You are currently viewing দেশপ্রেম রচনা , দেশপ্রেম কি? দেশপ্রেম নিয়ে উক্তি
দেশপ্রেম রচনা

দেশপ্রেম রচনা , দেশপ্রেম কি? দেশপ্রেম নিয়ে উক্তি

দেশপ্রেম কাকে বলে তা নেপালিদের কাছ থেকে শেখা উচিত। বিএসএফ কতৃর্ক মাত্র একজন নেপালিকে হত্যার দায়ে আজ পুরো নেপালজুড়ে ভারতবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছে। অবাক করার বিষয় তারা প্লেকার্ডে লিখছে,”আমরা বাংলাদেশী নই, যে ভারতের পা চাটা গোলাম হব”। কিন্তু পৃথিবীতে একমাত্র হিন্দুরাষ্ট্র নেপাল। সে হিন্দুরা ভারতবিরোধী আন্দোলন করছে। দেশপ্রেম রচনা সহ দেশপ্রেম নিয়ে উক্তি গুলো আপনাদের ভালো লাগবে।

দেশপ্রেম রচনা

সত্যিই বিষয়টা অনেক লজ্জার। প্রতিবছর শত শত বাংলাদেশীকে সীমান্তে হত্যা করে। তার উপর তাদের চোরাকারবারী আর গরু ব্যবসায়ী ভূষিত করে।
পুরো নেপালে ভারতের একটা টিভি চ্যানালও চলে না। আর বাংলাদেশে আদালত রায় দেয় ভারতীয় চ্যানেল বৈধ।
নেপালে ভারতীয় পণ্যবাহী ট্রাক ঢুকা নিষিদ্ধ আর আমরা মাত্র চল্লিশ টাকার বিনিময়ে ট্রানজিট দিচ্ছি।
নেপালিদের কোন নৌবন্দর নেই, তার পরেও তারা ভারতীয়দের নৌরুট ব্যবহার করে না। আর আমরা চট্টগ্রাম নৌবন্দর দাদাদের ফ্রি করে দিয়েছি।
নেপালিরা ভারতের সাথে সকল সামরিক চুক্তি বাতিল করে দিয়েছে, আর আমরা ভারতীয়দের সাথে সামরিক চুক্তি করে সেনাবাহিনীকে ঘাস কাটা বাহিনীতে পরিণত করছি।
নেপালিরা খারাপ কিছু বলেনি।আসলে আমরাই তো মেরুদন্ডহীন।একারনে সীমান্তে এত হত্যার পরেও আমরা দাদাদের কদমমুচি করছি।
#সালমান ফারসী দেশপ্রেম রচনা

তোমাদের নেতাদের জন্য,
দলের জন্য,
বড়ো বড়ো ভাইদের জন্য,
ক্ষমতার মোহে পড়ে,
ইতিহাসের নিকৃষ্টতম হত্যাযঙ্গ ঘটিয়েছো
আজ কোথায় গেল তোমাদের ক্ষমতা,
দল তোমাদের ছুড়ে ফেলে দিলো,
বিশ্ববিদ্যালয় তোমাদের বহিষ্কার করে দিলো,
কোন বড় ভাইয়েরা এখন আর তোমাদের চিনেনা,
জেনে রাখো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে তোমরা,
কেউ তোমাদের জন্য কাঁদছে না, কাঁদবেও না,
তোমরা তো শুধু ব্যাবহারের পাত্র,,,
নিজেদের সার্থে তোমাদের হাতে তুলে দিয়েছে
অস্ত্র, তুলে দিয়েছে মাদক, তুলে দিয়েছে এহকাল পরকালে ধংস্ব হওয়ার পয়গম,,,
কিন্তু একজন আবরার ফাহাদ
শিখিয়ে দিলো দেশপ্রেম কাকে বলে,,
এই নৃশংস ঘটনা থেকে তোমাদের শিক্ষা নেওয়া উচিত,,,
আদর্শ আর সততা কখনো বিক্রি হয়না,,,
একজন আবরার ফাহাদ এর জন্য কাঁদছে
কোটি কোটি দেশ প্রেমিক তাওহীদি জনতা,
কারণ তার বুকে ছিলো আল্লাহভীতি ও দেশপ্রেম,

