবনের প্রথম অর্ধাংশ আমাদের পিতামাতা দ্বারা ধ্বংস প্রাপ্ত হয় আর বাকি অর্ধেক ধ্বংস প্রাপ্ত হয় আমাদের ছেলেপেলে দ্বারা। —লরেন্স এস ডারো
* ঈশ্বরের পরবর্তী স্থানই হল পিতামাতার। —উইলিয়াম পেন