You are currently viewing প্রেমের কবিতা , ভালোবাসার ছন্দ , প্রেমের ছন্দ , ভালোবাসার স্ট্যাটাস

প্রেমের কবিতা , ভালোবাসার ছন্দ , প্রেমের ছন্দ , ভালোবাসার স্ট্যাটাস

আমার সুখে হাসো তুমি, দুঃখ দেখে পালাও। ভালোবাসা নিয়ে আবার কেন আগুন জ্বালাও।। -Alanoor Hossain । বন্ধুরা আপনার যারা প্রেমের কবিতা , ভালোবাসার ছন্দ  এ ছড়াও প্রেমের ছন্দ , ভালোবাসার স্ট্যাটাস খুঁজছেন তাদের জন্য শুভেচ্ছা । আশাকরি আপনাদের ভালো লাগবে।

প্রেম নিয়ে বাণী

* প্রেম আর ধূপ হচ্ছে এমন দুটো জিনিস যা ঢেকে রাখা যায় না। —ফরাসি প্রবাদ * প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, পুরুষের বাড়ায়। জ্যাঁ পল বিশার

* হে প্রেম! তোমার শক্তি অপ্রতিরোধ্য, তুমি মরণের উপরও হয়েছ জয়ী। সোফোক্লিপ্স * প্রেমের সুখ হল কর্মে : অপরের জন্য কাজ করার ইচ্ছাই ভালোবাসার প্রমাণ। নিউ ওয়ালার

তোমারে হেরিয়ে চোখে

মনে পড়ে শুধু, এই মুখখানা দেখেছি স্বপ্ন লোকে। -রবীন্দ্রনাথ ঠাকুর

* যে কেবল পালিয়ে বেড়ায় দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে, সে কি আজ দিল ধরা গন্ধে ভরা বসন্তের এই সঙ্গীতে।—রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেয়সী

সেই স্বর্ণালী দিনগুলো অর ফিরে পাবো না,

তোমাদের ভালোবাসা কভু ভুলে যাবো না।।–Alanoor Hossain

<> প্রয়সী কখনো কুৎসিত হয় না। -জে-জে-বে

* প্রেম হচ্ছে সব কিছুর শুরু, মধ্য এবং অন্ত। -লাকর্ডেয়ার

* যেখানে প্রেম নেই সেখানে সত্য নেই। কেবলমাত্র তারই মূল্য আছে যে কোনো কিছুকে ভালোবাসে, ভালোবাসা না থাকা নিজের অস্তিত্ব না থাকারই সামিল। ফয়ের বাখ

তুমি যদি ভালোই বাসো আমাকে, ভালোই যদি বাসো,

তবে বলছো না কেন যে ভালো বাসো! কেন সব্বাইকে জানিয়ে দিচ্ছ না যে ভালোবাসো!

আমার কানের কাছেই যত তোমার দুঃসাহস!

যদি ভালোবাসো, ওই জুঁইফুলটি কেন জানে না যে ভালোবাসো! – তসলিমা নাসরিন

আপও পড়ুন–মাকে নিয়ে কবিতা । মাকে নিয়ে ১৩টি কবিতা । ’’মা ‘’

প্রেম, যা পুরুষের জীবনে কেবল একটা অনুকাহিনী মাত্র, নারীর জীবনে তা সমগ্র ইতিহাস ।

-মাদাম দ্য স্তায়ের

* কামনা আর প্রেম এ দুটো হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা আর

প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন। — কাজী নজরুল ইসলাম * অর্থের জন্য প্রেম করা আর নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা একই জিনিস। —জন ক্রাউন

প্রেমে গায়ের রং রুপ ম্যাটার করে না,

প্রেমে শুধু প্রেমটাই ম্যাটার করে।

* প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়। —স্কুট হাসসুন

সবার চেয়ে মধুর জেনো প্রেমিক জনের দীর্ঘশ্বাস

তার তুলনায় তুচ্ছ অতি ভক্তহৃদের মুক্তির আশ। -ওমর খৈয়াম

পথিক ওগো চলতে পথে

তোমায় আমায় পথের দেখা

ঐ দেখাতে দুইটি হিয়ায়

জাগল প্রেমের গভীর রেখা। — কাজী নজরুল ইসলাম

* প্রেমের দেবতা মদন শান্তিরও দেবতা। – প্রেপারটিরাস

তোমায় নিয়ে জল্পনা কল্পনা

ভালবাসি তোমায় অল্পনা (কম নয়)

করকি আমার সাথে ছলনা

হে ললনা বলনা

তোমায় কি ভালবাসবো না?

