You are currently viewing ছাদে টিকটক ভিডিও করতে গিয়ে ঠাডা পড়ে এক তরুণী আহত
টিকটক ভিডিও

ছাদে টিকটক ভিডিও করতে গিয়ে ঠাডা পড়ে এক তরুণী আহত

tick tock  সমাজের তরুণ ও যুবসমাজকে দিন দিন মানষিক প্রতিবন্ধী বানিয়ে ছাড়ছে। এসব তরুণ তরুণী নিজেকে ভাইরাল করতে যেসব কাজ করছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তেমনি  বৃষ্টির সময় ছাদে টিকটক ভিডিও করতে গিয়ে ঠাডা পড়ে এক তরুণী আহত হয়। এই ঘটনা নিয়ে সাধারণ মানুষ কী বলে দেখুন–

Billal Khan

মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে রহস্য করলে এমনই শাস্তি তিনি দেবে, মহান রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে হেদায়েত দান করুক আমিন,

Habibur Rahman Liton

যারা নিয়মিত টিকটক করো এটা তাদের জন্য একটা শিক্ষা হতে পারে

Life Of Abroad  ·

এই ঘটনায় আমাদেরকে শিক্ষা দেয়, প্রকৃতি সাথে খেলতে নেই। আর মরণের জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে কখন যে কার মরণ কিভাবে আসবে কেউ জানে না

উজান টিভি

তার কপালটা ভালো যে মারা পড়েনাই।

এটাই তার এবং বাকিদের জন্য শিক্ষা।

সারা বিশ্বে বজ্রপাতের হার বাড়তেছে। বৃষ্টির সময় আমাদের সাবধানে থাকা উচিত।

সৈয়দ নাজমুল হুদা – Syed Nazmul Huda

রাসূল সাঃ বলেছেন বৃষ্টি যখন হবে তখন বৃষ্টি মধ্যে দোয়া করতে সে দোয়া আল্লাহ কবূল করেন! আর তারা সেটা না করে বেহায়াপনা মেতে উঠে! আল্লাহ গজব তার উপর পড়লো! এর থেকে শিক্ষা নেয়া উচিত! যারা এসব বেহায়াপনায় মেতে উঠে তাদের আল্লাহ বুঝ দিক আমিন

 

Samrat মাহমুদ

আল্লাহ তাকে সুস্থতা দান করুন এবং হেদায়েতের পথে ফিরে আসার সুযোগ দান করুন আমিন

মোঃ মাহাবুর রহমান

আল্লাহর গজব শুধু দ্বীনদার আর পরহেজগার লোকদের উপরে হয় এটাই তার প্রমাণ

Shafikul Islam

অল্পের জন্য নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে গেল, যদি মৃত্যু হতো কোন অবস্থায় মৃত্যু হতো??? অবশ্যই নাচ-গান করা অবস্থায়। আর সে মৃত্যুটা হয়তো খুবই ভয়াবহ, দোয়া করি আল্লাহ হেদায়েত দিয়ে ঈমানওয়ালা বানিয়ে দেন।

Md Abdullah Sikder

ইন্নালিল্লাহ।

আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়েত করুন

হেফাজত করুন।

এ ধরনের গজবের কার্যকলাপ থেকে আমাদের যুব সমাজ তথাপি ১৪ থেকে ১৮ বয়সের ছেলে মেয়েদের হেফাজত করুন। আমীন

 

MD Salman Hussain

মন্দ নয় প্রতিবন্ধীদের জন্য এমনটা হওয়াটা জরুরি।

এম ডি রফিক

খুব একটা বজ্রপাত সরাসরি দেখার সুযোগ হই নি আল্লাহ এ টিকটকার দিয়ে দেখতে সক্ষম হলাম। আলহামদুলিল্লাহ

MD Mamun

তার বর্তমান অনুভূতিতা যদি আমাকে এবং টিকটক বাসিকে জানাতো???

