You are currently viewing তরুণ কবি জুবায়ের বিন ইয়াছিন এর ৪টি কিশোর কবিতা
তরুণ কবি জুবায়ের বিন ইয়াসিন এর ৪টি কিশোর কবিতা

তরুণ কবি জুবায়ের বিন ইয়াছিন এর ৪টি কিশোর কবিতা

কিশোর কবিতাগুলো তরুণ কবি জুবায়ের বিন ইয়াছিন এর কাব্যগ্রন্থ ‘’নিজেই নিজের আয়না হও’’ থেকে নেয়া। বিশেষ করে কিশোরদের জীবনকে উন্নত ভাবে গড়ে তুলতে কবির এই কব্যিক প্রয়াস।

কিশোর কবিতা –  আলোয় দেবো টোকা

চলতে পারি স্বপ্ন ডানায় ভেসে—

ফুলঝরা এই রঙিন স্বপন

থমকে দিয়ে কে থামাবে কে সে?

তুচ্ছ ভেবে সকল কিছু—

আনবো প্রপাত প্রীতির হাসি হেসে।

অদম্য এই শক্তি সাহস

কে নেভাবে বলো?

চাঁদের রুপে ঝলকে উঠে

জ্বলবো ঝলোমলো।

ভয় না বেঁধে চলবো ভিশন ছুটে—

ডুবে ডুবে গভীর সাগর

আনবো সকল মুক্তোদানা লুটে

মুক্তোদানায় ঝলসে গিয়ে

ফুলের ঘ্রাণে উঠবো ভোরে ফুটে।

কেউ না হোক আর আমিই হবো

হার না মানা খোকা—

রাখবো বুকে দৃপ্ত সাহস

আলোয় দেবো টোকা।

আরও পড়ুন–ঈদ নিয়ে ৫৫ জন তরুণ কবির ৬৯টি ছড়া/ কবিতা

কিশোর কবিতা – স্বপ্নের পাঠ

.

থেমে যাবে জীবনের গতি

যদি, থেমে যায় স্বপ্নের চঞ্চলা পাঠ

রঙহারা আগাছারা জেগে

ঢেকে রাখে ধান ফলা সবুজের মাঠ।

যদি—

উদ্যমী আশাগুলো আশাহত হয়

লক্ষের প্রতি নাই থাকে অনুনয়

নাই থাকে যদি তাতে সাহসের টিকা

দিনশেষে সে আশা হবেই তো লীন

লক্ষ্যরা জং হয়ে হবে মরিচিকা ।

সাগরের মাঝে যদি কভু

নাও থেকে পাল যায় ছিঁড়ে

চেষ্টা কি কম থাকে মাঝির?

আসতে যে হবে তাকে তীরে…

শেকলের দড়ি যদি পা’য় পরে পাখি

তবুও তো চলে গান, সুর ডাকাডাকি

চলে কভু তার চির চিরায়ত কাজ

ঠিকই তো ভাঙা মন চাঙা করে নিয়ে

ওখানেই গড়ে নেয় আপন সমাজ ।

এভাবেই শত বাধা আসবে তো ঠিক

ব্যথা এসে দিলে ক্ষত দিবে তিলে তিলে

তবুও যে দৃঢ় পায়ে হেটে যেতে পারে

সে-ই তো যাবে শেষে স্বীয় মানজিলে।

তরুণ কবি জুবায়ের বিন ইয়াসিন এর ৪টি কিশোর কবিতা
তরুণ কবি জুবায়ের বিন ইয়াসিন এর কাব্যগ্রন্থ ‘’নিজেই নিজের আয়না হও’’

কিশোর কবিতা- মেঘের কাছে চিঠি

.

ফুল ফুটেছে— তাও জুটেনি ঘ্রাণ

পায় কি তবে ভ্রমর-অলি প্রাণ?

মুখ লুকিয়ে থাকে পাতার ভাঁজে

পাপড়িগুলো মলিন কেনো

তা বুঝি না কীসের এতো লাজে।

সবাই খোঁজে বিমল গন্ধ আর

চোখভেজানো রুপের উপহার

তার সাথে ঢেউ উপচেপড়া হাসি

কেউ খোঁজেনা একটা হাসির

গল্প কত রুক্ষ হৃদয়নাশি।

ফুল তাকিয়ে নীল আকাশের দিকে

চাচ্ছে কি ঐ আকাশ নিবে লিখে?

গোমড়ামুখে জ্বলছে দুচোখ মিটি

আকাশ তো নয় বৃষ্টি চেয়ে

শানবাঁধানো মেঘের কাছে চিঠি।

মেঘের সারি হলেই জলের ধারা—

জাগবে ঠিকই আবার ফুলের পাড়া।

আরও পড়তে পারেন–তরুণ কবি খাদিজা ইয়াসমিন এর ৪টি জীবনমুখী কবিতা

নারী কবিতা। মানুষ নই, আমি নারী। অভিশপ্ত সুশীল। অপয়া তুই

কিশোর কবিতা- প্রিয় হও প্রিয়কায়

এই,

পিউপিউ পাপিয়ার গান আমার প্রিয়

একটানা সুরে কলতান আমার প্রিয়

ভাটিয়ারী তালে আহবান আমার প্রিয়

আযানের সুমধুর টান আমার প্রিয়।

তুমিও কি প্রিয় হতে চাও?

পাপিয়ার গান হয়ে যাও

সুমধুর কন্ঠের স্বরে

আযানের টান হয়ে যাও।

আমার তো ভালো লাগে ঢেউতোলা নদী

ফসলের মাঠ থেকে তার শেষাবধি…

ঝিরিঝিরি নির্মল বাতাসের হাওয়া

পড়ন্ত বিকেলেতে ঝরনার দাওয়া।

তুমিও কি ভালো লাগা হবে?

সবুজের মাঠ হও তবে

ঢেউয়ে ঢেউয়ে ঝরনার বাঁকে

বাতাসের পাঠ হও তবে।

আমি তো ভালোবাসি জোৎস্নার আলো

সবুজের কোলে ভাসা রুপ ঝমকালো

কুয়াশায় ভেজা ঘাসে ধীরে ধীরে হাঁটা

মাচা বেয়ে ওঠা কাঁচা পুঁইয়ের ডাঁটা।

তুমিও কি চাও ভালোবাসা?

হও তবে জোৎস্নায় খাসা

মনমাতা সবুজের কোলে

যাও হয়ে পুইয়ের চাষা।

তুমি যদি প্রেমী হও প্রিয়কার তরে—

আমিও তোমায় দেখ নেবো ‘প্রিয়’ করে।

শিশু কিশোর বিষয়ক অনু ভাবনা-অধ্যাপক আবু তাহের বেলাল

[gs-fb-comments]

Leave a Reply