ধোঁকা দিবে কিনা জানিনা ।

ভালবাসার দিও প্রতিদান

করনা কখনো অভিমান, –জয় গোস্বামী

ভালবাসা নয় কোন খেলা

করবে যে তুমি হেলা

ভালবাসি তোমায় দিয়ে মন

রেখ প্রিয়া ভালবাসার মান।

ভালোবাসার স্ট্যাটাস
ভালোবাসার স্ট্যাটাস

ভালোবাসার স্ট্যাটাস

* মানুষ পশুও নয় দেবতাও নয়, তাই তার প্রেম পাশবিকও হবে না নিষ্কামও হবে না, হবে

মানবিক। – বেলিনস্কি * কামুকতাকে নিয়ে মানুষ পুরো তৃপ্তি পায় নি বলেই প্রেমিকতাকে বড়ো করে তুলেছে। তাতে

আনন্দের গভীরতা, প্রবলতা ও স্থায়িকতা বেশি, তার তার মূল্য বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর * টাকায় কিছুই হয় না, নামেও হয় না, বিদ্যায়ও হয় না, ভালোবাসায় সব হয়—চরিত্রই বাধাবিঘ্নরূপে

বজ্রদৃঢ় প্রাচীরের মধ্য দিয়া পথ করিয়া লইতে পারে। -স্বামী বিবেকানন্দ

> প্রেম মানুষের একটি শাশ্বত ও মহান প্রয়োজন। – আনাতোল ফ্রাঁস প্রেমে পড়লে মানুষই কবি হয়ে ওঠে। – প্লেটো

ভালোবাসি ভালোবাসি

এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়

বাজায় বাঁশি

ভালোবাসি ভালোবাসি ।

আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে

দিগন্তে কার কালো আঁখি

আঁখির জলে যায় ভাসি

ভালোবাসি

ভালোবাসি ভালোবাসি ।

প্রেমের আনন্দ থাকে শুধু স্বল্পক্ষণ

প্রেমের বেদনা থাকে সমস্ত জীবন। — রবীন্দ্রনাথ ঠাকুর

প্রকৃত প্রেমের ভিত্তিভূমিই শ্রদ্ধা। —শংকর

* দুটি জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে। এ দুটি হচ্ছে, যদি সে মাতাল হয়, আর যদি সে প্রেমে

পড়ে।— এনটি ফেন্স

* অপরের প্রতি প্রেমের বিস্তার মাৎসর্যের পরম ঔষধ। -অশ্বিনীকুমার দত্ত

* প্রেম অনেক সময় যুক্তিবাদী মানুষকে যুক্তিহীন করে দেয়, আর যুক্তিহীন মানুষকেও যুক্তিবাদী করে

তোলে। -দিদারো

প্রীতি

* সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। -অতুলপ্রসাদ সেন * যে মানুষ কাজ দিয়া থাকে খ্যাতি দিয়ে তার বেতন শোধ চলে, আনন্দ দেওয়াই যার কাজ প্রতি

হলে তার প্রাপ্য শোধ হয় না। -রবীন্দ্রনাথ ঠাকুর

প্রেমের কবিতা

প্রেম

তোমারেই যেন ভালোবাসিয়াছি: শত রূপে শতবার

জনমে জনমে যুগে যুগে অনিবার।

চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার –

কত রূপ ধরে পরেছ গলায়, নিয়েছ সে উপহার

জনমে জনমে যুগে যুগে অনিবার।

যত শুনি সেই অতীত কাহিনী:

প্রাচীন প্রেমের ব্যথা,

অতি পুরাতন বিরহমিলন কথা,

অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে

 

মেরেছ মেরেছ কলসীর কানা

তাই বলে কি প্রেম দেব না। বৃন্দাবন দাস

ভালোবাসার নাম বিকাশ—হৃদয় প্রস্ফুটিত হয়। গিরিশচন্দ্র ঘোষ

ভালোসাসা! ভালোবাসা ব্যাপারটা কী বলতে পারো?