Akram Khan

আল্লাহ প্রত্যেক tiktok আসক্ত নারীদেরকে হেফাজত করুক সঠিক জ্ঞান দান করুক। অন্তত এই ভিডিওটা দেখে।

Md Mashudul Islam

টিকটক করতে গিয়ে টুকটাক আহত হলে কোন ব্যাপার না, অন্তত কিছুটা হলেও শিক্ষা হবে।

B M. Masum Billah

বৃষ্টির ভিতর ছাদের উপরে টিকটক করতে গেছে, ওখানে তো আহত হওয়ার কোন কথা না, বরং ওখানে আল্লাহর গজব পড়ে ইন্নালিল্লাহ হয়ে যাবে, সেটি তো হওয়ার কথা ছিল।

MD Tamim Hossain

আল্লাহ যা করে ভালোর জন্য করে মানুষ যখন সীমালংঘন করে ফেলে তখন আল্লাহপাক তার প্রতি আজাব এবং গজব দেন

MD Iqbal Feni 12  ·

এগুলো আল্লাহর গজব,, তবু কেন আমরা বুঝিনা,,হে আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের সবাইকে হেদায়েত দান করুন

আরও পড়তে পারেন–৬৪ জেলার ট্যুরিস্ট স্পট । tourist spot in bangladesh

Md Abdul Malek Khan

নিশ্চয়ই কারো বদদোয়া কামিয়েছে, যার ফলাফল দুনিয়ায় পেয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক।

Hafeez Md Mehedi

বজ্রপাতের সময় আল্লাহর নিকট আশ্রয়ের দোয়া করা উচিত।

অথচ তা না করে বাহিরে গিয়ে চরম অবাধ্যতায় লিপ্ত হলে তো এর থেকে বেশি কিছুও হতে পারতো।

তবুও যদি বোধ হয়।

Sumaiya’s Cook & Vlog

আসলে কি বলা উচিৎ, বুঝতেছি না, মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে, এবার যদি শিক্ষা হয়, আল্লাহ যেন হেদায়েত দান করে

كامرول حسن طارق

আশাকরি এর পর থেকে বাকিদের বিবেক, চেতনা এই প্রতিবন্ধী কার্যক্রম থেকে সরে আসতে সাহায্য করবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।

শেখ মোঃ আল মারুফ

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সেও জানতো না তার মরণ দাড়িয়ে তারই সামনে,নেচে গেয়ে মৃত্যু, আহ জীবন! এখন মহান আল্লাহ তায়া’লার কাছে কি জবাব দিবে? মহান আল্লাহ ক্ষমা করুন, আর অনাগত অবাধ্যদের হেদায়েত দান করুন, আমিন

আব্দুল হাই মুহাম্মদ আমানুল্লাহ

ভাগ্যিস নিহত হওয়ার হাত থেকে বেচে গেলো, এ ঘটনা থেকে যদি টিকটকারদের শিক্ষা হয়।

Tawhidul Islam

ঠাডা পরে আহত হয়ে লাভ কি সুস্থ হলে ঠিক দেখবেন আবার টিকটক করা শুরু করে দিয়েছে

 

Nerob Nayeem

যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই তার জন্য হা হা রিয়েক্ট বরাদ্দ করা হলো

Mashkatuɭ Isɭam

প্রকৃতি কতোটা ভয়ংকর বুঝা গেলো ?

প্রকৃতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নাচতে গিয়ে

নিজেকেই নাচিয়ে দিয়েছে।

Abdullah Al Mamun

যদিও মানুষের করুণ অবস্থাতে উপহাস করা ঠিক নয়-

তবে একটি বিষয় না বল্লেই নয়

এদের মতো প্রতিবন্ধীদের জন্য আমাদের সমানে অশ্লীলতা ছড়াচ্ছে

শেখ টাইলস্ এন্ড স্যানেটারী

আমি যখন ছোট ছিলাম কখনো বজ্রাঘাতে বর্তমানে যত মানুষ মরছে এত মানুষ মরতে শুনি নাই তবে কেউ কেউ বলছে পাকিস্তানের আমলে আমাদের দেশে যে সমস্ত পিলারগুলো ছিল ঐ পিলারগুলো নাকি দুশচক্রকারীরা উঠিয়ে বিদেশে পাচার করে দিয়েছে তাই নাকি বর্তমানে বজ্রঘাতে মানুষ মরছে এটা কতটুকু সত্য আমি জানি না কারো যদি সত্যিটা জানা থাকে বলবেন প্লিজ।

গৃহ ত্যাগী জ্যোৎস্না

টিকটকারের ওপর ঠিকঠাক মতো পড়েনাই। তবুও যদি বোধগম্য হয়।

আরও পড়ুন–বিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষের কেন এতো মাতামাতি

ইব্রাহিম শেখ

কি বলেন বজ্রপাতের কাছে টিক টক হেরে গেল?

