You are currently viewing টাকা নিয়ে উক্তি , টাকা নিয়ে স্ট্যাটাস , ক্যাপশন, কবিতা
টাকা নিয়ে উক্তি , টাকা নিয়ে স্ট্যাটাস , ক্যাপশন, কবিতা

টাকা নিয়ে উক্তি , টাকা নিয়ে স্ট্যাটাস , ক্যাপশন, কবিতা

অর্থই সকল অনর্থের মূল। অবার এই অর্থ তথা টাকার জন্য মানুষ অবিরাম সংগ্রাম করে চলেছে। আপনারা যারা টাকা নিয়ে উক্তি , টাকা নিয়ে স্ট্যাটাস সহ টাকা নিয়ে ক্যাপশন আর কবিতা খুজছেন । আপনাদের জন্য আজকের এই পোস্ট আশা করি টাকা নিয়ে সুন্দর সুন্দর বাণী জানতে পারবেন।

টাকা নিয়ে উক্তি

মানুষ আপন, টাকা পর

যত পারিস মানুষ ধর।—শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র * হাতে যদি পয়সা না থাকে, তাহলে পরদুঃখকাতর হয়ে কোন লাভ নাই ।– ডাঃ লুৎফর রহমান

*হাতে দুই টাকা থাকলে এক টাকা দান করে দিন!

অন্যের রিজিক এর উছিলা হোন, আপনার রিজিক এর জন্য হাজারটা পথ খুলে যাবে। “ইনশা-আল্লাহ”

<> যে টাকা চায়, সে পৃথিবীর সবকিছু চায়। —বিরন

> টাকা যে মানুষ জমিয়েছে, অনেক পাপ জমিয়েছে সে তার সঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুর <> বিদ্যা যতই বাড়ে ততই জানা যায় যে, কিছুই জানি না টাকারও সেই দশা। টাকা যতই বাড়ে

মনে হয়, টাকা নাই বলিলেই হয়।— রবীন্দ্রনাথ ঠাকুর

১. আপনার অর্থের উপর নিয়ন্ত্রণ অর্জন করতে হবে অথবা এর অভাব – অনটন আপনাকে চিরদিন নিয়ন্ত্রণ করে যাবে।
— ডেভ রামসে

২. এই পৃথিবী মাতৃকার বুকের ভালো থাকার জন্য টাকার প্রয়োজন, আর পরকালে ভালো থাকার জন্য আমলের প্রয়োজন ।
— এইচ আর এস

৩. প্রয়োজনের অতিরিক্ত অর্থ, কোনো মানুষের সুখ আনতে পারে না।
— নীহা রঞ্জন

৪. সেই মানুষই সবচেয়ে ধনবান, যার আনন্দ সবচেয়ে কম
— হেনরি ডেভিড থোরিও

৫. মানুষ আপন, টাকা পর;
যত পারিস মানুষ ধর ।
— শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র

টাকা নিয়ে উক্তি
টাকা নিয়ে উক্তি

* টাকা পয়সাহীন মানুষ তীরহীন ধনুকের মতো।—টমাস ফুলার

<> টাকা ছাড়া একজন লোক তীর ছাড়া ধনুকের মতো।— জন রে

> টাকা হারানোটা খুব সহজ ব্যাপার কিন্তু টাকা উপার্জন করাটা মারাত্মক কঠিন ব্যাপার।- সিসেরো

* টাকার দরকার তো এখনই, যখন আনন্দে হাতা নয়-ছয় করিবার শক্তি নষ্ট হয় নাই । – রবীন্দ্রনাথ ঠাকুর * ভালো করিব এ লক্ষ্য করিয়াও টাকা করা যায়, কল্যাণ করিব এ লক্ষ্য করিয়াও টাকা করা

যায়। —রবীন্দ্রনাথ ঠাকুর/ ভারতবর্ষ

* মানুষ খাঁটি কি না, চেনা যায় শুধু টাকার সম্পর্কে এ জায়গায় নাকি ফাঁকি চলে না তাই এইখানেই