তা তুমি নিজে না বুঝলে কেউ বোঝাতে পারবে না। —বুদ্ধদেব বসু

স্বার্থ সিদ্ধির চরমতম অভিব্যক্তি প্রেমে। —হলব্রুক জ্যাকসন <> আপনার দীর্ঘায়ু সম্বন্ধে যেমন শপথ করা সম্ভব নয়, তেমনি প্রেমে আবদ্ধ থাকব অথবা থাকব না এ বিষয়ে শপথ করা যায় না। কেবল জীবন ও প্রেম সম্বন্ধে যত্নবান থাকার অঙ্গিকার করা যায়।

একটি ভালোবাসার কবিতা

প্রিয় মুহীন

কোন স্রোতের মোহনায় আসলে তুমি,

ওহে কাল্পনিক আত্মা

তোমার তরে জাগে মোর বেদনা,

ফিরে পেতে চায় মোর সত্তা।

সুদূর সাতকানিয়া বসে তুমি ,

চেয়েছিলে মোর খানিক দর্শন।

রবের লিলায় হয়েছিল তা,

পারিনি দিতে পূর্ণ হৃদয় অর্পণ।

হে মুহিন বলতে পার তুমি,

কেন আত্মার টান আত্মার তরে?

তুমিই তো ভালোবেশে ছিলে,

হৃদয় তোমার উজার করে।

তোমার এই ভালোবাসা চিরদিন,

এই ক্ষুদ্র হৃদয়ে থাকবে জমা।

তোমার পরিচ্ছেদ এই উপহার,

গভীর প্রেমের শাহনামা ।।

প্রেম

প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না। বায়রন

<> প্রেম হয় দুজনের মধ্যে, জন্ম দেয় তৃতীয় জনের একটি নূতন জীবনের। এখানে রয়েছে স্বার্থ এখানেই উৎপত্তি সমাজের প্রতি দায়িত্ববোধের। ক্লারা জেৎকিন

* প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয় না। -রবীন্দ্রনাথ ঠাকুর। <> বিচ্ছেদের মুখে প্রেমে বেগ বাড়িয়া উঠে। রবীন্দ্রনাথ ঠাকুর

* পৃথিবীতে ভয়কে যদি কেহ সম্পূর্ণ অতিক্রম করতে পারে, বিপদকে তুচ্ছ করিতে পারে, ক্ষতিকে অগ্রাহ্য করিতে পারে, মৃত্যুকে উপেক্ষা করিতে পারে, তবে তাহা প্রেম।— -রবীন্দ্রনাথ ঠাকুর

– নারীর প্রেমে মিলনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা। — -রবীন্দ্রনাথ ঠাকুর <> মানব জীবনে প্রেমের যে একটা অতি বড় মহৎ সার্থকতা আছে, সাধারণ শ্রেণীর মানুষ তা অনুভব

করে না। প্রেম মানুষকে সংযমী, চরিত্রবান, বলবান, সাধনায় দৃঢ়বান করে—যুবককে সংগ্রামশীল, মহৎ ও গৌরবশীল করে। ডাঃ লুৎফর রহমান

সম্পর্কের গারত্ব হয়, ঠিক একটা বট বৃক্ষের মতো!

পাতা ঝরে যায়, নতুন পাতা গজায়! বসন্ত আসে!

কিন্তু মন থেকে না মরলে আজীবন রয়ে যায় বহমান!

হাজার বছর পরে দেখা হলে, সম্পর্কে মায়া থেকে যায়!

 

জ্ঞানী ব্যক্তি পাগলের মতো প্রেম করতে পারেন কিন্তু বোকার মতো নয়। -বোশেখো কোলড * গ্রহণে নয় দানেই প্রেমের সার্থকতা, নারী পুরুষের দ্বৈতপ্রেম জন-সমাজের কল্যাণ কার্য দ্বারা পরিপূর্ণতা লাভ করে। —এডওয়ার্ড কার্পেন্টার

<> কিছু আধুনিক ডাক্তারদের মতে প্রেম স্নায়ুতন্ত্রের উত্তেজনা ছাড়া কিছু নয়। অজ্ঞাত

* প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে । – – প্লেটো প্রেমের নীরব স্বপ্ন যত মধুর, তার অর্ধেক মধুরতাও জীবনে আর কিছুতে নেই। —টমাস মুর

* ধনসম্পদ উড়ে যায়, আরাম-আয়েস অন্তর্হিত হয়, আশা যায় শুকিয়ে কিন্তু প্রেম থেকে যায় আমাদের সাথে। প্রেম হচ্ছে ঈশ্বর। লিউ ওয়ালেস কোনো কাছি বা দড়ি অত জোরে আকর্ষণ করতে বা অত শক্ত করে বাধতে পারে না, প্রেম যা