আশা করি আমাদের এই বোন সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে নিত্য নতুন টিকটক উপহার দিবে,,,

মুশফিকুর রহমান

উপযুক্ত শাস্তি পেয়েছে যদি এইবার শিক্ষা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ

Nazmul Limon

এদের কারণে অনলাইনে আসলে না চাওয়া সত্বেও কিছু ভাল মানুষের ঈমাণ নষ্ট হয়

Arif Hasan

এই টিক টক যুব সমাজকে ধংশ করেছে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক আমিন

Tapos Roy

আরো করো টিকটক ,আর এর পরের ভিডিও করার আগে বজ্রপাত কে বইলো যে যখন স্লো-মোশন হবে তখন আসতে , তাইলে ভিডিও জোস হবে আর খুব তাড়াতাড়ি ভাইরাল হইতে পারবা

Rabbi Hossain  ·

টিকটক করতে করতে আমরা কেবল অমানুষ হয়ে গেছি। আগে ঝড় তুফান এলে মানুষ ঘরে বসে দোয়া দুরুদ পড়তো। এখন মানুষ টিকটক করে। হায়রে!

MD Nurunnabi Hasib

বজ্রপাতে সময় যে tiktok ভিডিও টা করছে, সেটা দেখতাম আমরা অপেক্ষা করতেছি.

Shafiul Alam

হেড লাইনটা এমন হওয়া উচিৎ ছিলো গজবে গিয়ে আজাব নাজিল হইছে

Piya Rahman  ·

ইন্না-লিল্লাহ। কিন্তু মানুষের যা কমেন্টস দেখে হাসবো না কানবো?

 

Ajminur Oarish

এমনটা একজন টিকটকার এর সাথে না হয়ে সাধারণ কোন মানুষের সাথেও হতে পারতো, তাই আমরা হাহা রিএক্ট না দিয়ে মেয়েটার জন্য সুস্থতা কামনা করে দুয়া করি।

Faruk Khan

আল্লাহ চাইলে কিনা করতে পারে এইটা একমাত্র উদাহরণ কারণ আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না

Ayat Homeo Farmecy

এবার বেশি করে টিকটক করেন। টিকটকার হচ্ছে জাতির জন্যে প্লাসিবো এফেক্ট

Rez Wan  ·

যদিও ব্যপার টা নিয়ে মজা করার মতো কিছু না।। তবুও তার উচিত হয়নি বৃষ্টিতে গিয়ে টিকটক করা

ওমর ফারুক

আমিও কয়েক দিন আগে বৃষ্টি দেখতে ছাদে গিয়েছিলাম। আল্লাহ আমাদের রক্ষা করুন।

Saju Islam

আমি তার সুস্থা কামনা করছি

সুস্থ হয়ে যেন সেই আগের মতো করে tiktok এ ফিরে যেতে পারে

MD Niamotullah

টিকটকারের উপর ঠাডা পড়ছে নিয়োজ যদি এমন হতো তবে ভালো হতো।

 

Md Jahidul Islam

ছাদে টিকটক করতে গিয়ে প্রতিবন্ধী তরুণী আ হ ত

Mahmudul Hoque Jalis – মাহমুদুল হক জালীস

এই ঘটনা থেকেও টিকটকারদের জন্য শিক্ষা রয়েছে। যদি তারা শিক্ষা গ্রহণ করে। শুভবুদ্ধি উদয় হোক টিকটকারদের। এটা অবশ্যই আল্লাহর সতর্কতা।

Md Nirob Bhuiyan  ·

যদি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে সে যদি আল্লাহর উপর শুকরিয়া আদায় না করে এবং ভালো না হয় আল্লাহর পথে ফিরে না আসে তার মত হতভাগ্য এই জমিনে কেউ থাকবে না ।

Parvin Khanm

একটুও দুঃখ হলো না, এ থেকে যদি শিক্ষা হয় তাদের আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।

Sheikh Kalam Azad

ভাল মানুষ হোচট খেলেই মারা যায়। আর টিকটিকারদের গজবেও কিছু করতে পারে না!

