You are currently viewing ঘরে বসে আয় । ঘরে বসে কি কি অর্থকরী কাজ করা যেতে পারে
ঘরে বসে আয়

ঘরে বসে আয় । ঘরে বসে কি কি অর্থকরী কাজ করা যেতে পারে

মেয়েদের ঘরে বসে আয় করার উপায়

ফাতেমা জাহান লুবনা

মানুষের জীবনে অনেক সময় নানান ধরণের অবস্থা, পরিস্থিতি বা সমস্যার মধ্য দিয়ে অতিক্রম করতে হয়। আয় রোজগারের প্রধান দায়িত্ব যদিও পুরুষের ঘাড়েই বর্তায় তবু অনেক সময় দেখা যায় পুরুষের একার আয়ে সংসারের ঘানি টানা কঠিন হয়ে দাঁড়ায়। তখন একজন আদর্শ স্ত্রী, বোন বা মেয়ে যদি তার পাশাপাশি কিছু পরিমাণ হলেও আয় রোজগার করে থাকে তবে জীবনটা যেন অনেক সহজ ও সাবলীল গতিতে চলতে থাকে। ঘরে বসে আয় করুন

কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নারীদের বাইরে গিয়ে কাজ করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। থাকতে পারে নিরাপত্তাগত সমস্যা, সন্তান দেখাশোনা করা, সংসার সামলানো, বৃদ্ধ পিতামাতা বা শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব পালন ইত্যাদি নানাবিধ সমস্যা। এইসব সমস্যা মোকাবিলা করে অনেক সময় প্রয়োজন হলেও নারীরা অংশ গ্রহণ করতে পারে না অর্থনৈতিক কর্মকাণ্ডে। কিন্তু একেবারেই হাল ছেড়ে না দিয়ে ইচ্ছা থাকলে ঘরে বসেই অনেক ধরণের কাজ করা যায় যাতে ইনকাম হতে পারে। এমন কিছু অপশন নিয়ে চলুন আলোচনা করে দেখা যাক।

 

টিউশনি করা

পড়াশোনা শেষ করে বেকার বসে না থেকে করা যেতে পারে টিউশনি। অনেক সময় পড়াশোনা চলাকালীন অবস্থায়ও অনেকে টিউশনি করে থাকেন। এতে তেমন কোন পুঁজি বা মূলধন লাগে না তবে যে বিষয়ে পড়াতে চান সেই বিষয়ে অবশ্যই একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে। আর এরপরও প্রতিটি ক্লাসের আগেই কিছুটা প্রস্তুতি নিতে হয়। এতে নিজের শিক্ষাটাকে সহজেই অন্যের মাঝে ছড়িয়ে দেবার ক্ষেত্রে যথেষ্ট সুযোগ পাওয়া যায়।

 

সেলাইয়ের কাজ

একটি সেলাই মেশিন কিনে নিয়ে অল্প কিছু পুঁজি বিনিয়োগের মাধ্যমেই আপনি উপার্জন করতে পারেন অর্থ। অনেক সময় কয়েকটি মেশিনে নিজের ডিজাইন দিয়ে লোক মারফতও করাতে পারেন সেলাইয়ের কাজ। তাতে করে নিজের সাথে সাথে অন্যের জীবনকেও সুন্দর ও স্বাবলম্বী করা সম্ভব।

 

কুশিকাটা, নকশী কাঁথা ইত্যাদির কাজ

আপনি যদি কুশিকাটা বা নকশী কাঁথায় পারদর্শী হয়ে থাকেন তবে ব্যবসায়িকভাবে শুরু করতে পারেন এই কাজটি। এতে আপনার সময়গুলো ভালো কাটবে আর সেইসঙ্গে আয় রোজগারের বন্দোবস্তও হবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন- ভালো আর্টিকেল লেখার কৌশল

 

হাঁস, মুরগি, পশু, পাখি, মৎস ইত্যাদি পালন

সমন্বিত খামারের মাধ্যমে কিছু জমি লিজ নিয়ে শুরু করতে পারেন হাঁস, মুরগি, মৎস, পশুপাখি পালন। অথবা নিজস্ব ছোট্ট পরিসরে হাঁস মুরগি ইত্যাদি পালন করে যথেষ্ট লাভবান হতে পারেন। ঘরে বসে আয় করুন