দেশপ্রেম কাকে বলে তোমাকে না দেখলে বুঝতে পারতাম না।
ক্ষমতার চূড়ান্ত শিখরে থেকেও শততা কাকে বলে তোমাকে না দেখলে বুঝতে পারতাম না।
একটু ইচ্ছে করলি দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো যায় তোমাকে না দেখলে বুঝতে পারতাম না।
তাইতো শত অবহেলার পরেও তোমার দলে আছি তোমারি দলে থাকবো ইনশাআল্লাহ।

দেশপ্রেম রচনা
দেশপ্রেম রচনা

দেশপ্রেম কাকে বলে

:::: দেশ প্রেম সম্পর্কে কিছু কথা ::::::::
::: দেশ প্রেম বা স্বদেশ প্রেম কি ?
:::দেশ প্রেম বা স্বদেশ প্রেম বলতে আমরা কি বুঝবো ?
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
এই বিষয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে দু -চারটি কথা তুলে
ধরলাম।
@@ প্রথমতো বলতে চাই, দেশ প্রেম বা স্বদেশ প্রেম
ঈমানের অঙ্গ।
যারা দেশকে ভালোবাসেনা তাদের সে দেশে বাস করার অধিকার নাই।
@@ দেশ প্রেম কি ?
——————————–
দেশের জাতীয় পতাকা মাথায় বেঁধে দেশকে ভালোবাসি বলে চিল্লানোকেই বর্তমানের অনেক বুদ্ধিজীবীরা দেশ প্রেম বলে থাকেন।
অথচ এভাবে অনেকেই দেশ প্রেম দেখাতে গিয়ে জাতীয় পতাকা মাথায় বেঁধে কুকুরের মতো দাঁড়িয়ে প্রসাব করে পতাকা বা দেশের অসম্মান করতেছে।
কেউবা আবার পতাকা মাথায় বেঁধে, শরীরে জড়িয়ে বন্ধুদের নিয়ে গান্জা ও মদের মতো নিকৃষ্ট নেশার আড্ডা জমাচ্ছে।
ধ্বংস করে দিচ্ছে তরুণ ও যুব সমাজ কে নেশার যাঁতাকলে পিষ্ট করে।
কোনো কোনো তরুণ আবার জাতীয় পতাকা বাঁধ লাঠি দিয়ে নির্দোষ ও দুর্বলদের পেটাচ্ছে।
কেউবা আবার জাতীয় পতাকা মাথায় বেধে বেগানা তরুণীর গলা জড়িয়ে রিকশায় হাওয়া খেয়ে বেড়াচ্ছে।
কেউবা আবার পতাকা শরীরে পেচিয়ে নারী পুরুষ দল বেধে পথে ঘাটে ব্যাঙের মত লাফায়ে পবিত্র পতাকার চরম অবমাননা করতেছে।