Fokhrul Bp

আল্লাহ তুমি এমন মৃত্যু থেকে সবাইকে রক্ষা করো যে মৃত্যুতে সবাই উপহাস করে বলবে যে ঠাডা পড়ে মারা গেছে!!

Md Islam

আমি বলব যে একদম সঠিক কাজটাই আল্লাহতাআলা সঠিক সময়ে করেছে নাহয় এরকম একটি দিনে টিকটক করতে বাড়ির চাদে যায় কারা যারা পাগল তারাই

Raj Rajib

আলহামদুলিল্লাহ।

এখন সুস্থ হয়ে পূর্বের সকল বাজে কাজ পরিহার করে, মন থেকে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসলেই হয়।

আর যদি ভালো না হয়,তাহলে এর পরেরবার ঠাডা ওর মাথায় পড়বে।

 

BM Helal

প্রচুর ভাইরাল হয়েছে এখন। সুস্থ হয়ে টিকটকার বজ্রপাতকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত। বজ্রপাতের জন্যই আজকে ভাইরাল হয়েছে

Azad Akash

এতদিন নাচানাচি করে যা পারে নাই আজকে এক ঠাডা তেই ভাইরাল হইয়া গেছে,,, যদিও আহত হইছে তাও তাদের চাওয়া তো ভাইরাল হওয়া, ভিই বাড়ানো,

Saz Hossain

টিকটক করে জীবন সার্থক। ভাইরাল হয়েছে এটাই তার জীবনের সফলতা।

 

Enamul Haque

কবরের শাস্তি কিছুটা দুনিয়ায় পেয়ে গেল,এবার যদি শিক্ষা হয় আর জীবনে টিকটক করবে না।

Tauhidul Islam  ·

সাহসী টিকটকার সেলিব্রিটি। সুস্থ হয়ে আবারো টিকটকে নেমে পড়ো হে বোন!! সর্বাঙ্গে সফলতা কামনা করছি।

MD Saddam Vyapari

টিকটক করা একটি মানসিক রোগ. আর এটা মানসিক রোগীরাই করে.ওরে জিজ্ঞেস করেন আর করবোনি জীবনে টিকটক

Ariful Islam Rubel

একেই বলে মেঘ না চাইতেই বৃষ্টি, সারা জীবনে যে ভিউ না হইছে, এই এক ভিডিওতেই তার কয়েক গুন ভিও পাবে মেয়েটি। পরবর্তীতে একটা আপডেট দিয়েন সেকি আর কোন দিন কানে শুনতে পাবে কি!

Nazim Binyounus

এদের জন্য দুঃখ প্রকাশ করার রুচি নেই তবে টিকটক করতে ক্যামেরা চালু করে রেখেছে বিধায় বজ্রপাতের লাইভ দেখতে পেয়েছি তা একটি নতুন অভিজ্ঞতা হয়েছে,, তাই ধন্যবাদ ক্যামেরা ওয়ালী কে

Farhan Ahmed Alamin

টিকটকে মানুষ কি মজা পাইলো বুঝলাম না। আমি এখন পর্যন্ত মজা বলতে কিছুই বুঝি না।

Harun Rashid

এটি আল্লাহর পক্ষ হতে সতর্কতা বাণী যদি এরপরে আবার এসব নোংরামি করে তাহলে এইবার বজ্রপাত সোজা শরীরে আঘাত হানবে এখন তো আশেপাশে পড়ছে বজ্রপাতে আওয়াজে এই মেয়েটার সমস্যা হইছে আগামীতে এর চেয়েও ভয়ঙ্কর কিছু হবে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন।

মোবাইল ডাটা এর জন্য বজ্রপাত হইছে এরজন্য মোবাইল,, টিবি, কারেন্ট বা নেটওয়ার্ক জাতীয় কিছু বন্ধ করে রাখা

Kaka Rashel

কিছু কিছু দুর্ঘটনা আছে যা শুনলে বা দেখলে মানুষ কস্ট পাওয়ার চেয়ে হাসে বেশী।

আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক।

টিকটক ভিডিও

ঊষা ঊষা

অনেক ভালো হইছে, বজ্রপাতের ভয়ে আমি বাড়িতে থাকতে পারি না আললাহকে ডাকতে ডাকতে গলা শুকিয়ে যাওয়ার অবস্থা আর সে গেছে টিকটক করতে, আললাহ ছাড় দেয় ছেড়ে দেন না