মানুষের যথার্থরূপ প্রকাশ পেয়ে উঠে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় * টাকাকড়ির মূল্য যে কত তা যদি বুঝতে চাও তাহলে কারো থেকে টাকা ধার নিতে চেষ্টা

কর। -ফ্রাঙ্কলিন

টাকা নিয়ে কিছু কষ্টের কথা

টাকা আছে তো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সম্মান সব আছে আর টাকা নাই তো কিছুই নাই। এই দুনিয়াতে দুই টাকার দাম ও নাই।

>> টাকার অভাব এ পৃথিবীতে সবচেয়ে বড় অভাব।

>>টাকার পিছনে না ঘুরে কর্মের পিছনে ঘুরুন,, সফলতা একদিন আসবেই।

>>একজন ব্যক্তি কে টাকা উপার্জন করতে হলে রাত দিন পরিশ্রম করতে হবে।

>>একজন ব্যক্তি তখন ঐ প্রতিষ্ঠিত হতে পারবে_ যখন সে টাকা উপার্জন করতে পারবে।

>>কারো কাছ থেকে ধার করে কখনোই চলা সম্ভব না _তাই নিজেকে টাকা উপার্জন করার সক্ষমতা অর্জন করতে হবে।

>>টাকায় হয়না দূর মনের ময়লা_ ঘোচেনা অনুশোচনা।

>>সেই জীবনের বড় সুখি যার আনন্দ আছে এবং টাকা উপার্জন করার জন্যও মানসিকতা আছে।

* টাকা কখনো কখনো মানুষকে হাস্যাপদ করে তোলে। -জর্জ মুর

* যার টাকার চাহিদা বেশি তার সংসারে সব কিছুরই চাহিদা বেশি। —টমাস ফুলার

* টাকার জন্য চারটি নিয়ম- টাকা নিয়ে স্ট্যাটাস

>> যতটা পাওনা—পারত সব আদায় করো । (২) যতোটা পার—সঞ্চয় করো।

>>দেনা যতোটা পার মিটিয়ে ফেল। (৪) খাটাও—যতোটা খাটানো সম্ভব। হার্বার্ট ক্যাশন

টাকা নিয়ে স্ট্যাটাস
টাকা নিয়ে স্ট্যাটাস

* টাকা রোজগার করতে মাথা, আর খরচ করতে হৃদয় লাগে। —ফারকুহার

*আব্বার বায়োপিকে অপচয় ৭০ কোটি টাকা? গাছে ধরে না টাকা। আপনে আগে বাজে খরচ বাদ দিয়ে অন্যকে শেখান জনাব! জনগন সবসময়ই ভুল করে না কিন্তু! – মিনা ফারাহ

* যে মানুষ টাকা খরচ করে ও টাকা জমায় বা সঞ্চয় করে সেই পৃথিবীর সবচেয়ে সুখি ব্যক্তি, কারণ

দুটি কাজ করারই পুলক সে অনুভব করতে পারে। -স্যামুয়েল জনসন

* টাকায় টাকা আনতে পারে কিন্তু সম্মান আনতে পারে না।— স্কট

* টাকা পয়সা উত্তম ভৃত্য কিন্তু খুব খারাপ মনিব । – বেকন

* নগদ টাকা আলাদিনের চেরাগ তুল্য। বায়রন

টাকা নিয়ে কিছু বাস্তব কথা

* হাতে টাকা থাকলে সবাই ভাই বলে ডাকে। পোলিশ প্রবাদ

← টাকা যখন কথা বলে তখন সত্য চুপ করে থাকে। রুশদেশীয় প্রবাদ

* টাকা সব প্রশ্নের উত্তর দিতে পারে। – আর্থার হল

* টাকা হচ্ছে ভিজে গোবরের মতো, ছড়িয়ে না দিলে মোটেও সুখ হয় না।— বেকন

* কে কত সৎ অসৎ তার মুনষ্যত্ব কতটুকু সব কিছুই বোঝায় টাকার ব্যাপারে। — রবীন্দ্রনাথ ঠাকুর * যার পকেটে টাকা নেই তার পকেটে অবশ্যই মধু থাকতে হবে। —রাও ল্যান্ড আটকিনস

