ডিম আগে না মুরগি আগে নিয়ে বিতর্ক আছেই। ডিমের বাজার গরম তার মাঝে ঘোড়ার ডিম মার্কা বিতর্ক সমাধান সহ ডিম নিয়ে কবিতা। আল্লাহ সকল প্রাণি আর মানুষকে সৃষ্টি করেছে তিনিতো আর একটা ডিম পৃথিবীতে দিবেন না প্রথমে একটি মোরগ ও মুরগী পাঠাইছেন তারপর বংশ পরম্পরায় কোটি কোটি সৃষ্টি হয়েছে
ডিমের বাজার
ডিম আগে না মুরগি আগে
মুরগী আগে, রিসেন্টলি বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছেন যে ডিমের যে শক্ত আবরণ সেটা তৈরির জন্য যে প্রোটিন টা লাগে সেটা মুরগী ছাড়া সম্ভব নয়, সো মুরগী আগে, এখন টাকা টা দেন…
আল্লাহ তালায় প্রতি জীবকে জোড়া জোড়া পাঠিয়েছেন তাই মুরগী আগে ।
Dim age .. Karon okhana likhai ace j dim age
কোনো টাই না কারন ডিম ছাড়া মুরগি হয় না আবার মুরগী ছাড়া ডিম হয় না
ডিম খান তিন টাকায়
আব্দুর রশিদ
সস্তা পেয়ে বস্তা ভরে
আন্ডা নাকী ডিম?
হয়তো ইহা ছোট্টবেলার
হাট্টিমা টিম টিম।
.
ডিম আগে না মুর্গি আগে
জানেনা তো কেউ,
ডিমের পানি খেলে গেলো
কাল ঢাকাতে ঢেউ।
.
তিনের দরে লক্ষ মানুষ
ভিড়লো ডিমের ধারে,
ফিরলো নিয়ে ডিমের খোসা
কুসুম পাইলো না-রে।
.
চাউল নিয়ে বাজার বসুক
বিশ টাকাতে দর,
বাঁচুক খেয়ে দেশের মানুষ
শিশু-নারী-নর।
পৃথিবীতে কোনটা আসে
ডিম আগে না মুরগি
পারলে জবাব আজ খাওয়াবো
রুটির সাথে গুড় ঘি ৷
কী বললি ভাই! পারিস না তুই
এতো দিন কী করলি
লেখা পড়ার নামে যে তুই
কালের গর্তে মরলি ৷
ডিম আগে মুরগি আগে করতে করতে জিবন শেষ হয়ে যাবে তাও কেউ জানতে পারবে না যে ডিম আগে না মুরগি আগে
মোরগ আগে ডিমের বাজার
মোরগ না থাকলে…মুরগি আইবো কই থেকে বা ডিম আইবো কই থেকে
আরও পড়ুন–কষ্টের স্ট্যাটাস, ফেসবুক স্ট্যাটাস,
মুরগি না ডিম
—সোহেল রানা
কে আগে ভাই? মুরগি না ডিম
বলতে পারেন তা কি
মুরগি থেকে ডিম হয় আবার
ডিমেই মুরগি নাকি!
একটু ভেবে দেখলে মাথা
যায় না তো ঠিক রাখা
ডিম আগে না মুরগি আগে
বললে দিবেন টাকা?
জানলে বলুন টাকা ছাড়াই
ইচ্ছে হলে দাদা
বিশ্বে এটাই সবচে’ বেশি
কঠিনতম ধাঁধা।
বলছি শুনুন মন দিয়ে আজ
জবাব আছে জানা-
ডিমের আগেই মুরগি এসে
পেড়েছে ডিমখানা।
আমেরিকা, রাশিয়া এমনকি ভারতও অনেক আগে থেকেই মঙ্গলগ্রহের রহস্য-সমাধানে কাজ করছে।
আর আমরা? ডিমের বাজার
‘ডিম আগে না মুরগি আগে’ এবং ‘গরুর খাঁটি দুধ, না কি খাঁটি গরুর দুধ’ এসব প্রশ্নের সমাধান খুঁজছি!
ডিম আগে না মুরগি আগে?
গুড্ডুবুড়ার উত্তর: মুরগি আগে। ডিম আগে হলে ডিমে তা দিল কে?
ডিম
মুজাহিদুল ইসলাম স্বাধীন
–
ডিম চেনে না- এমন মানুষ পাবেন না একদম,
কিন্তু ডিমের গুণকে জানে এমন মানুষ কম!
থাকেন যদি আপনিও সেই না-জানাদের দলে,
জেনে নিতে পারেন সেটা এই কবিতার ছলে!
*
নিয়মিত ডিম যারা খায় তাদের চোখে ছানি-
দেখা গেছে, পড়েই না প্রায়; আমরা ক’জন জানি?