এমনকি এ দেশের পতাকা মাটিতে বিছায়ে তার উপর অন্য নারী কে শোয়ায়ে জঘন্যতম অপকর্ম করতেছে, যাতে ঐ নারীর পোশাক বা শরীরে দেশের পবিত্র মাটির দাগ লেগে কালার নষ্ট না হয়।
ছি! ছি! ছি! বলতেও ঘৃনা লাগে।
আর আজকাল অনেকের কাছে যারা দেশপ্রেম দেখাতে গিয়ে এসব কাজ করতেছে তারাই দেশের রত্ন বা খাঁটি দেশপ্রেমিক।
যারা ওদের মত কুলাঙ্গারদের আজ দেশ প্রেমিক বলছে তারা কখনোই সুস্থ মস্তিস্কের অধিকারী নয়, অথবা তারাও দু -চার বোতল গিলে এমন মন্তব্য করতেছে।
@@ তাহলে প্রকৃত দেশ প্রেমিক কাকে বলবো ?
———————————————————————-
যে তরুণ মাথায় জাতীয় পতাকা কখনো বাঁধেনি অথচ তার দ্বারা এই সমাজের কোনো ব্যক্তির ক্ষতি হয়না, যে নিজেকে সৎভাবে পরিচালনা করে ও বন্ধুদের সততার পথে চলার পরামর্শ দেয়।
যে অন্যায় ভাবে কাউকে আঘাত করাতো দুরের কথা যার আচরণে অন্য কেউ কষ্ট পর্যন্ত পায়না, পিতা -মাতা শিক্ষক -শিক্ষিকা সহ সকল গুরুজনকে সম্মান. করে, ছোটদের ভালোবাসে, বন্ধুদের সদুপদেশ দেয় পাশাপাশি সৎপথে চলার পথ নির্দেশনা দেয়,
কোনো নারী যার দ্বারা লাঞ্চিত বা ক্ষতিগ্রস্হ হয়না,
যে টেন্ডারবাজি, মাস্তানী, লুট ও ছিনতাই করেনা, নিজ স্বার্থের কারনে বন্ধু বা সহকর্মীদের আঘাত করেনা এক কথায় নিজে কোনো প্রকার অন্যায় করেনা বরং অন্যায়ের প্রতিবাদ করে, নিজের জীবনকে সু -শিক্ষার আলোয় আলোকিত করতে চায় এবং অন্যকেও উৎসাহিত করে, মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়,
এক কথায় যে ব্যক্তির দ্বারা সমাজ ও দেশের কোনো মানুষের ক্ষতি হয়না :——–
আমার দৃষ্টিতে সেই প্রকৃত দেশপ্রেমিক।
::::: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি সুরে সুরে হাজারো মানুষ নিয়ে গাইলেই দেশপ্রেমিক হওয়া যায়না।
::::: কবির ভাষায় বলতে চাই :::
::: দেশ গড়তে চাইলে তোমায়
::: হতে হবে দেশ প্রেমিক,
:::নজরুলের বাংলাদেশের
:: কোরআনের সৈনিক।
————— আল্লাহ হাফেজ ———

