You are currently viewing জীবন নিয়ে উক্তি , জীবন নিয়ে স্ট্যাটাস, গল্প, কবিতা ও বাস্তব অভিজ্ঞতা
জীবন নিয়ে উক্তি , জীবন নিয়ে স্ট্যাটাস,

জীবন নিয়ে উক্তি , জীবন নিয়ে স্ট্যাটাস, গল্প, কবিতা ও বাস্তব অভিজ্ঞতা

মানুষের জীবনের মহা ভেলাতে দুঃখ এসে তার মেহমান হয়, কেউ তারে করে জয় মহা হাসিতে, কেউ ভেঙ্গে খান খান পেয়ে তারে ভয়। অথবা এ জীবন কেন এত রং বদলায় । আবার জীবনের গল্প আছে বাকি অল্প । এই জীবন নিয়ে উক্তি গল্প , কবিতা কত কিছুই না সাহিত্যিকরা লিখে চলেছেন।  জীবন নিয়ে কিছু কথা গান, জীবন নিয়ে স্ট্যাটাস , জীবন নিয়ে কিছু বাস্তব কথা তুলে ধরা হলো । আশাকরি আপনাদের ভালো লাগবে।

জীবন নিয়ে উক্তি

যারা সূর্যোদয় দেখে না তাদের জীবনে সূর্যোদয় ঘটে না – শ্রী নগেন্দ্র চন্দ্র পাল

এসো গো নূতন জীবন।
এসো গো কঠোর নিঠুর নীরব,
এসো গো ভীষণ শোভন।।
(বিচিত্র—–কবিগুরু)

জীবনের প্রতি মানুষের মায়া অপরিসীম। জীবনকে ভালোবাসেই এত দুঃখ কষ্ট সংগ্রামের মধ্যেও

মানুষ বেঁচে থাকে । —জর্জ হারবার্ট । জীবন নিয়ে উক্তি

* জীবন আমাদের ইচ্ছাধীন নয় । —সমরেশ বসু

* যে জীবনে পরিশ্রম নাই, সে জীবন যেন একটি গুরুতর অপরাধ। এবং যে পরিশ্রম করায় আনন্দ নাই তাহা পশুত্ব। —রাস্কিন

* জীবনের মহৎ পরিণতি অভিজ্ঞতায় নয়—কর্মে।—টি এইচ হাকসলি

* জীবন এক অনিশ্চিত ভ্রমণ তবে বিচক্ষণ নাবিকরা নিশ্চিত গন্তব্য স্থান খুঁজে পায় । —কুপার

* জীবন মানেই এক বৃহৎ সভা। সেখানে আমরা কেউ প্রধান অতিথি, কেউ সভাপতি, কেউ উপস্থিত দর্শক শ্রোতা আবার কেউ বা আলোচনার বিষয়বস্তু। —নোরা পেরি

* মানুষের জীবন এক ব্যস্ত মানচিত্র, যা কাজ এবং যুক্তি তর্ক ও পরামর্শে পুণ্য। –কুপার

* ছোট ছোট মধুর কর্মে ভরা এক একটি প্রেমময় জীবনই আমার অধিক কাম্য। — —সুইনবার্ন

* জীবনের নিগূঢ় সত্যটি হচ্ছে, কখনও এমন কোন আবেগকে আশ্রয় না দেওয়া যা অশোভন ।

-অসকার ওয়াল্ড

* নিয়মকানুন মাফিক জীবনের খেলা হচ্ছে খেলাবার মতো; কিন্তু এর পুরস্কার হচ্ছে সংগ্রাম ।

—ডিন, ডব্লিউ, আর ইনগে

* জীবন ক্ষণস্থায়ী, কাজেই উপার্জনের পাশাপশি তা ভোগ করে যাওয়া উচিত। -স্যামুয়েল জনসন * জীবনটা যেন পিঁয়াজ। খোসা ছাড়ান—স্তরের পর স্তর—শেষে দেখবেন কিছুই নেই। —জে জি হাঙ্কার

* একটা অমর জীবনের পক্ষে আমার মতে সবচাইতে বড় মুক্তি হচ্ছে এ দুনিয়ায় যে লোকটার আর

অনেক বেঁচে থাকার প্রয়োজন ছিল তাকে টিকিয়ে রাখা। —উইলিয়াম জেমস

* জীবন খুবই সংক্ষিপ্ত তোমার সমস্ত কাজ ঠিক সময়ে শেষ করে ফেল। —জর্জ আরনল্ড

* জীবন শুধু বেঁচে থাকাই নয়, তবে ভালোভাবে বেঁচে থাকা। —মার্শাল

* দুঃখমুক্ত জীবন যাপনের ইচ্ছা থাকিলে যা ঘটতে যাচ্ছে তাকে ঘটেই গেছে মনে করতে হবে ।