রাখতে পারেন লিখে না-হয় হয়তো যাবেন ভুলে!
ডিম যদি খান প্রত্যেক দিন পুষ্টি পাবেন চুলে।
*
যেই মেয়েরা সপ্তাহপ্রতি ছয়টা ডিমও খায়,
স্তন-ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কমে যায়।
নয় বানানো কথা আমার বিজ্ঞান এটা বলে,
মস্তিষ্কের শক্তি কমে ডিম না-খাওয়ার ফলে।
*
ডিমটা ভীষণ উপকারী বাড়াতে উদ্যম,
ডিম যারা খায় করতে পারে প্রচুর পরিশ্রম।
ওজনটা কম এবং সেটা বাড়িয়ে নিতে চান?
আজকে থেকেই বেশি বেশি তাহলে ডিম খান।
*
হৃদরোগ হওয়ার সম্ভাবনা ডিম কমিয়ে দেয়,
কম খাদ্যের মাঝেই আছে পুষ্টি, ডিমের ন্যায়।
রোগপ্রতিরোধ ক্ষমতাটাও ডিমের ফলে বাড়ে,
ডিম খাওয়া তাই শুরু করুন রোজ একটা হারে!
ডিমের বাজার
ডিম আগে না মুরগি আগে ?
ঢাকার রাস্তাঘাট সবসময়ই প্রাণবন্ত। শায়েস্তা খানের আমল থেকে । দু’পা এগোতে না এগোতেই কেউ বলবে বাতের মলম, বাতের মলম , মুড়ি ভাজা, মুড়ি ভাজা।
হকার্স মার্কেটে হয় কেউ আপনাকে কিছু গছিয়ে দেবে অথবা আপনার অজান্তে আপনার কোন কিছু তার হয়ে যাবে। এই মুড়ি মুড়কির সাথে নতুন পণ্য এসেছে বাজারে “প্রশ্নপত্র “।
ফেইসবুকের ইনবক্সে , টেলিফোনে, হোয়াটসঅ্যাপে ডিজিটালভাবে সবার দ্বারে দ্বারে পৌঁছুচ্ছে । বাঙালি যে কত সৃজনশীল এতেই প্রমাণ পাওয়া যায়। স্যালুট ।
আমেরিকান বা ইউরোপিয়ানদের মাথায় এগুলো আসবে না। ডিমের বাজার
কারণ : ওদের দেশে শিক্ষাব্যবস্থা অন্য রকম। ওখানে শিক্ষামন্ত্রী শিক্ষকদের দোষ দেন না বা শিক্ষকরাও উল্টোটি করেন না । তাই সেই প্রশ্নের কোনদিনই উত্তর পাব না আমরা : ডিম আগে না মুরগি আগে ?
আসলে ভাত আমরা সামনে দিয়ে না খেয়ে মাথার পেছন দিয়ে ঘুরিয়ে এনে খেতে খুব পছন্দ করি, তাই ইন্টারনেটও ঘুরে আসতে আসতে বোধহয় স্লো হয়ে যাচ্ছে।
সরকারকে দোষ দিয়ে কি লাভ ? কারণ খুঁজুন আপনার পরিবারের কাছে , নিজের কাছে ।
আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম , প্রশ্নফাঁস বলে কোন শব্দ বাংলা অভিধানে ছিল না । এখন ক্যাপিটাল লেটারে বোল্ড করে লিখা হয়। নতুন প্রজন্ম কি আস্তে আস্তে নির্বোধ হয়ে যাবে ?
পাঠক , পড়ে মনটি খারাপ হয়ে গেল তাই না ? এবার একটি জোক বলছি।
সাংসদ সদস্য গাড়ি এক্সিডেন্ট করেছেন I মর মর অবস্থা I পার্লামেন্ট থেকে কার্ড এলো : আমরা পার্লামেন্ট এর সদস্যরা (চারশো জন) আপনার সুস্বাস্থ্য কামনা করছি I
দুশো জন পক্ষে , একশো জন বিপক্ষে আর বাকি একশো জন হাত তুলেনি I
( যারা হাত তুলেনি তারাও চায় না সুস্থ হয়ে ফিরে আসুক ) I
তারিক হক
সিদ্ধ ডিম খোসা সহ ফ্রিজে রাখলে সাতদিন পর্যন্ত রাখা যায়। তারপরে ডিম নষ্ট হয়ে যায়। ছুলে খোসা ছাড়া সিদ্ধ ডিম তিনদিন ফ্রিজে সংরক্ষণ করা যায়। হাসিনা কয়দিন ডিম ফ্রিজে সংরক্ষণ করিছিলো? উই যে রঙ হেডেড হছে তা কি পচা ডিম খ্যায়েই?