একটিমাত্র সুতো দিয়ে পারে। বার্টন

ভালোবাসার কবিতা

নাসেখ মানসূখ

আজিজ হাকিম

ভালোবাসার সীমা নির্ধারণে তুমি কসর আদায় করা মানুষ

এটা ভাবিনি তুমি আমাকেই কসর করে ফেলবে

আমার অবস্থান তোমার থেকে ৪৮ মাইল

অথবা তারও বেশি

কসরে কসরে আমি এখন আধখানা।

দুর্বল সনদেও তোমার হৃদয়ে আমার নাম লেখোনি

অথচ সহিহ হাদিসের মত তোমার সব কথা বিশ্বাস করে যাই

তোমার নামের শুরুতে জাল হাদিসের তকমা দেওয়ার সাহস আমার নেই

তবে এতটুকু বলতে পারি

তোমার আধিপত্য সারা হৃদয় নগরে ছিল

এ যেন জাল হাদিসের ভারে নতজানু হয়ে যাওয়া সিহাহ সিত্তাহ।

তুমি এক মাজহাবে আবদ্ধ থাকতে চাও না; তা জানি

তোমাকে জানার অনেক ইচ্ছেই আমার ছিল

না; এখন অবশ্য আগ্রহের ঋতু গড়িয়েছে

যেন এই ঋতুতে নামাজ রোজার মত আমার স্বপ্ন দেখাও বাতিল।

উসুলুস শাশীর পাতা উলটে দিয়ে তুমি এ মাজহাব ও মাজহাব ঘাটো

ঘেটে ঘেটে দেখো কোন পথে কত সহজে

কনস্ট্যান্টিনোপলের দুর্গে পতাকা উড়ানোর মত

নিজের যশ খ্যাতির ব্যাপ্তি বাড়ানো যায়;

এক প্রেমের স্বাদে তৃপ্ত নও তুমি।

তুমি তাবুক বোঝো; বদর বুঝতে চাও না

তুমি পারস্য ইয়ামেন মদিনা বোঝো

কিন্তু মক্কা না বোঝার ভান করার মত আমাকে অবুঝের মানুষ বানাও।

নিত্য তুমি সাফা মারওয়া সায়ী করো

অথচ আমার কাছে আসতে ছঙ্গেছার হয়ে যাও।

তুমি আমাকে ভালোবাসা-বিশ্বাসে মানতেক বালাগাত শেখাতে আসো!

অথচ নাসেখ মানসূখ শেষ করে এসেছি অনেক আগে।

আরও পড়ুন–সত্যিই ভালোবাসি । একটি ভালোবাসার কবিতা

ভালোবাসার স্ট্যাটাস

ভালোবাসা

> ভালোবাসার অর্থ হল, যাকে তুমি ভালোবাস তার মতো জীবন যাপন করা। — টলস্টয়

ভালোবাসা তবে কী?

যার ভালোতে বসবাস তোর চর্যা নিপুণ ধী। —শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র

পৃথিবীতে ভালোবাসার একটি মাত্র উপায় আছে…সে হল প্রতিদান পাওয়ার আশা না করে ভালোবেসে যাওয়া। —ডেল কার্নেগি

ভালোবাসা আচ্ছাদন নয় বরং চোখের জল। —ইমারসন

<> ভালোবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়!—টেনিসন

– ভালোবাসা যখন পরিতৃপ্ত হয় তখন তার মাধুর্য অনেক কমে যায়।— আব্রাহাম কওলে * ভালোবাসা এমনি একটা মাচান যার উপর দাঁড়ালে সব শ্রেণীর লোকের মধ্যকার বৈষম্য দূর

হয়। —কুপার

প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না, বড় জোর বিয়ে করতে পারে ।

—ওয়াশিংটন অলসটন

<> মিলনের উপায় ছিল না; তাই প্রণয়ের আকর্ষণ ছিল প্রবল। –

-রবীন্দ্রনাথ ঠাকুর

 

ভালোবাসা বাসি

 

আমি তোর জন্য এনে দিতে চাই

মিষ্টি রোদের হাসি

আমি তোর জন্য দু হাত ভরে যাই

স্বপ্ন রাশি রাশি

তোর জন্য স্বপ্ন রাশি রাশি।।

তোর জন্য

এই পুবাল বানের হাওয়া

তোর জন্য

গান হৃদয় খুলে গাওয়া।

তোর জন্য

সকাল বিকেল সন্ধ্যা রাতের

ভালোবাসা বাসি।।

তোর জন্য

এই আমার ফিরে আসা

তোর জন্য

এক আকাশের প্রত্যাশা।

তোর জন্য

বিরুপ সময় মধুর হয়ে

সুখ আনন্দে ভাসি।

আরও পড়তে পারেন–গ্রামের প্রতি অগাধ ভালোবাসার প্রতিচ্ছবি “ছোট্ট নদীর বাঁক”-উম্মে হাবিবা