-এপিক টেটাস

 

উক্তি জীবন নিয়ে

> জীবন মানেই উন্নতি, আর উন্নতি মানেই ভোগান্তি। — ডাবলিউ এইচ ভন

<> জীবনকে সহজভাবে নিতে জানলে জীবন কখনো দুঃসহ হয়ে ওঠে না। —লুইস ক্যারল

← জীবনকে যে ভালোবাসে না, তার কাছে সম্পদ, স্বাস্থ্য, ভালোবাসা অর্থহীন

। —জুভেনাল

<< আনন্দহীন জীবন-জীবন নয় । —ইমারসন

* জীবন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার বৃহৎ সমষ্টি মাত্র। — জন ম্যানফিল্ড

<> শৈশবে লজ্জা, যৌবনে ভারসাম্য এবং বার্ধক্যে ব্যয় সঙ্কোচ ও দুরদর্শিতার প্রয়োজন।— – সক্রেটিস বৃদ্ধলোকের মতো কেউ জীবনকে ভালোবাসে না। – সফোক্লেস

আমাদের জীবন ইচ্চার উপর নয় আমাদের কর্মের উপর দণ্ডায়মান। —লিথা গোরম

* জীবনটা হচ্ছে খেরার মাঠ, এখানে একমাত্র আদর্শবান লোকেরা জয়ী হয়। —উইলিয়াম মরিস

> সত্যিকার অর্থে জীবন হচ্ছে ভালো কাজের সমন্বয়। ডন মারকুইজ

> জীবন যেন একটা ফুল, আর জীবনের ভালোবাসা হল মধুস্বরূপ। —ভিক্টর হুগো

মানুষের জীবন কত সংক্ষিপ্ত আর কতক্ষণ ভঙ্গুরল। —জন গে

* শান্ত এবং পরিচ্ছন্ন জীবন স্বাস্থ্য রক্ষার উৎকৃষ্ট খাদ্যের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন

করে। -উইলিয়াম ল্যাক ল্যাড

* বৃক্ষের সার্থকতা যেমন ফল ধারণে সেরকম নৈতিক গুণাবলীর সার্তকতা শান্তি লাভে। চরম ও শান্তি লাভের পথ হচ্ছে ক্রমাগত সৎ জীবন যাপন করা। -আল ফারাবি

* গা বাঁচিয়ে চলার নাম মৃত্যু- যেমমন দুনিয়া থেকে আত্মগোপন করা। দুনিয়াতে বীরোচিত

জীবন। যাপন করতে না পারলে বীরের ন্যায় প্রাণ বিসর্জনের দেওয়াই তো জীবনের আর

রূপ। আল্লামা ইকবাল

* গৌময় জীবনের একটি মুহূর্ত সাধারণ জীবনের বিরাট অংশ হতে অনেক বেশি মূল্যবান । –

<> অর্থ ও যশ মানুষের জীবনের সব নয়।—স্কট

* জীব মানেই সাফল্য এবং সাফল্য মানেই দুর্ভোগ। —এইচ ডাবুই ভ্যানলুন

* জীবনকে ঘৃণা করো না, জীবনকে ভালোবাসতে শিখ। ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার ক্ষণিক জীবনকে স্বর্গীয় সুষমায় উদ্ভাসিত করে তোলে। —মিল্টন <> জীবনে যদি অগ্রগতি না থাকে সে জীবন অবাঞ্ছিত। —রমারোলাঁ

* প্রতিদিন আমাদের এমনভাবে কাটান উচিত যেন আজই জীবনের শেষ দিন।–সেনেকা

> জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী। -এস, টি, কোলরিজ

* সংগ্রামী জীবনই যথার্থ জীবন। সি সি কলটন

* নিজে বাঁচ ও অপরকে বাঁচতে দাও। -স্কটিস প্রবাদ > যে জীবন সৎকাজে ব্যয়িত হয় না, তাকে কিছুতেই শিষ্ট বলা চলে না। প্লেটো

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে

মানবের মাঝে আমি বাঁচিবারে চাই,

এই সূর্যকরে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। রবীন্দ্রনাথ ঠাকুর