* অন্যের টাকায় ব্যাগ ভরে রাখার চেয়ে, ব্যাগ শূন্য থাকা অনেক ভালো। —টেরিয়ানো

>টাকা থাকলেই সব কেনা যায়__আর টাকা না থাকলে সব চেনা যায়।

>>যার সম্পদ এর চাহিদা বেশি_ তার চিন্তাটাও অনেক বেশি ।

>>যতটা পাওনা তা আদায় করো_ যতটা পার তা সঞ্চয় করো।

>>টাকায় মিলায় সুখ, টাকায় মিলায় প্রিয়জন__ টাকা ছাড়া শূন্য আমি, শূন্য এ ভুবন।

>>সব সময় এ কথা মাথায় রাখবেন.. অর্থই অনর্থের মূল।

>>টাকা উপার্জন করতে হলে বীরত্বের প্রয়োজন_ আর ধরে রাখতে হলে বিচক্ষণতার প্রয়োজন।

>>এ জগতে হায় সবাই টাকা চায়__টাকা ছাড়া দুনিয়া অচল.., বেঁচে থাকা দায়।

টাকা নিয়ে উক্তি
টাকা নিয়ে উক্তি

* মেয়েছেলে টাকার দাম বুঝতে শেখে যখন রোজগার করে। — প্রবোধকুমার সন্যাল

★ টাকা পয়সাকে বাহু বা পায়ের সঙ্গে তুলনা করা যেতে পারে—হয় এটাকে ব্যবহার কর নচেৎ এটা

অকেজো বা নষ্ট হয়ে যাবে। – হেনরি ফোর্ড * টাকার প্রশ্নে সকলেই এক ধর্মাবলম্বী। — ভলটেয়ার

★ উপার্জিত টাকার থেকে যার খরচ বেশি হয় সে কখনই ধনী হতে পারে না, আর সে কখনই দরিদ্র নয় যার খরচ তার উপার্জনের থেকে কম। -হ্যালি বারটন

টাকা নিয়ে স্ট্যাটাস

#টাকা ছাড়া জীবন টা আসলেই অনেক কঠিন!

জীবন বাস্তবতা –

টাকা নিয়ে উক্তি
টাকা নিয়ে উক্তি

এই ছোট্ট মেয়েটি যতটুকু বুঝে- অনেক বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করা ছেলে ,মেয়েরাও বুঝে না। তাদের কাজ করার জন্য আবার মোটিভেশন দরকার হয়।

কিন্তু আসল কথা হলো- বাস্তবতা হলো সবচেয়ে বড় মোটিভেশন। সময় থাকতে শুধরে যান, কাজ করুন সফল হবার জন্য। না হলে যখন সামনে এসে দাড়াবে বাস্তবতা- তখন আর সামলাতে পারবেন না।সবসময় >>টাকা সবকিছু করতে পারেনা! মাঝে মাঝে মনুষ্যত্বের কাছে টাকাও পরাজিত হয়।

>>টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয়! তার পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষুক মনে হয়।>>

>>এই পৃথিবীতে সবাই টাকা ও প্রশংসা নিতে চায়..! কিন্তু কেউ দিতে চায় না।

>এই পৃথিবীতে আপনার আপন মানুষ, কাছের মানুষ, পাশের মানুষ, কোনো কিছুরই অভাব হবে না!! যদি আপনার টাকা থাকে।

টাকা নিয়ে ক্যাপশন টাকা নিয়ে ক্যাপশন টাকা নিয়ে ক্যাপশন 

>>অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও, স্বভাব বদলাতে পারে না।

>>যদি একজন ব্যক্তির কাছে….. শুধুমাত্র টাকা থাকে, তাহলে পৃথিবীতে সেই ব্যক্তির চেয়ে গরীব আর কেউ নেই।

>>টাকা মানুষকে সুখী করে না!! এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে।

>>নিজের উপার্জিত টাকা হয়তো তোমাকে ধনী বানাবে না…! কিন্তু তোমাকে স্বাধীন হয়ে উঠতে সাহায্য করবে নিশ্চই।

>>বাস্তব এটাই যে, নিজের পকেটের টাকা না থাকলে, পৃথিবীর কেউ কারো আপন হয় না।

>>যে লোকের খুব কম আছে, সে কখনো গরীব নয়! যে লোক বেশি কামনা করে, সেই আসলে গরীব।

>>টাকা ছাড়া জীবন জল ছাড়া মাছের মতো!