আরও পড়তে পারেন–১৬টি বড় ভাই নিয়ে স্ট্যাটাস, শুভ জন্মদিন ভাই স্ট্যাটাস

 

দেশপ্রেম রচনা
দেশপ্রেম রচনা

দেশপ্রেম কি


ইসলামের দৃষ্টিতে দেশপ্রেম রচনা

ইসলাম মানুষের স্বভাবজাত ধর্ম। মা, মাতৃভূমি ও মায়ের ভাষার প্রতি মানুষের সহজাত আকুতিকেও ইসলাম শ্রদ্ধা করে। ‘দেশপ্রেম ইমানের অঙ্গ’- বাক্যটি হাদিসের অন্তর্ভুক্ত কি না, তা নিয়ে বিতর্ক থাকতে পারে; কিন্তু দেশের প্রতি আত্মিক প্রেরণা ও ভালোবাসাকে ইসলাম কখনো অস্বীকার করে না। দেশপ্রেমের ইংরেজি প্রতিশব্দ Patriotism. গ্রিক patria শব্দ থেকে Patriotism শব্দের উৎপত্তি। Patria অর্থ হচ্ছে The land of one’s Fathers (কোনো ব্যক্তির পিতৃপুরুষদের জন্মভূমি)। Mike Wasdin নামক প্রখ্যাত রাজনীতিবিজ্ঞানীর দৃষ্টিতে Patriotism বা দেশপ্রেম হচ্ছে ‘a Feeling of love and devotion to one’s own homeland.’
দেশপ্রেম এবং আত্মমর্যাদাবোধ স্বাধীন-সার্বভৌম যেকোনো দেশের জন্য মহামূল্যবান সম্পদ। দেশের প্রতি যার অন্তরে ভালোবাসা বিদ্যমান, উত্তরোত্তর দেশের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা তার সহজাত বিষয়। দেশীয় সংস্কৃতি লালন, দেশের আর্থসামাজিক উন্নয়নে সচেতন থাকা, দেশ ও গণমানুষের শত্রুদের প্রতি সজাগ দৃষ্টি রাখা, প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা দেশপ্রেমের অনুপম দৃষ্টান্ত।
ইসলামে দেশপ্রেমের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
প্রেম-ভালোবাসার শক্তি অসীম ও পরাক্রম। ভালোবাসা যেভাবে মানুষকে বেঁচে থাকতে সাহস জোগায়, তেমনি ভালোবাসা মানুষকে প্রাণ বিসর্জন দিতে ‘ভয়ংকর’ সাহসী করে তোলে। আবার স্বামী-স্ত্রীর মধ্যে প্রেমহীন সম্পর্ক বিলীন করে দেয় পরিবারের সব শান্তি। পরিবারে পারস্পরিক হৃদ্যতা, স্নেহ-প্রীতি ও ভালোবাসা না থাকলে পৃথিবী একখণ্ড নরকে পরিণত হয়। রাজা-প্রজায় ভালোবাসাবিবর্জিত সম্পর্কে ধ্বংস হয়ে যায় দেশের স্থিতিশীলতা। হুমকির মুখে পড়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব। ঠিক তেমনি দেশপ্রেম না থাকলে ব্যাহত হয় দেশের অগ্রযাত্রা। অচল হয়ে পড়ে দেশের সাফল্য ও সমৃদ্ধির চাকা। আর যেহেতু হজরত আদম (আ.)-কে পৃথিবীতে আল্লাহর ‘খলিফা’ বা ‘প্রতিনিধি’রূপে প্রেরণ, অতঃপর একের পর এক নবী-রাসুলগণের আগমন এবং শতাধিক ঐশীগ্রন্থ অবতরণ করার অন্যতম উদ্দেশ্য ছিল দুনিয়ার বুকে শান্তিশৃঙ্খলা ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। যেমন আল্লাহ তায়ালা বলেন, ‘আমি আমার রাসুলগণকে সুস্পষ্ট নিদর্শনসহ প্রেরণ করেছি এবং তাঁদের সঙ্গে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায়নীতি, যাতে মানুষ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে।’ (সুরা হাদিদ, আয়াত ২৫) তাই সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন, জনগণের সংশোধন, ইসলামী আইন ও দণ্ডের বিধান কার্যকর করার জন্য একটি ভূখণ্ডের অবশ্যই প্রয়োজন রয়েছে। এই ভূখণ্ডের প্রতি ভালোবাসা, তার বিরুদ্ধে পরিচালিত সব ধরনের সামরিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলা প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। ১৯৭১ সালে বর্বর পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করে অগণিত মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রমের বিনিময়ে যে স্বাধীন-সার্বভৌম দেশ আমরা পেয়েছি, তার মূলেও রয়েছে মুক্তিকামী জনতার নিখাদ দেশপ্রেম ও দেশাত্মবোধ। যার কাঙ্ক্ষিত পরিণতিতে বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