* জীবন হচ্ছে সামান্য জিনিসের বৃহৎ বন্ধন। -ও ডাব্লিউ হোলমস

> জীবন এমন একটা স্তম্ভ, যা আমরা একা বহন করতে পারি না। জ্যাকুাইন মিলা

* বৃদ্ধেরা জীবনকে যত বেশি ভালোবাসে যুবকরা ততখানি বাসে না। -ক্রডিক হার্বাট

* মানুষের সুখ আর পরিশ্রম কার জীবন গড়ে তোলে। টলষ্টয়

<> যদি এ জগতে মানুষের মতো বাঁচতে সক্ষম না হও, তবে বীর মুজাহিদের ন্যায় মৃত্যুবরণ করেই জীবনের প্রকৃতি মর্যাদা লাভ করো। – আল্লামা ইকবার

মানুষ-বলে নিমেষে শেষে জীবন কিছু নয়, রক্ত-রাঙ্গা মেঘের মতো ক্ষণকে পায় লয়। শেখ ফজলুল করিম

> পরলোকের ভরসায় জীবনকে সুখ হইতে বঞ্চিত করিও না। মুহূর্তের পর মুহূর্তের ভিতর দিয়া জীবন ক্রমে নিঃশেষ হইয়া আসিতেছে। এ জীবনের সার্থকতা কর। প্রতি মুহূর্তটি আঁকড়াইয়া ধরিয়া উপভোগ কর—ফুর্তি কর, আনন্দ কর। যে মুহূর্ত পিছনে পড়িল ইহা আর ফিরিয়া আসিবেনা, উহার জন্য অনুশোচনা করিও না। -ওমর খৈয়াম

<> সংগ্রামী জীবন দীর্ঘ এবং আনন্দপূর্ণ জীবন প্রায়শঃই ক্ষণিকের হয়। জ্যাকব এ, রিস

* জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ। -শেক্সপিয়র

<> যার জীবন মহৎ কর্মে পরিপূর্ণ, মৃত্যুর পর তার সমাধিতে মার্বেল পাথরের কারুকার্য না থাকলে কিছু যায় আসে না। মারকুস

জীবন নিয়ে উক্তি

<> আনন্দ মাধুর্যহীন জীবন জীবনই নয়। —মেসিন্ডার * জীবন ছোট বলেই মহান। -ডিজরেলি

<> একটি রাজ্যের রাজা হওয়ার চেয়ে হাস্যোজ্বল বালকের জীবন আমার বেশি পছন্দ। <> সামান্য বিষ মুহূর্তে মানুষের জীবনাবসান ঘটাতে পারে অথচ বেঁচে থাকার জন্য জীবনব্যাপী মানুষকে

—অলিভার ওয়েন্ডাল হোলমস

কি সংগ্রামই না করতে হয়। – হেনরী হ্যারিসন

<> আমি সংক্ষিপ্ত অথচ আনন্দমুখর জীবন চাই। — আব্রাহাম কাগুলে

* মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয়, আর মৃত্যু তা থেকে মুক্তি দেয়।- সক্রেটিস

জীবন নিয়ে কিছু কথা

 

জীবনের কিছু বাস্তব কথা

আহারে অর্থ! আহারে জীবন!

নাড়িছেঁড়া ধন সন্তান থেকে নিজেকে দূরে রেখে কষ্ট পাওয়া আর সন্তানকে তার মায়ের পরশ থেকে বঞ্চিত করা দুজনের জন্যই বড় বেদনাদায়ক। এটা চলতে থাকে মাসের পর মাস বছরের পর বছর। এই ক্ষণিকের জীবনে এত কষ্ট দেখা যায় না। পরিবারে দুজনকেই উপার্জন করতেই হবে এমন তো কথা নেই। সন্তানের বাবই তো যথেষ্ট পরিবারের খরচ বহন করার জন্য। সেখানে পারিবারিক সুখ-শান্তি বিসর্জন দিয়ে সন্তানকে আদর ভালোবাসা বঞ্চিত করে কোন সুখের জন্য আমার বোনের এই সংগ্রাম। পরিবারের অন্য কেউ উপার্জনে অক্ষম হলে সেটা মেনে নেয়া যায়। কিন্তু এটা কোন ভাবেই মানতে পারছি না। অর্থই সব কিছু না।

জীবন নিয়ে কিছু কথা
জীবন নিয়ে কিছু কথা

#জীবন

অনেকের জীবনে অনেক টাকা দরকার,কারো গাড়ি, বাড়ি অথবা সুন্দরী বউ দরকার। অনেকের আবার ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে করতে আর রাতে ঘুম পারতে পারে না,কেউ আবার খুব কাছের প্রিয় মানুষকে হারিয়ে হারিয়ে ডিপ্রেশনে পড়ে একাকী হয়ে যায় আর একা একা কান্না করে।