<> অনুপস্থিতি প্রেমকে তীক্ষ্ণ করে, উপস্থিতি করে একে শক্তিশালী। – টমাস ফুলার প্রেম এমন এক উত্তেজনাময় খেলা যাতে একজন সবসময়েই ঠকায়। বালজাক

* যৌবনের আমি করিনু ঘোষণা—“প্রেম বলে কিছু নাই, চেতনা আমার জড়ে মিশাইলে সব সমাধান পাই। ” — যতীন্দ্রনাথ সেনগুপ্ত

প্রেমের উপর যদি কেহ জয়া হতে চায় তাহলে সে ব্যাপারে একমাত্র জয়ী হবার অস্ত্র হল পলায় করা। – নেপোলিয়ান

  • একই ব্যক্তির সাথে বহুবার প্রেমে পড়াই সার্থক প্রেমের নিদর্শন । —ব্রাটন

নিখিলের সুখ নিখিলের দুখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি,

সকল কালের সকল কবির গীতি। — রবীন্দ্রনাথ ঠাকুর

তীব্র প্রেমের কবিতা

প্রেম ভীষণ এক মানসিক ব্যাধি।

নিঃ’স্বার্থ ভালোবাসা গুলো

স্বা’র্থের কাছে হে’রে যায়,

ক’ষ্ট না দিতে চাওয়া মানুষ গুলোই

ক’ষ্টের আ’ঘাত শুধু পায়।

এক জনকেই ভালোবেসে যারা

সুখী হতে চায়

অনেকের সঙ্গ চাওয়া মানুষ গুলোই

তাদের জীবনে জড়ায়।

চ’রিত্রহীন স্বামী আজও

স্ত্রীদের পায় ভালোবাসা

মানিয়ে গুছিয়ে ঐ স্বামীর জন্যই তাদের

জীবনের সকল আশা।

“নিঃস্বার্থ ভালোবাসা”

কলমেঃ রুমা রাণী ঘোষ – Ruma Rani Ghosh

আরও পড়ুন–ভালোবাসার কবিতা । বিপ্লবী চেতনা ও নারী প্রেমের আদ্যপান্ত

প্লেটো

<> প্রেম হল সিগারেটের মতো, যার আরম্ভ হল অগ্নি দিয়ে, আর শেষ পরিণতি ছাই দিয়ে।

—জর্জ বার্নার্ড শ

<> অলস লোকদের কাছে প্রেম হচ্ছে একটা জরুরি কাজ, কিন্তু যোদ্ধার জীবনের প্রেম আনে ধ্বংস আর রাজন্যের সার্বভৌমত্বে সৃষ্টি করে প্রস্তরবৎ বাধা ।– নেপোলিয়ান বোনাপার্ট

* ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে আর দীর্ঘবিচ্ছেদ প্রেমকে হত্যা করে।— – মিরবো > ধোয়া টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না ঠিক ফুটে বেরুবেই।— শংকর

প্রেমের উক্তি

প্রেমিক

ভালোবাসা ব্যাপারটা নিঃস্বার্থ একটা ব্যাপার, নিষ্কাম একটা অনুভূতি। এখানে কোনও চাওয়া-পাওয়ার ব্যাপার নেই। ভালোবাসার মানুষটিকে পেলে তো ভালো, আর না পেলেও কিন্তু ভালোবাসা স্পষ্টভাবে টিকে থাকে। হয়তোবা, প্রেম টিকে থাকে না, সম্পর্ক টিকে থাকে না; কিন্তু ভালোবাসাটা ঠিক‌ই টিকে থাকে। যাকে একবার ভালোবাসা যায়, কখনও তার কোন‌ও ক্ষতির কথা চিন্তা করা যায় না, কখনও তাকে নিয়ে কোন‌ও বাজে ভাবনা মানুষের মাথায় আসে না।

#প্রিয় লেখক সুশান্ত পাল

আরও পড়তে পারে–ভালোবাসার কবিতা । নির্বাচিত ৫০ টি সেরা প্রেমের কবিতা

༆ভালোবাসা࿐

#ভালোবাসা ̶মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত ̶

#কোন মাপকাঠি ̶বানাতে পারেনি,

যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো

༆মা নামের নিঃস্বার্থ ̶ ভালোবাসাটি࿐۩

মা

̊̊༆ ̊̊ স্বার্থ ছারা ভালোবাসা ࿐

 