 

শিশু প্রতিপালন

আপনি যদি ব্যস্ত শহরে থাকেন যেখানে অনেক কর্মজীবী নারীদের বাস তাহলে কিছু শিশুকে নিজের বাড়িতেই রেখে দেখাশোনা করতে পারেন যদি আপনার সেই পরিমাণ পরিসর থাকে। এতে শিশুদের সঙ্গে একটি মধুর সময় কাটানো সম্ভব আর সেইসঙ্গে কিছু দুশ্চিন্তাগ্রন্থ মায়েদের চিন্তা লাঘব করে তাদের মেধা ও শ্রমের মাধ্যমে জাতিকে উপকৃত করতে পারেন। আর সেইসঙ্গে আপনার নিজের হাত খরচ হিসেবেও পেতে পারেন ভালো একটা অংক।

 

ফলমূল ও শাক-সবজির চাষ

আপনার ছাদ বা এক চিলতে উঠান যাই থাকুক না কেন সেটাকে পতিত না রেখে চাষাবাদের মাধ্যমে টাটকা শাকসবজি ও ফলমূল খেতে ও বিক্রি করতে পারেন। অনেক সময় অনেক অর্থ সম্পদের মালিক হলেও টাটকা শাকসবজি খাওয়া কঠিন হয়ে পড়ে। অথচ নিজের যেটুকু জমি আছে সেখানেই চাষাবাদ করে আপনি টাটকা শাকসবজি ও ফলমূল খেতে পারেন ও বিক্রি করে মুনাফা অর্জন করতে পারেন।

 

রান্নাবান্না করা

সুস্বাদু রান্না একটি শিল্পকর্মের মর্যাদা বহন করে সেক্ষেত্রে রাঁধুনি মানে শিল্পী বললে ভুল হবে না। আপনি যদি রন্ধন শিল্পে পারদর্শী হন তবে ঘরে বসেই রান্না করে বিভিন্ন অফিস বা বাড়িতে সরবরাহ করতে পারেন। এটিও এই ব্যস্ত সময়ে অত্যন্ত লাভজনক একটি ব্যবসা।

 

বিভিন্ন প্রকারের হাতের কাজ

এ ছাড়াও রয়েছে বিভিন্ন প্রকারের হাতের কাজ যেগুলোর মাধ্যমে আপনি আপনার শিল্পী মনের বিকাশ ঘটাতে পারেন আবার সেই সঙ্গে উপার্জন করতে পারেন অর্থ। যেমন মেয়েদের ব্রেসলেট, কানের দুল, মালা ইত্যাদি তৈরি। বিভিন্ন ধরণের পুঁতি, হুঁক, সুতা ইত্যাদির ব্যবহারের মাধ্যমে মনোরম অলঙ্কার তৈরি করে বিভিন্নভাবে সেগুলো বিক্রি করতে পারেন। হস্তশিল্পের যে ধরণের কাজই করুন না কেন তাতে অবশ্যই আপনার ধৈর্য্য ও শিল্পী মনের প্রকাশ থাকতে হবে। তাহলেই ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারেন।

 

অনলাইন ব্যবসা

প্রযুক্তির হাত ধরে বিভিন্ন প্রকারের অনলাইন ভিত্তিক ব্যবসাগুলো দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখন লণ্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়ায় বসে যে কেউ সহজেই বাংলাদেশের গ্রামে থাকা শিক্ষকের কাছে অনলাইনে আরবি, বাংলা ইত্যাদি শিক্ষা অর্জন করতে পারে। আপনিও যদি কোন বিষয়ে পারদর্শী হয়ে থাকেন এবং সেই জ্ঞানের মাধ্যমে অন্যকে উপকৃত করতে চান তবে অনলাইনেও পড়াতে পারেন। ঘরে বসে আয় করার উপায়

আরও পড়ুন–কবি আজিজ হাকিম এর একটি বিখ্যাত কবিতা ‘’নাসেখ মানসুখ’’