আসলে কারো জীবনে সমস্যার শেষ নেই, যখন মাঝে মধ্যে কেউ বলে কেমন আছো..?? তখন হয়তো অনেকেই আমরা মুচকি হেসে বলি,আছি আলহামদুলিল্লাহ ভালো আছি।আসলে পৃথিবীতে কেউ ভালো নেই, প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যা রয়েছে।

জীবন তো একটাই,

বাঁচুন না নিজের মতো করে,যতবেশি অন্যের কাছে আশা করবেন ততবেশি কষ্ট পাবেন।বাঁচুন শুধু নিজের জন্য আর যেই সৃষ্টিকর্তা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন,তার উপাসনা করে।

————শামীম রেজা।

জীবন খুবই সংক্ষিপ্ত। এটাকে উপভােগ করতে চাইলে- কারাে প্রতি কোন ক্ষোভ কিংবা হিংসা রাখবেন না। নিজের সুখের জন্যই মনটা পরিস্কার করে ফেলুন। সবাইকে ক্ষমা করে মনটা ফ্রেশ রাখুন।

#জীবন-উপভােগ করুন। কারাে প্রতি ক্ষোভ বা হিংসা রাখলে কষ্টটা তার নয় আপনারই হয়! ক্ষমা করলে, সুবিধাটা তার নয় আপনারই হয়! সুতরাং নিজের প্রতি রহম করুন।

#মনটাকে-নির্ভার-রাখুন।

#জীবন মানে হলো যুদ্ধ, যদি আপনি লড়াই করতে পারেন।

#জীবন মানে সংগ্রাম, যদি আপনি করতে পারেন।

#জীবন মানে স্বপ্ন, যদি আপনি গড়ে তুলতে পারেন।

#জীবন মানে খেলা, যদি আপনি খেলতে পারেন।

#জীবন মানে কষ্ট বা দুঃখ, যদি আপনি না সইতে পারেন।

#জীবন মানে হারিয়ে যাওয়া, যদি আপনি সঠিক ভাবে ধরে না রাখতে পারেন।

#জীবন মানে অনেক বেশি ভালোবাসা, যদি আপনি বাসতে পারেন।

#জীবনের মানে হলো জীবন, যদি আপনি সঠিক ভাবে বুঝতে পারেন।

#জীবনের মানে স্তব্ধতা, যদি আপনি বলতে না পারো।

#জীবন মানে সুখ শান্তি, যদি আপনি জীবনকে সঠিক ভাবে পরিচালনা করতে পারেন।

শেষে বলতে হয়,#জীবন মানে দুঃখ, কষ্ট, বেদনা যেখানে শুধু নিজেকে ভালো থাকার অভিনয় করে যেতে হয়। কিন্ত, আপসোস ভালো থাকা আর কোনো দিন হয় না।

বাস্তব রূপে #জীবন মানে ব্যাথা বেদনা আর বেঁচে থাকার সপ্নের প্রচেষ্টা। এই প্রচেষ্টার জন্য আমরা সবাই দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছি।

 

জীবন নিয়ে স্ট্যাটাস

ঝড় আসে, থেমেও যায়!

কিন্তু জীবন থেকে অনেক মূল্যবান জিনিস নিয়ে যায়।

তাই বলে থেমে থাকবে?

না, ঝড়ে ভে’ঙে যাওয়া জিনিস মেরামত করতে জানতে হয়।

জীবনে যতবার ভে’ঙে পড়ার ঝড় আসবে,

ততবার নিজেকে গড়ার সুযোগ পাবে।

তবে তোমাকে ভেতর থেকে শক্ত হতে হবে।

মনে রেখো, শক্ত খুঁটি একটা ঘরকেও দাঁড় করিয়ে রাখতে পারে!

—-

কিছু মানুষ শুধু শুধুই অন্যের দোষ খুঁজে বেড়ায় এবং অন্যকে ছোট করে কথা বলে। ছোট্ট একটি নেতিবাচক মন্তব্যের কারণে কখনো কখনো একটি সুন্দর জীবন এবং সম্পর্ক শেষ হয়ে যায়। আপনি কি এমনটা দেখেননি কখনো?