>>জীবনে অনেক টাকা থাকাটা খুব জরুরী নয়! কিন্তু জীবনে শান্তিতে থাকাটা অত্যন্ত জরুরী।

টাকা যদি আপনার আদেশে চলে, তাহলে আপনি টাকা এবং স্বাধীনতা দুটোই পাবেন । আর আপনি যদি টাকার আদেশে চলেন, তাহলে সত্যিই আপনি গরীব হবেন ।
— এডমন্ড বার্ক

আমি আপনাকে ধনী হওয়ার গোপন কথা বলে দিচ্ছি । অন্যরা যখন ভীত হয় তখন আপনি লোভী হওয়ার চেষ্টা করুন । অন্যরা যখন লোভী হয় তখন আপনি ভীত হওয়ার চেষ্টা করুন ।
— ওয়ারেন বাফেট

টাকা নিয়ে ক্যাপশন

টাকা ছাড়া জীবন ভয়ংকর রকমের অসুন্দর!

বন্ধুত্ব, ভালোবাসা, মান সম্মান, সম্পর্ক, ক্ষমতা, স্বাধীনতা প্রায় সব কিছুই টাকার বিনিময়ে পাওয়া যায়!

– টাকা দিয়ে সুখ কিনা যায় না হয়তো, কিন্তু টাকা দিয়ে শখ কিনা যায় আর শখ কিনতে পারলেই সুখ পাওয়া যায়!’

– এটা পেতে যাবেন তো “টাকা”, ওটার কথা ভাববেন তো প্রয়োজন টাকার, সর্বশেষ যে প্রিয় মানুষ তাকে পেতে গেলেও থাকতে হবে টাকা!

– টাকাই সব! টাকায় শান্তি নেই কিন্তু কৃত্রিম সুখ আছে!

টাকা নিয়ে স্ট্যাটাস

#টাকা পৃথিবীতে মানুষের পরিচয়ের বাহক। আজ তা হারে হারে টের পাচ্ছি

আপনার টাকা আছে আপনি সমাজের কাছে সম্মানিত ব্যক্তি, টাকা নেই সমাজে আপনার কোন মর্যাদা নেই!!

কেবল মাত্র অর্থের অভাব আপনাকে বুঝিয়ে দিবে সমাজে আপনার স্থান কোথায়?

আমরা যাদের আপন মনে করি বন্ধু ভাবি তাঁরাও আপনার সাথে যোগাযোগ রাখতে চাইবে না ভয় পাবে… কারণ আপনার অর্থের অভাব আছে।

পৃথিবীতে কেউ কারো আপন নয় আপনার আপন আপনি নিজে এটাই বাস্তবতা এটাই চিরন্তন সত্য

টাকা নিয়ে কষ্টের স্ট্যাটাস

বিপদে টাকা চেয়েছেন কারো কাছে, সাথে সাথেই ব্যবস্থা করে দিয়েছে! তার মানে এই নয় যে সে আপনার জন্য টাকা নিয়ে বসে ছিলো। বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার মানিব্যাগ ভর্তি টাকা আছে! কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে! তার টাকার পাহাড় নেই কিন্তু পাহাড়ের চেয়েও উঁচু একটা মন আছে.. ভালো থাকুক ভালো মনের মানুষগুলো!’

– চাকুরী আর টাকা দেখে মেয়ের বিয়ে দিবেন না!

– আগে ভাবেন ছেলেটা মানুষ কি না?

– কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরেনা!

– মরে অমানুষদের অত্যাচারে!’