ইউটিউব চ্যানেল

আপনার দক্ষতাকে কাজে লাগাতে আর সহজেই সবার মাঝে ছড়িয়ে দিতে ইউটিউব চ্যানেল অনেক কার্যকর একটি পন্থা। তবে এড পছন্দ করার ক্ষেত্রে অবশ্যই ইসলামের সীমারেখার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। কল্যাণকর, সুন্দর ও উন্নত কোন গুণ, কথা বা কাজ শেয়ার করে আপনার মেধার উন্মেষ ঘটাতে পারেন এবং কোন ভালো কম্পানির এডের মাধ্যমে উপার্জন করতে পারেন অর্থ। দিন দিন এই সেক্টরের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। ঘরে বসে আয় করার উপায়

 

ফেসবুক পেজ

ফেসবুকে ব্যবসায়িক পেজ খুলে অথবা অন্য কোন কমন ব্যবসায়িক পেজে আপনার পণ্যের বিজ্ঞাপন প্রচার করে অর্থ উপার্জন করতে পারেন। ঘরে বসে আয়

 

লেখালেখি করা

আপনার মেধা ও প্রতিভাকে এবং অবসর সময়কে ফ্রেমে বন্দি করতে লেখালেখি হতে পারে অসাধারণ বুদ্ধিদীপ্ত এবং দূরদৃষ্টিসম্পন্ন একটি কাজ যার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনি কল্যাণকর তথ্য ও কথা শেয়ারের মাধ্যমে জাতিকে উপকৃত করতে পারেন এবং জাতি গঠনে অনন্য সাধারণ ভূমিকা পালন করতে পারেন। আপনার লেখাগুলোকে অনলাইন বা অফলাইনে পত্র পত্রিকায় প্রকাশ করে অর্থ উপার্জন করতে পারেন। ঘরে বসে আয়

আবার মান সম্পন্ন লেখাগুলো নিয়ে বই প্রকাশ করে এবং সেগুলোকে সঠিকভাবে পাঠকের হাতে তুলে দিয়ে লাভবান হতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই লেখাগুলোকে মান সম্পন্ন হতে হবে এবং ভালো প্রকাশকের মাধ্যমে প্রকাশ করতে হবে। নচেৎ ধোঁকা দিয়ে লেখককে ঠকিয়ে নিজে একাই লাভবান হওয়ার মত অসৎ ও হীন প্রকাশকের যেমন অভাব নেই তেমনই যেনতেন লেখা দিয়ে বই ছাপিয়ে পাঠককে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলার মত লেখকেরও অভাব নেই।

কেউ একজন একটা কিছু করে অনেক ভালো করেছে বলেই যে আপনিও সেটা করে ভালো করতে পারবেন তার কোন গ্যারান্টি নেই। অনুকরণ না করে আপনার মেধা, প্রতিভা, যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী বেছে নিন আপনার কাজ যেটা আপনি অনায়াসে ঘরে বসেই সংসার সামলে করতে পারবেন। আপনার কাজটিকে অবশ্যই আপনার ভালোবাসতে হবে এবং তাতে পর্যাপ্ত সময় দিতে হবে।

বাইরে কাজ করার ক্ষেত্রে সমস্যা থাকলে অথবা অপছন্দনীয় হলে আর দেরি না করে ঘর থেকেই শুরু করুন অর্থনৈতিক কোন কাজ সেটা যত ছোটই মনে হোক না কেন যে পর্যন্ত বাজারে চাহিদা আছে এবং সততার ছোঁয়া আছে এবং সমাজের জন্য কল্যাণকর হলে অবশ্যই করুন লোকলজ্জা বা ভয়ভীতিতে পিছিয়ে পড়বেন না; বরং সাবলীলভাবে ও যত্ন সহকারে হাসিমুখে করুন। বাইরে গিয়ে চাকরি করার চেয়েও অনেক সময় অনেক লাভবান হওয়া যায় ঘরে বসে করা কাজগুলো থেকে। সঠিক পরিকল্পনা এবং টার্গেট নিয়ে আপনার দীপ্তপথের পদচারণা করুন দৃঢ়তা সহকারে। কারণ নতুন কিছু করাটা এতটা সহজ নয় তবে সফল হলে সেটার আনন্দও অপার। ঘরে বসে আয়

ফাতেমা জাহান লুবনা

Leave a Reply