—–

জীবন রচনা কিংবা গল্প নয়। জীবনের কাছে প্রশ্ন করতে মন চাই? এক জীবনে কি বা করতে পেরেছি। হতে পারিনি কারোর প্রিয় বড় ভাই, কারোর কাছের ছোট ভাই। প্রিয় স্বামী। কিংবা কলিগও। মেয়েটার কাছেও কথা শুনতে হবে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওরও মনে নানা প্রশ্ন জাগবে। তারপরও নিজেকে বোঝার চেষ্টায়।

—–

মানুষের জীবন থেকেই গল্প সাজানো হয় …….

কিন্তু গল্পের মতো করে কখনো জীবনটা সাজানো হয় না

—–

জীবনের চাওয়া এটাই যে, যখন মাইলকে মাইল হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলবো, তখন যেন আফসোস করতে না হয় কেন তখন হাঁটলাম না।

এই উপলব্ধি আমার যখন থেকে এসেছে আমি সময়কে আনন্দের সাথে বয়ে যেতে দিচ্ছি ওই জলধারার মতো আর আমি হয়েছি সেই জলধারায় শীতল জলের মতো।

জীবনে বাঁধা না আসলে জীবন সুন্দর হয় না, এমনকি জীবনে কোন গল্প জমে না।

 

#জীবন সুন্দর

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য আমাদের জীবন একটি প্রোটিন-রিচ সফরের মতো, যেখানে একটি মানুষ অপরটির জন্য সাথে থাকতে পারি। আমরা একে অপরের সাথে কীভাবে সম্পর্ক গড়তে পারি তা দেখার জন্য প্রতিস্থাপন এবং সহানুভূতির গুরুত্ব বোঝাই। সমস্যাগুলি যাত্রা পাক না কেন, তার সমাধান এসে সামাজিক পরিবর্তন সৃষ্টি করে ঠিকই।

আমরা আমাদের সমস্যা দেখার পর প্রতিক্রিয়া ব্যাক্ত করতে দেরি করি না সাথে অন্যরাও প্রতিক্রিয়া দিতেও দেরি করে না। এই বিশ্ব একটি আদর্শিত, উন্নত, এবং সমগ্রভাবে সুস্থ স্থিতি সাধনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের পরিবার, বন্ধু, এবং সমাজের সব সদস্যদের মধ্যে একটি সুস্থ সম্পর্ক নিশ্চিত করতে চাই। আমরা একে অপরের প্রতি আদর, সহানুভূতি, এবং পরিস্থিতির প্রতি সম্মান প্রদান করতে প্রস্তুত।একটি সুন্দর সমাজ নির্মাণে আমরা সামান্য থেকে উর্ধ্বে প্রয়াস করে যাচ্ছি এবং আমরা আমাদের জীবনকে উপেক্ষা করে প্রাপ্ত মূল্যে উত্তরাধিকার ভিত্তিতে করছি। সম্পর্কে এবং সহযোগিতার মাধ্যমে, আমরা একে অপরের সহযোগিতা করতে পারি যার দ্বারা মানুষ মানুষের জন্য আর সম্মান নিশ্চিত করতে আমাদের মনে অন্যদের জন্য একটি স্থান তৈরি করতে পারি যেখানে সবাই জীবন জীবনের জন্য সম্মান পায়।

 

এইতো জীবন!

বয়স যখন আপনার ৪০ পার হয় তখন উচ্চ শিক্ষিত আর নিম্ন শিক্ষিত সবাই সমান, এমনও হয় কম শিক্ষিতরা বেশি আয় করছে…

বয়স যখন ৫০ পার হয় তখন কালো ফর্সা সবই সমান, কার চেহারা সুন্দর, দেখতে কে স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবেনা…

বয়স যখন ৬০ পার হয় তখন উচ্চ পজিশনে চাকুরী আর নিম্ন পজিশনে চাকুরী এটা আর কোন ব্যাপার নয়। এমনকি একজন পিয়নও অবসরে যাওয়া বসের দিকে তাকায়না…

বয়স যখন ৭০ তখন আপনার বড় ফ্ল্যাট, বড় বাসা কোন গর্বের বিষয় নয় বরং বাসা বড় হলে সেটা মেইনটেইন করাই কঠিন। ছোট একটি রুম হলেই আপনার চলে…

বয়স যখন ৮০ তখন আপনার টাকা থাকলে যা না থাকলেও তা। আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেননা…

বয়স যখন ৯০ আপনার ঘুমানো আর জেগে থাকা একই। আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেননা…

বয়স যখন ১০০ তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে কিছুই যায় আসে না। পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবেনা…

জীবনের মানে টা এতটুকুই… এর বেশি কিছুই না… এতো চাপ নিয়ে, লোভ করে, মানুষের ক্ষতি করে লাভ কি???