* পুরুষের পরান পোড়ে কয় দিন ?— -মানিক বন্দ্যোপাধ্যায় * একজন প্রেমিক পেঁচার চেয়েও অন্ধ। – স্পেন্সার

★ যে প্রেমিক কাণ্ডজ্ঞানের পরিচয় দেয়, সে মোটেই প্রেমিক নয়। -নর্মান ডগলাস > যে চিরদিনের জন্য ভালোবাসে না, সে আসলে প্রেমিক নয়। এন্ড্রিউ ল্যাংস

প্রেমিকা

<> ভালোবাসার নবাঙ্কুরে গোপনে জলসিঞ্চন তরুণীদের পক্ষে বড়ো কৌতুকের <> কি বিশ্রী এই মেয়েমানুষ জাতটা, একবার যদি ভালোবেসেছে, ত মরেচে। -শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – রবীন্দ্রনাথ ঠাকুর

<> নির্ভর হতে পারার চেয়ে ভালোবাসার বড় পাওয়া মেয়েদের আর নেই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ভালোবাসার উক্তি

ভালোবাসা নিয়ে কিছু কথা

<> অন্তর বাজে তো যন্তর বাজে। —অবনীন্দ্রনাথ ঠাকুর

* প্রতিভা আর প্রেরণা একই জিনিস। —ভিক্টর হুগো

* ভালোবাসার নদীতে স্রোত, ভাটা এবং প্লাবন আছে। —জন হে

← মানুষ সর্বদাই কিছু না কিছু ভালোবাসিয়া বাঁচিয়া থাকিতে চায়। কিন্তু যাহা অনন্ত, যাহা অবিনশ্বর তাহাকে এই মর্তের দুয়ারের মধ্যে খোঁজা ভ্রান্তি ব্যতীত কিছু নয়। — শেলি ★ ভালোবাসা অন্তর দিয়ে অনুভব করিতে হয়, এক্ষেত্রে ভাষার প্রয়োজন হয় না।— – পুশকিন

> যাহাকে ভালবাসিয়াছে শাস্ত্র অনুমোদিত উপায়ে তাহাকে পাইল না বলিয়াই হৃদয় হইতে তাহার আসন টলাইবে কোন্ রূপসী? আর এই আসন যদি টলে তবে তাইতো হইল চরম

বিশ্বাসঘাতকতা। — সুবোধ সেনগুপ্ত

← অন্ধভাবে কাউকে ভালোবেস না তার ফল শুভ হবে না। —কারলাইল

‘ভালোবাসি’ তবু কেউ বলি নি তখন

ভুলে গেছি পৃথিবীর ভাষা। — সঞ্জয় ভট্টাচার্য

> ভালোবাসা যে পেল না আর ভালোবাসা যে কাউকে দিতে পারল না, সংসারে তার মতো দুর্ভাগা

নেই। —কিটস

<> প্রীতি ভালোবাসা কোনোদিন বিফলে যায় না। শতধারায় তা ফিরে আসে নিজের কাছেই। বৃষ্টির ধারা, ঝর্নার স্রোত বয়ে যায়, আবার তা ফিরে আসে আপনার উৎস মুখে । -লং ফেলো

> ভালোবাসিতে শিখ, ভালোবাসা দিতে শিখ তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে

না। —টমাস ফুলার

আরও পড়ুন–বাবাকে নিয়ে ১৩ টি প্রিয় বাবা কবিতা

★ যে ভালোবাসা ব্যপ্তভাবে আকাশে মুক্ত থাকে, অন্তরের মধ্যে সে দেয় সঙ্গ; যে ভালোবাসে

বিশেষভাবে প্রতিদিনের সবকিছুতে যুক্ত হয়ে থাকে সংসারে সে দেয় আসঙ্গ ।

* ভালোবাসা তখন দয়ার পর্যায়ে যায় যখন তা চরমে পৌঁছে। —রবার্ট হাওয়ার্ড

—রবীন্দ্রনাথ ঠাকুর/শেষের কবিতা

* ভালোবাসার ব্যাপারে পুরুষরা চিরকালই শিকার, আর মেয়েরা শিকারি, একজন শিকারি যেমন শিকারের জন্য তার বন্দুককে ভালোবাসে, একজন মেয়েমানুষও তেমনি সৃষ্টির প্রয়োজনে পুরুষকে ভালোবাসে। এ ভালোবাসা বন্দুকের প্রতি শিকারির প্রেম ভালোবাসার সঙ্গেই একমাত্র তুলনীয়। —জর্জ বার্নার্ড শ