আল কোরআনে স্বদেশ চেতনা
আল্লাহ তায়ালা প্রত্যেক নবীকেই একেকটি অঞ্চলে দীনের দাওয়াতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। হজরত মুসা (আ.)-এর জাতি ও দেশ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “স্মরণ করো, যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিল ‘হে আমার সম্প্রদায়! তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, যখন তিনি তোমাদের মধ্য থেকে নবী পাঠিয়েছিলেন এবং তোমাদের রাজত্বের অধিকারী করেছিলেন। আর বিশ্বজগতে কাউকেও যা তিনি প্রদান করেননি, তা তোমাদের দিয়েছেন।” (সুরা মায়িদা, আয়াত ২০)
অনুরূপভাবে নুহ (আ.) সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “আমি তো নুহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের কাছে। সে বলল, ‘হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তবুও কি তোমরা সাবধান হবে না’।” (সুরা মুমিন, আয়াত ২৩)।
অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘আমি প্রত্যেক রাসুলকেই স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি।’ (সুরা ইব্রাহিম, আয়াত ৪) উদ্ধৃত আয়াতগুলোতে ‘কাওমিহি’ বা ‘স্বজাতি’ শব্দটি ব্যবহার দ্বারা দেশ, দেশের মানুষ, দেশের ভাষা ও নিজ সম্প্রদায়ের প্রতি সবিশেষ গুরুত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অন্যায়ভাবে কাউকে নিজ দেশ ও মাতৃভূমি ত্যাগে বাধ্য করা ইসলামের চোখে খুবই গর্হিত অপরাধ। তাই মক্কার কাফির কর্তৃক স্বদেশভূমি মক্কা থেকে রাসুল (সা.)-কে বিতাড়নের চেষ্টাকে কোরআনে ষড়যন্ত্র ও অন্যায় হিসেবে শনাক্ত করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘স্মরণ করো, কাফিররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দি করার জন্য, হত্যা অথবা নির্বাসিত করার জন্য। তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও কৌশল অবলম্বন করেন; আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী।’ (সুরা আনফাল, আয়াত ৩০)
মাতৃভূমির প্রতি রাসুল (সা.)-এর ভালোবাসা| দেশপ্রেম কি
পবিত্র মক্কা শরিফ থেকে বিদায়ের প্রাক্কালে রাসুল (সা.) বলেছিলেন, ‘ভূখণ্ড হিসেবে তুমি কতই না উত্তম, আমার কাছে তুমি কতই না প্রিয়। যদি আমার স্বজাতি আমাকে বের করে না দিত, তবে কিছুতেই আমি অন্যত্র বসবাস করতাম না।’ (তিরমিজি, ৩৯২৬)
অন্য হাদিসে এসেছে, হজরত আবদুল্লাহ বিন আদি বিন হারাম (রা.) বলেন, “আমি রাসুল (সা.)-কে ‘খাজওয়ারা’ নামক স্থানে দাঁড়িয়ে থাকতে দেখেছি। সেখানে তিনি বলেছেন, ‘আল্লাহর শপথ! (হে মক্কা) আল্লাহর জমিনে তুমিই সর্বশ্রেষ্ঠ… যদি তোমার কাছ থেকে আমাকে বের করে দেওয়া না হতো, তবে আমি তোমায় ছেড়ে অন্য কোথাও যেতাম না’।” (তিরমিজি, ৩৯২৫) এ আবেগময় বেদনাকাতর অভিব্যক্তি রাসুল (সা.)-এর দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। অন্য হাদিসে হজরত আনাস (রা.) বলেন, “আমি খায়বর অভিযানে খাদেম হিসেবে রাসুল (সা.)-এর সঙ্গে গেলাম। অভিযান শেষে রাসুল (সা.) যখন ফিরে এলেন, উহুদ পাহাড় তাঁর দৃষ্টিগোচর হলো। তিনি বললেন, ‘এই পাহাড় আমাদের ভালোবাসে, আমরাও একে ভালোবাসি’।” (বুখারি, ২৮৮৯) হিজরত করে মদিনায় গমন করার পর রাসুল (সা.) প্রায়ই মক্কায় ফিরে যেতে ব্যাকুল হয়ে পড়তেন। আল্লাহ তাঁকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘যিনি তোমার জন্য কোরআনকে (জীবন) বিধান বানিয়েছেন, তিনি তোমাকে অবশ্যই তোমার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন।’ (সুরা কাসাস, আয়াত ৮৫) রাসুল (সা.)-এর সাহাবিগণও নিজ দেশকে খুবই ভালোবাসতেন। হিজরতের পর মদিনায় হজরত আবু বকর (রা.) ও হজরত বেলাল (রা.) জ্বরাক্রান্ত হলেন, অসুস্থ অবস্থায় তাঁদের মনে স্বদেশভূমি মক্কার স্মৃতিচিহ্ন জেগে উঠল। তাঁরা জন্মভূমি মক্কার দৃশ্যাবলি স্মরণ করে কবিতা আবৃত্তি করতে লাগলেন। তাঁদের এ অবস্থা দেখে রাসুল (সা.) দোয়া করলেন, ‘হে আল্লাহ! আমরা মক্কাকে যেমন ভালোবাসি, তেমনি তার চেয়েও বেশি ভালোবাসা মদিনার প্রতি আমাদের অন্তরে দান করুন।’ (বুখারি, ৬৩৭২) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে ইস্পাতকঠিন ঐক্য ও অনন্য আত্মত্যাগের বিনিময়ে পাকিস্তানি হানাদারদের কবল থেকে যাঁরা স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন, বুকের তাজা রক্ত ঢেলে যাঁরা আমাদের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিলেন, হৃদয়ের গহিন থেকে তাঁদের জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
লেখক : খতিব, রেলওয়ে জামে মসজিদ,
ঝাউতলা, চট্টগ্রাম।