নিজ নিজ জায়গা থেকে জীবনটা উপভোগ করতে শিখুন, অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন. সময়টা ভালো কাজে লাগান, পৃথিবীটা আপনার জন্য সুন্দর হবে।

এ জীবন কেনো এতো রং বদলায়

এ জীবন কেনো এত রং বদলায়
কখনও কালো মেঘ কখনও ঝড়ো বেগ
কখনও প্রেমের আবেগ এসে নিজেকে জড়ায়

এ জীবন কেনো এতো রং বদলায়
কখনও কালো মেঘ কখনও ঝড়ো বেগ
কখনও প্রেমের আবেগ এসে নিজেকে জড়ায়
এ জীবন কেনো এতো রং বদলায়

যা দেখি মনে ধরে রাখি
যা দেখিনা পথ চেয়ে থাকি
হো ,,,যা দেখি মনে ধরে রাখি
যা দেখিনা পথ চেয়ে থাকি
যতই সুখ চাই ,ততই ব্যথা পাই
জানিনা জীবন গিয়ে কোথায় দাঁড়ায়
এ জীবন কেনো এতো রং বদলায়

এ জীবন কেনো এতো রং বদলায়

স্মৃতিরা কেনো পিছু ডাকে
না পাওয়ারই ব্যথার ছবি আঁকে
হো ,,স্মৃতিরা কেনো পিছু ডাকে
না পাওয়ারই ব্যথার ছবি আঁকে
যতই ফিরে চাই,কোথাও কিছু নাই
ফেলে আসা দিনগুলো আমারে কাঁধায়
এ জীবন কেনো এতো রং বদলায়
কখনও কালো মেঘ কখনও ঝড়ো বেগ
কখনও প্রেমের আবেগ এসে নিজেকে জড়ায়

এ জীবন কেনো এতো রং বদলায়
এ জীবন কেনো এতো রং বদলায়

আরও পড়তে পারেন—প্রেমের কবিতা , ভালোবাসার ছন্দ , প্রেমের ছন্দ , ভালোবাসার স্ট্যাটাস

জীবন গল্প

ফাতিমা কানিজ

“”””””””””””””””””””””””””

ভেতরের কাঁচের দেয়ালটা ভাঙতে যাই

উঠোন ভর্তি এত মায়া

ভাঙতে চেয়েও বারবার ফিরে আসা।

প্রেম ও মায়া বিষাক্ত নেশা জেনেও

নিজেকে নিজের ইচ্ছাধীন রাখতে ব্যর্থ হই।

যাবৎ জীবন কয়েদী ইচ্ছেদের মুক্তি দিতে চাই

দেখি এরা ছায়ার মত প্রিয়,

দু পায়ের পথ, উজানচরের দূর্বাঘাস জড়িয়ে ধরে পা

ভুলে ধরা হাত খুঁজে ফিরে খড়কুটো

বুঝি যুক্তি নির্থক,কানে আসে চাতকের হাহাকার

বেলাশেষে কেউ কেউ এ ভাবেই থেকে যায়

সাংসার নামক যাদুঘরে,যেমনি তুমি আর আমি।

দায়িত্বের বেড়াজালে আটকে যায় কথামালা

নিকোটিনের গন্ধে বেঁচে থাকতে শিখে যাই

একসময় ভুলে যাই ভালোমন্দের মর্ম

মনে মনে বলি,,,,

ভালোবাসা বুঝি মানুষেরই ধর্ম।

 