<> অপরিচিতকে ভালোবাসার মধ্যে অনেক ঝক্কি রয়েছে। — জন হে উড

* প্রথমে যদি কাউকে খারাপ লাগে তবে নির্ঘাত তাকে ভালো লাগবে পরে।— দস্তয়েভস্কি

<> চেনা মানুষকে ভালোবাসার মধ্যে ঝক্কি কম। কার্লাইল

<> ভালোবাসার জন্য স্বার্থ ত্যাগে কোনো ন্যায় অন্যায় বোধ থাকে না। —জন ক্রাউন

ভালোবাসার ছন্দ

প্রেমের ছন্দ

আমি প্রেম চাই, প্রেম….

শুধুই প্রেম;

প্রকৃতির সাথে।

সারাটা সকাল, সারাটা বিকেল,

কখনো বা দিন-দুপুরে

সুযোগ পেলে সন্ধ্যা-রাতেও ,

জমিয়ে প্রেম করবো।

সেই প্রেম, শ্রেষ্ঠপ্রেম।

লাইলি-মজনু, শিরি-ফরহাদ কিংবা মমতাজ-শাহজাহানদের পাশে

আমাদের নাম না থাকুক,

তবুও আমরা শ্রেষ্ঠ,

জগৎশ্রেষ্ঠ।

আমি সম্পর্ক চাই, সম্পর্ক….

অতি গভীর ও নিবিড় সম্পর্ক;

মানুষের সাথে

দিনের পর দিন আসবে,

মাসের পর মাস,

বছরের পর বছর,

যুগের পর যুগ;

এমনকি শতাব্দীর পর শতাব্দী।

তবুও, বেঁচে থাকবে সেই মধুর সম্পর্ক ও তার সৌন্দর্য।

যে সম্পর্ক অণুর মাঝে থাকা পরমাণুসমূহের চেয়েও দৃঢ়,

অথবা পরমাণুর মাঝে থাকা ইলেক্ট্রন, নিউট্রন ও প্রোটনের চেয়েও,

নতুবা নিউট্রন ও প্রোটনে থাকা কোয়ার্ক কণিকার চেয়েও!

পৃথিবীর কেউ না মানুক।

তবুও, আমাদের সম্পর্ক শ্রেষ্ঠ।

আমরা জগৎ শ্রেষ্ঠ।

আমি চাই,

অনেক কিছুই চাই,

কি আর চাইবো?

অনেক কিছুইতো চেয়েছি।

এবার না হয়, নিজের চাওয়াটা একটু সংক্ষিপ্ত করি।

Mohim Winner

কাব্যঃ সীমিত চাওয়া।

২৮ এপ্রিল, ২০২২

ভালোবাসার উক্তি

গভীর ভালোভাবার কোনো ছিদ্রপথ নেই। —জন হে উড

* খ্যাতির চেয়ে ভালোবাসা ভালো। বেয়ার্ড টেলর * ভালোবাসা মূলত ভয় এবং উদ্বিগ্নতায় ভরা। —ওভিড

. অতি উত্তপ্ত ভালোবাসা খুব শীঘ্রই শীতল হয়ে যায়। —জন হে উড

★ ভালোবাসা একটি সাময়িক রোগের সমাধি। -প্লেটো * আমার ভালোবাসা সূর্যের মতো নিরপেক্ষ বলেই দীর্ঘস্থায়ী।—জেনিস ডুরিন

* মেয়ে মানুষের ভালোবাসা সবুর করতে পারে না, বিধাতা তার হাতে সে অবসর দেন নি। পুরুষ অনেক ঠেকে, অনেক গা খেয়ে, তারপরে ভালোবাসতে শেখে।— রবীন্দ্রনাথ ঠাকুর/শেষরক্ষা

* আমাকে সামান্যই ভালোবাস কিন্তু তা যেন দীর্ঘদিনের জন্য হয়।—জন হে উড

* ভালোবাসার সবচেয়ে সুদৃঢ় ভিত্তি হল সাম্য। — লেসিং * যাকে সত্যিকার ভালোবাসা যায়, সে অতি অপমান আঘাত করলে, হাজার ব্যথা দিলেও

যায় না। —কাজী নজরুল ইসলাম

তাকে ভোলা

* ভালোবাসাকে যে অবমাননা করে সে-ও জীবনে আর ভালোবাসা পায় না, তখন তার জীবন বড়

দুর্বিষহ হয়ে পড়ে। -কাজী নজরুল ইসলাম * যে গভীরভাবে ভালোবাসতে জানে বয়স তার কাছে কোনো বাধা নয় ।— মেরি বেকার হাডি