দেশপ্রেম রচনা
দেশপ্রেম রচনা

দেশপ্রেম নিয়ে উক্তি

ধর্মীয় অঙ্গনে কেউ ‘দেশপ্রেম’ নিয়ে কথা বললে তাঁকে ওলামালীগের সদস্য মনে করা হয়। অথচ, তুরস্ক, তিউনেশিয়া, মালোশিয়া বা সুদানের মতো দেশগুলোর মসজিদে নিয়মিত ‘দেশপ্রেম’ নিয়ে খুতবা দেয়া হয়।
অনেকে বলেন, ‘হুব্বুল ওতান মিনাল ইমান’ বা ‘দেশপ্রেম ইমানের অঙ্গ’ এটা ভুয়া হাদিস। হ্যাঁ, এটা রাসূলের কথা নয়; বরং এটা আরবদের একটা প্রবাদ। কিন্তু দেশপ্রেম নিয়ে রাসূলের অন্য অনেক সহিহ হাদিসও রয়েছে। যেমন, মদিনায় গিয়ে রাসূল (স) বলেছিলেন –
اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْمَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدَّ
“ও আল্লাহ! মক্কার ভালোবাসার মতো, বা তার চেয়েও বেশী মদিনার জন্যে ভালোবাসা দাও।” [বুখারি – ১৮৮৯]
যে দেশে আমরা বাস করি, সে দেশের জন্যে ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা না থাকলে প্রয়োজনে আল্লাহর কাছে দোয়া করতে হবে, “হে, আল্লাহ! বাংলাদেশের জন্যে আমার ভালোবাসা বাড়িয়ে দাও।” কিন্তু কিছুতেই দেশপ্রেমকে অ-ইসলামিক বলা যাবে না।
ইবনে হাজার আসকালানী বুখারীর ব্যাখ্যায় বলেন, যদিও ‘দেশপ্রেম ইমানের অঙ্গ’ হাদিসটি রাসূলের কথা নয়, তবে রাসূলের কাজে এটা দেখা দিয়েছে। ইমাম আস-সাখাওয়ী ও ইমাম আল-আজলুনি বলেছেন, ‘দেশ প্রেম ইমানের অঙ্গ’ এটা যদিও রাসূলের মূখ থেকে প্রকাশ পায়নি, তবে রাসূলের (স) কর্ম থেকে তা প্রকাশ পেয়েছে।

দেশপ্রেম

সময় ২০০৯ সাল। টিপাইমুখে বরাক নদীর ওপর বাঁধ করার তোড়জোড় শুরু করে ভারত। সেসময় জামায়াত এর তীব্র প্রতিবাদ করে। জামায়াত দাবী করে এর মাধ্যমে নাব্যতা হারাবে সুরমা ও কুশিয়ারা। শুকনো মৌসুমে পানি পাবে না। বর্ষা মৌসুমে পানির ভার নিতে পারবে না।
জামায়াত নেতারা সারাদেশে এই বাঁধের বিরুদ্ধে গণজোয়ার তুলেছিলেন। সেসময় পানিসম্পদ মন্ত্রী ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সন্ত্রাসবাদী গোপন সংগঠন নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রাজ্জাক। সে বলেছিল, আগে বাঁধ হোক তারপর দেখা যাবে, কী ক্ষতি হয় বা না হয়! এই নিয়ে এখনই উত্তেজিত হওয়ার কিছু নেই।
সেদিন যে ভবিষ্যতবাণী করেছিলেন শহীদ নিজামী রহ., আজ তার বাস্তবতা দেখেছে সিলেট ও দেশবাসী।

দেশপ্রেম রচনা , দেশপ্রেম রচনা , দেশপ্রেম কি