একদিন চলে যেতে হবে

ফাতেমা ইসরাত রেখা

জীবনের সব এলোমেলো দিন কিংবা ভুলের ঋণ

সব কিছু ফেলে রেখে ঠিকঠাক,

শুধু স্বপ্নের এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন

চলে যেতে হবে, নিভে যাবে আলো নির্বাক।

জীবন ঘনিষ্ঠ কিছু স্মৃতি, কিছু লেখা আঁকিবুকি

ডায়েরির ছেঁড়া পাতা, কবিতার খাতা,

টেবিলের এক কোনে জমে থাকা অভিমানী ব্যথা

খুচরো পয়সার মতো ছড়িয়ে রবে নিরবতা।

চলে যাবো ভেবে নষ্ট কষ্টের বরাভয়ে পড়ে থাকা

স্মৃতির শরীর মাটির প্রাচীর ঘেঁষে শুয়ে,

বলবে না কথা আর, শুনবে না কোনো অনুরাগ

ফুরাবে সময়ের গল্প লতানো মায়ায় নুয়ে।

হয়তো বা পথিকের ব্যাকুল হৃদয় ছুঁতে চেয়ে

পথিকের বেশে ছুটে পথ থেকে পথে,

অফুরন্ত সময় কেটে গেছে মোহন স্বপ্নে ডুবে

জীবন ভাবনা জীবনেই রেখে গেঁথে।

একদিন চলে যেতেই হবে জেনেও বারবার

ধুলো মাটি ঘাসে জমিয়ে রেখে যত সুখ,

সবকিছু খুব অগোছালো ফেলে রেখে নিশ্চিত

চলে যেতে হয় শেষ ঠিকানায়, প্রিয় অসুখ।

জীবন নিয়ে উক্তি
জীবন নিয়ে উক্তি

জীবন নিয়ে কবিতা

হায়রে প্রেম ! হায়রে জীবন

–আলানূর হোসাঈন

হায়রে জীবন প্রেমময় পুষ্পে

কী অনল জ্বালালে তুমি।

দুখেরও সাগরে ভাসালে ভেলা

পাপময় পরকীয়া চুমি।

কী বা কামনায় বন্ধন টুঁটে

বিশ্বাসে ঘাতকের পরিচয়।

আহা! দুটি মন কালেমায় বাঁধা

এতোকাল ছিলো অভিনয়।

হায়! যদি নাই পেলে পূর্ণ প্রেম

তবে কেন চাওনি প্রভুর কাছে।

ক্ষমা করো রব যত পাপ তাপ

তুমি ছাড়া কে বা বলো আছে।

—–

একটুরো শান্তির জন্য

কৃষকের যুদ্ধ মাটির সাথে।

অনাহার দুটি কুকুর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে

একটি হাড়ের অপেক্ষায়।

অহ! একটি হাড় নিয়ে তাদের কী ভীষণ যুদ্ধ!

একটু শান্তির জন্য সকাল সন্ধ্যা রিক্সা নিয়ে নিজের সাথে যদ্ধু করে করিম মিয়া।

জীবন মানেই যুদ্ধ আর সংগ্রাম

যাদের জীবনে যুদ্ধ নেই সেটা জীবন নয়,

অর্থহীন বেঁচে থাকা।

জীবন নিয়ে উক্তি
জীবন নিয়ে উক্তি

—– জীবন নিয়ে উক্তি

তোমার জীবনের মূল্য কি আর

আছে আমার দেশে।

বিশটি বছর হারিয়ে গেলো,

দুঃখ সাগরে ভেসে।।

হায়রে মানুষ হায়রে জীবন হায়রে মানবতা।

—– জীবন নিয়ে উক্তি ছন্দ

সঙ্গ গুনে ফুলের ঘ্রান , মাটির থেকে আসে ।

সঙ্গ দোষে সোনার জীবন , অন্ধকারে ভাসে ।।

—- জীবন নিয়ে উক্তি

জীবন যুদ্ধের বেশিটা সময়, কাটাচ্ছো যার সঙ্গে।

চোখটা বুঝে একটু দেখ, সে আছে কোন রঙ্গে । ।

….মো. আলানূর হোসাঈন

আরও পড়তে পারেন–হিংসা নিয়ে উক্তি, স্ট্যাটাস, কবিতা। হিংসা কাকে বলে? হিংসা থেকে বাাঁচার উপায়

জীবন তরী

ই স লা ম ত রি ক

জীবন তরী চলছে বেয়ে

এক অচেনা নদে

লক্ষ্য ভুলে জীবন আমার

ব্যস্ত নানান পদে।।

:

অভ্রভেদী লক্ষ আশা

জীবন নদীর তীরে

দিন ফুরিয়ে রাত্রী এলো

ভ্রান্ত কাজের ভিড়ে।।

:

এক জীবনের কত্তো ছবি

স্বপ্ন দিয়ে আঁকি

ওপার নদীর সওদা সবি

থাকছে ও ভাই বাঁকি।।

:

জীবন নামের এই সিনেমা

শেষ হবে এক ক্ষণে

আলপনাতে রঙ্গিন স্বপ্ন

থাকবে না আর মনে।।

:

জীবন তরীর এই সফরটি

হোক সকলের ভালো

সত্য ন্যায়ে জীবন গড়ি

জ্বালাই দ্বীনের আলো।।

 