দুঃখ তুমি আমার জীবন সাথী,

দুঃখ তুমি অামার ভালোবাসা,

হে মিথ্যে সুখ তুমি মরিচিকা,

তুমি ক্ষণিকের প্রেম অার আশা।

আরও পড়তে পারেন–ফুল নিয়ে ক্যাপশন , ফুল নিয়ে কবিতা , ফুল নিয়ে উক্তি, ফুলের শুভেচ্ছা

ভালোবাসা নিয়ে উক্তি

* ভালোবাসার কোনো অর্থ নেই, কোনো পরিমাপ নেই। –সেন্ট জিরোমি > ভালোবাসার ক্ষেত্রে সেই জ্ঞানী যে ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে কম ।— জর্জ ডেভিডসন

* খ্যাতিমান লোকের ভালোবাসা অনেক ক্ষেত্রে গোপন থাকে। — বেন জনসন

* ভালোবাসা এমনি একটা প্লাটফর্ম যেখানে সব শ্রেণীর লোকেই দাঁড়াতে পারে। —টমাস মিডলটন

* ভালোবাসা তালাবদ্ধ হৃদয়ের দুয়ার মুহূর্তেই খুলে দেয়। —টমাস মিডলটন * ভালোবাসাকে দৃঢ়পুষ্ট করে বাঁচিয়ে রাখতে হলে চাই পরস্পরের প্রতি সশ্রদ্ধ মনোভাব। যে

ভালোবাসায় শ্রদ্ধা নেই, যে ভালোবাসার পাত্র বা পাত্রী পরস্পরকে সম্মানের চোখে দেখে না, সে

ভালোবাসা ক্ষণস্থায়ী, তারই নাম মোহ। —রাজিয়া মাহবুব

পাপীরে যে ভালোবাসে আমি ভালোবাসি তারে সেইজন প্রেম অবতার। -নবীনচন্দ্র সেন

* যাহাকে ভালোবাস তাহাকে চোখের অন্তরাল করিও না। -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

↑ কথা এবং সততাই চরিত্রের মেরুদণ্ড। – – স্কাইলস * ভালোবাসা জিনিসটা ভোগ করিতে না পেলে তার প্রতি স্নেহটা দিন দিন প্রগাঢ় প্রেমে পরিণত

হয় । —কালিদাস

<> প্রকৃতির ভালোবাসাই একমাত্র ভালোবাসা, যা মানসিক আশা আকাঙ্ক্ষাকে প্রতারিত করে না।

> ভালো লাগা ভালোবাসা নয়। — প্রবোধকুমার সান্যাল

> ভালোবাসা সুখকে হত্যা করে, আর সুখ ভালোবাসাকে হত্যা করে।— জর্জ গ্রানভিলার > ভালোবাসার মূল্য ভালো দিয়েই দিতে হয়। —ম্যানেন্ডার

২> ভালোবাসা দিয়েই একমাত্র ভালোবাসার মূল্য পরিশোধ করা যায়। আলেকজান্ডার ব্রাকলে

হায়রে প্রেম

–আলানূর হোসাঈন

হায়রে জীবন প্রেমময় পুষ্পে
কী অনল জ্বালালে তুমি।
দুখেরও সাগরে ভাসালে ভেলা
পাপময় পরকীয়া চুমি।
কী বা কামনায় বন্ধন টুঁটে
বিশ্বাসে ঘাতকের পরিচয়।
আহা! দুটি মন কালেমায় বাঁধা
এতোকাল ছিলো অভিনয়।
হায়! যদি নাই পেলে পূর্ণ প্রেম
তবে কেন চাওনি প্রভুর কাছে।
ক্ষমা করো রব যত পাপ তাপ
তুমি ছাড়া কে বা বলো আছে।

সময় মত “ভালোবাসি” কথাটা বলতে পারা এবং প্রিয় মানুষগুলোকে কিছুটা একান্ত সময় দেয়া কতটা জরুরী সেটা শুধু তারা’ই বোঝে যারা একান্তে ভালোবাসা পায় না, বা অধিকার থেকে বঞ্চিত।
কাছে-দূরে হোক সে” যে কোনো সম্পর্কের মানুষ।
জীবনে নিজের পরিবার পরিজন এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না।
তাদের কে তাদের অধিকার ও প্রাপ্য সময়টুকু দেয়া উচিত।
♥____________________
তমা ইয়াসমিন