টাকা নিয়ে ক্যাপশন
টাকা নিয়ে ক্যাপশন

কি করবেন টাকা দিয়ে দেখেন তো ধন সম্পদ কোন কাজে লাগে কুয়েতের সব চেয়ে ধনী ব্যক্তি নাসসি আল খিরকি মারা গিয়েছেন। তিনি ধন সম্পদের পাহাড় রেখে গেছেন

সাথে কিছু নিয়ে যেতে পারেন নাই ?

কিন্তু তাঁর অর্জিত পুন্য ছাড়া কিছুই নিতে পারেন না। সাথে করে

তাই টাকা বা ধন সম্পদের পেছনে না দৌড়ে যদি আল্লাহ এবং তাঁর রাসুলের নির্দেশনুযায়ী জীবন পরিচালনা করি এবং সৎপথে নিজেকে নিয়োজিত করি, তবে সেটাই হবে নিঃসন্দেহে বুদ্ধিমানের কাজ।

টাকা নিয়ে কবিতা

গরীব দেশের গরীব মানুষ

পায়না খেতে ভাত!

৪০ লাখে নাও না ভাসলে

যাবে দেশের জাত।

আমরা কপাল পোড়া জাতি

আমরা তাদের কথায় মাতি।

কোন চেতনায় করছি মোটা

তাদের কালো হাত।

নিত্য দিনের খাবার পণ্য

আকাশচুম্বি দাম,

যায় না কেনা মাছ তরকারি

কষ্টে ঝরে ঘাম।

আমরা তাদের পিছে ঘুরি

আমরা ভরছি তাদের ভুরি

কোন চেতনার বড়ি খেয়ে

জপি তাদের নাম।।

চেতনাতে জমছে বাজার

কোটি কোটি টাকা,

যে যা পারে খাচ্ছে লুটে

দেশের তলি ফাকা।

কষ্ট বলার মানুষ আজি নাই

জেল ভয়েতে বুকে চাপা তাই।

শুভদিনের আশা আজও

নয়নজলে রাখা।।

 

ডিজিটাল চুরি

_______শরীফ হিজাজী

ডিজিটালের হিসাব খুলে

অর্থ লোপাট করে,

কপাট বন্ধ ছিলো তবু

চোরটা আসে ঘরে।

.

মাউস ঘুরে ম্যাসেজ করে

শিউর করে নিলো,

এই জাতিকে এক নিমিষে

ফতুর করে দিলো।

.

টাকা উড়ে নীল আকাশে

দেশের সীমা ছেড়ে,

অঘোরে সব কর্তা ঘুমায়

এসব ভাবনা ঝেড়ে।

.

হাতড়ে টাকা দেশকে করে

তলা বিহীন ঝুড়ি,

এই সুযোগে বেড়ে গেলো

কিছু লোকের ভুঁড়ি।

.

ছোরা-বুলেট ছাড়াই আজি

হচ্ছে পুকুর চুরি,

এমন দক্ষ চোরের কি আর

মিলবে কোনো জুড়ি?

.টাকা নিয়ে ক্যাপশন

চোরে-চোরে মাসতুতো ভাই

কথা মিথ্যে নয়,

ইঁদুর গলায় ডঙ্কী বাজায়

কোন সে মহাশয়?

.

এতো কিছুর পরেও তারা

নয়তো মহাবীর,

সত্য এসে কাটবে তাদের

মোটা রগের শির।

.টাকা নিয়ে ক্যাপশন

কখনো কী খোঁজ করি

মাসুদুল ইসলাম ভূঁইয়া

কত টাকা ছড়াছড়ি

প্রতিদিন আমি করি

রাস্তায় থাকে যারা

কত দুখে আছে তারা

কখনো কী খোঁজ করি?

কত খাই ভুরিভোজ

প্রতিদিন আমি রোজ

অসহায় দিশেহারা

পথেপথে কাঁদে কারা

কখনো কী খোঁজ করি?

কত খানা দেই ফেলে

উপবাস কত জেলে

ভেবেছি কী চোখ মেলে

আমি হলে সেই ছেলে

আমার তো আছে টাকা

প্রতিদিন ঘুরি ঢাকা

যার নেই কোন টাকা

জীবনটা কেন ফাঁকা

কখনো কী খোঁজ করি?

আরও পড়তে পারেন–Quotes About Depression & sadness