জীবন মানে জীবন নিয়ে স্ট্যাটাস

মুজাহিদুল ইসলাম স্বাধীন

জীবন মানে রঙিন স্বপ্নে ওড়া নয়,

জীবন মানে ভবের পিছে ঘোরা নয়।

জীবন মানে যা খুশি তা-ই করা নয়,

জীবন মানে নিজের পকেট ভরা নয়।

জীবন মানে অসৎ পথে চলা নয়,

জীবন মানে ন্যায়কে পায়ে দলা নয়।

জীবন মানে বিবেক শিকেয় তোলা নয়,

জীবন মানে ওই পরকাল ভোলা নয়।

জীবন মানে ন্যায়ের পথে চলতে হবে,

মিথ্যা ছেড়ে সত্য কথা বলতে হবে,

অসত্য আর জুলুম পায়ে দলতে হবে।

জীবন মানে ভাবনা রাখা- মরতে হবে;

রবের কাছে জবাবদিহি করতে হবে;

সেই আলোকেই জীবনটাকে গড়তে হবে।

জীবন নিয়ে স্ট্যাটাস

শহুরে জীবন

—আলানূর হোসাঈন

জীবিকার সন্ধানে ছুটে চলি শহরে

বাবা মা প্রিয়জন নেই কাছে কেহ।

প্রেম মায়া মমতার নেই কোন বসবাস

পড়ে আছে লাখকোটি মানবের দেহ।

যান্ত্রিক জীবনে কেবা কার রাখে খোঁজ

স্বার্থের মোহে কেহ কেড়ে নেয় প্রাণ।

কারো কোন বিপদে কেউ পাশে আসে না

নেই কোন সুশোভিত পুষ্পের ঘ্রাণ।

জীবন নিয়ে স্ট্যাটাস

শহর জীবন

সাজিদুর রহমান.

তোর শহরে বন্দী মানুষ,

নেইতো সবুজ বন।

আমার গাঁয়ে মুক্ত হাওয়া

বন্ধু শত জন।

.

তোর শহরে ময়লা জমা

কা কা করে কাক।

আমার গাঁয়ে দোয়েল ঘুঘু

আর শালিকের ঝাঁক।

.

তোর শহরে ডেঙ্গু ছড়ায়

মশার দারুণ ভীড়।

আমার গাঁয়ে ঝিঁঝি পোকা

আর জোনাকির নীড়।

জীবন নিয়ে স্ট্যাটাস

তোর শহরে ড্রেনের ধারে,

গন্ধ কেমন বল।

আমার গাঁয়ে সুবাস ছড়ায়

শিউলি ফুলের দল।

তোর শহর আর গাঁয়ের মাঝে

বিশাল ব্যবধান!

শহর জীবন চাইনা আমি

গ্রামই আমার প্রাণ।

জীবন নিয়ে স্ট্যাটাস

জীবনানন্দ দাশের কবিতা

‘জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা

—–মানুষের মৃত্যু হ’লে —

মানুষের মৃত্যু হ’লে তবুও মানব

থেকে যায়; অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে

প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে।

আজকের আগে যেই জীবনের ভিড় জমেছিল

তারা মরে গেছে;

অন্ধকারে হারায়েছে;

তবু তারা আজকের আলর ভেতরে

সঞ্চারিত হয়ে উঠে আজকের মানুষের সুরে

যখন প্রেমের কথা বলে

অথবা জ্ঞানের কথা—

অনন্ত যাত্রার কথা মনে হয় সে-সময়

দীপংকর শ্ৰীজ্ঞানের;

জীবন নিয়ে স্ট্যাটাস

জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা

বনলতা সেন

হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে,

সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে

অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে

সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে;

আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন,

আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,

মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের ’পর

হাল ভেঙে যে-নাবিক হারায়েছে দিশা

সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,

তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘এতদিন কোথায় ছিলেন?’

পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন

সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;

পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন

তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;

সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন;

থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

জীবন নিয়ে উক্তি

জীবনানন্দ দাশ

জীবনানন্দ দাশের কবিতা পড়ে আমি নিজেকে আবিষ্কার করলাম নতুন করে আর সারাক্ষণ একথা মনে হতে থাকল যে, আমি যা লিখতে চাই ইনি তা আগেই অত্যন্ত স্মরণীয়ভাবে লিখে ফেলেছেন। এটা এক হিসাবে মর্মপীড়াও কারণ। আমি ’ধূসর পাণ্ডুলিপি’ পাঠ করার পর থেকেই জীবনানন্দ দাশের দখলে চলে গেলাম, যার চিহ্ন আমার প্রাথমিক পর্যায়ের ছড়িয়ে রয়েছে ইতস্তত।

– শামসুর রাহমান । জীবন নিয়ে স্ট্যাটাস

জীবন নিয়ে স্ট্যাটাস