রাইম হাসান

চলেন সবাই আম কাঠাল নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে এই বিশেষ রুগী দেখতে যাই

Rabiul Hasan

আল্লাহ এবারের মত হালকা বাতাশ দিয়ে গেল। ফের যদি টিকটক করে তা হলে উড়িয়ে নিয়ে যাবে।।

Md Kamal

সকল tiktok পরিবারের পক্ষ থেকে সমবেদনা আমরা যারা টিক টক পরিবার আছি সবার আত্মায় মাগফিরাত কামনা করছি

Somoy PV

বিষয়টা দুঃখজনক , তবে এই থেকে অবশ্যই সবার শিক্ষা নেওয়া জরুরী । বজ্রপাতের সময় সবাই যেন সেইফ জায়গায় থাকে সেই দিকগুলো অবশ্যই সবার মেনে চলতে হবে ।

বীর মুক্তিযোদ্ধার সন্তান

“এদের অশ্লীল কামকান্ড এবং বাচন ভঙ্গির জন্য সাধারণ মানুষের জীবন যাত্রা ক্ষতি গ্রস্ত হচ্ছে ”

টিকটক কতৃপক্ষের কাছে আকুল আবেদন যে কোনো মূল্যে এই অ্যাপ অপসারণ করা হোক ,

Sheikh Munira Jannat

বৃষ্টি আল্লাহর নিয়ামত,,আর অউ নিয়ামত অর সময় দোয়া কবুল অয়,,অউ বৃষ্টির সময় তেরামি করলে ফল অলাও অয়,,আল্লাহ হেদায়েত দিয়া ইতারে

SI Shuvo

এজন্যই বলা হইছে আমরা একটা অসুস্থ জেনারেশনের দিকে এগিয়ে যাচ্ছি যারা হারামকে আরাম ভাব্বে।আমাদের গার্ডিয়ানদের আরো সতর্ক হওয়া উচিত।এর থেকে অন্য সবাইকে শিক্ষা নিতে হবে।দোয়া করি সুস্থ হয়ে উঠুক এবং আল্লাহ হেদায়েত দান করুক।

মুহাম্মাদ নাজমুল হোসাইন

নিশ্চয়ই ইহা মহান আল্লাহ তায়ালার গজব,,সবাই নামাজ শেষে দু হাত তুলে মহান রবের নিকট প্রার্থনা করবেন নারীর ফেতনা থেকে দূরে রাখুক আমাদের সকলকে আমিন

 

Nurun Nahar Lipi

আল্লাহকে ভয় করো। নাচানাচি করে জীবন পার করা বড় বিষয় নয় আল্লাহ চাইলে যেকোনো মুহূর্তে যেকোনো কিছু করতে পারে! এসব সিরিয়াস মুহূর্তেও তামাশা করা ঠিক নয়! আল্লাহ হেদায়েত দিক।

Ayshu Ayshu

মানে আল্লাহ কে ভয়ই করে না,,টিকটক করে,,আল্লাহর সাথে নাফরমানির ফল এমনই তো হবে। তবে আল্লাহ হেদায়েদ ও হেফাজত করুক

Abu Saim Readoy

আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। আর সে যদি ভালো ঘরের সন্তান হয় তাহলে আর টিকটিক করবেনা আল্লাহ হয়ত এযাত্রায় ওনাকে মাফ করেছেন।

Abu Saim Readoy

আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। আর সে যদি ভালো ঘরের সন্তান হয় তাহলে আর টিকটিক করবেনা আল্লাহ হয়ত এযাত্রায় ওনাকে মাফ করেছেন।

ট্যাগ: tick tock . tick tock kesha lyrics . clock tick tock . tick tock clock. tick tock boom. tick tock diner new jersey . tick tock on the clock . টিকটক ভিডিও, টিকটক ভিডিও ডাউনলোড , টিকটক ডাউনলোড, টিকটক ডাউনলোড Tiktok www.tiktok.com . download .  টিকটক ডাউনলোড ভিডিও , টিকটক ভিডিও,  হাসির Tiktok app,  টিকটক করার সফটওয়্যার ,  টিকটক লাইট ডাউনলোড ।